ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন

ঝিনাইদহে চলতি বোরো মৌসুমে উফশী বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে সাড়ে ৭ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।

রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম।

সেসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার সুমী, উপজেলা কৃষি অফিসার মোঃ নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবিব, মীর রাকিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে উফশী বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৭ হাজার ৫’শ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হবে। সপ্তাহব্যাপী চলবে এই বিতরণ কার্যক্রম।




জীবননগরে আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস পালিত

জীবননগরে ৩২তম আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ৩২তম আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,জীবননগর উপজেলা সমাজ সেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল প্রমুখ।




একবার পেছাল ‘পুষ্পা ২’ এর শুটিং

আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা ২’ নিয়ে দর্শকের আগ্রহর কমতি নেই। এই সিনেমা নির্মানের ঘোষনার পর সিনেমাপ্রেমীদের চোখ যেন আল্লুর দিকেই। বিভিন্ন কারণে কয়েকবার পিছিয়ে ছিল এই সিনেমার শুটিং। আরও একবার পেছাল শুটিং।

এবারের কারণ সিনেমার প্রধান চরিত্র আল্লু অর্জুন নিজেই। তিনি অসুস্থ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সিনেমার শুটিং। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে ‘পুষ্পা ২’ এর শুটিং। সেখানে ভারী পোশাক পরে অ্যাকশন দৃশ্যে স্ট্যান্ট করার সময় পিঠে ব্যাথা পান আল্লু। চিকিৎসক জানিয়েছেন, তাকে কিছুদিন থাকতে হবে বিশ্রামে।

আর এই কারণেই আপাতত বন্ধ ‘পুষ্পা ২’-এর শুটিং। অর্জুন সুস্থ হলে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও শুরু হবে শুটিং।

এই সিনেমার প্রথম কিস্তি ‘পুষ্পা: দ্য রাইজ’ ২০২১ সালে ভারতের বক্স অফিসে ঝড় তুলেছিল ঝড় তুলেছিল। এই সিনেমা ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছিল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ঝুলিতে। প্রথম কিস্তি সাফল্যের পর গত বছরের মাঝে শুরু হয়েছিল দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’ শুটিং। ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। এরই মধ্যে বাধল বিপত্তি।

‘পুষ্পা ২’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর-২ আসনে ৯ জন বৈধ, ৫ জন অবৈধ ও ১ জনের মনোনয়ন স্থগিত ঘোষণা

আরপিও’র ১৯৭২ এর ১৪ অনুচ্ছেদের কয়েকটি ধারা অনুযায়ী মেহেরপুর-২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১ প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান।

আজ রবিবার সকাল ১০ টা থেকে দুপুুর ১ টা পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসানের সম্মেলন কক্ষে মনোননয়ন যাচাই বাছাই শেষে এ তথ্য জানানো হয়েছে।

মেহেরপুর-২ আসনের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের অ্যাডভোকেট রাশিদুল হক জুয়েল সদ্য গাংনী উপজেলা পরিষদ থেকে পদত্যাগ কারী ভাইস চেয়ারম্যান। মনোনয়নপত্রে তার এক শতাংশ ভোটারের সত্যতা না পাওয়া ও ভোটারের জাল স্বাক্ষরের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়।

একই কারণে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম বাদশা ও স্বতন্ত্র আশরাফুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়।

এছাড়া হলকনামায় উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দিতে না পারায় বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী আল ফারুকের মনোনয়ন স্থগিত করা হয়।

মেহেরপুর-২ আসনের বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী সাহিদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, তৃনমূল বিএনপির আব্দুল গনি, এনপিপির গোলাম রসুল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাহ জামাল, ওয়ার্কাস পার্টির নুর আহমেদ বকুল, জাকের পার্টির সামসুদ্দোহা, জাতীয় পাির্টর কিতাব আলী।

জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান জানান, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা সংক্ষূব্ধ হলে আপিল করতে পারবেন।




১০ ওয়েবসাইট দিয়ে ফ্রি উইন্ডোজ সফটওয়্যার ডাউনলোড করুন

ফ্রি সফটওয়্যার ডাউনলোডের জন্য অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। তবে এগুলোর সবক’টি যে নিরাপদ তাও নয়। সাইবার অপরাধীরা ফ্রি ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোডের সময় ম্যালওয়্যার বা ভাইরাস ছড়িয়ে দিয়ে থাকে। এ কারণে সব ওয়েবসাইট থেকে ফাইল বা সফটওয়্যার ডাউনলোড না করাই ভালো। নিরাপদে সফটওয়্যার ডাউনলোডের জন্য বেশকিছু ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম রয়েছে।

