সারারাত স্ত্রীর লাশ পাহারা, সকালে পুলিশকে জানায় সে আত্নহত্যা করেছে

আলমডাঙ্গা উপজেলায় খাদিজা খাতুন নামের এক গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে ‘হত্যার’ অভিযোগে স্বামী আলম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আজ বুধবার মধ্যরাতে পৌর এলাকার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। তার তথ্যে সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে, সকালে খবর পেয়ে আলমডাঙ্গা থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিহতের পরিবারের সদস্যরা পুলিশের উপর চড়াও হয়। পরে থানার ওসিসহ অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নিহত গৃহবধূ খাদিজা খাতুন (২৭) সে উপজেলার হারদি ইউনিয়নের কৃষি-ক্লাব পাড়ার ভিকু মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী আলম হোসেন (৩২) একই উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, ১ বছর আগে প্রেমে জড়িয়ে খাদিজা-আলমের বিয়ে হয়। এটা দুজনেরই তৃতীয় বিয়ে। খাদিজা তার স্বামীর সঙ্গে পৌর এলাকার কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বুধবার দিবাগত রাতে নিহত খাদিজার স্বামী তাকে মারপিট করে গলাঁয় ফাঁস লাগিয়ে রুমের জানালার গ্রিলে ঝুঁলিয়ে রাখে। সারারাত লাশ পাহারা দিয়ে ভোরে প্রতিবেশীদের জানায় , তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। তারপর সে নিজেই থানায় উপস্থিত হয়ে স্ত্রীর আত্নহত্যার ঘটনাটি জানায় পুলিশকে।

নিহতের ভাই আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, তার বোনকে এর আগেও আলম ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য নির্যাতন করেছিলেন। এমন ঘটনার পরই গত দু’মাস কলেজপাড়ার একটি বাসা ভাড়া নিয়ে দুজনে বসবাস করত। এবার তার বোনকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা হয়েছে।

নিহতের মা আশুরা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ে দুই মাসের অন্তঃসত্তা ছিল। প্রথম পক্ষের মেয়ের বয়স যখন পাঁচ মাস তখন ডিভোর্স হয়। গত এক বছর আগে আলমের সঙ্গে বিবাহ হয় খাদিজার। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয়ে মেয়েকে মারধর করতো স্বামী আলম ও তার পরিবারের সদস্যরা। আজ রাতে যে কোন সময় তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে তারা। আমি সুষ্ঠ বিচার চাই।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গনি মিয়া বলেন, সকালে আলম নিজেই আমাদেরকে জানান, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে খাদিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।




ওপার বাংলায় মোশাররফ করিমের বাজিমাত!

পর্দায় মোশাররফ করিম মানেই দর্শকদের কাছে এক মুগ্ধতার নাম। দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন তিনি। তবে শেষের দিকে কিছুটা নেতিবাচক কথাও চলছিল তাকে নিয়ে। অনেকেই তার কাজে একঘেয়েমি খোঁজার চেষ্টা করছিলেন। একই ধাঁচের নাটকে দেখা যাচ্ছিল তাকে। তবে সেই সমালোচনার জবাব কাজ দিয়েই দিয়েছেন এই অভিনেতা।

যদিও সেটা দেশের নাটক বা ওয়েব সিরিজ দিয়ে নয়। ওপার বাংলার একাধিক ওয়েব সিরিজ দিয়ে। প্রতিটি কাজেই নিজেকে ভেঙেছেন। মুগ্ধ করেছেন, প্রশংসা কুড়িয়েছেন দুই বাংলার দর্শকদের। শুধু তাই নয়, নতুন বছরের শুরুতেও তিনি ওপার বাংলার সিনেমা দিয়ে বাজিমাত করতে আসছেন!

