হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

ঝিনাইদহের হরিণাকণ্ডুতে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে তাফসীর মাহফিলের আয়জনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪৫) নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন।

মঙ্গলবার সকালে হরিনাকুণ্ড উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদপুর ইউনিয়নের মেম্বর আশরাফ উদ্দীন স্বপন জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের দবির মন্ডল ও তার ভাই খবির মন্ডলের সাথে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের মহিন, বকুল ও সাঈদের সমর্থকদের বিরোধ চলে আসছিলো।

সোমবার সন্ধ্যায় গ্রামে তাফসীর মাহফিল আয়োজন নিয়ে মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জেরে সকালে দবির ও মোশাররফ গ্রামের মাঠে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এঘটনার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দু’পক্ষের অন্তত ৮/১০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। মৃত মোশাররফ হোসেন ওই গ্রামের খবির মন্ডলের ছেলে এবং পেশায় একজন দলিল লেখক। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মাহবুবুল আলম বলেন, সকালে হরিণাকুন্ডু থেকে কয়েকজন রোগী এসেছিলো।

এদের মধ্যে আমরা মোশাররফকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে একই পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হলে হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় মহিন নামের একজনকে আমরা আটক করে হেফাজতে নিয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।




সেরা প্রস্তুতি না হলেও সেরা স্বপ্নই দেখছেন ফিল সিমন্স

বিপিএলের পর কালক্ষেপণ না করে অনুশীলনে নেমে পড়েছে টাইগার বাহিনী। দিন-রাত মিলিয়ে চলছে সেই অনুশীলন। তবু প্রধান কোচ ফিল সিমন্স এমন প্রস্তুতিকে সেরা প্রস্তুতি বলতে রাজি নন।

ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দল ওয়ানডে সিরিজ খেলে নিজেদের প্রস্তুতি নিচ্ছে। সেখানে বাংলাদেশ নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। তাতে তুলনামূলকভাবে টাইগারদের প্রস্তুতিকে সেরাদের কাতারে ফেলতে চান না কোচ।

এদিকে প্রস্তুতিতে সেরাদের কাতারে না থাকলেও স্বপ্নটা সেরাদের মতো করেই দেখছেন। তার মতে, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে বাংলাদেশ।

গতকাল বাংলাদেশের প্রস্তুতির বিষয়ে ফিল সিমন্স বলেছেন, ‘আমি মানছি যে, অন্য দলগুলো যেভাবে ম্যাচ খেলে প্রস্তুতি নিচ্ছে, সেভাবে আমরা নিচ্ছি না। তাই এটি সেরা প্রস্তুতি নয়। তবে একটা জিনিস আমি বলব যে, তারা খেলার মধ্যে ছিল এবং সাদা বলের ক্রিকেটই খেলছিল। তাতে দক্ষতার দিক থেকে তারা তীক্ষ্ণই রয়েছে। আগামী ছয় থেকে সাত দিনে ক্রিকেটারদের মানসিকতা ৫০ ওভারের ক্রিকেটের দিকে আনতে হবে। তাদের দক্ষতা রয়েছে, পারফর্ম করতে দেখেছি আমরা। তাই এখন ৫০ ওভারের মানসিকতা আনাটাই মূল ব্যাপার।’

