মেহেরপুরে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে মামলা

মেয়ের আপত্তিকর ভিডিও ধারণ করে মেয়ের মাকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মেহেরপুরে পিটিশন মামলা দায়ের করেছেন মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের এক নারী।

গত সোমবার ২০ নভেম্বর নার্গিস খাতুন মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তার আইনজীবীর মাধ্যমে পিটিশন মামলার জন্য নালিশী দরখাস্ত দাখিল করেন। আদালত দরখাস্তটি আমলে নিয়ে পিবিআই’কে তদন্তের নির্দেশ দেন।

মামলার এজহার থেকে জান গেছে, চাঁদবিল গ্রামের মৃত জামশেদ আলীর ছেলে মোঃ মতু (৩৮) মামলার বাদীর ভাসুরের ছেলে এবং প্রতিবেশী। বাদীর স্বামীর অনুপস্থিতিতে মোঃ মতু প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত। পরবর্তীতে এক সময় সে বাদীর কন্যার গোসলের ভিডিও ধারণ করে বাদীর কন্যার স্বামীকে দেখিয়ে দেওয়ার কথা বলে। ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবত বাদীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য ব্ল্যাকমেইল করে আসছিলো। একপর্যায়ে আসামী মোঃ মতু বাদীকে ধর্ষন করে ভিডিও ধারন করে এবং ঐ ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। ঘটনাটি নিয়ে থানায় মামলা করতে গেলে থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। এজহারে বাদী আরো উল্লেখ করেছেন ঘটনাটি বাদীর স্বামীকে জানানোর পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায়।

বাদীর আইনজীবী এডভোকেট রোকেয়া খাতুন আদালতে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মেহেরপুর আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ‘




ওপেনএআইয়ের ৫০০ কর্মীর পদত্যাগের হুমকি

এবার পদত্যাগের হুমকি দিয়েছেন চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের কয়েকশ কর্মী। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের কাছে লেখা খোলা চিঠির মাধ্যমে তারা পদত্যাগের কথা জানান। মঙ্গলবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বার্তাসংস্থা রয়টার্স শুক্রবারে প্রকাশিত ওপেনএআই এর একটি নথি যাচাই করেছে। সেখানে বলা হয় যে ‘কথোপকথনে ব্যর্থতার’ কারণে স্যাম অল্টম্যানকে বরখাস্ত করা হচ্ছে।

স্যামের বরখাস্তের ঘোষণার পর গ্রেগ ব্রোকম্যানও তার প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দেন। সোমবার (২০ নভেম্বর) ওপেনএআই জানায়, টুইচ-এর সাবেক প্রধান এমেট শিয়ার সংস্থাটির অন্তর্বর্তীকালীন নির্বাহী প্রধানের ভূমিকা পালন করবেন।

স্যাম ও ব্রোকম্যান একসঙ্গে আরেকটি প্রযুক্তি জায়েন্ট মাইক্রোসফটে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও সত্য নাদেলা। তারা মাইক্রোসফটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত একটি গবেষণা দলের নেতৃত্ব দেবেন বলে জানান নাদেলা।

এরপর গত সোমবার ওপেনএআই-র পরিচালনা পর্ষদের কাছে লেখা চিঠি দুটিতে দাবি উপস্থাপন করেছেন কর্মীরা। প্রথমত, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, সম্প্রতি বরখাস্ত হওয়া সিইও স্যাম অল্টম্যান ও পদত্যাগ করা প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যানকে প্রতিষ্ঠানটিতে আবার ফিরিয়ে আনতে হবে।

কর্মীরা আরও জানান, তাদের এ দাবি মেনে নেওয়া না হলে প্রতিষ্ঠানটির প্রায় ৫০০ কর্মী একসঙ্গে চাকরি ছেড়ে দেবেন। প্রয়োজন হলে তারা স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের সঙ্গে মাইক্রোসফটে যোগ দেবেন।