মোশাররফের নতুন গল্পের শুরুটা হয় নির্মাতা আশফাক নিপুণের ‘মহানগর’ সিরিজ দিয়ে। হইচয়ে মুক্তি পাওয়া সিরিজটি দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায়। এরপর তার চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। সেই ধারাবাহিকতায় চলতি বছরও ভক্তদের মুগ্ধ করেন ওপার বাংলার কাজ দিয়েই। আশফাক নিপুণের ‘মহানগন টু’ মুক্তির পর নতুন করে তাকে চেনেন দর্শকরা। দুই বাংলায় হৈচৈ ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ ওয়েব সিরিজ। এরপর তৃতীয় পর্ব নিয়ে আগ্রহ প্রকাশ করেন সবাই।

অন্যদিকে ওই সিরিজের দারুণ সাফল্যের পর মোশাররফ করিমকে নিয়ে নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দেয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’। গোলাম সোহরাব দোদুলের নির্মাণে ‘মোবারকনামা’ শিরোনামের এই ওয়েব সিরিজটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে মহানগরের ওসি হারুণ ভিন্নরূপে হাজির হয়ে চমকে দিয়েছেন সবাইকে। এরইমধ্যে উকিল মোশাররফের অভিনয়ে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন অনেকে।

নিজেকে ভাঙার গল্প নিয়ে মোশাররফ করিম বলেন, ‘একজন অভিনেতা কখনোই নিজেকে একই বৃত্তে আবদ্ধ রাখতে চায় না। সবসময় নিজেকে ভিন্ন ভিন্নরূপে মেলে ধারার অপেক্ষায় থাকে। কিন্তু চাইলে তো মনের মতো চরিত্র-গল্প পাওয়া যায় না। সেই জায়গা থেকে আমি ভাগ্যবান যে, নিয়মিতই এমন কাজের সুযোগ পাচ্ছি। তাছাড়া দর্শক ওয়েব সিরিজে নতুন গল্প দেখতে চায়। তাদের প্রত্যাশার কথা মাথায় রেখেই কাজটি করেছি। আমার চরিত্রটিও অসাধারণ। খুবই আন্ডারডগ ক্যারেক্টার। যিনি হেরে গিয়ে আবারও ঘুরে দাঁড়ায়। নিজের প্রতি বিশ্বাস ছিল উকিল মোশাররফ কাউকে হতাশ করবে না। যার প্রমাণ দর্শকদের প্রতিক্রিয়ায় পাচ্ছি।’

এদিকে এই সিরিজ নিয়ে আলোচনার মাঝেই বছরের শেষ সিনেমা নিয়ে সামনে আসছেন মোশাররফ। আগামী জানুয়ারি ভারতে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘হুব্বা’। শুধু তাই নয়, একই দিন নিজ দেশেও আমদানি হয়ে আসছেন তিনি। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এরইমধ্যে সিনেমাটিতে তার লুক এবং ট্রেলার দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে।

সম্প্রতি প্রকাশিত ট্রেলারে উঠে এসেছে হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ। অপরাধজগতের অলিগলি, অন্দর আর সেই পথের পরতে পরতে অ্যাকশন। ট্রেলারে মোশাররফ করিমকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেরূপে এর আগে তাকে দেখেনি দর্শকরা।

মোশাররফ করিম বলেন, ‘এ কাজটি আমার জন্য স্পেশাল। হুব্বা একটি পরিচিত চরিত্র। চরিত্রটি নিজের মধ্যে ধারণ করার তাই আলাদা একটি চ্যালেঞ্জ ছিল। আশা করি দর্শক ছবিটি উপভোগ করবেন।’ ধারণা করা হচ্ছে, ২০২৩ সালের মতোই নতুন বছর মোশাররফময় হবে। সেই আভাস ‘হুব্বা’ মুক্তির আগেই আঁচ করা যাচ্ছে।

