জীবননগরে অতিরিক্ত ঠান্ডায়’ রেললাইনে ফাটল, ৫ঘন্টা পর মেরামত

চুয়াডাঙ্গা জীবননগর উথলী রেললাইনে অতিরিক্ত ঠান্ডায় ফাটল দেখা দিয়েছে। এতে করে ট্রেন চলাচলে সাময়িক ধীরগতি দীর্ঘ ৫ঘন্টা পর মেরামত ।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উথলী-দর্শনা রেললাইনের তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এদিকে দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার ফলে রেললাইন মেরামতের কাজ সম্পন্ন করছে কর্তৃপক্ষ।

স্থানীয় সুত্রে জানা গেছে, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস উথলী রেলস্টেশন অতিক্রম করার পর উথলী-দর্শনা রেলপথের উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান তিনি। পরে আনসার সদস্যরা রেললাইনের ওপর লাল পতাকা টানিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি খুলনা অভিমুখী ১৬ ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী ২৩ আপ রকেট মেইলকে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করান।

উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শেষ করেছি। অতিরিক্ত ঠান্ডার কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।




আলমডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আলমডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়েছে।

আজ সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে শীত কম্বল বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন,বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সহ-সভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম , জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন , ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন, এছাড়া নির্বাহী সদস্য পদে খন্দকার হামিদুল ইসলাম আজম, আঃ ওহাব কাবলু, জসিম উদ্দিন, জয়নাল আবেদীন, ফারুক হোসেন, রেজাউল হক তোতা, রতন আলী, সাইদুল ইসলাম, খন্দঃ সজিব, সিরাজুল ইসলাম,বণিক সমিতির স্টাফ বজলুর রহমান।

পরে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। মোট ৪৫০ জনকে শীত বস্ত্র তুলে দেওয়া হয।

এ সময় সভাপতি আরেফিন মিয়া বলেন, আলমডাঙ্গা বণিক সমিতি জন্মলগ্ন থেকে একটি ব্যবসায়ি সংগঠন,আলমডাঙ্গার ব্যাবসায়িদের সবচাইতে বড় সংগঠন হিসেবে পরিচিত এই সংগঠনের মাধ্যমে আমরা প্রতি বছর শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে থাকি।

এছর চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ম তাপ মাত্রা চলছে। গরীব দুস্থ মানুষ শীতে কষ্ট পাচ্ছে।আমরা বণিক সমিতির মাধ্যমে যতটুকু সম্ভব দিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন সমাজের বিত্তবানরা এগিয়ে এসে প্রচন্ড শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদের পাশে দাঁড়ান। বণিক সমিতির ফান্ড থেকে ৩০০ টি ও বণিক সমিতির কার্যকরি পরিষদের সকল সদস্য ১০০০/ও সদস্য ৫০০ শত টাকা করে উত্তোলন করে বাকি ২৫০ টি কম্বল ক্রয় করে দুস্থ গরীব ও বাজারের পাহারাদার দের মধ্যে বিতরণ করা হয়।




কুষ্টিয়ায় রোটারী অজয় সুরেকা দম্পতির উদ্যোগে কম্বল বিতরণ

কুষ্টিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাবের এমপিএইচএফ অজয় সুরেকা ও পিএইচএফ স্মৃতি সুরেকার ব্যাক্তিগত অর্থায়নে আজ সকালে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় রোটারি ক্লাবের এমপিএইচএফ অজয় সুরেকা ও পিএইচএফ স্মৃতি সুরেকাসহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জাকির হোসেন, রোটারিয়ান রুয়াইম রাব্বি এমপিএইচএফ এমডি, জাহিদুল ইসলাম রনিসহ রোটারি ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮১ এর অ্যাডিশনাল গভর্নর রোটারিয়ান অজয় সুরেকা এমপিএইচএফ জানান, সারাদেশের মতো কুষ্টিয়াতেও শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই কনকনে শীতে পৌর এলাকার শীতার্ত মানুষের মাঝে আমাদের নিজেদের উদ্যোগে কম্বল বিতরণ করা যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা যারা রোটারী করি এসব রোটারিয়ানরা নিজেদের উপার্জনের অর্থের একটি অংশ সমাজের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে থাকি। রোটারীর মাধ্যমে মানুষের সহায়তায় এগিয়ে আসা একটি মহৎ কাজ। সমাজের বিত্তবানদের সকলের উচিত যার যার অবস্থান থেকে রোটারীর ন্যায় সাহায্যের হাত প্রসারিত করা। তাহলেই আগামীর জন্য একটি সুখী-সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব।