সই করা খোলা চিঠিতে কর্মীরা বলেন, ‘আমরা চাই, আমদের দাবি মেনে নেওয়া হোক। আমাদের দাবি মেনে পরিচালনা পর্ষদের সকলে পদত্যাগ করে স্যাম ও ব্রোকম্যানকে ফেরাতে হবে। তা নাহলে আমরা সকলে পদত্যাগ করে, স্যাম ও ব্রোকম্যানের সঙ্গে মাইক্রোসফটে চলে যাবো।’ তবে ওপেনএআই কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

সূত্র: ইত্রেফাক




উত্তাপ ছড়িয়েও পারল না ব্রাজিল

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে পেয়েও হারের বৃত্ত থেকে বের হতে পারল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারল নেইমারবিহীন ব্রাজিল।

বেশ কয়েক ম্যাচ ধরেই ছন্দে নেই সেলেসাওরা। টানা দুই হারের ক্ষত নিয়ে মারাকানায় পা রেখেছিল আর্জেন্টিনার বিপক্ষে। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন নিকোলাস ওতামেন্ডি। তাতেই নির্ধারিত হয় ব্রাজিলের টানা তৃতীয় হার।

ম্যাচের আগে গ্যালারির উত্তেজনায় ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। খেলা শুরুর পর সেই উত্তেজনা ছড়িয়ে পরে মাঠেও। মাঠে নামতেই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা। শুরুটা হয় রদ্রিগো এবং মেসিকে দিয়ে। একটু পর বাকিরাও জড়িয়ে পড়েন তাতে। এমনকি খেলা শুরুর পরও একটুও কমেনি এর রেশ। ম্যাচটা যে গোলের এবং গোল করেই জিততে হবে সেটি যেন ভুলেই গিয়েছিলেন খেলোয়াড়েরা।

সংঘাতপূর্ণ এই ম্যাচের প্রথম ২৫ মিনিটে অন্তত ১০ জন খেলোয়াড়কে মাঠে গড়িয়ে পড়তে দেখা গেছে। গোলশুন্য প্রথমার্ধে সব মিলিয়ে ২২টি ফাউল করেছে দুই দল। যেখানে ব্রাজিলের ১৬টি ফাউলের বিপরীতে আর্জেন্টিনার ফাউল ছিল ৬টি।

অবশেষে গোলমুখ খোলে দ্বিতীয়ার্ধে। ৬৩ মিনিটে গোলের দেখা যায় আর্জেন্টিনা। লো সেলসোর কর্নারে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন নিকোলাস ওতামেন্দি। এরপর ম্যাচের ৭৮ মিনিটে নিষ্প্রভ মেসিকে তুলে নিয়ে আনহেল দি মারিয়াকে নামায় আর্জেন্টিনা। ৮১ মিনিটে ব্রাজিলের বিপদ আরও বাড়ে জেয়েলিংটন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। ১০ জনের ব্রাজিল শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি।

দুই বছর আগে সর্বশেষ ব্রাজিলে খেলতে গিয়ে না খেলেই ফিরে এসেছিল আর্জেন্টিনা। সেবার সাও পাওলোতে ম্যাচ শুরুর কয়েক মিনিট পর ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ এজেন্সির (আনভিসা) কর্মকর্তারা মাঠে ঢুকে খেলা পণ্ড করেন। আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিপক্ষে কোয়ারেন্টিন বিধিমালা ভাঙার অভিযোগে ম্যাচটি খেলতে দেননি তাঁরা।

ভিন্ন কারণে আজ ফের ব্রাজিলের মাটিতে পণ্ড হতে বসেছিল আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোর ম্যাচ। ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে গ্যালারিতে উত্তাপের সূচনা। জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টিনা সমর্থকেরা দুয়ো দিলে তাদের ওপর আসন ছুড়ে মারতে শুরু করে ব্রাজিলের সমর্থকেরা। একপর্যায়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা শুরু করে পুলিশ। লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দল এবং মার্কিনিওস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। যদিও তাতে কোনো লাভ হয়নি। একপর্যায়ে সতীর্থদের নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান মেসি। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর।

সূত্র: ইত্তেফাক




বাবা হচ্ছেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন

মেক্সিকোতে করোনা ক্যাপিটাল ফেস্টিভ্যালে পারফর্ম করার সময় ভক্তদের খুশির খবর দেন অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউস। কনসার্টে নিজের সন্তানসম্ভবা হওয়ার কথা শ্রোতাদের জানান সুকি নিজেই।

