বদলি হতে যাচ্ছেন মেহেরপুর সদর ও মুজিবনগর থানার ওসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব থানার ওসিকে বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার ইসি সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে যেসব থানার ওসিরা বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় আছেন, তাদের অন্য জেলায় বা অন্য কোনো থানায় পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে কমিশন। এ হিসেবে মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বদলি হতে যাচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে ইসি আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।




জীবননগরে আ.লীগের স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চুয়াডাঙ্গা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইজন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল মল্লিক ও জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা।

গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল চারটার দিকে জীবননগর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। এসময় জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহমেদ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিকের মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন,খলিলুর রহমান,আঃ খাজা।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক মোল্লার মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন,সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, সীমান্ত ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিকাইল ইসলাম পারুল প্রমুখ।




মেহেরপুরে নৌকা প্রার্থী ফরহাদ হোসেনের মনোনয়ন দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর ১ আসনে নৌকা প্রার্থী ফরহাদ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটারিং অফিসার শামীম হাসানের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, ইউপি চেয়ারম্যান আমান হোসেন মিলু, মোঃ শাহ্ জামান,মোঃ সেলিম রেজা, রওশন আলী টোকন,মোঃ আয়ুব হোসেন, মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের মনোনয়ন দাখিল

মেহেরপুর ১ সংসদীয় আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান।

আজ বৃহস্পতিবার (৩০ শে নভেম্বর) দুপুর ৩ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটারিং অফিসার শামীম হাসানের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, সহ সভাপতি আব্দুল মান্নান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন, জেলা আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান চাদু  ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ।

 




দর্শনা ফিলিং ষ্টেশনের নিকটে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং ষ্টেশনের নিকট জহির হোসেন(৪০) নামের এক কার্পাসডাঙ্গা বাজারের সাইকেল পার্টস ব্যবসায়ী কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। তার কাছে থাকা ২ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন আহত জহির।

তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা থানার দুর্গাপুর পশ্চিম পাড়ার শওকত আলী ছেলে।  আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে দিকে দর্শনা-জীবননগর মহাসড়কের দর্শনা ফিলিংস্টেশনের নিকট এই ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে চাকরি দেওয়ার অথবা আদম বেপারী ঘটনায় টাকা লেনদেনের বিষয়ে এই ঘটনা ঘটতে পারে।

আহত জহির হোসেন বলেন ,বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দর্শনা বাস স্ট্যান্ডে ২ লাখ ৯০ হাজার টাকা ব্যবসার জন্য নিয়ে আসে। এ সময় দর্শনা ফিলিং স্টেশনের নিকট পৌঁছালে তাকে ৫/৬ জন দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার কাছে থাকা ২ লক্ষ্ ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দৃর্বত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনা পুরাতন বাজারস্থ চিকিৎসকের কাছে নেওয়া হয়। তার ক্ষত স্থানে ১৯ টি সেলাই দেওয়া হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি)বিপ্লব কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকরি দেয়ার ব্যাপারে টাকা সংক্রান্ত অথবা আদম বেপারীর ঘটনার টাকা নেওয়া জের ধরে এই ঘটনা ঘটতে পারে।




চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে ২০ জনের মনোনয়ন ফরম জমা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা -১ ও চুয়াডাঙ্গা – ২ আসনে মোট ২০ জনের মনোনয়ন ফরম জমা পড়েছে। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) । শেষ দিনে চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসে চুয়াডাঙ্গা ১ ও ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা । মোট ২৩ জন মনোনয়ন ফরম উত্তোলনের মধ্যে ২০ জন শেষ দিনে মনোনয়ন ফরম জমা দিতে পেরেছেন। শেষ দিনে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত চলে মনোনয়ন জমা দেওয়ার কার্যক্রম।

এদিকে সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা-১ আসনের বর্তমান সংসদ সদস্য চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ আসনের আরও ৫ জন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, দিলীপ কুমার আগরওয়ালা, এম এ রাজ্জাক খান, আফরোজা পারভীন, শেখ সামসুল আবেদিন খোকন ও এম শহিদুর রহমান। অপরদিকে একই আসন থেকে অন্য দলের মধ্যে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, এনপিপি’র (ন্যাশনার পিপলস্ পার্টি) কেন্দ্রীয় মহাসচিব ইদ্রিস চৌধুরী, জাকের পার্টির মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন সালাম উদ্দিন ও তৃণমূল বিএনপির প্রার্থী তাইজেল হক ।

চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১০ জন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগর মনোনয়নপত্র জমা দেন। এছাড়া এ আসন থেকেও আওয়ামী লীগের ৫জন স্বতন্ত্র হিসেবে ভোট করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, হাশেম রেজা, নুর হাকিম, মীর্জা শাহারিয়ার মাহমুদ, নজরুল মল্লিক ও আব্দুল মালেক মোল্লা। অপরদিকে এ আসনে অন্য দলে মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল ইসলাম, জাকের পার্টির চুয়াডাঙ্গা জেলার সভাপতি আব্দুল লতিফ খান, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) নেতা দেওয়ান ইয়াছিন উল্লাহ, এনপিপি’র (ন্যাশনার পিপলস্ পার্টি) কেন্দ্রীয় মহাসচিব ইদ্রিস চৌধুরী।




আলমডাঙ্গায় তৃণমূল বিএনপিসহ ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে তৃনমুল বিএনপি সহ ৩ স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় তৃনমুল বিএনপির প্রার্থী সাবেক সেনা সদস্য তাজুল ইসলাম তার সমর্থকদের নিয়ে রিটানিং কর্মকর্তা স্নিগ্ধা দাসের নিকট মনোনয়ন পত্র জমা দেন।

