দর্শনায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দর্শনা বাসস্ট্যান্ডের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমান আদায় করেছে।

আজ বিকাল তিনটার দিকে দর্শনা পৌর এলাকা বাসস্ট্যান্ড গোল চত্বর সংলগ্ন সুরমা বেকারিতে অভিযান চালায়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পণ্য উৎপাদন করায় বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরই পাশের মিঠাই ঘর মিষ্টির দোকানে মূল্য তালিকা না থাকায় ও মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পূর্ণ রাখাসহ বাঁশি পচা মিষ্টি ফ্রিজজাতকরণের কারণে মিষ্টির দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করে। এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহাম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও দর্শনা থানা পুলিশ।




মেহেরপুরে গরু বাচাতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট, অতঃপর মৃত্যু

মেহেরপুরের রাজনগর গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তরিকুল ইসলাম সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়ার লিয়াকত আলীর ছেলে।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়িরতেই লালন পালন করা একটি গরুকে বিদ্যুতায়িত হওয়া থেকে বাঁচাতে যেয়ে তরিকুল নিজেই বিদ্যুতস্পৃষ্ট হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায় তরিকুল বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করতো। বারাদি বাজারে ইলেকট্রিক সামগ্রীর একটি দোকানও রয়েছে তার।

নিজ বাড়ির গোয়াল ঘরের পাশ দিয়ে বিদ্যুতের লাইন টানা ছিলো। সেখানে একটি সিমগাছের লতা তারের সাথে জড়ানো ছিলো। বাড়িতে লালন পালন করা একটি গরু সিমের লতা সহ বিদ্যুতের তার চাবাতে যেয়ে বিদ্যুতায়িত হয়। গরুটিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তরিকুলও। এলাকাবাসী তাকে উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে পিতা-পুত্রসহ আটক-৩

মেহেরপুরে এক মাদক বিরোধী অভিযানে পিতা-পুত্র সহ ৩ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

আটককৃতরা হলো মেহেরপুর নতুন পোস্ট অফিস পাড়ার মৃত ইউনুস খাঁর ছেলে জনি খাঁ (৪০) তার ছেলে শিশির (২২) ও গোরস্থান পাড়ার আবু হানিফের ছেলে আমিনুল ইসলাম ওরফে এ্যামি(৪৮)।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে একটি দল মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৭ গ্রাম হেরোইন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক আবুল হাশেম বলেন, ‘উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটককৃতদের মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।’




ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালিত

৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরতন ডিসি কোট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে দিনটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসনেসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহীনি ও মিত্রবাহিনীর আক্রমনে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার ও তার দোসররা। আকাশে উড়ে লাল সবুজের স্বাধীন পতাকা। মুক্তির মিছিল ছড়িয়ে পড়ে জেলা থেকে গ্রাম ও গ্রামান্তরে।




বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ২ পদে নিয়োগ 

দুটি শূন্য পদে ২৩ জন নিয়োগ দিবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। আগ্রহীরা আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)

পদের সংখ্যা: ০২টি

লোকবল নিয়োগ: ২৩ জন।

পদের নাম: সহকারী শিক্ষক। (বাংলা -০১ জন, ইংরেজি-০২ জন, গণিত -০৪ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০২ জন, ভৌতবিজ্ঞান-০২ জন, সামাজিকবিজ্ঞান-০৬ জন)

পদসংখ্যা: ১৭টি। বেতন: দৈনিক ৮২৩ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি/সমনান ও বিএড ডিগ্রি/ সমমান। অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান। তবে শিক্ষক নিবন্ধনধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর, তবে শিক্ষকতায় অভিজ্ঞতা থাকলে বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

পদের নাম: শারীরিক শিক্ষক।

পদসংখ্যা: ০৬টি।

বেতন: দৈনিক ৮২৩ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি। তবে শিক্ষক নিবন্ধনধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। তবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতায় অভিজ্ঞতা যোগ্যতার কলামে উল্লিখিত খেলায় কোচিৎ-এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

চাকরির ধরন: অস্থায়ী।

কর্মস্থল: দিনাজপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার।

আবেদন ফি : আবেদনকারীকে উত্তরা ব্যাংকের যেকোনো শাখা থেকে ২০০ টাকার ব্যাংক ড্রাফট মহাপরিচালক, বিকেএসপি -এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: মহাপরিচালক, বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা বরাবর ২১ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বক্সে সরাসরি জমা দিতে হবে। এছাড়ও অফিশিয়াল ওয়েবসাইটে https://bksp.gov.bd/ করা যাবে।

সূত্র: বিকেএসপি




দামুড়হুদায় দেড় কোটি টাকার স্বর্ণসহ সাঈদ ড্রাইভার আটক

দামুড়হুদায় ১ কোটি ৫৪ লাখ টাকার স্বর্ণের তৈরি গহনা ও মোটরসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ।