সফটওয়্যার বা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট: থার্ড পার্টি ওয়েবসাইটে যাওয়ার আগে অফিসিয়াল সাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করা সবচেয়ে বেশি নিরাপদ। কোনো ব্রাউজার, সিকিউরিটি স্যুট, মিডিয়া অ্যাপ ডাউনলোডের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা ভালো। কিছু সফটওয়্যারের সঙ্গে অতিরিক্ত কিছু অ্যাপ থাকলেও ম্যালওয়্যার আক্রমণের আশঙ্কা নেই।

নিনাইট
নিনাইট খুবই সাধারণ ডিজাইনের একটি প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট। এখানে বিখ্যাত ও প্রয়োজনীয় প্রোগ্রামের তালিকা দেওয়া থাকে। এখান থেকে ব্যবহারকারীরা প্রয়োজনীয় সব অ্যাপ নির্বাচন করতে পারবেন। এর গেট ইওর নিনাইট বাটনে ক্লিক করলে সব প্রোগ্রাম ইনস্টলের সুবিধাযুক্ত একটি কাস্টম ইনস্টলার আসবে। এটি স্বয়ংক্রিয়ভাবে টুলবার ও অপ্রয়োজনীয় ফাইল ব্লক করতে সক্ষম।

সফটপেডিয়া
থার্ড পার্টি মাধ্যম থেকে সফটওয়্যার ডাউনলোডের দিক থেকে বিশেষভাবে পরিচিত সফটপেডিয়া। এখান থেকে ৩০০ কোটিবারের বেশিবার সফটওয়্যার ডাউনলোড হয়েছে। প্রচলিত সব অ্যাপের আপডেটই এখানে পাওয়া যায়। এছাড়া ওয়েবসাইটটির ইন্টারফেসও ব্যবহারকারীবান্ধব। উইন্ডোজ ছাড়াও এখানে ম্যাক, লিনাক্স ও অ্যান্ড্রয়েড অ্যাপও পাওয়া যাবে।

মেজরগিকস
প্রযুক্তিবিশারদদের মতে, ১৯৯০-এর দশকের পর এ ওয়েবসাইটটি আর আপডেট করা হয়নি। তবে উইন্ডোজের সফটওয়্যার ডাউনলোডের জন্য মেজরগিকস বিশ্বাসযোগ্য একটি মাধ্যম। প্রচলিত ও শীর্ষ কিছু সফটওয়্যার সম্পর্কে জানার জন্য ওয়েবসাইটটি বেশ পরিচিত। এছাড়া বাম দিকের সাইডবারেও রিকমেন্ডেড প্রোগ্রামগুলো সাজানো থাকে।

ফাইলহিপো
উইন্ডোজের সফটওয়্যার ডাউনলোডের জন্য অন্যতম একটি সাইট হচ্ছে ফাইলহিপো। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ ভাগ করা থাকে। প্রতি পেজেই সফটওয়্যার সম্পর্কে লেখা থাকে।

ডাউনলোড ক্রু
এ ওয়েবসাইটে সব অ্যাপ সম্পর্কে বিস্তারিত ও গুরুত্বপূর্ণ তথ্য থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ ব্যবহারকারীরাই এখানে রিভিউ দিয়ে থাকে। ফলে কোন অ্যাপ কেমন সার্ভিস দিচ্ছে বা কাজ করছে সে বিষয়ে সহজেই তথ্য পাওয়া সম্ভব।

ফাইলহর্স
ফাইলহর্সে বেশি সফটওয়্যার না থাকলেও এখানে প্রয়োজনীয় সব অ্যাপই থাকে। প্রতিটি পেজেই স্ক্রিনশট থাকে। ফলে অ্যাপের ভালো-মন্দ সব বিষয় সহজে জানা যাবে। এখানে সব অ্যাপ ছোট ক্যাটাগরিতে ভাগ করা থাকে। তাই বিকল্প অ্যাপ খুঁজে পাওয়াও সহজ।