সূত্র: ইত্তেফাক




মেডিক্যাল লিভ নিয়ে নির্বাচনী প্রচারণায় সরকারি কর্মচারী

সাইদুর রহমান সাঈদ একজন সরকারি কর্মচারী। বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারি পদে কর্মরত রয়েছেন। সরকারি চাকরিবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। করছেন রাজনৈতিক অনুষ্ঠান সঞ্চালনা। সম্প্রতি মেহেরপুর-১ সংসদীয় আসনের নৌকা প্রতীক সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভার সঞ্চালনাও করছেন।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ অংশে বলা আছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না।

ইতোপূর্বে সাইদুর রহমান মেহেরপুর সদরে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখাতে কর্মরত। অসুস্থতা জনিত কারণ দেখিয়ে দীর্ঘদিন যাবত ছুটিতে থেকে তিনি রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন নির্দ্বিধায়। করছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফরহাদ হোসেনের (নৌকা) প্রচারণাও।

সম্প্রতি একটি রাজনৈতিক সভায় দ্বাদশ সংসদ নির্বাচনের একটি নির্বাচনী প্রচারণা সভায় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, চাকরি সূত্রে তিনি দেশের সকল জেলা ঘুরেছেন। অনেক রাজনৈতিক নেতার সাথে তার পরিচয়ের সুযোগ হয়েছে। তবে তিনি যে প্রার্থীর প্রচারণা করছেন তার মতো একটি মানুষও তিনি আর খুঁজে পান নাই। এর পর থেকেই শুরু হয় সচেতন মহলে নানা প্রতিক্রিয়া। সরকারি চাকুরীতে থেকে তিনি কিভাবে রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক সভায় অংশ নিচ্ছেন।

বিষয়টি নিয়ে বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের মেহেরপুর জেলার শাখা প্রধান মেহেদী হাসানের সাথে কথা বললে তিনি বলেন সাইদুর রহমান বেশ কিছুদিন আগেই চুয়াডাঙ্গাতে বদলি হয়েছেন।

বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সাইদুর রহমান সাঈদ জেলা শাখাতে কর্মরত আছেন। চাকুরিতে থেকে এ ধরনের কর্মকন্ড করার কোন সুযোগ নেই। আপনি বরং জেলা শাখার ম্যানেজারের সাথে কথা বলেন। ‘

চুয়াডাঙ্গা জেলা শাখার ম্যানেজার আমেনা খাতুন কে বিষয়টি অবহিত করে এ সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বিস্মিত হয়ে বলেন, ‘সাইদুর রহমান তো অসুস্থ রয়েছেন। তিনি মেডিক্যাল লিভে ছিলেন ১৫ দিনের জন্য। পুরোপুরি সুস্থ হতে না পারায় দ্বিতীয় দফায় ২১ দিনের মেডিকেল লিভে আছে। দ্বিতীয় দফার ছুটি মাত্র তিন দিন অতিবাহিত হয়েছে। বিষয়টি যদি অসত্য হয় তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব। এছাড়াও চাকরিবিধি ও চাকুরী শৃঙ্খলা বিধি অনুযায়ী তিনি কোন রাজনৈতিক কর্মকান্ড বা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। তদন্ত সাপেক্ষে প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

এ সম্পর্কে সাইদুর রহমান সাঈদের বক্তব্য জানতে বেশ কয়েকবার তার মুঠোফোনে কল দেয়া হলেও তিনি ফোন ধরেননি।




বাংলাদেশের বোলিং তোপে ধুঁকছে নিউজিল্যান্ড

ওয়ানডের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস টসে জিতে কিউদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। শুরুতেই কিউইদের তিন উইকেট তুলে নেন টাইগার বোলাররা।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন স্পিনার শেখ মেহেদী হাসান। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান টিম সেইফার্ট।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম তিন বলেই জোড়া আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় বলে ৩ বলে ১ রান করা ফিন অ্যালান ও তৃতীয় বলে ক্রিজে আসা গ্লেন ফিলিপসকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান শরিফুল। হ্যাটট্রিকের আশা জাগিয়েও তা করতে পারেননি এই টাইগার পেসার।