সুকি বলেন, আমি একটা অত্যন্ত ঝলমলে পোশাক পরেছি; যাতে একটা বিশেষ বিষয় থেকে সবার নজর ঘোরাতে পারি, তবে আমার মনে হচ্ছে না তাতে কাজ হবে! এ কথা বলেই নিজের স্ফীতোদরে হাত বুলিয়ে গায়িকা ইঙ্গিত দেন যে তিনি সন্তানসম্ভবা।

বাবা হতে চলেছেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। যদিও বাবা হওয়া নিয়ে এখনো মুখ খোলেননি প্যাটিনসন। তবে এ মুহূর্তে প্রথম সন্তানের অপেক্ষায় আছেন দ্য টোয়াইলাইট তারকা ও তার প্রেমিকা সুকি।

২০১৮ সালে অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউসের সঙ্গে প্রেম হয় রবার্ট প্যাটিনসনের। গত পাঁচ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে থাকলেও তা নিয়ে জনসমক্ষে তেমনভাবে কিছু বলেননি প্যাটিনসন বা সুকি।

‘টোয়াইলাইট’ ছবিতে অভিনয়ের সময় সহ-অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে প্রেম করেছেন প্যাটিনসন। দীর্ঘদিনের সেই সম্পর্ক ভেঙে যায় ক্রিস্টেনের প্রতারণার কারণেই। তারপর গায়িকা এফকেএ টুইগ্সের সঙ্গে বেশ কয়েক বছর প্রেম করলেও সেই সম্পর্কও টেকেনি। পরে সুকির প্রেমে পড়েন তিনি।

ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। তারপর ‘টোয়াইলাইট’ সিরিজের চারটি সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা হয়ে যান তিনি। কয়েক বছর আগে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ ছবিতেও ব্যাটম্যানের চরিত্রে তাক লাগিয়ে দেন তিনি।

সূত্র: যুগান্তর




মেহেরপুরের টুঙ্গিতে মসজিদ না ভাঙতে মন্ত্রণালয়ে গ্রামবাসীর আবেদন

মসজিদ ভেঙ্গে পুনঃনির্মাণের বিরোধিতা করে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে আবেদন করেছে মেহেরপুর জেলার পিরোজপুর ইউনিয়নের টঙ্গী গ্রামের মধ্যপাড়া গ্রামের অধিবাসীরা।

আবেদনের অনুলিপি সূত্রে জানা গেছে, ১৯৫৬ সালে মধ্যপাড়া গ্রামের মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণের ক্ষেত্রে গ্রামের অনেকের অবদান রয়েছে। সম্প্রতি (২/৩ বছর আগে) মসজিদটির সংস্কার করে দ্বিতীয় তলা পর্যন্ত বর্ধিত করা হয়।

এখনো এই মসজিদের উন্নয়ন কাজ চলমান আছে যেমন, মসজিদের প্রাচীর নির্মাণ, সিঁড়ি ঘর নির্মাণ, গেট নির্মাণ ও ইমাম সাহেবের ঘর নির্মাণ ইত্যাদি। এসব কাজ শেষ করতে আরো সহযোগিতা প্রয়োজন। কিন্তু মসজিদের নির্মাণের বাকি অংশের কাজের উন্নয়নের সহযোগিতা না করে একটি মহল পুরো মসজিদটি ভেঙে পুনরায় নির্মাণের জন্য চেষ্টা করা হচ্ছে। যা রাষ্ট্রীয় অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয় বলে ভাবছে অভিযোগকারীর।

একটি মহল মুসলমানদের পবিত্র স্থান মসজিদের মত একটি স্পর্শকাতর বিষয় নিয়ে গ্রামের পরিবেশ নষ্ট করতে চায় বলেও আবেদনকারীরা সচিব বরাবর তাদের আবেদনে অভিযোগ করেছেন।