এদিকে কম্বল পেয়ে বিভিন্ন পেশার মানুষ বলেন, রোটারী ক্লাবের অজয় সুরেকা ও তর পরিবারের পক্ষ পক্ষ থেকে এই তীব্র শীতে কম্বল উপহার পেয়ে আমাদের অনেক উপকারে লাগবে। শীত লাঘব হবে। কম্বল পেয়ে একটু আরাম পাবো।




জীবননগর ধোপাখালীতে শীতার্থ ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরন

জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে শীতার্থ দুঃস্থ প্রবীনদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার ধোপাখালী প্রবীন কেন্দ্র থেকে দুঃস্থ প্রবীনদের মাঝে এসব কম্বল প্রদান করা হয়।

পল্লী সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ওয়েভ ফাউন্ডেশন প্রবীন কমিটি ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১২৫ জনকে কম্বল (শীতবস্ত্র) দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপত্বিত করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন কমিটির সভাপতি বদর উদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত জীবননগর উপজেলা প্রকল্প কর্মকতার্ মিজানুর রহমান, প্রবীন কমিটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সহ-সভাপতি সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী ও সাংগঠনিক সম্পাদক শামসুল আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী আওয়াল হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, সহকারী মেডিক্যাল অফিসার সোহেল রানা ও প্রোগ্রাম অফিসার আসাদুজ্জামান লিটন।




দামুড়হুদা দলকা মৎস্য সমবায় সমিতির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলকা লক্ষিপুর মৎস্য সমবায় সমিতির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪ টার দিকে দলকা বিল পাড়ে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলকা লক্ষ্মীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি ওমর আলী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জুড়ানপুর ৪ নং ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন সহ সমিতির আগত সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল এই দলকা লক্ষীপুর বিল টি কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু সময় এসেছে চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মো: আলী আজগার টগর এমপি’র মাধ্যমে সরকারের নীতিমালা অনুযায়ী জাল দরা যার বিল তার। সেই আলোকে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই দলকা লক্ষীপুর মৎস্য সমবায় সমিতির হাতে আবারো বিল আসবে বলে আমরা সকলে বিশ্বাস করি। নতুন করে আর কেউ এই বিল জোর করে ভোগ দখল করতে পারবে না। আমরা সবাই মিলে কিভাবে বিলটি চাষ করলে সবাই উপকৃত হব এবং দেশের উন্নয়ন হবে সে বিষয়ে সবাই মিলে মতামত দিয়ে সেই আলোকে আমরা কাজ করে যাবো।

বক্তারা আরো বলেন বিলটি যেন আর কেউ জবরদখল করে ভোগ দখল করতে না পারে এবং আমরা সমিতির সদস্যরা যেনো আবারো বিলটি ফিরে পাই সে বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা ২ আসনের এমপির সুদৃষ্টি কামনা করেন।




দামুড়হুদায় ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ১

দামুড়হুদায় ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে। গ্রেফতারকৃত আসামি হলো উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত রতন আলীর ছেলে তহির উদ্দিন (৪৮)।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই সুমন্ত বিশ্বাস, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে দামুড়হুদা থানাধীন মোক্তারপুর গ্রামস্থ মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে দামুড়হুদা টু কার্পাসডাঙ্গা গামী পাঁকা রাস্তার উপর হতে আসামী তহির উদ্দিনকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৩৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




কার্পাসডাঙ্গা মিশনপল্লীর মি: হারুন সরকার পরলোক গমন করেছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মিশনপল্লীর মি: হারুন সরকার পরলোক গমন করেছেন।