বৈশ্বিক এই টুর্নামেন্ট নিয়ে সিমন্সের অগাধ বিশ্বাস রয়েছে। ক্যারিবিয়ান এই কোচ বিশ্বাস করেন, বাংলাদেশ ট্রফি জেতার মতো যোগ্য দল। তার মতে, ‘যদি এটা বিশ্বাস না করতাম, তাহলে এখানে আমি থাকতাম না। যখনই কোনো টুর্নামেন্টে খেলতে হবে, সেরা সাফল্য বের করে আনতে হবে। আর যে দিনে ম্যাচ গড়াবে, ঐ দিনে সেরাটা দিয়ে লড়াই করতে হবে। আমি দলকে এটাই বোঝানোর চেষ্টা করছি। ক্যারিবিয়ান সফরে আমি ক্রিকেটারদের দেখেছি, তারা কতটা শক্তিশালী। সুতরাং আমরা ভালো খেলতে পারলে বেশ ভালো সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে কিছুটা সংশয় রয়েছে। ফর্মহীনতার কারণে বিপিএলে তিনি নিয়মিত খেলতে পারেননি। তবে শান্তকে নিয়ে আত্মবিশ্বাসী কোচ সিমন্স। ‘আমি তার ব্যাপারে একটা জিনিস বলতে পারি, তিনি কঠোর পরিশ্রমী। মাঠে না খেললেও প্রতিনিয়ত পরিশ্রম করে গেছেন। তিনি তার নিজের কাজটা করেছেন। খেলাটা এখন ৫০ ওভারের। আর অধিনায়ক এই ফরম্যাটে খেলেননি এমন নয়। তবে তার শক্ত মানসিক অবস্থা অবশ্যই প্রয়োজন হবে, আর আমার মনে হয় সেটা তার রয়েছে।’

এদিকে শান্তর পাশাপাশি নাহিদ রানাকে নিয়েও কিছুটা শঙ্কা রয়েছে। বিপিএলের শেষ দিকে রংপুর রাইডার্সের হয়ে জ্বলে উঠতে দেখা যায়নি গতিদানবকে। রানাকে নিয়ে সিমন্স বলেছেন, ‘হ্যাঁ, বিপিএলের শেষ কয়েক ম্যাচে তাকে স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীরগতির মনে হয়েছে। এমনকি শেষ দিকে এসে রানআপও তার স্বাভাবিক সময়ের মতো ছিল না। তবে তিনি কিছুটা বিশ্রাম পেয়েছেন। বিশ্রামের পর তাকে আবারও আগের অবস্থায় মনে হয়েছে। গতি ফিরে আসছে এবং ক্যারিবিয়ানে যেমন ছিল, তেমনটাই দেখা যাচ্ছে।’

এ দিকে চ্যাম্পিয়নস ট্রফির খেলা ৫০ ওভারের হলেও জাতীয় দলের সবাই সম্প্রতি ২০ ওভারের বিপিএল শেষ করেছেন। দুটি ভিন্ন ফরম্যাট, খেলার ধরনও ভিন্ন। বিপিএলের প্রভাব ৫০ ওভারের ক্রিকেটে পড়লে অবস্থা বেগতিক হতে পারে। বিষয়টি নিয়ে বাংলাদেশের কোচ বলেছেন, ‘আমাদের দুই দিন অনুশীলন হয়েছে। এই দুই দিনে বিপিএল নিয়ে কোনো কথা হয়নি খেলোয়াড়দের সঙ্গে। তারা লম্বা সময় ধরে ব্যাট করা ও ঠিক জায়গায় বল করাতেই নজর দিচ্ছেন, সেটি ৫০ ওভারের ক্রিকেটের জন্য। আমার মনে হয় না বিপিএল কোনো প্রভাব ফেলবে। আর সামনের কয়েক দিন আমাদের অনুশীলনের সেশন দ্বিগুণ করে দেওয়া হয়েছে। যেখানে আমরা সকালে ব্যাটিং-বোলিং করব, পরে সন্ধ্যায় আলোর নিচেও সেটি চলবে। এভাবেই আমরা ৫০ ওভার ব্যাটিংয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি।’

চ্যাম্পিয়নস ট্রফি শেষে বিসিবির সঙ্গে ফিল সিমন্সের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর মেয়াদ বাড়বে কি না, সেটি নিয়ে কথা বলতে রাজি হননি এই ক্যারিবিয়ান। সাকিব আল হাসানের বিষয়েও তিনি মুখ খোলেননি। বাংলাদেশের পোস্টারবয় হিসেবে খ্যাত সাকিব রয়েছেন দেশের বাইরে। বৈশ্বিক এই টুর্নামেন্টে তার খেলার কথা থাকলেও বোলিং অ্যাকশনে সমস্যা হওয়ায় দলে জায়গা হয়নি।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা শীর্ষক সমন্বয় সভা

মেহেরপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই সভার আয়োজন করে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের রিসোর্স পার্সন ও অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) মো. রনি আলম নুর, সরকারি সহকারী পরিচালক মো. আবীর হোসেন, মেহেরপুর ও চুয়াডাঙ্গা ওয়েব ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রশাসনিক রেজিস্ট্রেশন কর্মকর্তা মো. আব্দুল হামিদ প্রমুখ।

এই সমন্বয় সভায় গ্রাম আদালতের কার্যক্রমের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।




মেহেরপুর জেলার জেলা ক্রীড়া সংস্কার এ্যাডহক কমিটি অনুমোদন

সাত সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে মেহেরপুর জেলার জেলা ক্রীড়া সংস্থার আজমক কমিটি অনুমোদন করে।

পদাধিকার বলে জেলা প্রশাসক সিফাত মেহেনাজকে আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সাবেক খেলোয়াড় হিসেবে আসাদুজ্জামান লিটন, খেলোয়াড় হিসেবে মো. সাঈদ হোসেন জিকো, ক্রীড়া অনুরাগী হিসেবে মো. আলামিন ইসলাম বকুল, ছাত্র প্রতিনিধি হিসেবে মো. তামিম ইসলাম এবং ক্রীড়া সাংবাদিক হিসেবে মিজানুর রহমানকে সদস্য করা হয়েছে।




মেহেরপুরে ২ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ

বিএনপি কেন্দ্র ঘোষিত প্রতিক্রিয়া দলের পূর্ণগঠন জাতীয় স্থায়ীয় পর্যায়ের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা অর্জনের মেহেরপুর পৌরসভা ২ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৭ টার দিকে মেহেরপুর পৌরসভা ২ নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মোহাম্মদ।

জেলা বিএনপি’র সাবেক সহ সংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য আনছারুল হক,আলমগীর খান ছাতু,মোছাঃ রোমানা আহম্মদ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাবলু, জেলা যুবদলের কাওছার আলী, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, বিএনপির নেতা আব্দুল লতিফ নাহিদ আহমেদ, ইমন বিশ্বাস সহ পৌর বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।




মুজিবনগরে পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সুখে থাকবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পেঁয়াজের ভরা মৌসুমে ভারতসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ এবং ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছেন মুজিবনগরের পেঁয়াজ চাষিরা।

নতুন পেঁয়াজ উৎপাদন মৌসুম শুরু হওয়ায় কৃষকরা পেঁয়াজ তুলতে শুরু করেছেন। তবে, ব্যবসায়ীরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করায় ন্যায্য দাম না পেয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকরা। এ পরিস্থিতিতে মৌসুমের এই সময়ে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে স্থানীয় কৃষক সমাজের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে কৃষকরা সরকারের কাছে এই দাবি জানান।

মানববন্ধনে চাষিরা অভিযোগ করেন, “যখনই পেঁয়াজের ভরা মৌসুম শুরু হয়, তখনই সরকার পেঁয়াজ আমদানি করে। এর ফলে লোকসানের মুখে পড়তে হয় কৃষকদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারত থেকে পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারে ব্যাপক প্রভাব পড়েছে।”

বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচের তুলনায় খুবই কম বলে দাবি করেন চাষিরা। তারা জানান, ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। এজন্য আগামী তিন মাস পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান উপজেলার কৃষকরা।

গত বছর পেঁয়াজের দাম বেশি হওয়ায় এবং দেশের চাহিদা মেটাতে কৃষকরা এ বছর বেশি পরিমাণে পেঁয়াজ আবাদ করেছেন। তবে কৃষকরা যখন পেঁয়াজ তুলতে শুরু করেছেন, ঠিক তখনই বিদেশ থেকে কম দামে এই কৃষিপণ্য আমদানি করা হচ্ছে, যা কৃষকদের জন্য বড় বিপর্যয় সৃষ্টি করেছে।




ঝিনাইদহে তিন চেয়ারম্যানের জামিন না মঞ্জুর, জেল হাজতে প্রেরণ

ঝিনাইদহ সদর উপজেলার ৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার ( ১০ জানুয়ারী ) সকালে ঝিনাইদহ আমলী আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণের আদেশ দেন।