সরজমিনে পিরোজপুর মধ্যপাড়া মসজিদ সন্নিকটস্থ এলাকায় যে দেখা যায় পুরাতন মসজিদটি ভেঙে নতুন মসজিদ তৈরি নিয়ে পক্ষ ও বিপক্ষে ভিন্ন মতাবলম্বী লোক রয়েছে।

মসজিদ কমিটির সেক্রেটারি মারফুল হোসেন বলেন, ‘সকলে সিদ্ধান্ত নিলেও রাজনৈতিক ভিন্ন মতাদর্শের ২-৩ জন যারা বিএনপি ও জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট তারা মসজিদ পুনঃনির্মাণের বিরোধিতা করছে।’

মসজিদ কোন নির্মাণে বিরুদ্ধে কারীদের একজন লিটন। তিনি বলেন,’ মাত্র দুই বছর আগে মসজিদটি দোতলা করা হয়েছে। আপনারা একটু দোতলায় গিয়ে দেখেন টাইলস লাগানো সহ কাজ করা হয়েছে। এখন মসজিদ ভেঙে পুনর্র্নিমাণ করতে গেলে আমরা সেটা কোনভাবে মেনে নেব না। ব্যাপারটি আমরা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে জানিয়েছি।

মসজিদের ইমামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘মসজিদ পুনঃনির্মাণের ব্যাপারে গ্রামে যেহেতু দুইটি গ্রুপের বিভক্তি হয়েছে তাই আমি এ ব্যাপারে কোন মন্তব্য করব না।

জাদুখালী স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক আশরাফুল হক বলেন, ‘আমি ৫৩ বছর ধরে মসজিদের সভাপতি ছিলাম। তাহাজ উদ্দিন নামে একজন কিছুদিন মসজিদটির সভাপতি ছিলেন সে সময় অনুমোদন এবং কোন প্রকৌশলীর পরামর্শ ছাড়াই মসজিদটি দোতলা করা হয়েছিল।




সর্বজনীন শিক্ষা অর্জনে বর্তমান সরকারের উদ্যোগ “বই উৎসব”

পৃথিবীর নানা প্রান্তে নানা উৎসব পালিত হয়। ২০১০ সাল থেকে ব্যতিক্রমধর্মী ‘বই উৎসব’ পালিত হয়ে আসছে বাংলাদেশে। এর পর থেকে কোভিড-১৯ বাদে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রতিবছর ১ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে এ উৎসব পালন করা হয়।

হাতে গোনা কয়েকটি দেশে বিনামূল্যে বই দেওয়া হলেও বছরের শুরুতে বাংলাদেশে স্কুল পড়ুয়া সকল শিশুর হাতে নানা রঙের বেলুন ও পায়রা উড়িয়ে, শিশুদের রঙিন চিত্রমালা শোভিত নতুন বই ঊর্ধ্বে তুলে ধরে, বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ‘বই উৎসব’ পালন পৃথিবীতে অনন্য। এ অভিনব উৎসব ইতোমধ্যেই বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। এর পেছনে রয়েছে দেশের সব শিশু-কিশোরদের শিক্ষামুখী করা এবং তাতে উৎসাহিত করার বর্তমান সরকারের এক সুদূর প্রসারী চিন্তাভাবনা।

শিক্ষা শিশুর মৌলিক অধিকার। সুনিপুনভাবে এ অধিকার বাস্তবায়নে যথযথ প্রক্রিয়ায় শ্রেণিকার্যক্রম পরিচালনা খুবই গুরুত্বপূর্ণ। অথচ শিক্ষা কার্যক্রমের অন্যতম উপকরণ পাঠ্যবই বছরের শুরুতে পাওয়া নিয়ে এক সময় ছিল অনিশ্চয়তা।

বই বাজারে আসতে আসতে বছরের এক চতুর্থাংশ সময় চলে যেতো। তখন উচ্চতর শ্রেণির পরিচিত বা আত্মীয়-স্বজনের কাছ থেকে পুরনো বই কিনে অথবা ধার নিয়ে পড়তে হতো। আবার অনেকেরই বই কেনার সামর্থ্য ছিল না। যাদের বই কেনার সামর্থ্য ছিল তাদের আবার নতুন বইয়ের সাথে না চাইলেও নোট বই কিনতে বাধ্য করা হতো।