আজ মঙ্গলবার দুপুরের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করে। মি: হারুন সরকার কার্পাসডাঙ্গা মিশনপল্লীর সুদিন সরকারের ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন মি: হারুন সরকার। আর আজ দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেন তিনি।

তার মৃত্যুতে মিশনপল্লীর বাসিন্দা সহ বন্ধুমহল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। আগামীকাল বুধবার তার দাফনকার্য সম্পন্ন হবে কার্পাসডাঙ্গা মিশন খ্রিষ্টয়ান কবরস্থানে।




চুয়াডাঙ্গায় শীতর্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

চুয়াডাঙ্গায় শীতর্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার সময় ব্যুরো বাংলাদেশ কুষ্টিয়া অঞ্চলের আয়োজনে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজল গাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এ কম্বল বিতরণ করা হয় ।

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুবি ইউনিয়ন, তিতুদহ ইউনিয়ন ও বেগমপুর ইউনিয়নের ৪শতাধীক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

ব্যুরো বাংলাদেশ কুষ্টিয়া অঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মাহবুবুর রহমান শিপনের সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা তুজ জোহরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্যুরো বাংলাদেশ খুলনা বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক আল আমিন খান, বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন,দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম সনি, মাই টিভির মিথুন মাহমুদ, হিজল গাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, হিজল গাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম মিন্টু, ব্যুরো বাংলাদেশ চুয়াডাঙ্গা এলাকার ব্যবস্থাপক নুরুল ইসলাম, ঝিনাইদহ এলাকার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, মেহেরপুর এলাকার ব্যবস্থাপক আব্দুল্লাহ মিয়া, আলমডাঙ্গা এলাকার ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন প্রমুখ।




মেহেরপুর পৌর কবরস্থান থেকে বাঁধানো কবর গায়েব!

মেহেরপুর পৌর কবরস্থান থেকে গায়েব হয়ে গেছে ৮৮ বছরের পুরাতন একটি পাকা কবর। ঘটনাটিতে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

কবরস্থান একটি সংরক্ষিত এলাকা। এখানে কবর দিতে গেলেও অনুমতির প্রয়োজন হয়। কবর পাকা করতে গেলেও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন পড়ে। এমন একটি সংরক্ষিত স্থান থেকে রাতারাতি কবর গায়েব হয়ে যাওয়াতে সাধারণ মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। পাশাপাশি অনেকেই তাদের স্বজনদের বাঁধানো কবর নিয়েও শংকিত হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, রাতারাতি গায়েব হয়ে যাওয়া কবরটি সুলতান উদ্দিন খাঁ’র ছিলো। সূদৃশ্য বাধানো কবরটি মেহেরপুর পৌর গোরস্তানের প্রাচীনতম কয়েকটি বাঁধানো কবরের একটি। সুলতান উদ্দিন খাঁ বৃটিশ শাসনামলে কাচারির নাজির ছিলেন। তার ছেলে গোলাম মোস্তফা খাঁ মেহেরপুর মহকুমার এসডিও অফিসের নাজির ও মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন।

কবর জিয়ারত করতে আসা মোঃ নাজিম ইকবাল বলেন, আমি ছোটবেলা থেকেই সুলতান উদ্দিন খাঁ’র সদৃশ্য বাঁধাই করা কবরটি দেখে আসছি। পাশেই আমার বাবা ও দাদার কবর। আজ কবর জিয়ারত করতে এসে পাশের বাঁধানো কবরটি দেখতে না পেয়ে বিস্মিত হয়েছি। পরে জানতে পারলাম কেউ একজন কবরটি ভেঙে বাড়ি নিয়ে গেছে। আমার মতে যে এই কাজটি করেছে সে প্রকৃতই একজন নিকৃষ্ট ব্যক্তি।

মেহেরপুর পৌর গোরস্তানের কেয়ারটেকার মোঃ হারুন বলেন, কয়েকদিন আগে সুলতান উদ্দিন খাঁর দৌহিত্র কয়েকজন লোক সাথে করে এনে কবরটি ভেঙে ফেলে। পরবর্তীতে ধ্বংসাবশেষ ভ্যানে তুলে নিয়ে যায়। আমি বাধা দিতে গেলে বলে আত্মীয় স্বজনকে আমি সামলাবো। পরবর্তীতে আমি পৌর মেয়রের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ দিয়েছি।

