দর্শনা কেরু’র শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারনা

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলী আজগার টগরের নৌকা প্রতিকের সমর্থনে কেরু’র শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনায় গণ সংযোগ করেছেন।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে কেরু’র শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেরু’র শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মফিজুল ইসলাম, রেজাউল, যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক সালাউদ্দিন সনেট।

এ আলোচনা শেষে প্রচারনা ও গণ সংযোগে অংশনেয় সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, ক্যাশিয়ার আব্দুল কুদ্দুস, সদস্য শরিফুল ইসরলাম, মাহমুদুল হাসান রকি, কামরুল হাসান লোমান, মাজেদুল ইসলাম ডাবলু, মজিবর রহমান, নুরুল ইসলাম, জহিরুল ইসলাম, বাবুল আক্তার, সেলিম খান, আমিনুল ইসলাম, বাবর আলী, সাহেব আলী শিকদার, হারিজুল ইসলাম, ইদ্রিস আলী, সাজ্জাদ, আজাদ, প্রমুখ।




দর্শনা বাড়াদী সীমান্তে নিহত বাংলাদেশী দু’যুবকের লাশ ১৫ দিন পর ফেরত

চুয়াডাঙ্গার দর্শনার বাড়াদি সীমান্তে নিহত বাংলাদেশী দু’যুবকের লাশ ১৫ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
আজ শনিবার বিকেল ৫টার দিকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি- বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠক শেষে নিহত বাংলাদেশী দু’যুবকের লাশ গ্রহণের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

দর্শনা পুলিশ ও স্থানীয় ইউপি মেম্বার আ: রহমান জানান, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বেকারাস্তা পাড়ার সাজেদুর রহমান ওরফে সাইদুল ও একই পাড়ার খাঁজা মঈনুদ্দিনসহ ৫/৬ জন সঙ্গবদ্ধ গরু চোরাকারবারি গত ১৬ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যার পর দর্শনার কামারপাড়া-বারাদি সীমান্তের পূর্বপাড়া-মাঝেরপাড়া কাঠেরপোল মাঠ নামক স্থান দিয়ে ৮২/২ এস মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারত অভ্যন্তরে আনুমানিক ৩০০ গজ কলাবাগান নামক স্থান গোবিন্দপুরে অবস্থান করে। ওই দিন দিবাগত গভীর রাতে চোরাকারবারিরা ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানাধীন ৩২ গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের একটি টহল দলের মুখোমুখি হয়। এসময় বিএসএফ দল চোরাকারবারীদের লখ্য করে কয়েক রাউন্ড গুলি ছুরলে গুলিবৃদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

সাজেদুর রহমান ওরফে সাজ্জুল (৩৫) ও খাঁজা মইনুদ্দিন (৪৫) নামের দুই গরু চোরাকারবারি। ঘটনার পরদির রোববার সকালে ভারতের গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ দুটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে যায়। ঘটনার পর লাশ ফেরত চেয়ে বিজিবি-বিএসএফকে পত্র দিলেও বিএসএফ তাতে সারা না দেয়ায় লাশ ফেরত পাওয়া যায়নি। এদিকে গত বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে দর্শনা বাড়াদি সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও আইনী জটিলতার কারণে নিহতের লাশ গ্রহণ করা হয়নি বলে জানান বিজিবি। ফলে লাশ নিয়ে ফিরে যায় বিএসএফ।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান ৮২ পিলারের কাছে কৃষ্ণনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপেন সরকার লাশ হস্তান্তর করলে আমি দর্শনা থানা ওসি হিসেবে লাশ দুটি গ্রহণ করি।

সন্ধ্যারপর লাশ তাদের পরিবারের কাছে বুঝে দেয়া হয়। এ সময় বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের (এডি) মো: হায়দার ও বিএসএফের কোম্পানি কমান্ডার রাজেস নারায়ণ উপস্থিত ছিলেন।পরে দর্শনা থানা পুলিশ সন্ধার দিকে মৃতদ্বয়ের আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর কার্যক্রম সম্পূর্ন করে। এসময় নিহত সাজেদুরের লাশ সনাক্ত ও সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন চাচাতো ভাই জুয়েল রানা আব্দুল।নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে পরিবারের লোকজন ও স্বজনদের কান্নায় গ্রামেন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।গতকালই তাদের লাশ রাত ৮ টার দিকে গ্রামেন একই কোবরস্থানে লাশ দুটি সম্পর্ন হয়েছে।




