মুম্বাই চলচ্চিত্র উৎসবে যাচ্ছে দেশের ৩ সিনেমা

আগামী ১২ থেকে ১৮ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ২০তম আসর। এ আসরে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’।

পুতুল এবং তার প্রিয় গাভী প্রায় একই সময়ে গর্ভধারণ করে। কিন্তু দুর্ভাগ্যবশত পুতুল তার শিশু সন্তান হারায় আবার প্রসবের পরে গাভীটিও মারা যায়। এত কষ্টের মাঝে পুতুল মাতৃত্বের নতুন অনুভূতি খুঁজে পায় তার অনাথ বাছুর লালুর মাঝে।

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প ফুটে উঠেছে ‘সাঁতাও’ সিনেমায়।

এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। সম্প্রতি চলচ্চিত্রটি ‘অ্যামাজন প্রাইম ভিডিও’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তিরাজ্যের দর্শকগণ দেখতে পাবেন।

এদিকে, মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পাতালঘর’। এতে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু প্রমুখ।

অন্যদিকে, খুলনার দক্ষিণাঞ্চলের একটি গ্রামের কয়েকটি চরিত্র নিয়ে গড়ে উঠেছে ‘নোনা পানি’ সিনেমাটি। কাহিনি বিন্যস্ত হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাদের দৈনন্দিন জীবন নিয়ে। এ সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জয়িতা, বিলকিস বানু, রুবেলসহ আরও একঝাঁক অভিনয়শিল্পী।

তবে ‘নোনা পানি’ চলচ্চিত্রটি এখনও বাংলাদেশে মুক্তি পায়নি। আগামী ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে চলচ্চিত্রটি প্রথম বাংলাদেশে প্রদর্শিত হবে।

সূত্র: ইত্তেফাক




সম্পদের জন্য দাফনের সাত বছর পর আবার খনন হলো কবর

মৃত যুবকের নামে থাকা সম্পত্তির মালিকানা নির্ধারণ করতে করব থেকে তোলা হলো লাশ। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে এ আদেশ দেন আদালত। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার পূর্ব মালশাদহ গ্রামের।

মৃত্যুর সাত বছর পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ গ্রামের কবরস্থান থেকে মরদেহের নমুনা সংগ্রহ করা হয়।

আদালতের আদেশ পালনে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম, সিভিল সার্জনের প্রতিনিধি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল আল মারুফ ও গাংনী থানার এসআই জহির রায়হান মামলার বাদী ও বিবাদীদের উপস্থিতিতে মরদেহের নমুনা সংগ্রহ করেন।

জানা গেছে, পূর্বমালসাদহ গ্রামের মিজানুর রহমান খোকনের ছেলে আল কবিরকে নিঃসন্তান দম্পতি জুগিরগোফা গ্রামের আব্দুল লতিফ-হাজেরা খাতুন নিজের সন্তানের মতই লালন-পালন করেছেন। তাদের নামীয় ১৩ বিঘা জমি আল কবিরের নামে রেজিস্ট্রি করে দিয়েছিলেন। ২০১৬ সালের ১৭ নভেম্বর বিদ্যুৎস্পৃষ্টে আল কবিরের মৃত্যু হয়। পরের বছর তার পালিত পিতা আব্দুল লতিফ মারা যান। তখন আল কবিরের নামীয় সম্পত্তি দখল করে নেয় আব্দুল লতিফের ভাইসহ অন্যান্য শরিকরা। এ নিয়ে আল কবিরের পিতা মিজানুর রহমান খোকন আদালতে মামলা দায়ের করেন।

মামলায় মিজানুর রহমান খোকন দাবী করেন আল কবির তার ঔরষজাত সন্তান। অন্যদিকে আব্দুল লতিফ দাবী করে আল কবির আব্দুল লতিফের ঔরষজাত সন্তান। ফলে আল কবিরের সম্পত্তির মালিক কে হবেন তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এর প্রেক্ষিতে মেহেরপুর যুগ্ম জেলা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক আল কবিরের মরদেহের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার আদেশ দেন।




ঢাকায় স্নাতক পাসে নিয়োগ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে এক্সপোর্ট বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

এক্সপোর্ট বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে স্নাতক (বাণিজ্য শাখা/ইন্টারন্যাশনাল রিলেশনস/অন্যান্য)/স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স: ৩০-৪০ বছর।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ জানুয়ারি, ২০২৪