স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ও ইসলামী বক্তা মোঃ রুহুল আমিন বলেন, কবর বাঁধানো নিয়ে নানা ভিন্ন মত আছে। তবে যে কবরটি বাধানো আছে সেটি নিশ্চিহ্ন করা কোন সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে বলে আমার মনে হয় না। অপকর্মকরীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এছাড়াও গোরস্থানের ভাব গাম্ভীর্য বজায় রাখার জন্যও যথাযথ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে আমি মনে করি।

সুলতান উদ্দিন খাঁ’র দৌহিত্র অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন বলেন, কাজটি যে করেছে, খুবই অন্যায় করেছে। এর বেশি আমি কিছু বলতে পারব না।

মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্জুরুল কবির রিপন বলেন, আমি কেয়ারটেকারের সাথে কথা বলে জানতে পেরেছি দিনের বেলাতেই কবরটি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। কে ভেঙেছে সে বিষয়টিও জানতে পেরেছি। আরও বিস্তারিত জেনে আগামীকাল আপনার সাথে কথা বলবো।

মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার প্যানেল মেয়র-২ নুরুল আশরাফ রাজিব বলেন, ‘ঘটনাটির সম্পূর্ণ দ্বায় সমগ্র পৌর পরিষদের উপরেই এসে পড়ে। আমরা সংরক্ষিত স্থানটির নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়েছি। যেখানে কবর দিতেই অনুমতির প্রয়োজন হয়, সেখান বিনা অনুমতিতে পাঁকা কবর ভেঙে নিয়ে যাওয়া এবং স্থানটিকে নিশ্চিহ্ন করার ঘটনাটি পৌর গোরস্থানের নিরাপত্তার ঘাটতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটি অবশ্যই একটি অপরাধ।

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ বলেন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




আসছে পারমাণবিক ব্যাটারি, চার্জ ছাড়াই চলবে ৫০ বছর

পারমাণবিক শক্তির ব্যাটারি বানিয়েছে চীনা কোম্পানি বেটাভোল্ট। কোম্পানিটি দাবি করছে, এই ব্যাটারির আয়ুষ্কাল হবে ৫০ বছর। বেটাভোল্টের বিভি ১০০ নামে এই পারমাণবিক ব্যাটারি শিগগিরই বাজারে আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। এতে ব্যবহার করা হয়েছে, নিকেল-৬৩ আইসোটোপ এবং হিরার সেমিকন্ডাক্টর উপাদান।

বেটাভোল্ট বলছে, এই পারমাণবিক ব্যাটারি মহাকাশ, এআই ডিভাইস, চিকিত্সা, এমইএমএস সিস্টেম, এআই সেন্সর, ছোট ড্রোন এবং রোবটে ব্যবহারের উপযোগী করে তারা তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে। তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই ব্যাটারি চালিত স্মার্টফোন।

এ ধরনের স্মার্টফোনে কখনো চার্জ দিতে হবে না। একটি ইলেক্ট্রনিকস পণ্য কেনার পর ৫০ বছরের জন্য চার্জ নিয়ে নিশ্চিন্ত থাকা যাবে এটি নিঃসন্দেহে অভাবনীয় একটি ঘটনা। অবশ্য বিভি ১০০ উত্পাদন এখন পাইলট পর্যায়ে রয়েছে। এছাড়া এ ব্যাটারি খুব বেশি চার্জ সরবরাহ করতে পারছে না।

১৫x১৫x৫ মিলিমিটার আকারের ৩ ভোল্টের এ ব্যাটারি মাত্র ১০০ মাইক্রোওয়াট বিদ্যুত্ সরবরাহ করে। ডিভাইসের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে একাধিক বিভি ১০০ ব্যাটারি সিরিজ বা সমান্তরালে একসঙ্গে ব্যবহার করা যেতে পারে।

