স্মার্টফোনের এআই অ্যাসিস্ট্যান্ট হবে কোপাইলট

নতুন বেটা ভার্সনে ব্যাপক পরিবর্তন এনেছে মাইক্রোসফটের এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলট। এখন থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডিফল্ট এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা যাবে মাইক্রোসফট কোপাইলট। অর্থাত্ গুগল অ্যাসিস্ট্যান্ট ও স্যামসাং বিক্সবির মতো ডিফল্ট ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা যাবে কোপাইলটকে।

মাইক্রোসফট কোপাইলটের বেটা সংস্করণটি সম্পর্কে প্রযুক্তি বিশ্লেষক মিশাল তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানান, নতুন ফিচারের মাধ্যমে মাইক্রোসফট কোপাইলট অ্যান্ড্রয়েডে ডিফল্টভাবে ব্যবহার করা যাবে। তবে বেটা ভার্সনে প্রতিদ্বন্দ্বী অন্যান্য অ্যাপের তুলনায় সব ফিচার এখনো যুক্ত করা হয়নি। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, মাইক্রোসফট এর মধ্যেই অন্যান্য ফিচার নিয়ে কাজ শুরু করে দিয়েছে। মাইক্রোসফট মূলত কোপাইলটের ব্যবহারকারী বাড়ানোকে এখন অগ্রাধিকার দিচ্ছে।

বেটা সংস্করণের মধ্য দিয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট ও স্যামসাং বিক্সবির প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হচ্ছে মাইক্রোসফট কোপাইলট। তবে এখনো মাইক্রোসফটের অ্যাপ উন্নয়ন প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি। এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে অ্যান্ড্রয়েডের সঙ্গে যুক্ত হয় মাইক্রোসফট কোপাইলট অ্যাপটি।

মাইক্রোসফট আর ওপেন এআইয়ের অংশীদারত্বের মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রবেশ করেছে জিপিটি-ফোর টারবো যুগে। তারই প্রকৃষ্ট উদাহরণ মাইক্রোসফট কোপাইলট। গুগল প্লে স্টোর থেকে যে কেউ বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। কোম্পানির এ চ্যাটবটের মাধ্যমে যেকোনো ব্যবহারকারী কোড লেখা থেকে শুরু করে বাণিজ্যিক ই-মেইল তৈরিসহ সবধরনের কাজ করতে পারবেন। এতে ওপেনএআইয়ের সর্বশেষ জিপিটি ৪ ও ডাল-ই-৩ ব্যবহার করা হয়েছে।

সূত্র: ইত্তেফাক




দামুড়হুদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ফ্যান বিতরণ

দামুড়হুদায় ২০২১-২০২২ অর্থ বছরের অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ও ফ্যান বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বেলা ১০ টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরী সহায়তায় ও উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়ন কল্পে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ফ্যান বিতরণ করা হচ্ছে। স্কুলের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন। আপনাদের কাছ থেকেই তারা সুশিক্ষায় শিক্ষিত হবে এবং আপনাদের কাছ থেকেই তারা ভালো মন্দ সবকিছু শিখবে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা’র) সহায়তায় অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সাহিদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, সহকারী প্রধান শিক্ষক জহির রায়হান সোহাগ সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দামুড়হুদা উপজেলার ৬৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০৫ টি বৈদ্যুতিক সিলিং ফ্যান ও ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৯১ জোড়া প্লাস্টিকের বেঞ্চ বিতরণ করা হয়।




সুস্থ দাঁত প্রাণখোলা হাসি

মুখের দুর্গন্ধ আপন মানুষকেও দূরে ঠেলে দেয়। এই দুর্গন্ধ দূর করতে ডেন্টিস্টের কাছে না গিয়ে নিজেই অবলম্বন করতে পারেন অতি সহজ কিছু উপায়। তাই নিয়ে লিখেছেন হাছিবুর রহমান।

প্রতিদিন নিয়ম করে দিনে দু’বার, রাতে আর সকালে অবশ্যই দাঁত ব্রাশ করা উচিত। কোনো মিষ্টি জাতীয় খাবার, যেমন-চকলেট, ক্যান্ডি এবং যেকোনো ধরনের সফট ড্রিঙ্কস খাওয়ার পরে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। যদি ঘরের বাইরে থাকেন তাহলে মাউথ ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। ৬ মাস অন্তর ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত দেখান। শুধু দাঁত নয়, দাঁতের মাড়িও ভালোভাবে পরিষ্কার করুন। প্রতিদিন অন্তত একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। যুক্তরাষ্ট্রের দুজন দন্ত বিশেষজ্ঞ অ্যালিস লি এবং অ্যালিসন নিউগার্ড দাঁতের যত্নের ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন। যেমন-

নিয়মিত দাঁত ব্রাশ করুন

ব্যস্ততার কারণে সকালে অনেকেই একসঙ্গে কয়েকটা কাজ করেন। তাদের দেখা যায়, দাঁত ব্রাশ করতে করতেই গোসল করছেন বা মেইল চেক করছে। কিন্তু ভালো দাঁত পেতে হলে দাঁতের কোনো অংশ যাতে বাদ না পড়ে এবং ভালোভাবে পরিষ্কার হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

ধূমপান ত্যাগ করুন

ধূমপান শুধু আমাদের হৃদপিণ্ড বা ফুসফুসেরই ক্ষতি করে না। আমাদের দাঁত নষ্ট করার জন্য দায়ী। ধূমপানের ফলে মাড়ি কালো হয়ে যায়, দাঁত দুর্বল হয়ে পড়ে, মুখেও দুর্গন্ধ হয়।

