ঝিনাইদহ শহরে পৃথক তিন স্থানে ককটেল বিস্ফোরণ 

ঝিনাইদহ শহরে পৃথক তিন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (৬ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটের সময় এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

জানা যায়, শহরের প্রাণ কেন্দ্র পায়রা চত্বরে দু’টি ও এইচএসএস সড়কের মূল রাস্তায় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শীতের রাত হওয়ায় লোকজন চলাফেরা এমনিতেই কমছিল বলে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

তবে ঝিনাইদহ পবহাটি গ্রামের আব্বাস শেখ নামে এক ব্যক্তি পায়রা চত্বরের বিস্ফোরণে সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, নির্বাচনের বিরোধীরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে তদন্ত চলমান রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতরা কেউ রেহাই পাবে না।




গাজীপুরে নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিবিএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ম্যানেজার।

যোগ্যতা

প্রার্থীকে বিএসসি (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)/স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: সর্বনিম্ন ৩০ বছর।

কর্মস্থল

গাজীপুর।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

০২ ফেব্রুয়ারি ২০২৪

সূত্র : বিডিজবস




নিষেধাজ্ঞা সত্বেও মেহেরপুরের রাস্তায় মোটরসাইকেলের অবাধ বিচরণ

মেহেরপুর-১ আসনের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হলেও অবাধে চলছে মোটরসাইকেল। কেউ মানছে না এ নিষেধাজ্ঞা।

 

আজ শনিবার (৬ জানুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই অবাধে মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়। এমনকি সমগ্র জেলার প্রত্যেকটি অঞ্চলে দিনব্যাপ চলাচল করেছে মোটরসাইকেল। এমন অবস্থায় নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাইকেলসহ অন্যান্য যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিলো, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ, যেমন– অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যান চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।




নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আব্দুল গনি

নির্বাচনের ঠিক আগ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেহেরপুর-২ (গাংনী) নির্বাচনী এলাকার তৃণমুল বিএনপির প্রার্থী সাবেক এমপি আব্দুল গনি।

আজ শনিবার (৬ জানুয়ারি) সাংবাদিকগণের কাছে নিজ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। নির্বাচনে সুষ্ঠ পরিবেশ না থাকায় ও কালো টাকার ছড়াছড়ির কারণে এবং দলীয় নেতাদের অসহযোগীতার অভিযোগ আনেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি জানান, তৃনমূল বি.এন.পির সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহন করেন তিনি। তিনি আশা করেছিলেন, দল সাবেক পার্লামেন্ট সদস্যদেরকে মূল্যায়ন করবে এবং দল সর্বাঙ্গীন সহযোগিতা প্রদান করবে। কিন্তু মনোনয়নপত্র জমাদানের পর থেকে দলের সভাপতি শমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার আব্দুল গনিসহ অন্যান্যদের সাথে বিরূপ আচরন শুরু করেন। তারা দলীয় ফান্ডসহ ও অন্যান্য জায়গা থেকে সংগৃহীত অর্থ প্রার্থীদের মধ্যে অল্প কিছু বিতরন করে সিংহভাগ অর্থ নিয়ে তারা তাদের নির্বাচনী এলাকায় ব্যস্ত হয়ে পড়েন। অন্যদিকে আব্দুল গনিসহ অন্যান্যরা অর্থের অভাবে প্রচার প্রচারনা করতে ব্যর্থ হচ্ছেন। ফলে তৃণমুল বিএনপির নেতাকর্মীরা অর্থের অভাবে প্রচার প্রচারণা চালাতে ব্যর্থ হচ্ছেন এবং অন্যান্য প্রার্থীদের অর্থের কাছে অসহায় বোধ করছে।

কর্মীরা পরামর্শ প্রদান করেন যে, অন্যান্য প্রার্থীদের অর্থের কাছে যদি সমপরিমাণ অর্থ ব্যয় করতে না পারি তাহলে নির্বাচন থেকে সরে দাড়ানো ভাল। তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে বাস্তবতার নিরীখে নির্বাচনে সুষ্ঠ পরিবেশ না থাকায় ও কালো টাকার ছড়াছড়ির কারণে এবং আমার দলীয় নেতাদের অসহযোগীতার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করছি।

এব্যাপারে প্রার্থী আব্দুল গনির সাথে তার ব্যবহৃত মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।




মেহেরপুর-২ আসনের নির্বাচনী তথ্য

মেহেরপুরের দুইটি আসনে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৩ প্রার্থী। দুইটি আসন মিলে জেলায় মোট ভোটা সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৯৬৬ জন। দুইটি আসনেই আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা।

মেহেরপুর-২ (গাংনী):
একটি পৌরসভা ও একটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ২লাখ ৫৫ হাজার ৯২৯। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৪৯৩ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৪৩৪ জন এবং হিজড়া ভোটার ২ জন।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগের মনোনীত ডা. আবু সালেহ মোঃ নাজমুল হক। তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। রাজনীতির মাঠে তিনি নতুন মুখ। তাঁর বিপক্ষে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতীদ্বন্দ্বীতা করছেন দুই বারের সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন। এছাড়া জাতীয় পার্টির কেতাব আলী লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল গণী সোনালি আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো: শাহজামালকে (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী গোলাম রসুল আম, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আল ফারুক ডাব প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ আসনে ৭ জন প্রার্থী থাকলেও মূলত নির্বাচনী প্রচারণা করতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের।

এ আসনে একটি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন মিলে ভোটকেন্দ্র রয়েছে ৯০টি। এর মধ্যে ২০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ চিহিৃত করে পুলিশ প্রশাসন। কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২জন পুলিশ সদস্য ১২ জন করে আনছার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স তাদের কার্যক্রম শুরু করেছে।




মেহেরপুর: ১ আসনের নির্বাচনী তথ্য

মেহেরপুরের দুইটি আসনে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৩ প্রার্থী। দুইটি আসন মিলে জেলায় মোট ভোটা সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৯৬৬ জন। দুইটি আসনেই আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা।
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর):
একটি পৌরসভা ও দুইটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার১ লাখ ৪৯ হাজার ৫৫৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৮১ জন।

এখানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ মনোনীত ফরহাদ হোসেন। বর্তমানে তিনি সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তাঁর বিপক্ষে রয়েছেন দুই বারের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর আব্দুল মান্নান। তাঁর নির্বাচনী প্রতীক ট্রাক। রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন। তাঁর নির্বাচনী প্রতীক হচ্ছে ঈগল পাখি।

এছাড়া জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আব্দুল হামিদ লাঙ্গল প্রতীকে, ন্যাশনাল পিপলস পার্টির তরিকুল ইসলাম আম , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবলু জম ছড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ আসনে একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন মিলেন ভোটকেন্দ্র রয়েছে ১১৭টি। এর মধ্যে ২২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ চিহিৃত করে পুলিশ প্রশাসন। কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২জন পুলিশ সদস্য ১২ জন করে আনছার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স তাদের কার্যক্রম শুরু করেছে।




প্রকাশ পেলো শাবনূরের ‘রঙ্গনা’র ফার্স্ট লুক

ঢালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় শাবনূর ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমা করতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। এই সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরি করছেন।

শুক্রবার (০৫ জানুয়ারি) প্রকাশ পেয়েছে ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিন ভাবে শাবনূরকে দেখা গেছে। কখনো হিজাবে মুখ ঢাকা, তার চোখে প্রতিশোধের আগুন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল এই নন্দিত অভিনেত্রী।

তবে তিনটি চরিত্রে পর্দায় হাজির হবেন কিনা এ প্রসঙ্গে রহস্যে জিইয়ে রাখতে চাচ্ছেন নির্মাতা। বললেন—দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্ত ক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’। বর্তমানে শাবনূর শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন ।

সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন সুপারস্টার শাবনূর।

সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হবে।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

সূত্র: ইত্তেফাক




বিদায়ী ইনিংসে ওয়ার্নারের ফিফটি, হোয়াইটওয়াশ পাকিস্তান

সিরিজ আগেই নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে থেকে সিডনি টেস্টে মাঠে নেমেছিল অজিরা। তবে ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। বিদায়ী ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন এই অজি ওপেনার। আর ৮ উইকেটের জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।

নিজেদের প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৪ রানের লিড পায় পাকিস্তান। ১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১৫ রানে অলআউট হয় পাকিস্তান।

১৩০ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উসমান খাজার উইকেট হারায় অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই ওপেনার।

এরপর মার্নাস লেবুশানেকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন বিদায়ী টেস্ট খেলতে নামা ওয়ার্নার। ফিফটি পূরণ করেন ওয়ার্নার। এই দুই ব্যাটারের ১১৯ রানের জুটিতে ভর করে জয়ের ভীত পায় অস্ট্রেলিয়া।

তবে ৭৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ওয়ার্নার। এরপর ক্রিজে আসা স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে ২৫ ওভার ৫ বলে দলের জয় নিশ্চিত করে লেবুশানে। ৭৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। এই জয়ে পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার, এলাকায় আতংক

মেহেরপুরের গাংনীতে ৪টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (০৬ জানুয়ারী) সকালে উপজেলার চাঁদপুর-শালদহ উত্তর মাঠের পাকা সড়কের উপর থেকে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা সেগুলো উদ্ধার করে। বোমা উদ্ধারের ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সকালে হাটতে বের হয়ে রাস্তায় ৪টি কালো টেপ দিয়ে মড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়া হলে তারা বোমা সাদৃশ্য বস্তু গুলো উদ্ধার করে পানিভর্তি বালতিতে রেখে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বোমা সাদৃশ্য বস্তুগুলি রাস্তার পাশে রেখেছিল দুর্বৃত্তরা। পুলিশ ঘটনা স্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু চারটি পানিতে চুবিয়ে প্রাথমিক নিষ্ক্রিয় করে থানায় নিয়ে আসে । তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ভোটের এক‌দিন আগে ছু‌টিতে গেলেন এ‌ডি‌সি আব্দুল কা‌দির মিয়া

মায়ের অসুস্থ জনিত কারণ দেখিয়ে ভোটের এক‌দিন আগে ছুটি নিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (‌সা‌র্বিক) আব্দুল কাদির মিয়া।

গতকাল শুক্রবার রাতে তিনি মেহেরপুর জেলা প্রশাসকের কাছে থেকে কয়েক দিনের জন্য ছুটি নিয়ে মেহেরপুর ত্যাগ করেছেন বলে জানা গেছে।

মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান বিষয়টি মেহেরপুর প্রতিদিন কে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের মিয়াকে নিয়ে বেশ কিছুদিন ধরে নানা বিতর্ক চলছিল। তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী ফরহাদ হোসেনের সাথে সাথে বিভিন্ন রাজ‌নৈ‌তিক অনুষ্ঠানে অংশ নেওয়াই এ বিতর্ক সৃষ্টি হয়।

এ নিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নান তার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে এক‌টি অভিযোগ করেছিলেন। ধারণ করা হচ্ছে তারি প্রেক্ষিতে তাঁকে বাধ্যতামূলক ছু‌টি দেওয়া হয়েছে, তবে জেলা প্রশাসক জানিয়েছেন তাঁর মা অসুস্থ। তাই তিনি ছুটি নিয়েছেন, ছুটি শেষ করে চার পাঁচ দিনের মধ্যে তিনি আবার জয়েন করবেন।