মুজিবনগরে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

মুজিবনগরে শান্তি শৃঙ্খলা উন্নয়নে সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবপ উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান, জেলা মুখ্য সংগঠক ও উপজেলা প্রধান সমন্বয়ক ছাত্র প্রতিনিধি শাওন শেখ প্রমুখ।

এর আগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে যুবকদের নিয়ে একটি জনসচেতনতা মূলক র‍্যালী বের করা হয়।




মেহেরপুরের কুতুবপুরে জেলা বিএনপি’র কর্মী সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত প্রক্রিয়ায় দলের পুনর্গঠন জাতীয় ও স্থানীয় পর্যায়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে সক্ষমতা অর্জনের প্রত্যয়ে জেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র সদস্য ওমর ফারুক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

এসময় তিনি বলেন, আপনারা নির্যাতন সহ্য করেছেন জুলুম সহ্য করেছেন কেন কিসের জন্য সহ্য করেছেন বাংলাদেশে একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য সুষ্ঠু রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশের হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আজকে আমরা জুলাই আগস্ট এর রক্ত খয়ি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম।

জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আলমগীর খান সাতু, হাফিজুর রহমান হাফি, মোছাঃ রোমানা আহম্মদ।

এছাড়াও এসময় জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক কাজী মিজান মেনন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, জেলা যুবদলের সহ-সভাপতি মুনতাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, জেলা জিয়া মঞ্চের সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস হোসেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, মোশিউল আলম দিপু আবুল হাশেম, নাহিদ আহমেদ, জনিসহ কুতুবপুর ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে আরও ৪টি ইটভাটা বন্ধ, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা বন্ধ ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোজাফফর আহমেদ, বামুন্দি ফায়ার সার্ভিস ও গাংনী থানা পুলিশের একটি দল অংশ নেন।

এর আগের দিন একই উপজেলায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ভাটা তিনটি বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদ্দাম হোসেন জানান, গাংনী উপজেলার আকুবপুর এলাকার, রূপসা ব্রিকস, জনতা ব্রিকস ও থ্রি স্টার ব্রিকসের মালিকদের এক লাখ টাকা করে ৩ লাখ টাকা এবং সমতা ব্রিকসের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ কাঁচা ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। এছাড়া, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগ পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মেহেরপুর জেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ১০৮ টি অবৈধ ইটভাটা গড়ে উঠেছে।




প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর। ১৩টি পদে নিয়োগ দেওয়া হবে ৬৩৮ জনকে। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

অধিদপ্তরে নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর

পদের বিবরণ: দেখুন বিজ্ঞপ্তিতে

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রাণিসম্পদ অধিদপ্তর এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর অনুকূলে ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ট্রেজারী চালানের (কোড নম্বর ১-৪৪৪১-০০০০-২০৩১ অথবা ১৪৪০৪০১-১২৩৭৫৪-১৪২২৩২৬) মাধ্যমে জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে ট্রেজারী চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সঙ্গে ট্রেজারী চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা: ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ০৯টা থেকে আবেদন শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা 

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে মেহেরপুরে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষ্যে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান।

জেলা প্রশাসনের সহকারি কমিশনার তানজিলা শারমিন দৃষ্টির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নিবার্হী অফিসার খাইরুল ইসলাম, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, পুলিশ, শিক্ষার্থী, বিকাশ এজেন্টের প্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।




ওপেনএআই কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলার প্রস্তাব ইলন মাস্কের, নাকচ অল্টম্যানের

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই কেনার জন্য ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ৯ হাজার ৭৪০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে ইলন মাস্কের নেতৃত্বাধীন এক বিনিয়োগকারী সংস্থা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ওপেনএআই এর সব সম্পদ কেনার জন্য প্রযুক্তি কোম্পানিটির বোর্ডের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মাস্কের আইনজীবী মার্ক টোবেরফ।

প্রস্তাবের জবাবে চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে বলেছেন, ‘না, ধন্যবাদ, তবে আপনি চাইলে আমরা টুইটার ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে কিনে নিতে পারি।

এই প্রস্তাবটি ইলন মাস্ক এবং ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের নতুন এক অধ্যায়। ২০১৫ সালে তারা একত্রে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন। তবে ২০১৮ সালে সংস্থাটি ছেড়ে চলে যান মাস্ক। এরপর থেকেই দুজনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়।

অল্টম্যান ওপেনএআই-কে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছেন। তবে মাস্ক এই সিদ্ধান্তের সঙ্গে সম্মত নয়। মাস্কের মতে, ওপেনএআই প্রতিষ্ঠার সময় মূল্য উদ্দেশ্য ছিল মানবতার উপকারে এআই তৈরি করা। তবে প্রতিষ্ঠান এখন এই নীতি থেকে সরে আসছে।

