দামুড়হুদায় স্বতন্ত্র প্রার্থী ঢেঁকি মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন

৭ জানুয়ারী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু’র ঢেঁকি মার্কার নির্বাচনী প্রচারণার হাউলী ইউনিয়ন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার রাত সাড়ে ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাঁঠালতলা নামক স্থানে ঢেঁকি মার্কার নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু।

এসময় এমপি প্রার্থী লন্টু বলেন, আমাদের সামনে খুব ভালো দিন আসবে, জননেত্রী শেখ হাসিনা সবাইকে সংসদ নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবার জনগণ নির্বাচিত করবে ভালো মানুষকে। আমরা কোন ঘুষ দুর্নীতি অবৈধ সম্পদ দখল এসবের পায়তারাই কোনদিন ছিলাম না এখনো নেই অদূর ভবিষ্যতেও থাকবো না। আমরা সব সময় ন্যায়ের পক্ষে, আমরা সব সময় এলাকার উন্নয়নের পক্ষে। আমার বড় ভাই সাবেক সংসদ সদস্য মির্জা সুলতান রাজা একজন নির্লোভী মানুষ ছিলেন। আমি সেই পরিবারের সন্তান, আমি তার আপন ছোট ভাই। মহান আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখলে অবশ্যই আমি আপনাদের সকলের প্রচেষ্টায় কামিয়াবি হবো ইনশাল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি আমি এলাকার উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করব। জননেত্রী শেখ হাসিনা চান অংশগ্রহণমূলক নির্বাচন। এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তাই আপনারা ৭ জানুয়ারী সকালে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা আমার ঢেঁকি মার্কায় ভোট দেয়ার আহবান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, যুবলীগ নেতা ও সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান হাফিজ, হাউলী ইউনিয়ন যুবলীগ নেতা আলাউদ্দিন, মালেক ভূঁইয়া, খালেক ভূঁইয়া, আবুল হাসেম, সুমন আলী, মাসুম সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।




সরকারি চাকরিজীবী হয়ে নির্বাচনী প্রচারণা, ডা. অলোককে আবারও শোকজ

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সরাসরি আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলোক কুমার দাসকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

গতকাল বুধবার বিকালে প্রফেসর আব্দুল মান্নানের লিখিত অভিযোগের ভিত্তিতে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে মেহেরপুর-১ সংসদীয় আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এই শোকজ করেন।

শোকজ নোটিশে ডা. অলক কুমার দাস কে সরকারি করতে হয়েও চাকরিবিধি পরিপন্থী কর্মকান্ডে যুক্ত হওয়া এবং নির্বাচন আচরণবৃষ্টি ভঙ্গ করে প্রচারণা করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীকে ভারতের দালাল ও ভারতের প্রার্থী বলার কারণ জানতে চাওয়া হয়েছে।

নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১২ টার সময় স্বশরীরে হাজির হয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।




ধনেপাতার নানা গুণ

প্রকৃতিতে বইছে শীতল হাওয়া৷ শীতের হাওয়া লেগেছে সবজির বাজারেও। রংবেরঙের নানা রকম শাক সবজিতে ভরপুর এই মৌসুমে রসনাবিলাসের অন্ত নেই। এই মৌসুমে প্রতিটি রান্নায় আর যাই হোক, ধনেপাতা পরবেই। কেবল কি তরকারির স্বাদই বাড়ায় ধনেপাতা? মোটেই তেমনটি নয়। এর রয়েছে নানা গুণ।

.দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে ধনেপাতা। এটি নিয়মিত খেলে বাড়ে চোখের জ্যোতি। এতে থাকা ভিটামিন এ চোখের যত্ন নেয় পুরোদমে।
.ধনেপাতায় রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন এ, সি এবং পটাশিয়াম। এসব উপাদান শরীরে পুষ্টির জোগান দেয়।
.রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ধনেপাতার জুড়ি নেই। এতে থাকা ভিটামিন সি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

