ঝিনাইদহ ৩ আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ -৩ সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। এরমধ্যে রয়েছে ৩ দলীয় ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী।বিষয়টি নিশ্চিত করেছেন,মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।

নির্বাচনী তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর ছিল, মনোনয়ন ফরম ক্রয় ও জমা দানের শেষ তারিখ। ঝিনাইদহ -৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে ১৪ জন মনোনয়ন প্রত্যাশী ফরম কিনে ছিল। এ ছাড়া জাকের পার্টি,জাতীয় পার্টি ও তৃন মূল বিএনপি প্রার্থী মনোনয়ন ফরম কিনে ছিল।
জমা দানের শেষ দিনে,মহেশপুর নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৭ জন ও কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এরমধ্যে মহেশপুর নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন,আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজি (অব.)।

স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী’লীগের সহ-সভাপতি সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ,জেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সদস্য আনিছুর রহমান টিপু,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ- সম্পাদক টি,এম, আজিজুর রহমান (মহন)।

এ ছাড়া জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন, মহেশপুর জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক আব্দুর রহমান ও জাকের পার্টির বাবুল হোসেন।

অন্যদিকে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও মনোনয়ন ফরম জমা দিয়েছেন,নৌকার মাঝি মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজি (অব.) ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী’লীগের সহ-সভাপতি সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল।




মেহেরপুর ১ আসনে লাঙ্গল প্রার্থী আব্দুল হামিদের মনোনয়ন পত্র জমা

মেহেরপুর ১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটারিং অফিসার শামীম হাসানের হাতে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হামিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি রুহুল সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, যুগ্ম সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক আক্তার হোসেন সুমন, শ্রম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মামলাত হোসেন প্রমুখ।




গাংনী আসনে নৌকার প্রার্থী ডা. সাগরের মনোনয়ন পত্র জমা

মেহেরপুর ২ সংসদীয় আসন গাংনীতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।

বৃহস্পতিবার (৩০ শে নভেম্বর) দুপুর ২ টার দিকে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মটমুড়া ইউপির চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়ীয়া ইউপির চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস সহ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।




নির্বাচন পেছানো বা আর পুনর্বিচেনার কোনো সুযোগ নেই : হানিফ

সাধারণ দৃষ্টিতে এই নির্বাচন পেছানো বা আর পুনর্বিচেনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, এই ভোট নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই। কারণ সাধারণ মানুষের উৎসাহ, উৎসব-আমেজে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় নিজের মনোনয়নপত্র জমা দিয়ে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।

ভয়েস অব আমেরিকার প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে হানিফ বলেন, সব রকম চেষ্টার পরও যদি কোনো দল নির্বাচনে না আসে তবে এই নির্বাচন পক্ষপাতমূলক বলা যাবে না। সেটা বাংলাদেশের এই নির্বাচনের বাস্তব চিত্র নয়।

এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কুষ্টিয়ায় জেলা রিটানিং কর্মকর্তার কাছে কুষ্টিয়া-৩ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হানিফ।

পিটিআই রোডের নিজ বাসভবন থেকে নারী পুরুষ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হেঁটে এসে মনোনয়নপত্র জমা দেন তিনি।

একই সঙ্গে আরও একজন হেভিওয়েট প্রার্থী কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি তার মনোনয়নপত্র জমা দেন।

জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা এহেতেশাম রেজা মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ উপলক্ষে কুষ্টিয়া জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে। এর আগে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন কুষ্টিয়া সদর আসনের দলীয় মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন।




মুক্তি পাচ্ছে প্রেমের গল্পে আবর্তিত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে প্রেমের গল্পে আবর্তিত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। এই সিনেমাটি জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রথমবারের মত পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন। এছাড়াও মুখ্য অভিনয়ে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা । চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’-এর প্রথম সিনেমা এটি।

সিনেমাটি প্রসঙ্গে তিশা বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ইলহাম হওয়ার পর আমার প্রথম কাজ। রাইটার হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়- এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যে কোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল। তাই সিনেমাটি আমার জন্য অনেক স্পেশাল।