 মুজিবনগরে প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীকের পথসভা

মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি  প্রফেসর আব্দুল মান্নানের মুজিবনগর উপজেলায় ট্রাক প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জেমস স্বপন মল্লিক, মেহেরপুর জেলা তাঁতীলিগের সভাপতি সুবাদ আলী, মেহেরপুর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান সুইট, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানা সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




দামুড়হুদা কাঁঠাল তলায় ঈগল প্রতীকের পথসভা অনুষ্ঠিত

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাঁঠাল তলায় চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী নূর হাকিম এর ঈগল মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি সবাইকে নিয়ে একটা অংশগ্রহণ মূলক নির্বাচন চান। যার কারনে এবারের নির্বাচনে সবাইকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। আমি যদি এমপি হতে পারি তাহলে এমপি হয়ে নয় সেবক হয়ে চুয়াডাঙ্গা ২ আসনের মানুষের বেকার সমস্যা দূর করা হবে। একজন এমপি কে কোটি কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়। আমি চুয়াডাঙ্গা ২ আসনের বেকার জনগোষ্ঠীর কাজের ব্যবস্থা করবো। এই আসনে কেউ বেকার থাকবে না। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার সাধারণ জনগণের জন্য প্রচুর পরিমানে বাজেট দেয়। প্রচুর ভাতা প্রদান করা হয়। সরকার এতো পরিমানে মানুষের জন্য বরাদ্দ দেয় যে, সঠিক ভাবে যদি তা মানুষের মাঝে দেওয়া হতো তাহলে মানুষের কষ্ট থাকতো না। এসব না করে মানুষকে অন্ধকারে রাখা হয়েছে। সংসদ সদস্য হতে হলে দেশপ্রেম থাকা লাগে। প্রতারণা করার জন্য আমি আপনাদের সামনে আসিনি। আপনারা যদি বেকার এলাকা মুক্ত চান, আপনারা যদি প্রতারণা মুক্ত এলাকা চান তাহলে আমার ঈগল মার্কায় ভোট দিয়ে এলাকার মানুষের কাজ করার সুযোগ করে দিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী নূর হাকিম এর ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঈগলের হাউলী ইউনিয়ন নির্বাচনী অফিসের উদ্যগে কাঁঠাল তলায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাটি শুরু হলে কিছু ক্ষনের মধ্যে তা জনসভায় পরিনত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম, হাউলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে আসা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের নেতাকর্মী ও ঈগল প্রতীকের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গায় দুই স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের হামলায় নৌকার সমর্থক আহত

আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামে ঈগল ও ফ্রিজ প্রতীকের সমর্থকদের হামলায় নৌকার সমর্থক ইউপি সদস্য আনিছুর রহমান (৩৭) ও তার স্ত্রী জেসমিন খাতুন (২৮) আহত হয়েছে।

আজ শনিবার সকালে নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে এঘটনা ঘটে। আহত অবস্থায় জেসমিন খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া ইউপি সদস্য আনিছুর রহমান স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

ইউপি সদস্য আনিছুর রহমান অভিযোগ করে বলেন, আমরা চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সমর্থক। প্রতিবেশি আব্দুর রশিদ নৌকা প্রতীকের পক্ষে কাজ করলেও লুকিয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার সমর্থক হিসেবে কাজ করছে বলে জেনেছি। তার দুই ছেলে তরুণ ও তপন ঈগল প্রতীকের সমর্থক হিসেবে কাজ করছেন। আব্দুর রশিদের বড় ভাইয়ের ছেলে হাসান ফ্রিজ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এম.এ. রাজ্জাক খানের সমর্থক। যেহেতু জানা মতে আব্দুর রশিদ নৌকার সমর্থক তাই শুক্রবার সন্ধ্যায় আব্দুর রশিদ সহ উপস্থিতদের সামনে `নিজের ঘর আগে সামলিয়ে তারপর নৌকা প্রতীকের ভোট চাইতে হবে’ এমন কথা বলি। এরপরই আব্দুর রশিদ, তার দুই ছেলে ও ভাস্তের সঙ্গে আমার সামান্য কথা কাটাকাটি হয়। তারপর যে যার মত চলে যায়।