.গ্যাস, কোষ্ঠকাঠিন্য কিংবা বদহজমের সমস্যার সমাধানও ধনেপাতা। ডায়েটে নিয়মিত ধনেপাতা রাখলে মুক্তি পাবেন এসকল রোগ থেকে। এটি হজমশক্তিও বাড়িয়ে তোলে।
.এতে থাকা আয়রন শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করে। তাই অ্যানিমিয়ার সমস্যা কমাতেও সাহায্য করে ধনেপাতা।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে দুটি নির্বাচনী অফিসে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মেহেরপুরের গাংনীতে স্বতন্ত্র ও আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে গাংনী সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাংনীর চৌগাছা স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) অফিস ও গাংনী বাগানপাড়ায় আওয়ামী লীগ প্রার্থীর (নৌকা) নির্বাচনী অফিসে আলোকসজ্জা ও দেয়ালে পোস্টার সাঁটানোর কারণে প্রত্যেক অফিসকে জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি ২০০৮ এর ৭ (খ) ও ৩৮ ধারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।




হরিণাকুণ্ডুতে ঈগল সমর্থকের পা ভাঙ্গলেন নৌকা সমর্থকরা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের চারাতলা বাজারে পাাশে নৌকার সমর্থকরা দুলালের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হাফিজুর রহমান টুকুর পা ভেঙ্গে দিলো।

আজ বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) সকালে কাপাশাটিয়া ইউনিয়নের চারাতলা বাজারের পাশে কাকল বিলে নিজের পুকুরে যাওয়ার পথে তার উপরে এ হামলা করে। হাফিজুর রহমান টুকু একই ইউনিয়নের ৫নংওয়ার্ডের পায়রাডাঙ্গা গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে।

আহত হাফিজুর রহমান টুকুর বড় ভাই টিপু সুলতান জানান, আমার ভাই সকাল ১০টার দিকে কাকল বিলে নিজের পুকুরে কাজ করতে যাচ্ছিল। এসময় পুকুরে পৌছানোর আগ মুহুর্তে পূর্ব শত্রুতার জেরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন করায় চেয়ারম্যান শরাফতদ্দৌল্লা ঝন্টুর আশ্রিত সন্ত্রাসী বাহিনী দুলালের নেতৃত্বে আরো কয়েকজন ব্যক্তি টুকুর উপর হামলা করে। এসময় তারা আমার ভাইকে প্রথমে হাতুরি দিয়ে পা ভেঙ্গে দেয়। পরে ডেগার গিয়ে কুপিয়ে জখম করে রেখে যায়। আমরা খবর পেয়ে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করি।

আহত হাফিজুর রহমান টুকু জানান, আমি কাকল বিলে নিজের পুকুরে যাচ্ছিলাম এসময় পুকুরের কাছাকাছি পৌছালে ঝন্টুর চেয়ারম্যানের অনুসারী দুলালসহ আরো কয়েকজন সন্ত্রাসী আমার উপরে হামলা করে। আমি একা থাকাই কয়েকজন মিলে আমাকে হাতুড়ি দিয়ে পায়ে আঘাত করে। পরে ছুরি ও রাম দা দিয়ে কোপাতে থাকে। রামদা দিয়ে কোপাতে গেলে আমি বাছার জন্য পা দিয়ে লাথি মারলে রামদা পড়ে যায় আমিও অল্পের জন্য বেঁচে যায়। এরপর আমাকে ওরা এলোপাতারি মারতে থাকে। শরাফতদৌলা ঝন্টু চেয়ারম্যান কে ফোনে পাওয়া যায়নি।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান হামলার ঘটনাটি শুনেছেন। থানায় অভিযোগ ভিত্তিতে কারা কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




স্নাতক পাসে নিয়োগ দেবে ফুডপান্ডা বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকানো বিষয়ে স্নাতক পাস হতে হবে। নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স: সর্বনিম্ন ২৮ বছর: ০৩ বছর।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ জানুয়ারি, ২০২৪

সূত্র : বিডিজবস




মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান

বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দখলে। তবে মাশরাফির সেই রেকর্ড ভেঙে দিয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন হাবিবুর রহমান সোহান।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কক্সবাজারে নর্থ জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে ৪৯ বলে লিস্ট ‘এ’-তে দেশের দ্রুততম সেঞ্চুরি করেছেন সোহান। শেষ পর্যন্ত ৬১ বলে ১১৭ রান করেন তরুণ এই ব্যাটার। সমান ৯টি করে চার ও ছক্কায় নিজের এই ইনিংসটি সাজান সোহান।

এর আগে ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি মাত্র ৫১ বলে সেঞ্চুরি করেছিলেন মাশরাফি। সাত বছর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত ডিপিএলের ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ঝড়ো এই ইনিংসটি খেলেছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

সূত্র: ইত্তেফাক




জীবননগরে ডিবি পুলিশের অভিযানে দুইশ পিচ ইয়াবাসহ আটক ২ 

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে।

আজ বৃহসপ্রতিবার সকাল ৬টার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবার নির্দেশে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবির) অফিসার ইনচাজ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই (নিঃ)/ সুমন্ত বিশ্বাস, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় অফিসারএএসআই (নিঃ)/ মোঃ আবেদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে জীবননগর উপজেলার মোল্লাবাড়ির গ্রামের মোঃ শওকত আলীর তেলের দোকানের সামনে জীবননগর-দর্শনাগামী পাঁকা রাস্তার উপর হতে মহেশপুর উপজেলার তালসার গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (২৬) এবং উথলী গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে মোঃ জহুরুল ইসলামকে (২৫) দুইশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে । আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা হয়েছে।




বিয়ের আগেই ‘হানিমুনে’ আদিত্য-অনন্যা

বলিউডের বর্তমান সময়ের আলোচিত প্রেমের জুটি হচ্ছেন আদিত্য রয় ও অনন্যা পাণ্ডে। যদিও তারা এখনো বিষয়টি নিয়ে কেউ মুখ খুলেননি। অভিনেতা চাঙ্কি পাণ্ডেকন্যার সঙ্গে বলিউডের ‘নাইট ম্যানেজার’-এর রোম্যান্সের বিষয়টি কারোই অজানা নয়।

সম্প্রতি কফি উইথ করণের এপিসোডে এসে এমনটি জানালেন তারা। তবে এবার আর গোপনে নয়, প্রকাশ্যেই নতুন বছর একসঙ্গে কাটাতে উড়াল দিলেন এ জুটি।

বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন দুই তারকা। অনন্যার পরনে ছিল শার্ট ও জ্যাকেট, সঙ্গে ঢিলেঢালা প্যান্ট। অন্যদিকে আদিত্যের পরনেও ছিল একই পোশাক। দুজনকে একান্ত সময় কাটাতে দেশের বাইরে উড়াল দিতে দেখেই নেটিজেনরা বলছেন— বিয়ের আগেই ‘হানিমুন’ সেরে নিচ্ছেন এ জুটি।

এদিকে কফি উইথ করণের এক এপিসোডে বন্ধু সারা আলি খানের সঙ্গে হাজির হয়েছিলেন অনন্যা। যেখানে অনন্যার চর্চিত প্রেমে সিলমোহর দেন সারা। ওই অনুষ্ঠানেই বলে ফেলেন, ‘অনন্যার কাছে নাইট ম্যানেজার (আদিত্য অভিনীত সিরিজ) রয়েছে, আমার নেই’।

এসবের পর যখন তারা দুজন একসঙ্গে নতুন বছর উদযাপনের জন্য বিদেশে উড়াল দিলেন, তখন নেটিজেনরাও মেতে উঠলেন নানা মন্তব্যে। অধিকাংশই বলছেন, ‘বিয়ের আগেই হানিমুন, সম্পর্ক টিকবে তো?’।

প্রসঙ্গত, গত বছর কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তার পর থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। এই জল্পনার মাঝেই অনন্যার ২৫তম জন্মদিন উদযাপন করতে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন এই জুটি। মাসখানেক বাদে আবারও একান্ত সময় কাটাতে দেশ ছাড়তে দেখা গেল তাদের।

সূত্র: যুগান্তর




গাংনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রমজান আলীর মায়ের ইন্তেকাল

গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি গাংনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রমজান আলীর মাতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি ইলাহি রাজিউন। )।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাংনী উপজেলার শহড়াতলা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যা, নাতি,নাতনিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। রাত সাড়ে ১০ টায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

রমজান আলীর মায়ের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন করেছেন মেহেরপুর প্রতিদিনের প্রকাশক ও গাংনী মহিলা ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি এম এ এস ইমন, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দুসহ মেহেরপুরের সাংবাদিকরা।