তবে ওপেনএআই দাবি করছে, উন্নত এআই মডেল তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

এই প্রস্তাবটি মাস্কের এআই কোম্পানি এক্সএআই এবং অন্যান্য ব্যক্তিগত ইকুইটি ফার্ম, যেমন: বারন ক্যাপিটাল গ্রুপ এবং ভ্যালর ম্যানেজমেন্টের সমর্থন করছে।

মাস্ক এক বিবৃতিতে বলেছেন, ‘এখন সময় এসেছে ওপেনএআইকে আবারও একটি ওপেন সোর্স এবং নিরাপত্তা-কেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত করার, যা একসময় ছিল। আমরা এটি নিশ্চিত করবো।’

ইলন মাস্কের পক্ষ থেকে দেওয়া ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রস্তাবটি ওপেনএআই-এর সর্বশেষ বাজারমূল্যের তুলনায় অনেক কম। ২০২৪ সালের অক্টোবর মাসে ওপেনএআই সর্বশেষ তহবিল সংগ্রহ করেছিল, তখন তার বাজারমূল্য ছিল ১৫৭ বিলিয়ন ডলার। তবে বর্তমানে ওপেনএআই-এর মূল্য ৩০০ বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা আছে, যা মাস্কের প্রস্তাবের তুলনায় অনেক বেশি।

সম্প্রতি বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে একটি প্রকল্প ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার নাম ‘স্টারগেট প্রজেক্ট’। এর প্রকল্পের মূল্য ৫০০ বিলিয়ন ডলার। প্রাথমিকভাবে ওপেনএআই এবং সফটব্যাংক প্রত্যেকে ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে। প্রকল্পের মূল লক্ষ্য হলো উন্নত কম্পিউটিং পাওয়ারের মাধ্যমে নতুন ও শক্তিশালী এআই মডেল তৈরি করা।

ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হওয়া সত্ত্বেও মাস্ক দাবি করেছেন যে, এই প্রকল্পটি ‘যতটুকু অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, তা আসলে তাদের কাছে নেই’। যদিও তিনি তার মন্তব্যের পক্ষে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ সামনে আনেননি।

২০২২ সালে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কেনেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তখন থেকেই গুঞ্জন ছিল তিনি পুরো টুইটার কিনে নেবেন। সেই বছরের এপ্রিল মাসে টুইটার কেনার প্রস্তাব দেন তিনি। প্ল্যাটফর্মটি কেনার পর টুইটারকে আরও বেশি উদার, উন্মুক্ত ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দেন তিনি। টুইটারের শেয়ার প্রতি ৫৪ দশমিক ২ ডলার মূল্য নির্ধারণ করে কোম্পানিটি কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব দেন মাস্ক।

শুরুতে, টুইটারের বোর্ড এই প্রস্তাবটি এড়িয়ে যায় এবং মাস্কের প্রস্তাবকে প্রত্যাখ্যান করার প্রস্তুতি নেয়। তবে মাস্কের প্রস্তাবটি অনেক বড় অঙ্কের ছিল, যার ফলে বোর্ড শেষ পর্যন্ত চাপের মুখে পড়তে থাকে। শেষে এই প্রস্তাব মেনে নেয় টুইটারের বোর্ড এবং মাস্কের নেতৃত্বে টুইটার বিক্রি হওয়ার প্রক্রিয়া শুরু হয়। ২০২২ সালের অক্টোবর মাসে সব ধরনের আইনি বাধা দূর করে টুইটার কিনে নেন ইলন মাস্ক এবং প্ল্যাটফর্মের নতুন মালিক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এমনকি নিজের অন্যান্য কোম্পানির সঙ্গে নাম মিলিয়ে প্ল্যাটফর্মটির নাম রাখেন ‘এক্স’।

ওপেনএআই কেনার বিষয়টি তাই টুইটারের মতো হতে পারে। কারণ বিষয়টি শুধু অল্টম্যানের হাতে নেই। কোম্পানির বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা মাস্কের প্রস্তাবে রাজি হলে অল্টম্যানও ওপেনএআই বিক্রিতে বাধ্য হবে। এ ছাড়া মাস্ক এখন ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি। বিশ্বের শীর্ষ এই ধনীর হাতে নজিরবিহীনভাবে ক্ষমতা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ওপেনএআই ভবিষ্যতে আরও বেশ চাপের সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি




মেহেরপুরে সাবেক কাউন্সিলরসহ ৩ আসামি গ্রেফতার

মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক কাউন্সিলর মঞ্জুরুল কবির রিপনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার কৃত মঞ্জুরুল কবির রিপন মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। বাকিরা হলেন- শিশু বাগান পাড়ার নুরুল ইসলামের ছেলে এনামুল হক বাবু, নতুন পাড়ার আব্দুল কাদেরের ছেলে হৃদয়।

মেহেরপুর সদর থানার ওসি মেসবাহ উদ্দিন জানান, সারাদেশে অপরারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সন্ত্রাস দমন আইনে তাদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী উপজেলার নওয়াপাড়া থেকে দবির আলী নামের এক আসামিকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।




ভ্রমণপিপাসুদের জন্য সেরা গন্তব্য

ভ্রমণপিপাসুদের জন্য এসময়ের সেরা গন্তব্য হতে পারে বাংলাদেশের আশেপাশের দেশ থাইল্যান্ড, জাপান, শ্রীলংকা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া। এক নজরে দেখে নিন এই দেশগুলোর বিখ্যাত সব ট্যুরিস্ট স্পট!

থাইল্যান্ড
এই মৌসুমে রাজধানী ব্যাংকক এর চাও প্রায়া নদীতে নৌকা ভ্রমণ করতে করতে দেখতে পারবেন গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফো এর মত বিখ্যাত পর্যটন স্পটগুলো। এছাড়াও ফুকেট ও কোহ সামুই এর দ্বীপগুলো উপভোগ এর জন্য এখনই সেরা সময়। ফুকেট এর জনপ্রিয় সব রেস্টুরেন্ট ও নাইট লাইফ এর উত্তেজনা, বা কোহ সামুই এর অদ্ভুত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ – কোথায় যাবেন বেছে নিন নিজের পছন্দ মত!

জাপান
শীতের জাপান বাকি সময় থেকে সম্পূর্ণ আলাদা। এই সময় থাকে স্কি রিসোর্ট, শীতকালীন উৎসবসমূহ, ও ঐতিহ্যবাহী সব সাংস্কৃতিক অনুষ্ঠান। জাপানের সবচাইতে ঐতিহ্যবাহী শহর কিয়োটো এর কিয়োমিজু ডেরা টেম্পল, ইম্পেরিয়াল প্যালেস ও গিরোকু শীতের দিনে আরো অনন্য হয়ে ওঠে। হোক্কাইডো এর স্কি রিসোর্ট, স্নো বোর্ডিং সহ আরো অনেক শীতকালীন খেলা এসময় সারাবিশ্ব থেকে পর্যটকদের আকৃষ্ট করে।

শ্রীলংকা
বর্তমান শুষ্ক ও আরামদায়ক আবহাওয়া শ্রীলংকা ভ্রমণের সেরা সময়। এসময় পাহাড়ি অঞ্চল যেমন ক্যান্ডি এর টেম্পল অফ দ্যা ট্রুথ, ক্যান্ডি লেক এর সৌন্দর্য বা হানডুনগালা পিক এর ট্রেকিং খুবই জনপ্রিয়। এছাড়াও গাল্লে ও নুওরা এলিয়া শহরের সৌন্দর্য, ইয়ালা ন্যাশনাল পার্ক এর সাফারি সহ পুরো দেশজুড়ে উপভোগ করতে পারেন শীতকালীন বিভিন্ন উৎসব।

ফিলিপাইন
বহু সংস্কৃতির মিশ্রণের এই দ্বীপপুঞ্জের ৭১০০ টিরও বেশি দ্বীপ ঘুরে দেখতে পুরো পৃথিবী থেকে ভিড় জমান অভিজ্ঞ ট্যুরিস্ট, রোমান্টিক জুটি, এডভেঞ্চারপ্রেমী সহ সবাই। পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বচ্ছ পানি ও সাদা বালির এই দেশের সৈকত গুলোকে করেছে অদ্বিতীয়। রাজধানী ম্যানিলা এর ঐতিহাসিক সব স্থান ও কেনাকাটার অভিজ্ঞতার পাশাপাশি পালাওয়ান, সেবু, বোরা বোরা, ও তিতাসান আগ্নেয়গিরি এর মত স্পটগুলো ভ্রমণপিপাসু দের তৃষ্ণা মেটাতে যথেষ্ট।

ইন্দোনেশিয়া
১৭০০০ এর ও বেশী দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়ার বিস্তৃর্ণ অভিজ্ঞতার ঝুড়ি অপেক্ষা করছে আপনার জন্য! বালির প্রাকৃতিক সৌন্দর্য ইতিমধ্যে সারাবিশ্বে খ্যাতি লাভ করেছে। ইন্দোনেশিয়ার কমোডো আইল্যান্ড এ কমোডো ড্রাগন দেখা হতে পারে আপনার জীবনের এমন একটি অভিজ্ঞতা, যা আপনি সবসময় মনে রাখবেন।

