মেহেরপুরে ধ*র্ষ*ণ মামলার আসামি গ্রেফতার

মেহেরপুরে ধর্ষণ মামলার এজাহারনামীয় পালাতক আসামীকে আটক করেছে গাংনী র‌্যাব সিপিসি ১২ র  একটি দল। গতকাল শনিবার (২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে মেহেরপুর কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হান(২৮) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আবু রায়হান(২৮) রাজশাহী লাউবাড়িয়া গ্রামের মোঃ ওয়াজেদের ছেলে।

গাংনী র‌্যাব সিপিসি ১২ ক্যাম্পের কোম্পানীর কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান বলেন, অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক র‌্যাব-১২) মোঃ মারুফ হোসেন পিপিএমের নির্দেশনায় গতকাল শনিবার (২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে রাজশাহীর বাগমারা থানার মামলা নং-০৬, তারিখ-১০/১১/২৩ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(১) নিমিত্তে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই ।

আজ রবিবার সকালের দিকে গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




মেহেরপুরে ডামি বন্দুকের উত্তেজনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩৪ দিন বাকি। ভোটের দিন যত ঘনিয়ে আসবে মাঠের উত্তেজনা ততই বাড়বে। সেই সঙ্গে বাড়বে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীদের অভিযোগের পরিমাণও, এটাই স্বাভাবিক। তবে ভোটের মাঠের অধিকাংশ উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রার্থীরা প্রচার-প্রচারণায় মুখোমুখি অবস্থায় গেলেই। কিন্তু মেহেরপুরে এই উত্তেজনা এবার ভিন্ন রূপ ধারণ করেছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর অনেক আগেই।

মূলত বাকযুদ্ধের সূত্রপাত হয় আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন জমা দেওয়ার আগের দিন মুজিবনগর স্মৃতিসৌধে স্বতন্ত্র প্রার্থী নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একটি বক্তব্য, এবং পরদিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যেয়ে সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের প্রতি উত্তরের মাধ্যমে। ডামি বন্দুকের বাকযুদ্ধ এখন আর শুধু দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের সমর্থক, সাধারণ ভোটার ও চায়ের দোকানেও ছড়িয়ে পড়েছে বাকযুদ্ধ।

স্বতন্ত্র প্রার্থী নিয়ে সম্প্রতির জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের করা একটি মন্তব্যের উত্তরে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে নাবালক এবং ময়মনসিংহের ভাষায় গেদা আখ্যায়িত করে বলেন, ‘একটা নাবালকের কথার উত্তরে আমি বলবো,আমার বন্ধুকের নল নেই সত্য। কিন্তু আমার বন্ধুকে ফুল ও ভালোবাসা আছে। আমি বন্দুকের গুলি ছুড়তে আসিনি। আমি প্রেম ও ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করে নির্বাচনে জিততে এসেছি।’

অপরদিকে গত ২৯ নভেম্বর বুধবার দুপুরে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনর পর সাংবাদিকদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মানেই আওয়ামী লীগের ডামি ক্যান্ডিডট, যার নলও নাই, গুলিও নাই। সেটি ফুটবেওনা, কারো ক্ষতিও করবে না। একটি অংশ গ্রহণ মূলক নির্বাচনের জন্যই তাদেরকে দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রাখা হয়েছে। যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ বিজয়ী না হয়।’

উল্লেখ্য, মেহেরপুর-১ সংসদীয় আসন ১১ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা ও ২ টি উপজেলা নিয়ে গঠিত। এর মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৭ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ্য ৪৯ হাজার ৫৫৬ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৫০ হাজার ৪৮১ জন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে ৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর। এবং এদিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।




মেসির সঙ্গে বিতণ্ডায় জড়ানোর পর রদ্রিগো এখন ‘রদ্রি–গোল’

লা লিগায় প্রথম ১২ ম্যাচে তাঁর গোল ছিল মাত্র ১টি, গোলে সহায়তাও ছিল ১টি। সব মিলিয়ে মাত্র ২ গোলে অবদান রাখায় বেশ চাপেই ছিলেন রদ্রিগো। চ্যাম্পিয়নস লিগেও প্রথম দুই ম্যাচে ছিল না কোনো গোল কিংবা গোলে সহায়তা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে ট্রলও (হাস্যরস) চলছিল অনেক। কিন্তু সেই চাপ কাটিয়ে রদ্রিগো এখন রীতিমতো উড়তে শুরু করেছেন।