এরপর ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান মিলে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে আবারও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন শেখ মেহেদী। দলীয় ২০ রানে ১৫ বলে ১৪ রান করে আউট হন মিচেল।

পাওয়ার প্লের ৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। শেখ মেহেদি ও শরিফুল নিয়েছেন ২টি করে উইকেট।

 




ঝিনাইদহে নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ৪

ঝিনাইদহে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৪ জন। তাদের মধ্যে আশিক হোসেন ও বকুল মোল্লাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল  মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদরের সুরাট বাজরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর রাতে উভয়পক্ষ থেকে মামলা হয়। মামলায় কতজনকে আসামি করা হয়েছে তা জানা যায়নি। জানা যায়নি আহতদের বিস্তারিত ঠিকানা।

স্থানীয়রা জানান, বিকেলে সদর উপজেলার সুরাট বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা অবস্থান নেন। তখন পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে সন্ধ্যায় উভয়পক্ষের সমর্থকরা একই স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়াই লিপ্ত হন। এতে তাদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষে মামলা হয়েছে। মামলার পর সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক চেয়ারম্যান কবির হোসেন ও ছাবু জোয়ারদারকে গ্রেপ্তার করা হয়।




কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করার ঘোষণা উপজেলা আ’ লীগের নেতাদের

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৪ দলীয় জোট প্রার্থী ও জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনুকে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে মিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা।

তাঁরা ইনুর নৌকা প্রতীকের বদলে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনকে (ট্রাক প্রতীক) সমর্থন দেওয়ার ঘোষণা দেন।

মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ আসন। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সদ্য উপজেলা পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান। তিনি দেশসেরা উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকেও পদক লাভ করেন।

গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা।

সংবাদ সম্মেলনে মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য এবং পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তাঁরা এ সময় জাসদের কর্মী-সমর্থক ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তাই তাঁরা একাট্টা হয়ে মাঠে সরব থাকবেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম বলেন, ১৫ বছর ১৪ দলের প্রার্থী হিসেবে এখানে হাসানুল হক ছিলেন। তবে আসন্ন নির্বাচনে কামারুল আরেফিন ব্যাপক সাড়া পাচ্ছেন। তাঁরা ঐক্যবদ্ধ আছেন। তাঁরা দলের সবাইকে নিয়ে কামারুলকে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছেন।

এ সময় মিরপুর উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সভাপতি, মালিহাদ ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন বলেন, বর্তমানে তাঁদের যে সংসদ সদস্য আছেন, তিনি কোনো যোগাযোগ রাখেন না। আওয়ামী লীগের কারও সঙ্গে যোগাযোগ রাখেন না। ১৫ বছরে কোনো উন্নয়ন হয়নি এ এলাকায়। তাই মিরপুর উপজেলা আওয়ামী লীগ কামারুল আরেফিনকে জেতাতে বদ্ধপরিকর।

আকরাম হোসেন আরও বলেন,‘আমাদের মিরপুর উপজেলার চেয়ারম্যান ফোরামের ১৩ চেয়ারম্যানের মধ্যে ১১ চেয়ারম্যান এখানে আছি। আমরা ১১ চেয়ারম্যান মিলে কামারুল আরেফিনকে জয়যুক্ত করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।’




দর্শনা সহ বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়া লন্টুর গণসংযোগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার দর্শনা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন সাবেক এমপি মীর্জা সুলতান রাজা’র ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু।

গতকাল সকাল থেকে রাত পর্যন্ত দর্শনা, উথলী, জীবননগর সহ বিভিন্ন স্থানে দিন ব্যাপী গণসংযোগ করেছেন তিনি। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি পদপ্রার্থী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু ঢেঁকি প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি সফর সঙ্গীদের সাথে নিয়ে ভোটারদের কাছে যেয়ে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করে এবং ব্যনার, ফেস্টুন, পোস্টার ও মাইকিং সহ বিভিন্ন ভাবে নির্বচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।