তিশা আরও বলেন, এই সিনেমা নিয়ে যদি আরও কিছু বলতে হয় তাহলে আমি ছোট্ট করে বলবো এই সিনেমাটা হচ্ছে সকল সন্তানের প্রতি তার মা বাবার অনুভূতির উপহার।

প্রথমবারের মত অভিনয় প্রসঙ্গে ফারুকী বলেন, অনেক দিন তো কাজ করছি। কখনো ভাবি নাই অভিনয় করবো। সেটাও করা হয়ে গেলো। ফলে এক ধরনের সংকোচ ভাবতো আছেই। একই সাথে উত্তেজনাও কাজ করছে। নিজেদের জীবন থেকে গল্প বের করার মধ্যে একটা দুর্বলতা আছে। আর হৃদয় খুঁড়ে বেদনা বের করে আনাইতো শিল্পীর কাজ।

ফারুকী আরও বলেন, নিজের সময়টার সাক্ষী হওয়া ছাড়া আমাদের আর কিই বা করার আছে। আমরা এখানে সেটাই করার চেষ্টা করেছি। বাবা মা হিসাবে আমরা বিশেষ কেউ না। সব বাবা-মায়ের গল্পই এক। সন্তানের জন্য সব বাবা মায়েরই স্পেশাল ত্যাগের গল্প আছে, আনন্দের গল্প আছে, বিব্রতকর গল্প আছে, এই ছবিটা যদি তাদের সেই সব অনুভুতির কথা মনে করিয়ে দেয় তাহলেই আমরা খুশি হবো।

ফারুকী ও তিশার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে।

সূত্র: ইত্তেফাক




নতুন প্রযুক্তি তৈরিতে নিজস্ব এআই আনছে রাশিয়া

বর্তমান প্রযুক্তিবিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে পশ্চিমা বিশ্বের একচেটিয়া আধিপত্য বিরাজ করছে। এই আধিপত্য মোকাবিলায় রাশিয়ায় নতুন প্রযুক্তি তৈরির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জার্নি কনফারেন্সে পুতিন এমন ঘোষণা দেন। খবর দ্য বিজনেস ইনসাইডার।

খবরে বলা হয়, গত শুক্রবার ঐ সম্মেলনে শক্তিশালী প্রযুক্তিটির ওপর পশ্চিমা দেশগুলোর প্রভাব মোকাবিলায় নিজেদের এআই বিকাশের জন্য একটি নতুন জাতীয় কৌশল পরিকল্পনার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, ‘আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার দেশীয় মডেলগুলো অবশ্যই বিশ্ব সংস্কৃতির সব সম্পদ ও বৈচিত্র্য, ঐতিহ্য, জ্ঞান এবং সব সভ্যতার প্রজ্ঞা প্রতিফলিত করবে। রাশিয়া জেনারেটিভ এআই এবং মেশিন লার্নিং মডেলগুলোতে তাদের গবেষণা আরো জোরদার করবে।

এই লক্ষ্য অর্জনের জন্য রাশিয়া তাদের সুপারকম্পিউটিং শক্তি বাড়াবে এবং শীর্ষ স্তরের এআই শিক্ষার উন্নয়ন করবে। একইসঙ্গে আইন পরিবর্তন করতে এবং তার লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতেও কাজ করবে।’ এসময় তিনি পশ্চিমা এআই মডেলগুলোর পক্ষপাতিত্বের অভিযোগ করেন।




মেহেরপুরে স্বপ্ন সুপার শপের উদ্বোধন

মেহেরপুরে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে শহরের নীলমণি সড়কে গার্লস স্কুলের পিছনে ফিতা ও কেক কেটে নতুন স্বপ্ন সুপার শপের উদ্বোধন করেন মেহেরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু।

উদ্বোধনকালে তিনি বলেন,স্বপ্ন সুপার শপের যাত্রা শুরুর প্রধান লক্ষ্য হলো জনগণকে একই ছাদের নিচে সকল ধরণের সেরা পণ্যের সেবা প্রদান করা। মানুষ তার পছন্দ মতো পণ্য এখানে সুন্দর পরিবেশে কিনতে পারবে।

এছাড়াও স্বপ্নের নতুন শপটি উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় স্বপ্ন সুপার শপের পরিবেশক মোহন লাল আগরওয়ালা, জগদীশপ্রসাদ আগরওয়াল, জিএন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী গোলাম সাহেদ সহ বড় বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ক্রেতারা বলেন,মেহেরপুরে এই প্রথম সব ধরনের পন্য একই ছাদের নিচে এটা অভাবনীয় বিষয়। যারা এই সুপার শপ বাস্তবায়ন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রতিষ্ঠানটি যাতে আগামী দিনে সুন্দর ভাবে চলে সেই দোয়া করি।




বিনান্সের প্রচারণার অভিযোগে রোনালদোর বিরুদ্ধে মামলা

বিতর্কিত ডিজিটাল মুদ্রা বিনিয়োগ প্রতিষ্ঠান (ক্রিপ্টোকারেন্সি) বিনান্সের প্রচারণার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালতে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ২৭ নভেম্বর ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে ভুক্তভোগীদের পক্ষে তিনজন বাদী এই মামলার আবেদন করেন।

এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ডিজিটাল বাণিজ্য বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম কয়েনটেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়, মামলা বাদীরা বলেছেন– রোনালদো অস্বীকৃত ‘বিনান্স’ প্রতিষ্ঠানের প্রচারণা, বিনিয়োগ কিংবা কাজে সহায়তা করেছেন। রোনালদোর প্রচারণায় উদ্বুদ্ধ হয়েই ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন বলে জানিয়েছেন তারা। যার ফলে তারা নাকি ক্ষতিগ্রস্তও হয়েছেন!

প্রতিবেদনে আরও বল হয়, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল তারকার বিরুদ্ধে মামলার বাদী হয়েছেন মিখায়েল সিজমোর, মিকি ভোংদারা এবং গর্ডন লুইস। তারা সবাই বিনান্সে বিনোয়াগ করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন। ২০২২ সালের মাঝামাঝিতে রোনালদো তার নিজস্ব এনএফটির (নন ফাঞ্জিবল টোকেনস বা একধরনের ডিজিটাল সম্পত্তি) প্রচারণা চালাতে বিনান্সের সঙ্গে চুক্তি করেন।

সূত্র: ইত্তেফাক




গাংনী উপজেলা আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মকলেছুর রহমান মুকুল

গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের সভাপতি সম্পাদকদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে তালিমুল কোরআন ইসলামী একাডেমি মাদ্রাসার সামনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল, সাবেক পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মনিরুজ্জামান মাস্টার সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গাংনী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুলকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন,দলীয়ভাবে যে প্রার্থী দেয়া হয়েছে তাকে দলের এবং জনগণ কেউ চেনেনা বা তার সম্পর্কে জানেনা ভোটারটা। সেইজন্য উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমার পক্ষ থেকে নৈতিক সমর্থন থাকবে তার জন্য তবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাথে আলাপ করে আমি সরাসরি কাজ করবো কিনা সেটা তখন জানাবো। ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা প্রত্যেকে মকলেছুর রহমান মুকুল কে সমর্থন প্রদান করেন।




মেহেরপুর ২ আসনে মনোনয়ন পত্র জমাদান শুরু

মেহেরপুর-২ গাংনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য নুর আহম্মেদ বকুল গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভারপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

অপর দিকে দুপুর ২ টার দিকে দলীয় মননোয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ মকবুল হোসেন।

নুর আহম্মেদ বকুল বলেন, আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। অসাংবিধানিক সামরিক শাসনে বাংলাদেশ আবারো পতিত হোক সেটা আমরা চাই না। নানা ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই নির্বাচনকে সুষ্ঠভাবে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের ওয়ার্কাস পাটি আমরা শরিক জোট। আমরা লড়াই করছি। আগামী নির্বাচন সুষ্ঠ এবং শান্তিপূর্ণ হবে। জনগনের অংশগ্রহনের মধ্যে দিয়ে আনান্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন হবে আমরা আশা করি।