লা লিগায় শেষ ৩ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৫ এবং সহায়তা আছে আরও ৩ গোলে। আর সব মিলিয়ে শেষ ৫ ম্যাচে ৭ গোল ও ৪ সহায়তা। শুধু গোল করা কিংবা করানোতেই নয়, ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতেও দারুণ ভূমিকা রাখছেন রদ্রিগো। পাশাপাশি তাঁর করা গোলগুলোও যেন নান্দনিকতায় ভরপুর।

সর্বশেষ গতকাল রাতে গ্রানাডার বিপক্ষে ২-০ গোলে জয়ের রাতেও এক গোল এসেছে রদ্রিগোর পা থেকে।

দুরন্ত রদ্রিগোর জোড়া গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ
কদিন আগে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রদ্রিগো। ব্রাজিল-আর্জেন্টিনার উত্তপ্ত লড়াইয়ে লিওনেল মেসির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন রদ্রিগো। এমনকি এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী আক্রমণেরও শিকার হন এই ব্রাজিলিয়ান।

এসব ঘটনা যেন আরও তাতিয়ে দিয়েছে রদ্রিগোকে। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর রীতিমতো অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন এই উইঙ্গার।

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩ ম্যাচে রদ্রিগো গোল করেছেন ৪টি, আর গোলে সহায়তা করেছেন ১টি। এর মধ্যে একাধিক গোল বেশ দৃষ্টিনন্দনও বটে। এমন পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চলমান বিতর্কের ধারাও যেন উল্টো দিকে ঘুরে গেছে।

গতকাল রাতে গোল উদ্‌যাপনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর সতীর্থরা তাঁকে সেখানে ‘রদ্রি-গোল’ তকমা দিয়েছেন। আন্তেনিও রুডিগার লিখেছেন, ‘রদ্রি-গোল’ আর জুড বেলিংহাম লিখেছেন, ‘থেমে যেয়ো না রদ্রি-গোল।’

গোলের পর রদ্রিগো
গ্রানাডা ম্যাচের পর তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। তিনি বলেছেন, ‘রদ্রিগো দারুণ। ও সেরা ছন্দে ফিরে এসেছে। অনেক গোল করছে।

আজ প্রমাণ করেছে যে ও শুধু বাঁ প্রান্ত দিয়েই গোল করে না। মাঝামাঝি বা ডান প্রান্ত থেকেও গোল করতে পারে। দ্বিতীয়ার্ধে আমি ওকে ডান প্রান্তেই বেশি খেলিয়েছি। আমি ভেবেছি এতে রদ্রিগো আরও বেশি জায়গা পাবে। আর কাজটা ও করেও দেখাতে পেরেছে।’




আলমডাঙ্গায় প্রেমিকার ঘরে দেখা করতে গিয়ে প্রেমিক আটক

আলমডাঙ্গার পারদুর্গাপুরে গোপনে প্রেমিকার ঘরে ঢুকে দেখা করতে এসে স্থানীয়দের হাতে ধরা খেয়েছেন হারুনুর রশিদ (১৮) নামের এক প্রেমিক। পরে স্থানীয় জনতা ও পরিবার তাকে আটকে ঘরে তালা মেরে রাখে। পরে খবর দিলে আলমডাঙ্গা থানাপুলিশ ওই বাড়িতে পৌঁছে ছেলের পরিবারের নিকট তুলে দেয় বলে স্থানীয়রা জানান।