গত ৪ আগষ্ট ঝিনাইদহ জেলা বিএনপি অফিস ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ১নং সাধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন, ৫নং কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও ১০নং হরিশঙ্করপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ১০ ফেব্রুয়ারী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের এই আদেশ দেয়।




মেহেরপুরের আমদাহে জেলা বিএনপি’র কর্মী সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত প্রক্রিয়ায় দলের পুনর্গঠন, জাতীয় ও স্থানীয় পর্যায়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে সক্ষমতা অর্জনের প্রত্যয়ে জেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে আমদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র সদস্য এম এ কে খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মোহাম্মদ।

সদর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান সাতু, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, মোছাঃ রোমানা আহম্মদ প্রমুখ।

এছাড়াও এসময় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস হোসেন, মোশিউল আলম দিপু, নাহিদ আহমেদসহ আমদহ ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন।




দর্শনা মাধ্যামিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

এসাে দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানকে ধারণ করে দর্শনা মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল ৩ টায় স্কুল চত্তরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হুমায়ন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ মমতাজ মহল।

তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রতিটি স্কুলের ছেলে মেয়েদের মানুষিক শক্তি বৃদ্ধি ও শরীর মন দুটোই ভাল রাখতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশপাশি মোবাইল নয় খেলাধুলা করে নিজেকে সুস্থ্য রাখতে জীবন সু সংগঠিত রাখতে সহায়ক হবে। তাই আমি ছেলে মেয়ে ও শিক্ষকদের বলবো লেখাপড়ার পাশপাশি বেশি বেশি খেলাধুলার চচার্ রাখতে হবে।

অনুষ্ঠানে বিশিষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলা একাডিমিক শিক্ষা অফিসার রাফেজুল ইসলাম, দর্শনা দক্ষিন চাঁদপুর মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, দর্শনা বালিকা বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক নাহারুল ইসলাম মাষ্টার, হাফিজুর রহমান প্রমুখ।




দর্শনার সাড়াবাড়িয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত

দর্শনা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সড়াবাড়িয়া সরকরী প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে গণ-যোগাযোগ অধিদপ্তর ও সম্প্রচার মন্ত্রালয়ের বাস্তবায়নে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

তারুণ্য নির্ভিক উন্নত সমৃদ্ধি বৈষম্যহীন ও জবাবদিহিতা বাংলাদেশ গড়ে তুলতে এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে উদ্বুদ্ধ করণের লক্ষে এ নারী সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে সড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের প্রায় শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন।

নারী সমাবেশে চুয়াডাঙ্গা জেলা তথ্য কর্মকতার্ শিল্পী মন্ডল সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে এম তাসফিকুর রহমান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি)।

তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিশুদের যে ভাবে তার পরিবার ছোট থেকে গড়ে তুলবে সেভাবেই সে গড়ে উঠবে। প্রতিটি পরিবার একটি হাই কমান্ড মা-বাবা তাদের যে ভাবে লালন পালন করবে সে সেই ভাবেই প্রতিষ্ঠিত হবে। ছোট ছোট কমলমতি শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দেবেন না। এতে করে তারা মোবাইল আশক্ত হয়ে পড়বে। ফলে শিশুদের ব্রেন প্রসারিত হতে পারবে না। চোখের সমস্যা হবে। এ বিষয় মায়েদের সর্তক হতে হবে। এছাড়া শিশুরা যাতে মাদক যুক্ত হতে না পারে সে দিকে লক্ষ রাখতে হবে। এছাড়া তথ্য অধিকার, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক ও পরিবেশ সংরক্ষণে প্রতিটি মা ও বাবাকে তার সন্তানের প্রতি সর্তক ও খেয়াল রাখতে হবে। ছেলে -মেয়ে যাতে বিপথে না যেতে পারে।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, সহকারী শিক্ষা অফিসার নুর ইসলাম ও সড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা উচ্চমান সহকারী অফিসের আব্দুর রাজ্জাক।