আনিছুর রহমান আরও বলেন, আজ (শনিবার) সকালে হঠাৎ আব্দুর রশিদের দুই ছেলে, তার ভাস্তেসহ ৩০-৪০ জন লোকজন নিয়ে আমার উপর হামলা করে কিল-ঘুষি দিয়ে আহত করে। আমার স্ত্রীকেও লাঠি দিয়ে হাতে আঘাত করেছে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। আমি খুব বেশি আহত না হলেও আমার স্ত্রীকে হাসপাতালে পাঠিয়েছি। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ওই নারীর হাতের কব্জি ফোলা এবং কালো স্পট আছে। এক্স-রে করার পরামর্শ দিয়েছি। তারপর বলা যাবে আঘাতের পরিমান।

আহত জেসমিনের বড় বোন সাজেদা পারভিন জানান, আমার দেবর ইউপি সদস্যসহ আমরা নৌকার ভোট করি। আর যারা জেসমিনকে মেরেছে তারা ঈগল প্রতীকের সমর্থক। গতকাল শুক্রবার আমার দেবর তাদের বলে আমার কাছে টাকা দিয়ে ঈগল ও ফ্রীজ প্রতীকের ভোট কেন করছো। এ নিয়ে দুপক্ষ হুমকি ধামকি দেয়। এরই জের ধরে আজ সকালে ঈগল প্রতীকের সমর্থকরা লাঠিসোঠা নিয়ে আমার বাড়িতে এসে দেবরকে কিল-ঘুষি দিয়ে আহত করে। তার স্ত্রীকে চুল চেপে ধরে মাটিতে ফেলে লাথি মারতে থাকে এবং লাঠি দিয়ে আঘাত করে। এসময় জেসমিনের গলায় একটি স্বর্ণের চেইন নিয়ে নেই।

এ বিষয়ে জানতে ঈগল প্রতীকের স্বতন্ত প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা এবং ফ্রীজ প্রতীকের স্বতন্ত প্রার্থী রাজ্জাক খানের ব্যক্তিগত নাম্বারে কল করা হলেও তারা রিসিভ করেননি।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল গনি মিয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইউপি সদস্য আনিছুর এবং তার প্রতিবেশি চাচা আব্দুর রশিদ দুজন-ই নৌকার পক্ষে। আবার ওই চাচার দুই ছেলের মধ্যে একজন ঈগল অপরজন ফ্রিজ প্রতীকের পক্ষে। তাদের মধ্যে কার কতজন লোকজন আছে এ নিয়ে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর সঙ্গে মহিলারাও যোগ দেয়। এতে ইউপি সদস্যের স্ত্রী হাতে লাঠির আঘাতে আহত হয় এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে বলেও মৌখিক অভিযোগ করে। মামলা করলে তদন্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




কোটচাঁদপুরে সাপ্তাহিক দিগন্তবাণী ১৪তম বর্ষ পদার্পণ অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক দিগন্তবাণী পত্রিকার ১৪তম বর্ষে পদাপর্ন উপলক্ষে আজ (শনিবার) কোটচাঁদপুরে এক পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাঃ শাহ জামানের সভাপতিত্বে স্থানীয় পৌর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন সাবেক সরকারি কলেজ অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মহসীন আলী।

বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর আলীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মুফতি মাওঃ আসাদুজ্জামান শের আলী,স্থানীয় পৌরসভার প্যানেল মেয়র মোঃ জাহিদ হোসেন,কবি ও স্থানীয় ইতিহাস লেখক মোঃ আশরাফ উদ্দিন,সাবেক খাদ্য কর্মকর্তা কাজী আব্দাস সালাম, জাতীয় পার্টি উপজেলা সভাপতি আব্দুল মাজেদ,কলেজ শিক্ষক (অব:) মাওঃ মোঃ অলিয়ার রহমান, কলেজ শিক্ষক মোঃ আলতাফ হোসেন শিক্ষক মোঃ লিয়াকত আলী,শিক্ষক ও আলোর দিগন্ত কোচিং সেন্টার পরিচালক সিলভিনা পারভিন কেকা,শিক্ষিকা পারভিন আক্তার,ব্যবসায়ী মনোজ কুমার শ্মর্মা,মোঃ আজমল হোসেন জোয়ার্দ্দার,সাংবাদিক মোঃ মঈন উদ্দিন, সাংবাদিক আব্দুল্লাহ বাশার,রমজান আলী,রেজাউল ইসলাম রেজা,সাহেব আলী মাতুব্বর,জিজি,নাসিফ আব্দাল্লাহ মোহাম্মদ এবং অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুল হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ আরিফ হোসেন।




বামন্দীতে সংসদ নির্বাচন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা

আমরা সবাই মুক্তিযোদ্ধা, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোন মন মালিন্য, গ্রুপিং, দলাদলি যেন সৃষ্টিনা হয়। সে বিষয়ে সবাইকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে গাংনী উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন।

গাংনী উপজেলার সকল ইউনিয়নের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহন এবং উপস্থিতিতে বামন্দীস্থ অনুপম চাইল্ড স্কুল চত্তরে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালীন থানাকমান্ডার মোঃ মখলেছুর রহমান ফটিক।

বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মোজ্জামেল হকের সভাপতিত্বে এ সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ যোগ্য ব্যাক্তিকে সংসদ সদস্য নির্বাচনের জন্য সচেতনভাবে ভোট প্রদান করতে হবে। তবে এ ভোট প্রদানের জন্য নিজেদের মধ্যে কোন ধরনের বিভেদ তৈরী করা যাবে না। মুক্তিযোদ্ধাদের ঐক্য এবং সম্মান অক্ষুন্ন রাখতে হবে। কোন ভাবেই কোন রেশারেশি সৃষ্টি করা যাবে না। আপনারা সবাই সাবালক এবং সচেতন মানুষ। নিজেদের ভালো সর্ম্পকে আপনারা সজাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন এবং করছেন। তার প্রতি আস্থা এবং সম্মান রেখে আপনারা প্রার্থী বাছাই করে নেবেন।

প্রধান অতিথির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা মখলেছুর রহমান বলেন, আমার জন্ম স্থান এই গাংনী উপজেলায় পৈত্রিক নিবাস কুমারীডাঙ্গা গ্রামে। আমি দীর্ঘদিন যাবৎ ঢাকায় থাকলেও গাংনীর সুখ দুঃখে আমি সাথে আছি। আপনারা বিভক্ত থাকবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা যাকে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন। তিনি গাংনীর উন্নয়নে কাজ করবেন।

কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা তাহাজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বশির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আঃ বাকি, বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, বীর মুক্তিযোদ্ধা আঃ হান্নান এবং বীর মুক্তিযোদ্ধা নুরুলহুদা।




ভোট বর্জনের আহ্বানে ঝিনাইদহে বিএনপি’র লিফলেট বিতরণ

এক দফা দাবি আদায়ে বিএনপি’র অসহযোগ আন্দোলনে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে ঝিনাইদহে বিএনপি লিফলেট বিতরণ করেছে।

শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির’ আয়োজনে বানুড়িয়া বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। সেসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াসুর রহমান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেয়। তারা বিভিন্ন হাট বাজার, দোকানপাটে গিয়ে সাধারণ ভোটার ও মানুষের অবৈধ ভোট বর্জনে আহবান জানান ও লিফলেট বিতরণ করেন।

৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জন করতে হবে এমনকি সকলকে ভোট কেন্দ্রে নিজে না যাওয়া ও অন্যকেও না যেতে আহবান জানান বিএনপি নেতারা।