এরপর স্বতন্ত্র প্রার্থী কমান্ডার এম সহিদুর রহমান স্ব-স্ত্রীক মনোনয়ন পত্র জমা দান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক ম্যানেজার আব্দুল জব্বার, সাবেক সেনা কর্মকর্তা আবু আব্দুলালাহ, বকুল হোসেন,বাচ্চু রহমান ,সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল মোতালেব খান।

এরপূূবে তিনি কর্মি সমর্থক নিয়ে ভ্যানযোগে মিছিলসহকারে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে আসেন। সে সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম,রাসেদুল ইসলাম,রেজাউল ইসলাম, মহিলা নেত্রী রোজিনা আক্তার,রবিউল ইসলাম,মজিরুন্নেছা,সোনিয়া আক্তার,লিজা খাতুন,তারিকুজ্জামান,সীতল আহমেদ, আকরাম হোসেন,ওমর ফারুক,গোমর আলী ওরফে নায়ক,আনছার আলী,আজগর আলী প্রমুখ। বিকেলে কেন্দ্রীয় আওয়ামীযুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন আলমডাঙ্গায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি তার সমর্থকদের নিয়ে রির্টানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের নিকট মনোনয়ন পত্র জমাদেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কর্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ,পৌর কাউন্সিলর আশরাফুল হক বাবু,খাইরুল বাসার বাবলু,শেখ শাহনুর রহমান টিপু,হাবিবুর রহমান রুবেল।এছাড়াও তার সমর্থকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সালে আক্রাম,শেখ রুবেল,জেলা ছাত্রলীগ নেতা ইমতিয়াজ নিপ্পন,ছাত্রলীগ নেতা শাহরিয়র তপু,সাকিল আহমেদ,সাবাবির রহমান,মাসুম বিল্লাহ,মিঠু প্রমুখ।




 চুয়াডাঙ্গা-১ আসনের নৌকা প্রার্থী ছেলুনের মনোনয়ন পত্র দাখিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সোলায়মান জোয়ার্দার ছেলুন আলমডাঙ্গা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আজ বেলা ১২ টার দিকে দলীয় নেতা কর্মি সাথে নিয়ে সহকারি রির্টানিং কর্মকর্তা স্নিগ্ধা দাসের কাছে মনোনয়ন পত্র জমাদেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা , জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন,সাবেক সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা,সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

এর পুর্বে এমপি প্রার্থী সোলায়মান হক জোয়ার্দার ছেলুন আলমডাঙ্গায় পৌছালে নেতা কর্মিরা তাকে বাদ্যযন্ত্র বাজিয়ে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করেন।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন,সাবেক সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান,মাসুদুজ্জামান লিটু বিশ্বাস,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন হেলা,সম্পাদক আব্দুল কাদের,জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু,মতিয়ার রহমান ফারুক,যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু,সপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহান,মোজাদিদুর রহমান জোয়ার্দার লোটাস, হারদীর আসিকুজাজামান ওল্টু,কুমারি আবু সাইদ পিন্টু, গাংনীর মুন্সি ইমদাদুল হক, কালিদাশপুর আসাদুল হক মিকা, ডাউকির তরিকুল ইসলাম,বেলগাছির মাহমুদুল হাসান চঞ্চল, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, আবাদুল মালেক, আবু তাহের, জয়নাল আবেদীন, কামরুজ্জামান শামিম, জামজামির দিদার আলী, শাহনুর রহমান, বাবলু চৌধুরি, সোহেল রানা শাহেন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল হুসাইন, রকি, সাকিব, অটল, হাসান, সৈয়কত খান প্রমুখ।




ঢাকায় নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে এজিএম/ডিজিএম পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

এজিএম/ডিজিএম।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতকোত্তর পাস হতে হবে। এইচআরএম থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীকে প্রাধান্য পাবেন।

কর্মস্থল

ঢাকা (মতিঝিল)।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ ডিসেম্বর ২০২৩।




ঝিনাইদহের ৪টি আসনে ২৭ প্রাথীর মনোনয়ন পত্র জমা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে ঝিনাইদহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়ন পত্র জমা দেন।

ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি,ন্যাপ ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র গ্রহন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি’র পক্ষে মনোনয়ন পত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, মাহমুদুল ইসলাম ফোটন, হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলার সাবেক আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহিম খলিল রাজা, এমপির পিএস রোকনুজ্জামান রিপন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

অপর দিকে বিকালে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পত্র জমা দেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এমপি প্রার্থী মেজর (অবঃ) মাহফুজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাবলু, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার, জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর অধ্যক্ষ খন্দকার হাফিজ ফারুক, জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের ফজলুল কবির গামা, বাংলাদেশ কংগ্রেসের মোঃ নাসির উদ্দীন, ন্যাশনাল পিপুলস পার্টির মিজানুর রহমান মিজু তাদের নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমাদেন।

এছাড়াও ঝিনাইদহ-১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ মনোনিত আব্দুল হাই, স্বতন্ত্র বিশ্বাস বির্ল্ডাসের চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, জাতীয় পার্টির মনিকা আলম, বিএনএফ থেকে বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর, তৃনমূল বিএনপি’র কে এম জাহাঙ্গীর আলম এবং বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ৭জন, ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অবঃ মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজী, স্বতন্ত্র হিসেবে জমা দিয়েছেন বর্তমান এমপি শফিকুল আজম চঞ্চল ও সাবেক এমপি নবী নেওয়াজ, জাতীয় পার্টির আব্দুর রহমানসহ ৭জন। ঝিনাইদহ-৪ আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনিত বর্তমান এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারসহ মোট ৫জন।