এসব সীমাবদ্ধতা দূর করা ও শিক্ষাকে সকলের সামর্থের মধ্য নিয়ে আসার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে বাংলাদেশ সরকার বিনামূল্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের বই বিতরণের সিদ্ধান্ত নেয়। ২০১০ সালের ১ জানুয়ারি এটি প্রথম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার কপি বই বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে প্রায় ৪ কোটি শিক্ষার্থীর জন্য অন্তত ৩৪ কোটি পাঠ্যবই বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, বাংলা ও ইংরেজি মাধ্যমের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুরাও যাতে নিজ মাতৃভাষায় নির্বিঘ্নে প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ২ লাখ ১২ হাজার ১৭৭টি বই বিতরণ করা হয়। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ছাপানো হয়েছে ব্রেইল বই। অপরদিকে মাধ্যমিক স্তরে (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) প্রায় ২৪ কোটি পাঠ্যবই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

বছরের প্রথম দিন শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে প্রথম। উন্নত বিশ্বে যেটি সম্ভব হয়নি সে অভাবনীয় কৃতিত্বই দেখিয়েছে বাংলাদেশ। কিছু ব্যতিক্রম ছাড়া এই উদ্যোগটি যে মহৎ এতে কোনো সন্দেহ নেই।

একটি পরিসংখ্যানের দিকে তাকালে এ উদ্যোগের সফলতা সহজেই চোখে পড়বে। ১৯৯০ সালে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুর শতকরা হার ছিল ৬১ ভাগ, বর্তমানে তা উন্নীত হয়েছে শতকরা ৯৭.৫৬ ভাগে। সরকারের অন্যান্য উদ্যোগের সাথে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
নতুন শ্রেণির নতুন বই হাতে পেতে নতুন বছরের প্রথম দিনে যে বিপুল আগ্রহ নিয়ে অপেক্ষা করে তার আনন্দ ও উৎসাহের কোন তুলনা হয় না।

কাজেই বিনা মূল্যে শিক্ষার্থীদের বই দেওয়ার ব্যাপারটি নিঃসন্দেহে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উচ্চ প্রশংসার দাবি রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও যোগ্য নেতৃত্বের কারণেই বছরের শুরুর দিনে শহর থেকে গ্রাম—সর্বত্রই বই উৎসবের আমেজ, এ দৃশ্য ভালো লাগার, এ দৃশ্য ভালোবাসার।

এই অতুলনীয় কাজটি সরকার প্রতি বছরই বেশ সফলতার সঙ্গেই করছে। তবে একথাও সত্য পাঠ্যপুস্তক উৎসব তখনই সার্থক হবে যখন মানসম্মত শিক্ষার আলো পৌঁছে যাবে দেশের প্রতিটি ঘরে।

লেখক: চেয়ারম্যান, শিক্ষা বিভাগ ও ডিন, শিক্ষা বিজ্ঞান অনুষদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।




অর্থপাচার ও জঙ্গি অর্থায়ন রোধে বাংলাদেশের উন্নতি

বিদেশে অর্থপাচার ও জঙ্গি অর্থায়ন রোধে বাংলাদেশের অবস্থানের উন্নতি হয়েছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক দ্য ব্যাসেল ইনস্টিটিউট অব গভর্নেন্স। প্রতিষ্ঠানটি নভেম্বর মাসে প্রকাশ করা ২০২৩ সালের প্রতিবেদনে এতথ্য জানায়। ২০২২ সালে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৭৫। চলতি বছরের সূচকে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৮০। অর্থাৎ গত বছরের তুলনায় এবার উন্নতি হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের অবস্থান ছিল ভয়াবহতম ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় শীর্ষ তিনে।

মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে ডিআর কঙ্গো ও হাইতি। চলতি বছরের তালিকায় ১৫২টি দেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হাইতি। এরপরই পর্যায়ক্রমে চাদ ও মিয়ানমারের অবস্থান। এছাড়া সুচকে ভিয়েতনাম, চীন, ভুটান, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে বাংলাদেশ অবস্থান করছে ৪৬ নম্বরে।