এ সময় তিনি বলেন, আমার প্রয়াত বড় ভাই আমার আপনার নেতা সাবেক এমপি মীর্জা সুলতান রাজা ভাই সবসময় এই এলাকার জনগণের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন নিয়ে কাজ করে গেছেন। আজ তিনি জীবিত নাই। তাই আপনারা যদি আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করে আপনাদের ও এই এলাকার এবং এলাকার মানুষের সেবা করার সুযোগ দেন তাহলে আমি দেখিয়ে দিতে চাই যে, সৎ ইচ্ছা থাকলে একজন এমপি এলাকার উন্নয়নে কতটা কাজ করতে পারে। আমরা মুক্তিযুদ্ধ করেছি এই দেশকে এবং দেশের মানুষকে স্বাধীন করার জন্য। কিন্তু যদি কোন একটি স্বার্থান্বেষী মহল চাই যে, সে বা তারা এই স্বাধীন দেশের মানুষকে জিম্মি করে, মামলা হামলার ভয় দেখিয়ে আটকে রাখবে তাহলে সেটা ভুল ভাবছেন। আমরা যুদ্ধ করেছি দেশ ও দেশের মানুষের জন্য। আজ যদি সেই মানুষের কল্যানে কাজ না করতে পারি তাহলে কেমন নেতা আমরা? আমাদের প্রত্যেকটা নেতার উচিৎ মানুষের কল্যানে কাজ করা। তাই আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ ভাবে এই চুয়াডাঙ্গা-২ আসনকে পরিবর্তন করে সুন্দর, সুশৃঙ্খল মাদক ও দুর্নীতি মুক্ত একটি এলাকা গড়ি।

এসময় তার সাথে সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, দর্শনা সরকারি কলেজের সাবেক ভি.পি ও সাবেক জি.এস আবু সাঈদ হাসান, অ্যাডভোকেট শাহরিয়ার কবির, দর্শনা পৌর আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দীন সান্টু, আওয়ামী লীগ নেতা- আব্দুল বারি, ফারুক হোসেন, এম.এ ফয়সাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ার্দার; মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন; চিথলিয়া ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক; বহলবাড়িয়া ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান; তালবাড়িয়া ইউপির চেয়ারম্যান আবদুল হান্নান, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু প্রমুখ।




গাংনীতে নৌকার অফিস ভাঙচুরের অভিযোগ

মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে আওয়ামী লীগ অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে নির্বাচনী ক্যাম্পের পোস্টার ও প্রতীক ছিড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

ধানখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিমের অভিযোগ, তার বাড়ির পাশে নৌকার একটি প্রচারণা ক্যাম্পে সোমবার রাতে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের কর্ম সমর্থকরা। বাঁশ ও কাগজ দিয়ে তৈরী একটি বড় নৌকা ভেঙ্গে দেয় হামলাকারীরা। নৌকার পক্ষে না থাকার জন্য হাকিমকে হুমকি দিয়ে চলে যায় তারা।

নির্বাচনী অফিসে হামলা খবর পেয়ে রাতেই ঘটনাস্থল গিয়ে হামলার প্রতিবাদ জানান গাংনী উপজেলার নৌকার কর্মী সমর্থকরা। ভাঙচুরের এ ঘটনায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে উপস্থিত সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন বলেন, আমরা নৌকার পক্ষে কাজ করলেও কোথাও অতিরিঞ্চিত ও উত্তেজনাকর কথা না বলা জন্য সবাইকে অনুরোধ করেছি। আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক সাজা দাবি করছি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাংনী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম। তিনি বলেন, সবাইকে আইন মানতে হবে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধিমালা মানতে হবে। উভয় পক্ষের লোকজনকে শান্ত থাকতে বলা হয়েছে। হামলার অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।




কুষ্টিয়াকে মাদকমুক্ত ও স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে চাই –হানিফ