ছুটির দিনের স্পেশাল রেসিপি

ছুটির দিন মানেই ভরপুর খাওয়া দাওয়া। স্বাস্থ্য সচেতনতার এই যুগে পোলাও-মাংস তো রোজ রোজ খাওয়া সম্ভব হয় না। তাই রইলো আমেনা আনারের ৩ টি স্বাস্থ্যকর রেসিপি।

ব্রকলি-রুই মাছের ঝোল রান্না

উপকরণ
রুই মাছের টুকরা ৫-৬ টি,টমেটো ১টি (টুকরো করা)কাঁচামরিচ ৩-৪ টি,ব্রকলি ২কাপ ,পিয়াঁজ কুচি ১ টি, আদা- রসুন বাটা ১ চা চামচ করে,মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ ,জিরার গুঁড়া ১/২ চা চামচ , লবণ স্বাদ মত,পানি ২ কাপ মত ,ধনিয়াপাতা কুচি পরিমাণ মত ও তেল।

প্রণালী
প্রথমে,রুই মাছের পিস গুলো পরিস্কার করে, ধুঁয়ে নিন অল্প হলুদ গুঁড়া, লবণ, লেবুর রস দিয়ে। এবার, মাছে অল্প হলুদ- মরিচ গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিন। ব্রকলির ফুলের অংশ টুকু কেটে নিয়ে, ধুঁয়ে নিয়ে গরম পানিতে দিয়ে ২-৩ মিনিট ভাপিয়ে নিন। পানি থেকে তুলে নিন।ব্রকলির ফুল গুলো। এবার সস প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে, মাছ গুলো দিয়ে দুপিঠ হালকা লাল করে ভেজে তুলে নিন।

একই প্যানে আরো ২ টেবিল চামচ তেল গরম করে, পিঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন হালকা কালার আসা পর্যন্ত। এবার আদা-রসুন বাটা দিয়ে একটু ভেজে নিন। তারপর একে একে গুঁড়া মসলা,অল্প লবন, অল্প পানি দিয়ে কষিয়ে নিন। টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন তেল উপরে উঠে আসা পর্যন্ত। এবার মাছ গুলো দিয়ে দু পিঠে মসলা লাগিয়ে নিন উলটে পালটে। এবার, গরম পানি দিন দেড় কাপ মত। ঢেকে রান্না করুন পাঁচ- ছয় মিনিট। এবার ব্রকলি গুলো মাছের ফাঁকে ফাঁকে বসিয়ে দিন। লবণের স্বাদ চেক করে নিন। কাচাঁমরিচ ও ধনিয়াপাতা কুচি দিয়ে ঢেকে পাচঁ মিনিট রান্না করে নিন। পাচঁ মিনিট পর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

উপকরণ
ব্রকলি দেড় কাপ ( ডাটাসহ ফুলের অংশ টুকু কেটে নিন), চিংড়ি মাছ ১০-১২ টি (রগ, মাথা, লেজ ফেলে পরিস্কার করা), লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ, লবণ স্বাদ মত, রসুন কুচি ৫-৬ টি ,আদা কুচি ১ চা চামচ ,পিঁয়াজ মোটা কুচি ১টি, কাচাঁমরিচ ২-৩ টি ,ধনিয়াপাতা কুচি।

সস তৈরির জন্য
সয়াসস ১,১/২ টেবিল চামচ ,গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ ,টমেটো সস ১ টেবিল চামচ ,কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ + পানি ১/৪ কাপ গুলে,সেসিমি ওয়েল ১ চা চামচ
*একটি বাটিতে সব উপকরণ নিয়ে মিক্স করে পাশে রাখুন।