প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডভিত্তিক দ্য ব্যাসেল ইনস্টিটিউট অব গভর্নেন্স গত ১৩ নভেম্বর এ তালিকা প্রকাশ করে। বিশ্বের ১৫২টি দেশের ওপর এ র‌্যাংকিং করা হয়। এই তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চীনের অবস্থান ২৭, পাকিস্তান ৬১ ও শ্রীলঙ্কা ৬২তম অবস্থানে রয়েছে। তবে এই তালিকায় ভারত, নেপাল, আফগানিস্তানের নাম নেই। আর প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র ১১৯ ও যুক্তরাজ্য ১৪০তম। সবচেয়ে ঝুঁকিহীন দেশের তালিকায় রয়েছে ফিনল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড, নিউজিল্যান্ড ও স্লোভেনিয়া।

সংস্থাটি ১২ বছর ধরে র‌্যাংকিং তালিকা তৈরি করে আসছে। একটি দেশের পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে র‌্যাংকিং দেয়া হয়। মোট ১০০ নম্বরের মধ্যে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থাপনা পরিপালনে ৬৫, ঘুষ ও দুর্নীতি আর্থিক স্বচ্ছতা ও মানদণ্ড, আইনগত ও রাজনৈতিক ঝুঁকিতে ১০ করে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতায় পাঁচ নম্বর রয়েছে।

বাংলাদেশের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সূচকে উন্নয়নের কারণ হিসেবে আর্থিক খাতের স্বচ্ছতা বৃদ্ধি এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কাঠামোর মানোন্নয়নের বিষয় উল্লেখ করা হয়েছে।

এক্ষেত্রে, বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের রাজনৈতিক অঙ্গীকার, আন্তঃসংস্থার কাজের সমন্বয়, আর্থিক খাতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ সরকারের পর্যাপ্ত লোকবল ও অর্থের সংস্থান ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিংয়ের (এপিজি) মিউচুয়াল ইভ্যালুয়েশন রিপোর্ট মোতাবেক বাংলাদেশ এফএটিএফের ৪০টি সুপারিশের বিপরীতে ৮টিতে কমপ্লায়েন্ট, ২৭টিতে লার্জলি কমপ্লায়েন্ট এবং ৫টিতে পার্শিয়ালি কমপ্লায়েন্ট রেটিং পেয়েছে। বাংলাদেশ এফএটিএফের ৪০টি সুপারিশের সবকটিই বাস্তবায়ন করেছে।




নির্বাচনে না এলে বিএনপির পরিণতি কী হবে?

টানা দুইদিনের হরতালের পর একদিন বিরতি দিয়ে ষষ্ঠ দফায় ৪৮ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্বাচন কালীননির্দলীয় নিরপেক্ষ সরকার, খালেদা জিয়ার মুক্তিসহ ১দফা দাবিতে নতুন এই কর্মসূচি ঘোষণা করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুলক বিররিজভী বলেন, বিএনপি ছাড়াও তাদের সঙ্গে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা শরিকদলগুলোসহ অন্যান্য সমমনা বিরোধীদলও এই অবরোধ সমর্থন করে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে।

গত ২৮অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসায় হামলা ও পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকে ধারাবাহিক কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। এর আগে পাঁচ অবরোধ ও দুই হরতাল কর্মসূচি পালন করে বিএনপি।

কয়েকটি দাবির সমন্বয়ে এক দফা ২০১৮সালের নির্বাচনে ভরাডুবিরপর নির্বাচনের ফলাফল বয়কট করে ছিল বিএনপি।কিন্তু সংসদে নিজেদের প্রতিনিধিত্বের বিষয়টি মাথায় রেখে ৬নির্বাচিত ও একজন সংরক্ষিত মোট সাতজন কে সংসদে পাঠিয়ে ছিল বিএনপি।কিন্তু পরবর্তীতে সংসদীয় ব্যবস্থাকে অগ্রাধিকার না দিয়ে সাতজন সংসদ সদস্যই সংসদ থেকে পদত্যাগ করে।সেই সাথে দলীয় ভাবে বিএনপি রাজপথেই সকল দাবির উপর আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়।