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ স্বর্ণসহ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা-চুয়াডাঙ্গা বাইপাস সড়কের দামুড়হুদা লোকনাথপুর গ্রামের একটি আমবাগান থেকে তাকে আটক করা হয়। আটক ব্যাক্তি একই উপজেলার লোকনাথপুর গ্রামের দাউদ আলির ছেলে সাইদ হোসেন (৪০)। পরে লোকজনদের সামনে তার দেহ তল্লাশি করে ছয়টি ছোট বড় প্যাকেট ভর্তি এক কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণের গহনা ও চোরাচালান কাজে ব্যবহারের আর টি আর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা-চুয়াডাঙ্গা বাইপাস সড়কের দামুড়হুদা লোকনাথপুর গ্রামের একটি আমবাগানে অ্যাম্বুস করা হয়। এ সময় মোটরসাইকেলে একজন ব্যাক্তি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে তাড়িয়ে আটক করা হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও পরিদর্শন) মো: নাজিম উদ্দিন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আটক ব্যাক্তিকে মামলাসহ দামুড়হুদা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্নালংকার ট্রেজারিতে পাঠানো হয়েছে।




মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উঠান বৈঠক

নারীর ক্ষমতায়ন ও জীবনযাত্রার মনোনয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের সুবিধাভোগী মহিলাদের সমন্বয়ে মেহেরপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা প্রতিপাদ্যে” বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বামন পাড়ায় সিডিপি কার্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত উঠান বৈঠককে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া,সিডিপি
সমন্বয়কারী জন প্রবঞ্জন বিশ্বাস,রজনী মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী রোজিনা খাতুন,পূর্ণভবা মহিলা কল্যাণ সমিতির সাধারন সম্পাদিকা
জান্নাতুল আরা লিনা,নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী সুফিয়া আক্তার জামিলা বক্তব্য রাখেন।

ট্রেড প্রশিক্ষক মীর দানীয়েল হোসেনের সঞ্চালনায় এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সমিতির সভানেত্রীবৃন্দ,উপকারভোগী ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

পরে “নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ” এই প্রতিবাদে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।




ঝিনাইদহের দিনমজুর আসলাম হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

ঝিনাইদহের চাঞ্চল্যকর ক্লুলেস দিনমজুর আসলাম হত্যা মামলার মূল হত্যাকারী ও পরিকল্পনাকারী আসামী মোঃ সোহেলকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গত সোমবার মানিকগঞ্জ জেলার সদর থানার চান্দির চর গ্রাম থেকে তাকে গ্রেফকার করে। সোহেল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর(চরপাড়া) গ্রামের আঃ রশিদের ছেলে।

র‌্য্যাব জানায়, আসলাম হত্যার ক্লুলেস হত্যা মামলার হত্যাকারী সোহেল মানিকগঞ্জ জেলার সদর থানার চান্দির চর গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে থেকে সোহেলকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আসলাম হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ রামনগর গ্রামের একটি কলাবাগান থেকে দিন মজুর আসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আসলামের মাথা, হাতের তালু ও কানের পাশে মারাত্মক জখমের চিহ্ন ছিল। এসময় ঘটনাস্থল হতে জামাকাপড় ও হত্যায় ব্যবহৃত একটি শাবল ও একটি কাচি উদ্ধার করে পুলিশ। দিনমজুর আসলাম পাবনা জেলার চাটমোহর উপজেলার বহরামপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। নিহত আসলাম ঝিনাইদহ এলাকায় জীবিকা নির্বাহের জন্য দিন মজুরের কাজে আসছিলো। ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে আসলামের ভাই।




ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দূঘটনায় নি*হ*ত ১

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ছেলেকে স্কুলে ভর্তি করাতে গিয়ে মোটরসাইকেল উল্টে আবু তালেব (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকালে শহরের জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আবু তালেব উপজেলার হরিশপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবু তালেব তার ছেলেকে ভর্তির জন্য স্কুলে নিয়ে যাচ্ছিলেন। শহরের জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলের সামনে ছেলেকে নামিয়ে দেন। এ সময় মোটরসাইকেল উল্টে তিনি সড়কে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আবু তালেব মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এছাড়া তার হার্টের সমস্যা আছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়।

হরিণাকুণ্ডু থানার ওসি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।




নিউজিল্যান্ডের পরে মিরাজ-তাইজুলের ঘুর্ণিতে প্রথম দিন শেষ

ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে টাইগার স্পিনারদের ঘূর্ণিতে ধুঁকছে কিউই ব্যাটাররা। শুরুতেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড।

১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২০ রান সংগ্রহ করেন দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। তবে দলীয় ২২ রানে এই দুই ব্যাটারকে হারায় নিউজিল্যান্ড। ১৪ বলে ১১ রান করে কনওয়ে ও ২০ বলে ৪ রান করে আউট হন লাথাম।

এরপর কিউই ব্যাটিং লাইনে ধস নামান মেহেদি হাসান মিরাজ। এরপর ২৪ রানের মধ্যে আরও তিন ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। ৫ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে দিন শেষ করেছে কিউইরা। মিরাজ ৩টি ও তাইজুল নিয়েছেন ২টি উইকেট।

সূত্র: ইত্তেফাক