প্রণালী
প্রথমে, চিংড়ি মাছ গুলো পরিস্কার করে নিয়ে মরিচ গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রাখুন। ব্রকলি গুলো গরম পানিতে দিয়ে ৩ মিনিট মত রেখে , পানি ঝরিয়ে নিন। এখন, সসপ্যানে দেড় টেবিল চামচ মত তেল গরম করে, চিংড়ি মাছ গুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিন। এবার একই প্যানে দুই টেবিল চামচ মত তেল গরম করে, রসুন-আদা কুচি, দিয়ে একটু ভেজে, পিঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। এবার, ব্রকলিগুলো এবং স্বাদ মত লবণ দিয়ে চুলার হাই আচেঁ নেড়ে নেড়ে ভেজে নিন ৫ মিনিট মত ভেজে রাখা চিংড়ি মাছ গুলো,কাঁচামরিচ দিয়ে নেড়ে নেড়ে ভাজুন ২ -৩ মিনিট মত। তৈরি করে রাখা সস টা দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিন আরো ২-৩ মিনিট মত। এবার, ধনিয়াপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন পোলাও, ফ্রাইড রাইস কিংবা সাদা ভাতের সাথে।

স্টির ফ্রাই ব্রকলি- চিকেন উইথ সস

উপকরণ
মুরগির বুকের মাংস ২৫০ গ্রাম (লম্বায় স্লাইস করা), ব্রকলি ১/২ কাপ, আদা কুচি ১ চা চামচ, লবণ স্বাদ মত, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, কাচাঁমরিচ ২-৩ টি, পেঁয়াজ মোটা কুচি ১টি, চিলি ফ্ল্যাক্স ১/২ চা চামচ, সয়াসস ১ চা চামচ, ওয়েস্টার সস ১ চা চামচ, বাটার ২ টেবিল চামচ।

সস তৈরির জন্য
সয়াসস ১/২ টেবিল চামচ, চিকেন স্টক ১ টি, কিউব+১/৪ কাপ পানিতে ফুটিয়ে ঠান্ডা করা, ব্রাউন সুগার ১ চা চামচ ( স্বাদ মত), গোলমরিচের গুঁড়া ১/২ চামচ, কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ, রসুন কুচি ৫-৬ টি, সেসিমি ওয়েল ১ চা চামচ, একটি বাটিতে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে পাশে রাখুন।

প্রণালী
প্রথমে, চিকেন এ সয়াসস, ওয়েস্টার সস, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন ৫ মিনিট। এখন, প্যানে বাটার গলিয়ে নিয়ে আদা কুচি দিয়ে ভেজে নিন। সুগন্ধ বের হলে ব্রকলি দিয়ে চুলার মিডিয়াম থেকে হাই আচেঁ নেড়ে নেড়ে ভেজে নিন ৪-৫ মিনিট মত। অল্প লবণ, চিলি ফ্ল্যাক্স দিয়ে নেড়ে তুলে নিন প্লেটে। এবার একই প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে, চিকেন স্লাইস গুলো দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিন হালকা লাল কালার আসা পর্যন্ত। ৬-৭ মিনিট মত ভেজে নিন। এবার চিকেনে তৈরি করে রাখা সস টা দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিন। চুলার আচঁ মিডিয়াম রেখে ঢেকে দিন ২ মিনিটের জন্য। দুই মিনিট পর ভেজে রাখা ব্রকলি গুলো দিয়ে নেড়ে নেড়ে মিশাতে থাকুন। এই সময় চুলার আচঁ হাই আচেঁ রাখুন। অল্প পানি দিন। এতে হালকা গ্রেভী হবে। কাচাঁমরিচ দিয়ে নেড়ে দিন। দুই মিনিট মত ভেজে নিন। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন পোলাও, ফ্রাইড রাইস অথবা সাদা ভাতের সাথে।




ঝিনাইদহে জাতীয় প্রবাসী দিবস পালিত

‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গিকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে আজ শনিবার সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে একই স্থান এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টিটিসির অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালিদ হাসান।

বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার হাসানুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন টিটিসির জবপ্লেসমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন।

আলোচনা সভা শেষে প্রবাসীদের ৭ জন এসএসসি ও এইচএসসি পড়ুয়া সন্তানদের মাঝে ৩ লাখ ৬ হাজার টাকার উপবৃত্তির চেক বিতরণ করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে টিটিসি প্রাঙ্গণে চাকুরী মেলার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন কোম্পানীর স্টল দিয়ে চাকুরী প্রত্যাশীদের আবেদন গ্রহণ করে।