বেটাভোল্ট জানিয়েছে, ২০২৫ সালে তারা ১ ওয়াট সংস্করণের পারমাণবিক ব্যাটারি বাজারে আনার পরিকল্পনা করেছে।

নতুন বিভি ১০০ ব্যাটারি দু’টির অনন্য বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে বেটাভোল্ট। প্রথমত, ৫০ বছর পর্যন্ত কোনো ধরনের রক্ষণাবেক্ষণ ছাড়াই নিরাপদে ব্যবহার করা যাবে ক্ষুদ্রাকৃতির এই পারমাণবিক ব্যাটারি। দ্বিতীয়ত, বিশ্বে এটিই প্রথম বড় আকারের হীরার সেমিকন্ডাক্টর উপকরণ ব্যবহার করা হয়েছে। কোম্পানিটি এখন তাদের চতুর্থ প্রজন্মের হীরার সেমিকন্ডাক্টর উপাদান ব্যবহার করছে।

বিভি ১০০ ব্যাটারির উন্নয়ন এবং উত্পাদন পরিকল্পনা সম্পর্কে বেটাভোল্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্র এবং তত্কালীন সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) যে পারমাণবিক ব্যাটারি বানিয়েছিল বিভি ১০০-এর সেলগুলো তা থেকে বেশ আলাদা।

আগের পারমাণবিক ব্যাটারিগুলো আকারে বড়, বিপজ্জনক, গরম হয়ে ওঠে এবং ব্যয়বহুল। উদাহরণস্বরূপ, কিছু আগের প্রযুক্তির পারমাণবিক ব্যাটারিতে প্লুটোনিয়ামকে তেজস্ক্রিয় শক্তির উত্স হিসেবে ব্যবহার করা হয়েছিল।

সেদিক থেকে বেটাভোল্টের বিভি ১০০ ব্যাটারি অনেক নিরাপদ। এতে শক্ত কিছু দিয়ে খোঁচা দিলে এমনকি গুলি করলেও বিকিরণ বেরিয়ে আসবে না। বেটাভোল্টের ব্যাটারিতে শক্তির উত্স হিসেবে ব্যবহার করা হয়েছে নিকেল-৬৩ আইসোটোপ। তেজস্ক্রিয় বিকিরণ করে ক্ষয়প্রাপ্ত হয়ে এটি তামায় রূপান্তরিত হয়ে স্থিতিশীল হয়। হীরার সেমিকন্ডাক্টর উপাদান ব্যবহার করায় এই ব্যাটারি মাইনাস ৬০ থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশে সচল থাকে।

ইউরোপ-আমেরিকার প্রযুক্তির চেয়েও এই প্রযুক্তি আগানো বলে দাবি করেছে চীনা প্রতিষ্ঠানটি।

বিভি ১০০ ব্যাটারিতে দুটি হীরার সেমিকন্ডাক্টর কনভার্টারের মাঝে একটি ২ মাইক্রন পুরু নিকেল-৬৩ পাতলা শিট রাখা হয়। বেটাভোল্টের ‘অনন্য একক-ক্রিস্টাল ডায়মন্ড সেমিকন্ডাক্টর’ প্রযুক্তির ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়। এই সেমিকন্ডাক্টর মাত্র ১০ মাইক্রন পুরু।

তবে বিভি ১০০-এর পরবর্তী সংস্করণ ১ ওয়াট শক্তির হবে বলা হলেও বিদ্যুত্ সরবরাহের ক্ষেত্রে এটি শক্তিশালী ডিভাইসগুলোর জন্য যথেষ্ট নাও হতে পারে। এ কারণে বেটাভোল্ট বেশি বিদ্যুত্ খরচ করে এমন ডিভাইসের জন্য স্ট্রন্টিয়াম-৯০, প্রমিথিয়াম-১৪৭ এবং

ডিউটেরিয়ামের মতো আইসোটোপগুলো যাচাই করে দেখছে। এগুলোর উচ্চ শক্তিস্তর আছে তো বটেই, এগুলোর আয়ুষ্কাল হতে পারে ২৩০ বছর পর্যন্ত।