লেখক: মোহাম্মদ ফাহাদ
কো-ফাউন্ডার, ফ্লাইকরো

সূত্র: ইত্তেফাক




গাংনীতে শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ও র‌্যালী

মেহেরপুরের গাংনী উপজেলার সকল বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরি জাতীয় করনের দাবীতে র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ করেছে বেসরকারি কলেজ শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখা।

মঙ্গলবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারের সামনে এ কর্মসুচি পালন করেন তারা।

‘হাতে হাত,কাধে কাধ, এক সাথে চলবো পথ, এ প্রতিপাদ্যে শিক্ষক কর্মচারিদের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠানের আগে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালী করেন তারা।

উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি বেদারুল আলমের নেতৃত্বে একটি র‌্যালী গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষকরা।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ বেদারুল আলম,সাধারণ সম্পাদক এসএম সায়েম,নির্বাহী সদস্য মোঃ আবুল কালম আজাদ সপন প্রমুখ।

এসময় শিক্ষকরা সরকারের কাছে দাবী কওে বলেন, সরকারি শিক্ষকরা যে সিলেবাস অনুযায়ী শিক্ষাকরা পাঠ দান করেন। আমরাও সেই সিলেবাস ও নিয়মকানুন অনুযায়ীকলেজ পরিচালনা করি। তবে কেনো আমাদেও সাথে বৈষম্য করা হয়। বক্তারা বলেন, আমরা আমাদের অধিকার আদায়ে বৃহৎ কর্মসুচি পালন করবো।




তিন সন্তানের কার সঙ্গে মিল রয়েছে শাহরুখ খানের

শাহরুখ খান। এই নামের আগে কোনো বিশেষণের প্রয়োজন পড়ে না। কারণ শাহরুখ খান মানেই বলিউড বাদশাহ কিং খান। সারা বিশ্বে তার রয়েছে কোটি কোটি ভক্ত-অনুরাগী ও সিনেমাপ্রেমী। শুধু শাহরুখের অভিনয়ই নয়, তার ব্যক্তিত্বেও মুগ্ধ অনুরাগীরা। অনেকেই তার দ্বারা অনুপ্রাণিত হন। অনেকের আবার জীবনের লক্ষ্যই থাকে বাদশাহর মতো হয়ে ওঠা।

কিন্তু তার সন্তানেরা নাকি কেউ তার মতো হয়নি। বিষয়টি নিজেই জানিয়েছিলেন বাদশাহ শাহরুখ খান। ২০২৪ সালে একটি অনুষ্ঠানে অভিনেতা জানিয়েছিলেন আরিয়ান, সুহানা কিংবা আব্রাম কেউ-ই তার মতো হয়নি। তার স্বভাব পায়নি। আর সে কারণেই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ বলিউড বাদশাহ।

কিং খান বলেন, তার তিন ছেলেমেয়েই মানুষ হিসাবে খুব ভালো হয়েছে। কিন্তু তারা কোনোভাবেই আমার মতো হয়ে উঠতে পারেনি। তিনি বলেন, আমি মনে করি, আমার ছেলেমেয়েরা আমার থেকে মানুষ হিসাবে অনেক ভালো।

শাহরুখ আরও বলেন, আমি সত্যিই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ওরা খুবই ভালো সন্তান। মানুষ হিসাবে ওরা সত্যিই খুবই ভালো হয়েছে। তিনি বলেন, তবে কন্যা সুহানা ও কনিষ্ঠ পুত্র আব্রামের সঙ্গে একটি মিল রয়েছে তার। তার মতোই সুহানা ও আব্রামের গালেও টোল পড়ে বলে জানান বাদশাহ।

কাজের ক্ষেত্রে প্রথম থেকেই সন্তানদের অগাধ স্বাধীনতা দিয়েছেন শাহরুখ খান। প্রথমেই জানিয়ে দিয়েছিলেন ভবিষ্যতে যে কোনো পেশাই তারা বেছে নিতে পারেন। কখনই সন্তানদের নির্দেশ দেননি অভিনেতা বা ইঞ্জিনিয়ার হয়ে উঠতে হবে। বাবা হিসাবে শাহরুখের একটাই চাওয়া ছেলেমেয়েরা যেন সুস্থ থাকে।

উল্লেখ্য, সুহানা পেশা হিসাবে বেছে নিয়েছেন অভিনয়কেই। আগামীতে ‘কিং’ সিনেমায় দেখা যাবে তাকে। অন্যদিকে আরিয়ান ক্যামেরার পেছনে পরিচালনার কাজ শুরু করেছেন।

সূত্র: যুগান্তর