জানাগেছে, উপজেলার বাড়াদি ইউনিয়নের আনন্দবাস গ্রামের সানোয়ার হোসেনের ছেলে হারুনুর রশিদের সাথে পাশ্ববর্তী কুমারি ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামের এক স্কুলপড়ুয়া মেয়ের সাথে ফেসবুকে প্রেম-সম্পর্ক গড়ে তোলে। প্রেমিকার পিতা মাদারিপুর চাকুরি সুবাদে তারা সেখানে বসবাস করে। গত ৩-৪ দিন পূর্বে ওই স্কুলছাত্রী দাদার বাড়িতে বেড়াতে আসে। এসুযোগে প্রেমিকা তার প্রেমিক হারুনুর রশিদকে তার শোবার ঘরে আসতে বলে। গতকাল  শনিবার রাত ১০ টার দিকে গোপনে ওই প্রেমিক তার ঘরে ঢুকলে স্কুলছাত্রীর পরিবারের লোকজন দেখে ফেলে। সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে হারুনুর রশিদকে আটক করে। পরে তাকে ঘরের মধ্যে তালাবন্ধ করে রাখে। খবর পেলে ঘটনাস্থলে পৌঁছে আলমডাঙ্গা থানার এসআই দেবাশিষ, এসআই আশিক ওই প্রেমিক হারুনুর রশিদককে উদ্ধার করে।

বাড়াদি ইউনিয়নের আনন্দবাস গ্রামের ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। দুই পরিবারের আপস-মিমাংসের মাধ্যমে দুজনে তার স্ব-স্ব পরিবারের নিকট তুলে দেওয়া হয়েছে।




ফরিদপুরে ১৫০ বোতল ফেন্সিডিলসহ জীবননগরের শিবলু গ্রেফতার

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যাসায়ীকে আটক করেছে।

আজ শনিবার ফরিদপুর ভাংগা থানাধীন পুকুরিয়া হাজারী মার্কেট আলমগীর মেম্বার এর রিক্সা গ্যারেজ এর সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানাগেছে, ফরিদপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ কোতয়ালী জোন (ডিবি) ফরিদপুর ডিবির নেতৃত্বে একটি চৌকস টিম ভাংগা থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ফরিদপুর ভাংগা থানাধীন পুকুরিয়া হাজারী মার্কেট আলমগীর মেম্বার এর রিক্সা গ্যারেজ এর সামনে থেকে দর্শনা পৌর এলাকার শান্তি নগরের ইদ্রিস আলীর ছেলে রয়েল মিয়া ওরফে রুহেল মিয়া (২৮) ও জীবননগর উপজেলার শিংনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম শিবলু (৩৫)কে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১শ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ ঘটনায় ২ জনের বিরুদ্ধে এসআই (নিঃ) হাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছে। গতকালই তাদেরকে মাদক আইনে মামলাসহ ফরিদপুর কৌর্ট হাজতে প্রেরন করেছে।




চুয়াডাঙ্গায় দর্শনা ডিলাক্স ও রয়েল এক্সপ্রেস বাসে ইট নিক্ষেপ ও ভাংচুর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী রয়েল এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৩৪) নামের একটি পরিবহন বাসে ইট নিক্ষেপ করা হয়েছে। এতে গাড়িটির সামনের গ্লাস হয়েছে ক্ষতিগ্রস্ত।

আজ শনিবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া মাঠের মধ্যে থাকা একটি কুঁড়েঘরে লাগানো হয়েছে আগুন।

রয়েল এক্সপ্রেসের আগে থাকা দর্শনাগামী দর্শনা ডিলাক্সের (ঢাকা মেট্রো-ব-১৫-৭৮৭৫) একটি এসি বাসেও ইট নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সেই বাসটি না দাঁড়িয়ে চলে যাওয়ার কারণে বিস্তারিত জানা যাায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জীবননগর থানা পুলিশ।

বাসটির চালক জানান, দুপুর দেড়টার সময় যাত্রী নিয়ে ঢাকা থেকে তিনি দর্শনার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেন। পথিমধ্যে উথলী আখ সেন্টারের সামনে পৌঁছালে রাত আনুমানিক পৌনে ৯টার দিকে রাস্তার পশ্চিম পাশ থেকে দুজন ব্যক্তি তাদের গাড়িটি লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। এতে গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, আজ শনিবার দেশের কোথাও কোন হরতাল-অবরোধ ছিলো না। তারপরেও এধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, উথলী আখ সেন্টার থেকে উথলী ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তাটিতে এর আগেও কয়েক দফা বিভিন্ন যানবাহনে ইট নিক্ষেপ করা হয়েছে। কিন্তু যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাঁরা ধরাছোঁয়ার বাইরে থাকার কারণে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বার বার।