ঈদের পর আন্দোলন, ৩১দফা, ১৪দফা, ৪দফা এবং ১দফা আন্দোলনের কর্মসূচি দেয় বিএনপি।কিন্তু আন্দোলন কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ থাকলে ও জন সম্পৃক্ততা ছিলনা।সর্বশেষ গত ২৮অক্টোবর সরকার পতনের দাবিতে সর্বোচ্চ শক্তিনিয়ে চূড়ান্ত আন্দোলনে নামে বিএনপি। কিন্তু সেখানেও তেমন সুবিধা করতে পারেনি।অবস্থা পরিবর্তনের জন্য বিএনপি রাজপথের আন্দোলন সংগ্রামের দিকে ধাবিত হলেও সেখানেও ব্যর্থ হয়। বার বার দফাপরিবর্তন করায় হতাশ হয়েছে তৃণমূলের নেতাকর্মীরা।সবশেষ বুধবার ও বৃহস্পতিবার ৪৮ঘণ্টার অবরোধ কর্মসূচিতে ও একদফার নামে জুড়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি দফা।দলটির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব জানিয়েছেন- সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, খালেদা জিয়ার মুক্তিসহ ১দফা দাবিতে ষষ্ঠদফায় ৪৮ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে। অথচ ওই একদফার মধ্যে বড় বড় তিনটি দফা রয়েছে।এনিয়ে খোদ বিএনপির কর্মীরা হাসিঠাট্টা করছে। তারা বলছেন, যদি দফা তিনটিই হয় তাহলে তিন দফা বলতে অসুবিধা কোথায়? খামাখাএকটিদফারকথাবলারকিদরকার?

বিদেশি শক্তির ভরসায় বিএনপি হুঁশিয়ারি নির্বাচনকে সামনে রেখে বছরের শুরু থেকেই দেশে বিদেশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো।একের পর এক পর্যবেক্ষক দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বিএনপি প্রীতি ও এখন কারো অজানা নয়।রাজনৈতিক ভাবে বিএনপিকে সুবিধা পাইয়ে দিতে নিজের সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। দফায় দফায় বৈঠক করেছেন বিএনপি নেতা দের সাথে।এমনকি সরকারকে চাপে ফেলতে ভিসা নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

সর্বশেষ শর্তহীন ভাবে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে আহবান জানায় যুক্তরাষ্ট্র। কিন্তু তাতেও খুব একটা সুবিধা তুলতে পারে নিবিএনপি।আওয়ামীলীগের পক্ষ থেকে সংলাপের সময় ফুরিয়ে গেছে বলে সংলাপের আহবান প্রত্যাখান করা হয়।বর্তমানে বিদেশি তৎপরতার সকল চেষ্টাই আপাতত শেষ বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষ করা।বিএনপি এত দিন যে বিদেশিদের ঘাড়েভর করে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিল সে আশার ও গুড়ে বালি।

শেষ পর্যন্ত আন্দোলন নাকি নির্বাচন?
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির আর নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ নেই, এর কম ভাবার কোন অবকাশ নেই।বিএনপি যদি নির্বাচনে আসে এবং পুনঃ তফসিলের আবেদন করে তাহলে অবশ্যই তাদের আবেদন বিবেচনা সাপেক্ষে ভোটের দিন নতুন ভাবে নির্ধারণ করার সুযোগ রয়েছে।যেমনটি নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এখনো যেসব রাজনৈতিক দল আসেনি তারা যদি আসতে চায় তাহলে আইন মেনে তাদের নির্বাচনে আসার পথ তৈরি করা হবে।রাজনৈতিক দল গুলোর মধ্যে সমঝোতা হলে ভোটের তারিখ পেছাতে আপত্তি নেই বলেও জানায় নির্বাচন কমিশন।’