সূত্র : বিডিজবস




ঝিনাইদহে বরুণ ঘোষ হত্যার ঘটনায় ৭ জন গ্রেপ্তার

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষ হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের হামদহ, ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষ হত্যা মামলার এজাহার ও সন্ধিগ্ধ আসামীরা শহরের হামদহ ও ব্যাপারীপাড়ায় অবস্থান করছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া এলাকার কার্তিক ঘোষ ও তার ছেলে কল্লোল ঘোষ, কামারকুণ্ডু এলাকার আলতাফ হোসেনের ছেলে সবুজ হোসেন, হামদহ এলাকার তফসের হোসেনের ছেলে আইয়ুব আলী, ইসলামপাড়ার ডাবলু মিয়ার ছেলে নয়ন মিয়া, ব্যাপারীপাড়ার মোজাম্মেল হকের ছেলে মুন্না ও রমজান আলীর ছেলে হাতকাটা তরুণ। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান গ্রেপ্তারকৃত আসামীদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে নিহত বরুন ঘোষের স্ত্রী বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯/১০ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

উল্লেখ গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার নিজ বাড়ী থেকে বরুন ঘোষ চা পানের উদ্দেশ্যে মাঝিপাড়ায় যায়। এসময় মহাসড়কে পৌঁছালে একদল দুবৃর্ত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বরুন ঘোষ আওয়ামী লীগের কর্মী এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসনের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমি’র সমর্থক ছিলেন। তবে আসামীরা কেউ স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের প্রত্যক্ষ কর্মী বা সমর্থক ছিলেন না বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধির। স্থানীয়রা জানান এই হত্যাকান্ড পারিবারিক জমি জায়গা নিয়ে সংঘটিত হয়েছে এর সাথে কোন রাজনৈতিক বা ভোটের যোগসূত্রতা নেই।




ধর্ষণের দায়ে লামিচানের আট বছরের জেল

ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়া নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানেকে বড় শাস্তি দিয়েছে কাঠমান্ডুর একটি আদালত। নেপালের সংবাদমাধ্যম ‘দ্য কাঠমান্ডু পোস্ট’র প্রতিবেদন বলছে, ঐ মামলায় প্রতিভাবান এই ক্রিকেটারকে আট বছরের জেল এবং ৩ লাখ নেপালি রুপি জরিমানা করেছে। সেই সঙ্গে ক্রিকেটের ক্ষতিপূরণ হিসাবে আরও ২ লাখ রুপি জরিমানা করে এই ক্রিকেটারকে।

এর আগে ২০২২ সালে কাঠমান্ডুতে এক হোটেলে এক তরুণীতে ধর্ষণ করার অভিযোগ উঠে এই তারকা লেগ স্পিনারের বিরুদ্ধে। এরপর ২০২২ সালের গত ৬ অক্টোবর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে নেপাল পুলিশ। যদিও এরপর জামিনে বাহিরে ছিলেন নেপালের এই তারকা ক্রিকেটার। সেই সঙ্গে গত বছরের ফেব্রুয়ারিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ দুই ম্যাচ খেলতে তাকে জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল। তখন শর্ত সাপেক্ষে ২০ লাখ নেপালি রুপির জামানতে জামিনে মুক্তি পান এই ক্রিকেটার।

এরপর গেল বছরের ৩০ ডিসেম্বর দেশটির আদালত লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রমাণ পায়। অবশেষে গতকাল এ মামলার রায় ঘোষণা করা হয়। জানা গেছে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন লামিছানে। যদিও ধর্ষণের সময় ঐ তরুণীর বয়স ১৭ বছর উল্লেখ করা হলেও আদালতে প্রমাণ হয় তখন তার বছর ছিল ২২ বছর। নেপালি একমাত্র ক্রিকেটার যে কিনা আইপিএল খেলেছেন। এছাড়া ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট সিক্সার্সের হয়েও মাঠ মাতান এই হিমালয়ের ক্রিকেটার।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়া শহর শ্রমিক লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা

কুষ্টিয়ায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় কুষ্টিয়া আদর্শ কলেজ মোড় মিলপাড়ায় জেলা শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে কুষ্টিয়া শহর শ্রমিক লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক কেন্দ্র কমিটির সদস্য জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ আলী খান।