চুয়াডাঙ্গায় দ্বিতল বিশিষ্ট বিএডিসির সেচ ভবন উদ্বোধন

চুয়াডাঙ্গায় নবনির্মিত বিএডিসির দ্বিতল বিশিষ্ট সেচ ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন। আজ শনিবার (২ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার নুরনগর পাড়ায় অবস্থিত এ ভবন উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ, প্রকল্প পরিচালক মো. মাহাবুব আলম, সহকারী প্রকৌশলী শাহজালাল আবেদীনসহ বিএডিসির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

দ্বিতল বিশিষ্ট এ ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা।




দামুড়হুদাতে সড়ক দুর্ঘটনায় আহত আইনুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

দামুড়হুদায় বিয়ের ফুল কিনতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত আনসার ভিডিপি সদস্য আইনুর বিশ্বাস (২৪) মারা গেছে। গতকাল শুক্রবার গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কোমরপুর ঈদগাহ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হন।

নিহত আইনুর(২৪) দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের পূর্বপাড়ার আব্দুল মান্নান বিশ্বাসের ছোট ছেলে। আইনুর আনসার ভিডিপির একজন সদস্য ও পাশাপাশি পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ইলেক্ট্রেশিয়ানের কাজ করে থাকেন।গত শুক্রবার বন্ধুর ভাইয়ের বিয়ের ফুল কিনতে গিয়ে কোমরপুর ঈদগাহ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছিল। আহতরা হলেন আইনুর বিশ্বাস(২৪)জুড়ানপুর গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে ও একই গ্রামের সিফাত হোসেন(১৭) সুলতান আলীর ছেলে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আইনুরের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আহত আইনুর বিশ্বাসের অবস্থার আরো অবনতি হলে তাৎক্ষণিক জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজশাহীতে রেফার্ড করেন। সিফাত হোসেন উপজেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে। আইনুরের মাথায় অতিরিক্ত জখম ও রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসক রাজশাহীতে রেফার্ড করেন। এরপর আইনুর বিশ্বাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যু হয়। ছোট ছেলে আইনুরকে হারিয়ে মা বাবা দিশেহারা হয়ে গেছেন। আইনুরের মত একজন তরতাজা যুবকের মৃত্যুতে গ্রামের বাড়ি জুড়ানপুরে শোকের ছায়া নেমে এসেছে।




মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ১০ টার দিকে র‍্যালীটি জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‍্যালীটি নেতৃত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মঈন-উল-আলম, শহীদ সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রিন্টু চৌধুরী, পলাশী পাড়া সমিতির প্রকল্প পরিচালক মোঃ কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




ফ্যাশন সচেতনরা যুগে ট্রেন্ডি পোশাক

ঋতু পালাবদলে চলে এসেছে শীত। আর শীতে ফ্যাশন সচেতনরা যুগের সঙ্গে ট্রেন্ডি পোশাকে সাজিয়ে নেয় নিজেদের। তরুণদের শীত পোশাকের আয়োজন নিয়ে লিখেছেন ফাতিন আহমেদ।

এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে;/বাইরে হয়তো শিশির ঝরছে, কিংবা পাতা,/ কিংবা প্যাঁচার গান; সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো-জীবনানন্দের এই কবিতা শীতের আগমনী বার্তার কথা ভালোভাবে উপস্থাপন করে। শীত হূদয়ে মৃত্যু আনে ঠিক হিমের ভয়ে। শীতের কাঁপুনির ভয় বুকে যে চাপ ফেলে তার ভয়েই শীতের পোশাক নিয়ে সবার ভাবনা। আর পোশাকের ভাবনার ক্ষেত্রেও ভাবনাগুলো হয় অনেকটা এমন-আমাদের শহরে জমে থাকে লাল-নীল ফুল,/মেঘের কিনারে ছুঁয়ে থাকে নীলচে সভ্যতা।/চেনা যুবকের প্রিয় রঙে সেজে ওঠা যুবতীর কাছে খোঁজ নিয়ে দেখি,/শীতের কাছে তাদেরও এক অদ্ভুত ঋণ রাখা।