তফসিল ঘোষণা হলে ও পুনঃ তফসিল ঘোষণা করে বিএনপির নির্বাচনে অংশ গ্রহণের ইতিহাস আছে ২০০৮সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে ১৮ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়েছিল।পরে বিএনপিকে নির্বাচনে আনতে নির্বাচনের তারিখ আরও ১১দিন পিছিয়ে ২৯ডিসেম্বর করতে পুণরায় তফসিল ঘোষণা করা হয়।একই ভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, ৮ নভেম্বর ২০১৮সালে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।ঘোষণায় ২৩শে ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক করা হলে ওবিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের দাবির পরিপ্রেক্ষিতে ১২নভেম্বর পুনঃ তফসিলে তাপিছিয়ে ৩০শে ডিসেম্বর নির্ধারিত হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনে ও অংশ নিতে পারেবি এনপি। তানা হলে দলটির অস্তিত্ব সংকটে পড়তে পারে।কারণ দীর্ঘ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে তারা। স্থানীয় সরকার সহ বিভিন্ন নির্বাচন বয়কট করায় তৃণমূলের অনেক বিএনপি নেতা না খোস কেন্দ্রীয় নেতৃত্বের ওপর।এছাড়া বিএনপির ঘাড়ে এবার নিশ্বাস ফেলছে নতুন নিবন্ধন পাওয়া দল তৃণমূল বিএনপিও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বি.এন.এম)।

দল দু’টি৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে বহু নেতাই তৃণমূল বিএনপি এবং বিএনএম-এ যোগ দিতে পারে। তাই আন্দোলন কর্মসূচিতে ব্যর্থতার পর অস্তিত্বরক্ষায় বিএনপির নির্বাচনে অংশ নেয়া ছাড়া বিকল্প কোনো পথ খোলা দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।নিশ্চয়ই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটি ভাবছে।কথায় আছে- ‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই।’তাই শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ও চমক দেখাতে পারে- সে কথা উড়িয়ে দেওয়া যায় না।

লেখক: গণমাধ্যমকর্মী।




প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার সাকিব বিশ্বাস

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের তত্ত্বাবধানে ও বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্ট এর পরিচালনায় খুলনা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় উপস্থাপনায় খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপস্থাপক নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেট ও জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি আল মুতাকাব্বির বিশ্বাস সাকিব।

সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরে আয়োজিত বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খুলনা বিভাগে সকল জেলা থেকে বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনকারী রোভারবৃন্দ অংশগ্রহণ করেন। রোভার সাকিব বিশ্বাস সকল জেলাকে পিছনে ফেলে শ্রেষ্ঠ উপস্থাপক নির্বাচিত হয়। এ সময় তিনি অন্য একটি ইভেন্ট মূকাভিনয় প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করার সুনাম অর্জন করেন।

রোভার সাকিব বিশ্বাস চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিবিএ ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি হায়দারপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক মেম্বার মোঃ শহিদুল ইসলাম ও সাবিনা ইয়াসমিন দম্পতির ছেলে। তার এই সাফল্যের পিছনে চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক জাহিদুল হাসান ও তার অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে তার জন্য সকলের নিকট দোয়া চান




কুষ্টিয়ায় অসুস্থ শহর শ্রমিক লীগের সভাপতি পাশে জেলা শ্রমিক লীগের নেতারা

অসুস্থ হয়ে নিজ বাড়ীতে চিকিৎসাধীন কুষ্টিয়া শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপনকে দেখতে গেছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান।

আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের জিকে এলাকার বাসায় শ্রমিকলীগের নেতারা এই নেতার শরীরের অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নেন। তারা অসুস্থ এই নেতার দ্রুত আরোগ্য কামনা করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেওয়ান মাসুদুর রহমান স্বপন বেশ কিছুদিন ধরে শারীরীক জটিলতাসহ বিভিন্ন রোগে শোকে ভুগছিলেন।

এসময় মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেরুন্নেসা বিউটি, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান মিন্টু, জেলা শ্রমিক লীগের সমাজ কল্যাণ সম্পাদক ও শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সহ ক্রিড়া সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুব শ্রমিক লীগের সদস্য সচিব শরিফুল ইসলাম রিপন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক খামিনি আহমেদ, নির্বাহী সদস্য আসাদুল হক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান বলেন, তাঁর সুস্থতার জন্য কুষ্টিয়াবাসীর সকলের কাছে দোয়া চেয়েছেন। যাতে করে আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন।