নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ নেতা-কর্মী আহত

মেহেরপুর-১ সংসদীয় আসনে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র (ট্রাক) প্রার্থীর এক নারী কর্মী সহ ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান (৪৩), সাবেক ছাত্রলীগ নেতা খালিদুজ্জামান খান ডালিম (৪৬), যুবলীগ কর্মী তেলা শেখ (৩২) ও সাবেক নারী ইউপি মেম্বর মুক্তা খাতুন (৩৭)। পরবর্তীতে উভয় পক্ষ থেকে মুজিবনগর থানায় পাল্টাপাল্টির মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগোয়ান গ্রামের পাঠানপাড়ায় নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের একটি নির্বাচনী অফিস রয়েছে। তার দক্ষিণ পাশে মসজিদের কাছে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের (ট্রাক) পথসভা চলছিলো। প্রফেসর আব্দুল মান্নানের বক্তব্যের সময় জোরে মাইক বাজাতে শুরু করে নৌকার সমর্থকরা।

শহিদুল ইসলাম পেরেশান, খালিদুজ্জামান সহ বেশ কয়েক কর্মী তাদের মাইকের শব্দ কমাতে বলে। এ সময় তাদের উপর হামলা চালায় নৌকার সমর্থকরা। এতে আহত হয় ডালিম, তেলা শেখ, শহিদুল ইসলাম পেরেশান ও মুক্তা খাতুন নামের এক নারী। তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা বলেন, নৌকার অফিসে প্রথমে হামলা করা হয়েছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছি।

জানা গেছে, নৌকা প্রতীকের সমর্থকদের পক্ষ থেকে, খায়রুজ্জামান লাভলু (৪০), বাদী হয়ে মামলা করেছেন শহিদুল ইসলাম পেরেশান(৪৩), খালেদুজ্জামান খাঁন ডালিম (৪৭), জুয়েল রানা (৩২) সাজেদুর রহমান সাজু (৩৮), ভোমন্ড আলী(৫০), কোমর উদ্দিন সেলিম (৫০), মোঃ আশিক (৩৫), মমিনুল ইসলাম(৪৫), শিহাব খাঁ (৩০), তেলা (৪০), জমিরুল ইসলাম হিরা (৫০), সাদেক খান (৫০) সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে নৌকার অফিস ভাঙচুরসহ তাকে হত্যা চেষ্টার অভিযোগ এ মামলা করেছে।

স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। পথসভায় এমন হামলা মেনে নেয়া যায় না। আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে। মুজিবনগর থানায় ঘটনাটির জন্য একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনে জানাবো।

ট্রাক প্রতীকের সমর্থকদের পক্ষে খালেদুজ্জামান খাঁন ডালিম বাদী হয়ে মুজিবনগর থানায় রকিব (৪৫), মোঃ রাশি (২৮), মোঃ লাবলু (৩৫), পিতা-রুহুল আমিন মোল্লা, ডাবলু মোল্লা (৪২), খাদেম মোল্লা (৩৮), ডাবলু শেখ (৪১), জহর উদ্দিন (নাডু),মশরেক মোল্লা (৩৮), তাহাজুল ইসলাম মধু (৩৬), মোছাঃ তকলিমা খাতুন (৩৭) সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে হামলার অভিযোগে মামলা করেছেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্রাক প্রতীকের প্রার্থীর সমর্থক ডালিম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও ১২ জন অজ্ঞাত আসামীর বিরুদ্ধে এবং নৌকা প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেনের সমর্থক ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মুজিবনগর থানায় দুইটি মামলা দায়ের করেছেন। তদন্ত প্রক্রিয়া চলমান আছে।




মহাজনপুর ইউনিয়নে প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীকের পথসভা

মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থীবীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি  প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার রাতে মেহেরপুরের মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থীবীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি  প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতিকের পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের  মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, মেহেরপুর জেলা তাঁতীলিগের সভাপতি সুবাদ আলী, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানা, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নুর সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




নতুন বছরে ভক্তদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বুবলী

ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে সিনেমায় আসা শবনম বুবলী এখন বেশ আলোচনায় থাকেন। এর পরে করেছেন অনেক সিনেমা। মাহফুজ আহমেদের সঙ্গে ‘প্রহেলিকা’ ও নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমা এই চিত্রনায়িকাকে অনেকটাই নতুন পরিচয় দিয়েছে।

সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। তবে ২০২৪ সাল যেন ভালো কাটে সেজন্য দোয়া চাইলেন বুবলী।

সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেখানে এই অভিনেত্রী বলেন, আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাংক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই। আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এত সুন্দর করে তোলার জন্য।

যোগ করে ওই পোস্টে বুবলী বলেন, ২০২৪ সালেও সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।

এদিকে, বছরের শেষে দিকে এসে একটি নতুন সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। সিনেমার নাম ‌‘পুলসিরাত’। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‌‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।

সুত্র: যুগান্তর




মেহেরপুরে প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীকের র‍্যালি

মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থীবীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি  প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীকের র‍্যালি অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার বিকালে মেহেরপুর কাথুলি বাসস্ট্যান্ডে থেকে র‍্যালিটি বের হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর কোর্ট মোড়ে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালি উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (ছোট), বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের  মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদর থানা যুবলীগের যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সাজু, মেহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, মেহেরপুর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান সুইট, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানা, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি রেজাউল ইসলাম রেজা, মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ সহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গা পুলিশ সুপারের মধ্যস্থাতায় আরবিয়া ফিরে পেলো তার সুখের সংসার

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানাার বকশীপুর গ্রামের শহিদুল ইসলামের কন্যা মোছাঃ আরবিয়া খাতুন এর সাথে একই থানার বেগেরখালী গ্রামের দুলালের ছেলে মোঃ শিপন এর ইসলামী শরিয়া মোতাবেক ১৫ বছর পূর্বে বিবাহ হয়।

সংসার জীবনে মেয়ে জীম ও ছেলে জীবন(৬) নামে দুইটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আরবিয়া খাতুন ও স্বামী শিপনের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া-বিবাদ হয়। এক পর্যায়ে আরবিয়াকে তার স্বামী শিপনসহ বাড়ির লোকজন মারপিট করে সন্তানসহ তার পিতার বাড়িতে তাড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়।

এক পর্যায়ে মোছাঃ আরবিয়া খাতুন তার স্বামী-সংসার ফিরে পাওয়ার জন্য পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, অভিযোগটি তাঁর কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’ এর মাধ্যমে আজ রবিবার দুপুরে উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। উইমেন সাপোর্ট সেন্টারে কর্মরত পুলিশ সদস্যরা তাদের উভয়কে বোঝানোর চেস্টা করেন। উইমেন সাপোর্ট সেন্টারের সহায়তায় মোছাঃ আরবিয়া খাতুন ও শিপন সব বিবাদ ভুলে সুখে-শান্তিতে সংসার করতে সম্মত হয়।

এভাবে পুলিশ সুপার চুয়াডাঙ্গার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে মোছাঃ আরবিয়া খাতুন ফিরে পেল তার সুখের সংসার ও শিশু সন্তানরা ফিরে পেল পিতৃস্নেহ।




রাজনীতি এক দাবার খেলা

আমরা বাঙালী সব হুজুগে মাতাল
কোন, না বুঝে রাজনীতির দাবারই চাল।
দল নিয়ে করে আমরা মাতামাতি
শুধু, পড়ে পড়ে খাই মার কিল ঘুসি
পুলিশের লাঠি চার্জ বুটের লাথি।।
ওরে, চারটে খানিক কথা নয়
বুঝা রাজনীতি।
রাজনীতি সেতো হলো রাজার নীতি,
জনতাকে পক্ষে রাখতে স্বজন প্রীতি।
আমরা, বুঝিনে তাই হয় যে
করুণ পরিণতি।
সিংহাসনে থাকে দেখো রাজা বসে
মন্ত্রী ঘোড়া গজ বোড থাকে পাশে।
আর, সামনে থেকে বড়ির হয়
দেখো, যতো ক্ষতি।
রাজনীতি মানে এক দাবার খেলা,
ঘোড়ার চাল করে যেজন অবহেলা।
দেখো, বন্দী হয়ে যায় তখন
তার, রাজা মন্ত্রী।
ঘোড়ার আড়াই লাফ যেজন বোঝে,
রাজনীতি করা কেবল তারই সাজে।
কভু তো, দাবাতে হাবা হলে
তার, থাকে না গতি।
নাজনীতি মানে হলো টাকার নেশা,
ক্ষমতা নিজ হাতে পাওয়ার আশা।
আবার, কোটিপতিও হওয়া যায়
সব যে, রাতারাতি।




জীবননগরে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ

জীবননগর শীতাত প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে সীমান্ত ইউনিয়নের শতাধীক প্রবীণদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সহ-সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,,উপজেলা সমাজ সেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকতা মোঃ মিজানুর রহমান,সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারন সম্পাদক আজিজুল হক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সাবিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশন সীমান্ত ইউনিয়ন সমন্বয়কারী রবিউল ইসলাম বকুল।




২০২৪ সালে টাইগারদের ব্যস্ত সূচি

নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ২০২৩ সাল শেষ করেছে বাংলাদেশ দল। এ বছর ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপসহ বেশ ব্যস্ত সময় কাটিয়েছে ক্রিকেট পাড়া। তবে আজ থেকে শুরু হওয়া নতুন এই বছরে আরো ব্যস্ত সময় কাটাবেন সাকিব-শান্ত-মিরাজরা।

আসন্ন ঘরোয়া প্রিমিয়ার লিগ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও দেশ-বিদেশ মিলিয়ে সাত দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এমনটি জানা গিয়েছে আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী।

বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড থেকে ফিরেই আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি নেওয়া শুরু করবে। আসন্ন এই বিপিএলের দশম আসর যা চলবে প্রায় দেড় মাস পর্যন্ত। আসরটির পর্দা নামবে আগামী ১ মার্চ। তবে ফেব্রুয়ারির শেষদিকে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তিন ফরম্যাটের সিরিজ খেলবে দুই দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে, যা আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এর পরই এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজ শেষ করে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অংশগ্রহণ করতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যাবেন টাইগাররা। ঐ আসরের গ্রুপ পর্বে সবগুলো দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

ঐ টুর্নামেন্টটি শেষ করেই আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন টাইগাররা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও খেলা আফগানিস্তানেই হবে—নাকি অন্য কোথাও তা এখনো চূড়ান্ত হয়নি। সেখান থেকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আগস্টে সেখানে দুইটি টেস্ট খেলবেন টাইগাররা। এরপর ভারত সফরে যাবেন তারা। এই সফরে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরটি মাঠে গড়াবে সেপ্টেম্বর-অক্টোবরে।

টানা তিন সফর শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে শান্ত-লিটনরা। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ খেলে ফিরে যাবে প্রোটিয়ারা। এরপর বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। নভেম্বর-ডিসেম্বরে সেখানে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। এই সফর দিয়েই ২০২৪ সাল শেষ করবে বাংলাদেশ দল।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর-২ আসনের নৌকা প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের কারনে মেহেরপুর-২ সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আবু সালেহ মো: নাজমুল হক সাগরকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি । আগামী মঙ্গলবার ২ জানুয়ারী বেলা ১১টার সময় সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে তাকে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার ৩১ ডিসেম্বর মেহেরপুর-২ (গাংনী) সংসদীয় আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ন জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক মোঃ শাহিনুর রহমান এই শোকজ করেন।

নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ের সূত্রে জানা গেছে শোকজে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা মেহেরপুর-০২ (গাংনী উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর পরিচালিত গাংনী হাসপাতাল বাজারস্থ এ্যাডভান্স মেডিকেয়ার লিমিটেডে অর্থ ব্যয় করে ফ্রী মেডিকেল ক্যাম্প স্থাপন করেন। এবং অন্য চিকিৎসকদের নিয়ে রোগীদেরকে ফ্রি সেবার নামে প্রেসক্রিপশনের অপর পৃষ্ঠায় নির্বাচনি পোষ্টার ব্যবহার করে ভোটারদের অবৈধ ভাবে প্রভাবিত করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা লঙ্ঘন করায় তাকে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।




ঝিনাইদহে ভোট গ্রহনের দায়িত্ব পালনের অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

দায়িত্ব বন্টনে অবহেলা হয়েছে বলেও এসব ভুক্তভোগীর মনে করছেন। এবার ৮ম গ্রেডের চাকুরীজীবীকে দেওয়া হয়েছে পোলিং অফিসার। আবার সরকারী-বেসরকারী অনেক ৯ম ও ১০ম গ্রেডধারীদের দেওয়া হয়েছে সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং অফিসার। আবার বেসরকারি কলেজ শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ।

যারা দীর্ঘদিন যাবৎ প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সেসব সিনিয়র প্রভাষকদের এবার দেওয়া হয়েছে সহকারী প্রিজাইডিং অফিসার। কলেজের শারীরিক শিক্ষা’র শিক্ষক ও সিনিয়র গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের শিক্ষক যারা বর্তমানে ৮ম গ্রেডধারী তাদেরকেও দেওয়া হয়েছে পোলিং অফিসার। অথচ সরকারী ও বেসরকারী স্কুল ও অন্যান্য চাকুরীজীবীদের ৯ম ও ১০ম গ্রেডধারী সহকারী শিক্ষকদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আঃ রউফ ডিগ্রি কলেজ, আমেনা খাতুন ডিগ্রি কলেজসহ একাধিক কলেজের বেশ কয়েকজন ভুক্তভোগী কলেজ শিক্ষক ও প্রভাষকরা এই অভিযোগ করেন। তারা ওসব দপ্তরে গিয়ে দীর্ঘক্ষণ বসে থেকে উপজেলা নির্বাহী অফিসার কে না পেয়ে ক্ষোভ নিয়ে ফিরে এসেছেন।

এবিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা সবকিছু উপজেলা নির্বাহী অফিস করেছেন। বিষয়টি নিয়ে উপজেলা সদর নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী বলেন, এটা রাষ্ট্রীয় দায়িত্ব যার যেখানে দেওয়া হয়েছে সেটা তাকে পালন করতে হবে। যদি সমস্যা থাকে তাহলে আমর কাছে বলুক। বিষয়টি নিয়ে বেসরকারি কলেজ শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোসের সৃষ্টি হয়েছে।

উল্লেখ রবিবার থেকে ঝিনাইদহ সদর উপজেলায় গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। সদরে ১৫০টি কেন্দ্রের জন্য প্রিজাইডিং অফিসাদের প্রথম প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে আজ সোমবার সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ সমাপ্ত হবে।