ফাইলপুমা
খুবই সাধারণ ইন্টারফেসযুক্ত ওয়েবসাইট হচ্ছে ফাইলপুমা। ফলে সহজে যেকোনো ক্যাটাগরির অ্যাপ খুঁজে পাওয়া যায়। তবে এখানে পুরোনো সফটওয়্যার পাওয়া যায় এবং আপডেট শনাক্তের জন্য ডিটেক্টর রয়েছে। এর মাধ্যমে কম্পিউটারে আপডেটেড সফটওয়্যার ইনস্টল করা যায়।

স্ন্যাপফাইলস
স্ন্যাপফাইলস দেখতে সাধারণ ডাউনলোড ওয়েবসাইটের মতোই। তবে ফ্রিওয়্যার পিক, মোরসহ বেশকিছু ফিচারের কারণে এটি জনপ্রিয়। ফ্রিওয়্যার পিকে অজানা কিন্তু কার্যকর অ্যাপের বিষয়ে তথ্য দেওয়া হয়। পোর্টেবল অ্যাপের জন্যও এখানে আলাদা পেজ রয়েছে।

মাইক্রোসফট স্টোর
মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার হার অনেক কম। এখানে সব অ্যাপ কার্যকর না হলেও কিছু অ্যাপ ইনস্টল করা যায়। এছাড়া ম্যালওয়্যার থেকে সুরক্ষার জন্য আসল অ্যাপও এখানে পাওয়া যায়। থার্ড পার্টি সাইটের তুলনায় অফিসিয়াল স্টোর ব্যবহারের সুবিধা হলো এখানে অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়।

প্রযুক্তিবিশারদদের মতে, এসব সাইট থেকে ডাউনলোড করা গেলেও কোনোটিই শতভাগ নিরাপদ নয়। তাই ডাউনলোড ও ইনস্টলের ক্ষেত্রে সতর্ক থাকাই উত্তম।

সূত্র: ইত্তেফাক




 মেহেরপুর-১ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ও তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

আরপিও’র ১৯৭২ এর ১৪ অনুচ্ছেদের কয়েকটি ধারা অনুযায়ী মেহেরপুর-১ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ এবং তিন প্রার্থীর মনোনয় বাতিল করা হয়েছে।

রবিবার সকাল ১০ টা থেকে দুপুুর ১ টা পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসানের সম্মেলন কক্ষে মনোননয়ন যাচাই বাছাই শেষে এ তথ্য জানানো হয়েছে।

মেহেরপুর-১ আসনের বাতিল প্রার্থীরা হলেন- মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মিয়াজান আলী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) মওলাদ আলী খান।

এদের মধ্যে অ্যাড. ইয়ারুল ইসলাম আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় বাতিল হয়েছে। অ্যাড মিয়াজান আলী ফৌজদারী মামলার তথ্য গোপন, সমর্থনকারীদের স্বাক্ষর জাল করাসহ প্রবাসে বসবাসকারীদের সমর্থন দেখানোতে বাতিল এবং জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মওলাদ আলী খান ভুল তথ্য প্রদান করা সহ নিজের প্রার্থীতার প্রস্তাবকারী ও সমর্থনকারী নেজেকেই দেখানোতে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও দুইবারের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সাবেক এমপি জয়নাল আবেদীন, জাতীয় পার্টির আব্দুল হামিদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী বাবুল জাম, জাকের পার্টির সাইদুল আলম, এনপিপির তরিকুল ইসলাম লিটন।

মনোনয়ন বাতিল হওয়া অন্যান প্রার্থীরা কোনরূপ প্রতিক্রিয়া না জানালেও মেহেরপুর-১ আসনের জাতীয় পার্টির জেপি) প্রার্থী মওলাদ আলী খান আপিল করবেন বলে জানিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান জানান, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা সংক্ষূব্ধ হলে আপিল করতে পারবেন।




মেহেরপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

মেহেরপুরে ৩২ তম আন্তর্জাতিক এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩ ডিসেম্বর)  সকাল দশটার সময়  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের নেতৃত্বে র‌্যালিটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল প্রমুখ।




ঢাকায় নিয়োগ দেবে মেরী স্টোপস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরী স্টোপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে মিডওয়াইফ – নারী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।

পদের নাম

মিডওয়াইফ – নারী

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে প্রার্থীকে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদী মিডওয়াইফ কোর্স পাস হতে হবে। নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে কোন ক্লিনিক/ হাসপাতালে কমপক্ষে এক বছর কাজ করার এবং ২০টি নরমাল ডেলিভারী করার অভিজ্ঞতা থাকতে হবে। OT Assistance এর অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অন্যান্য যোগ্যতা