শীতের কাছে এই অদ্ভুত ঋণ রাখা মূলত শীতের পোশাকে। এক কালে শীত এলেই উষ্ণ কাপড়ের খোঁজ ছিল সবার। এখন সেখানে বদল এসেছে। পশ্চিমা ঘরানার পোশাকে অনেকের আগ্রহ বেড়েছে। আগ্রহ বাড়াটাই স্বাভাবিক। শীতপ্রধান দেশের মানুষ তো আর ফ্যাশন ছাড়া থাকেন না। তেমনি আমাদের এখানেও শীত এলে যদি একটু হলেও ফ্যাশনে নিজেকে উপভোগ করানো যায় দোষ কী তাতে? এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া তিশা জানান, ‘এখনই জাহাঙ্গীরনগরে শীত পড়ে গেছে। কিন্তু ভারী শীতের জামা গায়ে চাপিয়ে ঘুরতে অসুবিধা হয়। আবার নোংরা হলে ধুয়ে ফেলার যন্ত্রণা। সে তুলনায় ওয়েস্টার্ন স্টাইলের পোশাকেই স্বাচ্ছন্দ্য বেশি। এখনই সুযোগ পেলে বিভিন্ন শো রুমে যাচ্ছি এবং কিনে নিচ্ছি।’

তরুণীদের কথা মাথায় রেখে ফ্যাশন হাউসগুলোতে জ্যাকেট, ব্লেজার, কার্ডিগান, টপস, কটিসহ নানা রকমের পোশাক তোলা শুরু হয়েছে। পশ্চিমা পোশাকের মতো উল বা ফ্লিস অবশ্য ব্যবহার করা হয় না। কারণ তা করলে খরচ যেমন বাড়বে তেমনি আমাদের আবহাওয়ার সঙ্গে মানানসই হবে না। এই মানানসই করার বিষয়টি বিবেচনা করে অধিকাংশ পোশাকে সুতি ও অ্যাক্রিলিকের মিশ্রণ ব্যবহার করা হয়েছে। আবার অনেক ফ্যাশন হাউজ সুতি, ফ্লানেল, বন্ডেড ও ডেনিম ফেব্রিকের সমন্বয়ে তৈরি ঢেউয়ের পোশাক তৈরি করছে। এসব পোশাক ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ, কাস্টমাইজড ফেব্রিক ও প্যাটার্নের বৈচিত্র্য অনুসরণ করছে।

নারীদের পোশাকের ধরনেও রয়েছে বৈচিত্র্য। তাদের জন্য থাকছে শার্ট, ডেনিম শার্ট, ডেনিম ফ্যাশন টপস, প্রিন্টেড মিডি ড্রেস, কার্গো প্যান্ট, ডেনিম প্যান্ট, ওভারকোট, হুডি, ক্রপ হুডি, ডেনিম জ্যাকেট, ব্লেজার সেট, শর্ট জ্যাকেট, শেরফা জ্যাকেট, বন্ডেড জ্যাকেট, কর্ডিগান, জগার্স, ক্রপ টপ, গাউন, টি-শার্ট, ওভারসাইজড শার্ট, ওভারসাইজড শার্ট সেট, ডেনিম জ্যাকেট, কুইল্টেড জ্যাকেট ও বোম্বার জ্যাকেট। ছেলেদের কথাও যে সবাই ভুলে গেছে তা কিন্তু নয়। ছেলেদের পোশাক সম্ভারে রয়েছে ডেনিম শার্ট, করড শার্ট, কটন শার্ট, প্রিন্টেড শার্ট, ফ্লানেল শার্ট, নরমাল টি-শার্ট, সোয়েট শার্ট, ওভারসাইজড টি-শার্ট, ডেনিম প্যান্ট, জগার্স, কারগো প্যান্ট, ডেনিম জ্যাকেট, কুইল্টেড জ্যাকেট ও বোম্বার জ্যাকেট।

শীতের এই আকর্ষণীয় আয়োজনে ফ্যাশন হাউজগুলো রাঙাচ্ছে নিজেদের। যুক্ত হচ্ছে নতুন নতুন ডিজাইন। আর কে বলেছে রঙ শীতে ব্যবহারে মানা? বিবর্ণ শীতেও ঝকমারি রঙে রাঙিয়ে নেওয়া যাবে নিজেকে। ওয়েস্টার্ন ফ্যাশন বললেও অনেক ক্ষেত্রে ফিউশনেরও ব্যবহার রয়েছে। ফলে বৈচিত্র্যময় শীত উদ্যাপনের ক্ষণ শুরু হচ্ছে এখন থেকেই।

সূত্র: ইত্তেফাক