কুষ্টিয়াকে মাদকমুক্ত ও স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে চাই- বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপি।

তিনি বলেন, উন্নয়ন ও শান্তির কুষ্টিয়া গড়া আমার লক্ষ্য ছিল। একসময় কুষ্টিয়া সন্ত্রাসী জনপদ এলাকা ছিল। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের কঠোরভাবে দমন করার চেষ্টা করেছি। তিনি বলেন, কুষ্টিয়াকে সকল দিক থেকে উন্নত ও আধুনিক জেলা হিসেবে গড়ে তুলবো এবং মাদকমুক্ত ও স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে চাই।

গতকাল সোমবার বিকালে মিলপাড়া রেলগেট প্রাঙ্গনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে হানিফ আরও বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের নৌকার বিকল্প নেই। তাই দল-মত নির্বিশেষে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকায় ভোট দিন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক কেন্দ্রের নির্বাহী সদস্য মোঃ আমজাদ আলী খান।

জেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমিনুর রহমান মমিজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, মহিলা সম্পাদিকা এ্যাড. শিলা বসু, নির্বাহী সদস্য হাবিবুল হক পুলক, কুষ্টিয়া সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান আনছু , সংরক্ষিত মহিলা কাউন্সিলর রিনা নাসরীন প্রমুখ।




আলমডাঙ্গায় ফসলের জমিতে মাটি কেটে ইট ভাটায় বিক্রয়ের অভিযোগ

আলমডাঙ্গার যাদবপুরে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে মাটি খাদক রঞ্জুর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে কৃষককে মাছ চাষে উদ্বুদ্ধ করার নামে মাটি নেওয়ার উদ্দেশ্য হাসিলেরও।

তবে নগদ টাকা পেতে অনেক কৃষক স্বেচ্ছায় মাটি বিক্রি করছেন বলেও জানা গেছে। এভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটায় জমির উর্বরতা কমে যাচ্ছে। এসব মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর ও লাটাহাম্বা গাড়িগুলো সদ্য নির্মিত গ্রামাঞ্চলের সড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে দ্রুত গতিতে যাতায়াত করায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আলমডাঙ্গা উপজেলায় কুমারী ইউনিয়নে ৩ টি ইটভাটা রয়েছে। মৌসুমে তিনটি ইট ভাটায় কয়েক লাখ ঘন মিটার মাটির প্রয়োজন হয়। এসব মাটির চাহিদা পূরণে দীর্ঘদিন মাটি ব্যবসায়ী রঞ্জু পরিত্যক্ত পুকুর ও সালিন জমিতে খনন করে মাটি মোটা অংকের অর্থের বিনিময়ে ইট ভাটায় বিক্রি করেন। বিভিন্ন সময় উপজলা প্রশাসন জরিমানা করলেও পূণরায় আবারো তিনি মাটি ব্যবসায় জরিয়ে পড়েন। ইতোমধ্যে গত কয়েকদিন আগে ভূমি দস্যু রঞ্জু উপজেলার কুমারী ইউনিয়নের যাদবপুর গ্রামের হাজী মঙ্গল বিশ্বাসের ছেলে আকুব্বার বিশ্বাসের সালিন ধান চাষের জমিতে পুকুর খননের নামে মাটি কেটে ভাটায় বিক্রি করছে। এছাড়া গাড়িতে মাটি পরিবহনের নামে রাস্তায় ধুলা-কাঁদা মাটিতে সড়কে যাতায়াতের অযোগ্য হয়ে উঠছে। আশেপাশের বাড়িতে ধুলা-বালির কারণে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বসতবাড়িতে থাকা ছোট শিশুরাও দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে।

এ বিষয়ে মাটি ব্যবসায়ী রঞ্জুর সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, মাটি কাটার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। তবে মাটি কেটে ইট ভাটায় বিক্রির সত্যতা নিশ্চিত করেন।