প্রজনন স্বাস্থ্যসেবা, সংক্রমণ প্রতিরোধ ও পরিবার পরিকল্পনায় প্রশিক্ষনপ্রাপ্ত প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। ক্লায়েন্টদের প্রতি যত্নবান এবং দলে কাজ করার মানসিকতা থাকতে হবে। রোস্টার ডিউটি করার মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা (কেরানীগঞ্জ)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

০৯ ডিসেম্বর, ২০২৩।

সূত্র : বিডিজবস




মেহেরপুরে ধ*র্ষ*ণ মামলার আসামি গ্রেফতার

মেহেরপুরে ধর্ষণ মামলার এজাহারনামীয় পালাতক আসামীকে আটক করেছে গাংনী র‌্যাব সিপিসি ১২ র  একটি দল। গতকাল শনিবার (২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে মেহেরপুর কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হান(২৮) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আবু রায়হান(২৮) রাজশাহী লাউবাড়িয়া গ্রামের মোঃ ওয়াজেদের ছেলে।

গাংনী র‌্যাব সিপিসি ১২ ক্যাম্পের কোম্পানীর কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান বলেন, অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক র‌্যাব-১২) মোঃ মারুফ হোসেন পিপিএমের নির্দেশনায় গতকাল শনিবার (২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে রাজশাহীর বাগমারা থানার মামলা নং-০৬, তারিখ-১০/১১/২৩ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(১) নিমিত্তে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই ।

আজ রবিবার সকালের দিকে গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




মেহেরপুরে ডামি বন্দুকের উত্তেজনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩৪ দিন বাকি। ভোটের দিন যত ঘনিয়ে আসবে মাঠের উত্তেজনা ততই বাড়বে। সেই সঙ্গে বাড়বে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীদের অভিযোগের পরিমাণও, এটাই স্বাভাবিক। তবে ভোটের মাঠের অধিকাংশ উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রার্থীরা প্রচার-প্রচারণায় মুখোমুখি অবস্থায় গেলেই। কিন্তু মেহেরপুরে এই উত্তেজনা এবার ভিন্ন রূপ ধারণ করেছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর অনেক আগেই।

মূলত বাকযুদ্ধের সূত্রপাত হয় আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন জমা দেওয়ার আগের দিন মুজিবনগর স্মৃতিসৌধে স্বতন্ত্র প্রার্থী নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একটি বক্তব্য, এবং পরদিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যেয়ে সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের প্রতি উত্তরের মাধ্যমে। ডামি বন্দুকের বাকযুদ্ধ এখন আর শুধু দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের সমর্থক, সাধারণ ভোটার ও চায়ের দোকানেও ছড়িয়ে পড়েছে বাকযুদ্ধ।

স্বতন্ত্র প্রার্থী নিয়ে সম্প্রতির জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের করা একটি মন্তব্যের উত্তরে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে নাবালক এবং ময়মনসিংহের ভাষায় গেদা আখ্যায়িত করে বলেন, ‘একটা নাবালকের কথার উত্তরে আমি বলবো,আমার বন্ধুকের নল নেই সত্য। কিন্তু আমার বন্ধুকে ফুল ও ভালোবাসা আছে। আমি বন্দুকের গুলি ছুড়তে আসিনি। আমি প্রেম ও ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করে নির্বাচনে জিততে এসেছি।’

অপরদিকে গত ২৯ নভেম্বর বুধবার দুপুরে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনর পর সাংবাদিকদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মানেই আওয়ামী লীগের ডামি ক্যান্ডিডট, যার নলও নাই, গুলিও নাই। সেটি ফুটবেওনা, কারো ক্ষতিও করবে না। একটি অংশ গ্রহণ মূলক নির্বাচনের জন্যই তাদেরকে দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রাখা হয়েছে। যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ বিজয়ী না হয়।’

উল্লেখ্য, মেহেরপুর-১ সংসদীয় আসন ১১ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা ও ২ টি উপজেলা নিয়ে গঠিত। এর মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৭ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ্য ৪৯ হাজার ৫৫৬ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৫০ হাজার ৪৮১ জন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে ৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর। এবং এদিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।