কুষ্টিয়া শহর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহসিন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্নসাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াজ আলী, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আসাদুল হক খান, মোতালেব হোসেন, জেলা যুব শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম রিপন প্রমুখ।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা।

বক্তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফিরে আসার মাধ্যমে বাঙালির স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। সদ্য স্বাধীন রাষ্ট্রে সবকিছুই অনিশ্চিত ছিল। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন ও পুনর্বাসন করেছেন। ওই সময়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন বাংলাদেশ স্বাধীন হয়ে টিকে থাকতে পারবে না। বলা হয়েছে- বাংলাদেশ যদি উন্নয়ন করতে পারে তাহলে বিশ্বে আর কোনো দেশে উন্নয়ন অসম্ভব হবে না। তেমনই একটি বিধ্বস্ত অবস্থা থেকে সকল আশঙ্কাকে দূরে ঠেলে নেতৃত্ব দিয়ে দেশকে পুনর্গঠন করেছেন বঙ্গবন্ধু। এই সময়ে বঙ্গবন্ধু নেতৃত্ব না দিলে অস্ত্র উদ্ধার সম্ভব হত না। ভারতীয় মিত্রবাহিনীর সৈন্যরা সহসা দেশে প্রত্যাবর্তন করত না। বাংলাদেশ অবকাঠামোগত যে উন্নয়ন লাভ করেছে তার কোনোটিই অর্জিত হত না।’

বক্তারা আরও বলেন, বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু। আর তারই সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা তারই স্বপ্ন বাস্তবায়নের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন।




আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১১ ঘটিকার সময় থেকে র‍্যালী সহকারে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মু‍্যালে পুষ্পম‍াল‍্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। দুপুর ১২ টায় কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর জে এম আব্দুর রকীব। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম।

তাছাড়া বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আনোয়াউজ্জামান, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক তাপস রশিদ, বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ মহিতুর রহমান, সহকারি অধ‍্যাপক গোলাম সরোয়ার মিঠু, কলেজের শিক্ষক সমিতির সেক্রেটারি সাইদুর রহমান, ক্রীড়া শিক্ষক সাঈদ হিরন অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক শরীয়তউল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক মন্ডলীসহ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।




আলমডাঙ্গা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ পত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। বেলা সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রশান্ত অধিকারি।

তিনি বলেন ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানিরা বাঙ্গালীদের হত্যা করতে অপারেশন সার্চলাইট নামে হত্যা জজ্ঞ চালায়। সেদিন বঙ্গবন্ধুকে গৃহবন্দি করে রাখে।বঙ্গবন্ধু বুঝতে পারেন পাকিস্থানীরা তাকে হত্যা করতে টারে,বা আটক করতে পারে। তাই তিনি স্বাধীনতার ঘোষনা পত্র লিখে পাঠিয়ে দেন। ২৬ তারিখে বঙ্গবন্ধুকে সেনাবাহিনি আটক করে নিয়ে যান।সেদিন চট্রগ্রাম কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষনা পাঠ করেন আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান। পরবর্তিতে মেজর জিয়াকে দিয়েও ঘোষনাটি পাঠ কারনো হয়েছিল। এর পর দীর্ঘ ৯ মাস বঙ্গবন্ধুকে পাকিস্থানের কারাগারে বন্দি জীবন কাটাতে হয়েছে।তাকে কয়েকবার হত্যা করার পরিকল্পনা করার পরও হত্যা করতে পারে নি।এর পর দেশ স্বাধীন হলে বঙ্গবন্ধুকে পাক সেনারা মুক্তি দিলে প্রথমে লন্ডনে,পরে ভারত হয়ে ১০, জানুয়ারি তিনি বাংলাদেশে ফিরে আসেন।বঙ্গবন্ধু দেশে ফিরে মাটিতে লুটিয়ে পড়ে দেশের মাটি তার মাথায় মাখেন।বঙ্গবন্ধু বাংলাদেশকে এবং এই দেশের মানুশকে কতভাল বাসতেন তা বলে বোঝানো যাবে না।

অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সিরাজুল ইসলাম,কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, আনিসুজ্জামান মল্লিক, শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম আজম। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায়,বক্তব্য রাখেন পৌর যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা,দপ্তর সম্পাদক উৎপল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সোনা মিয়া,, জাহাঙ্গীর হোসেন, খন্দকার মজিবুল হক, দ্বীনেশ কুমার, জহুরুল হক স্বপন, সরোয়ার হোসেন, শহিদুল ইসলাম,আব্দুল মালেক,যুবলীগ নেতা মনিরুজ্জামান হিটু,সয়ফাল,পাপন রহমান,আবু ডালিম, আব্দুর রশিদ, পিয়ার মোহাম্মদ কচি, মহাসিন কামাল, যুবলীগ নেতা আসাবুল হক ডিটু, সৈকত খান, পৌর ছাত্রলীগের সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল , ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল হোসাঈদ বাদশা, ইছানুর কবীর, সাকিব, সৈকত, সুরুজ, রকি, হাসান, সজিব, পিয়াস, রোমান।

এছাড়াও শ্রমিক নেতা রিয়াজ উদ্দিন,আব্দুল কুদ্দুস,আমিরুল ইসলাম,শাহাবুল হক, চুন্নু মিয়া, চপল মুন্সি, সেলিম,বঙ্গবন্ধু পরিষদের মানোয়ার হোসেন প্রমুখ। পরে দোয়া পরিচালনা করা হয়েছে। সাবেক পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম, মামুন অর রশিদ হাসান। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহিন রেজা শাহিন, উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, যুবলীগ নেতা আসাদুল হক ডিটু,নেছার আহমেদ প্রিন্স, আরিফুল ইসলাম, বাইতুল, টাইগার, আনিস, রায়হান, সেলিম রেজা, ফারুক, রাজু, সুমন, হারুন অর রশিদ,সজিব, নিশান, সাইফুল, রফিকুল, রনি, সজিব, সনি প্রমুখ। পরে তবারক বিতরন করা হয়।

এ ছাড়াও আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ ও মহিলা ডিগ্রী কলেজে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।




আলমডাঙ্গায় ৫ ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা

আলমডাঙ্গায় তিন ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে ৫ ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে মাটি কাটার যন্ত্র (ভেকু) ও মাটি পরিবহনের ট্রাক্টর অপসারণে করেছেন।

আজ বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার খাদিমপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) রেজওয়ানা নাহিদ।

অভিযুক্ত উপজেলার খাদিমপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে জুয়েল রানা, মৃত হাবুল সর্দ্দারের ছেলে মানোয়ার হোসেন, মৃত সাদেক আলীর ছেলে আবুল কালাম, মৃত খলিল উদ্দিনের ছেলে টিকু, সানোয়ার মোল্লার ছেলে তুসার আলী।

জানা গেছে, উপজেলার খাদিমপুর এলাকায় ফসলি জমির মাঠে জুয়েল রানাসহ ৫ ব্যক্তি তিন ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ভাটায় বিক্রি করছে। এমন অভিযোগে গত কয়েকদিন পূর্বে গোকুলখালি ভুমি কর্মকর্তা ওই জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। তারা আবারো গোপনে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি শুরু করেন। সেই মাটি স্থানীয় ইট ভাটায় বিক্রি করা হয়।

বুধবার ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ৫ জন মাটি ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা করেন । এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জমির মালিক ও শ্রমিকেরা পালিয়ে যান।




দর্শনা প্রেসক্লাবে ডিউকের মৃত্যুতে শোক প্রকাশ

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা এবং চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার প্রকাশক জ্যেষ্ঠ সাংবাদিক এ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউকের মৃৃত্যুতে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার সন্ধায় দর্শনা প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে আলোচনা করেন, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক আহসান হাবিব মামুন, সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক সাধারন সম্পাদক ওসমান আলী, সাবেক সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বলেন, এ্যাড. তছিরুল আলম মালিক ডিউক তিনি চুয়াডাঙ্গা জেলা শহর থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক আকাশ খবর পত্রিকার প্রকাশক, বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা, চুয়াডাঙ্গা ওয়াইছিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ছাড়াও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন। তিনি গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরের টাউন মাঠের অপর পাশে অবস্থিত নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরে বাদ মাগরিব তাদের পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়।

তিনার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক হানিফ মন্ডলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, মনিরুজ্জামান সুমন, সাংবাদিক এফএ আলমঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান কচি, হাসমত আলী, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, ফরহাদ হোসেন প্রমুখ।