পরিষ্কার টুথব্রাশ

টুথব্রাশ পরিষ্কার কোনো জায়গায় রাখুন এবং দাঁত ব্রাশ করার আগে অল্প একটু ধুয়ে নিলেই তা যথেষ্ট।

পরিমাণমতো ক্যালসিয়াম ও ভিটামিন ডি

হাড় ও দাঁতের গঠনে ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর কোনো বিকল্প নেই। তাই যথেষ্ট পরিমাণে এই দুই উপাদান গ্রহণের দিকে খেয়াল রাখতে হবে।

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গার দর্শনায় ১১ টি স্বর্ন বারসহ মহিলা চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৩২০ গ্রাম ওজনের ১১ টি স্বর্নের বারসহ মোছাঃ তাছলিমা খাতুনকে (২৫) চোরাচালানীকে আটক করে। আটককৃত তাছলিমা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে।

রবিবার ৩ মার্চ সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান,পিএসসির নেতৃত্বে,অভিযান চালায় দর্শনার ছয়ঘরিয়া গ্রামে।

এ সময় ৬ বিজিবির সুলতানপুর ক্যাম্পের বিওপি কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের মেইন পিলার ৭৮ হতে আনুমানিক ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া পাঁকা রাস্তার উপর মসজিদের সামনে এ্যাম্বুশ করে।

পরে বিজিবি একটি ইজিবাইক সীমান্তের দিকে কয়েকজন যাত্রী নিয়ে যাচ্ছে।ইজিবাইকটি সন্দেহ হলে তল্লাশি শুরু করে।তল্লাশি চলা কালে একজন মহিলার গতিবিধি সন্দেহজনক মনে হয় পরে তাকে আটক করে। পরে তাছলিমার দেহ তল্লাশি করে ১১ টি স্বর্নের বার উদ্ধার করে।

আটককৃত বার গুলির আনুমানিক বাজার মৃল্যে ১কোটি ৩০ লাখ টাকা।এ ঘটনায় আটককৃত মহিলা চোরাচালানী তাছলিমা খাতুনের বিরুদ্ধে নায়েক মোঃ দিদার বাদশা বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছে।জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




ঝিনাইদহে মাছচাষী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে মাছ চাষী শরিফুল ইসলাম টুলু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ রোববার (৩মার্চ) সকালে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহমেদ এ দন্ডাদেশ প্রদাণ করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার লাউদিয়া গ্রামের একটি পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফিরছিলো ওই গ্রামের শফিকুল ইসলাম টুলু। সেসময় পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জাহিদুল ইসলাম, জসিম, খোকনসহ আরও কয়েকজন তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন তিনি মারা যায়।

এ ঘটনায় ৯ সেপ্টেম্বর নিহতের ভাই সরফুদ্দিন বাদি হয়ে ৯ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে দোষী প্রমাণিত হওয়ায় আসামী জাহিদুল, খোকন, ইলিয়াস, জসিম ও সেলিমকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করে।




ম্যানেজার পদে নিয়োগ দিবে ওয়ালটন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি টেকনিক্যাল ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার (২ মার্চ) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম : টেকনিক্যাল ম্যানেজার

পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : বিএসসি (ইইই/এমই/ইটিই/এমটিই/আইপিই)

অন্যান্য যোগ্যতা : পণ্যের মান এবং পণ্য পরীক্ষা সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। ইলেকট্রনিক শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। মাইক্রোসফ্ট অফিস, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা : ০১-০৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল : গাজীপুর (কালিয়াকৈর)

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা : মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), বছরে ২টি উৎসব বোনাস, কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন হাসপাতালের জন্য পরিষেবার সুবিধা, স্ন্যাকস, পরিবহন সুবিধা, ঋণ সুবিধা, চিকিৎসা পরিষেবা, করপোরেট ডিসকাউন্ট।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ১৬ মার্চ ২০২৪




ঝিনাইদহের শৈলকুপায় গোয়াল ঘরে অগ্নিকান্ড, ২টি গরুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপার বাহির রয়েড়া গ্রামে অগ্নিকান্ডে ২টি গরু পুড়ে মারা গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

গতকাল শনিবার রাত আনুমানিক ১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, বাহির রয়েড়া গ্রামের কৃষক আয়ুব হোসেন দুটি গাভী গরু পালন করতেন। গতকাল একটি গাভীর পেট থেকে বাছুর ভূমিষ্ট হয়। রাতে গোয়াল ঘরে তারা মশার কয়েল জ্বালিয়ে দেয়। অসাবধানতা বশত মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে পুরো গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই গর্ভবতী একটি গাভী গরু ও সদ্য ভূমিষ্ট একটি বাছুর পুড়ে মারা যায়। মৃত গাভীটি ১০ মাসের গর্ভবতী ছিলো, দু’একদিনের মধ্যে বাচ্চা ভূমিষ্ট হওয়ার কথা ছিলো। অন্যদিকে সদ্য প্রসূতি গাভীটিও পুড়ে ঝলসে গেছে।

কৃষক আয়ুব হোসেন জানান, আগুনে তার ১০ মাসের গর্ভবতী গাভী ও একটি বাছুর মারা গেছে। আরেকটি গাভী পুড়ে ঝলসে গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। পরে স্থানীয়রা পুড়ে মরা গরুগুলোকে বাড়ীর পার্শ্বে গর্ত খুড়ে পুতে রাখে।




একমঞ্চে নাচলেন বলিউডের তিন খান

মুকেশ ও নীতা আম্বানীর ছোট ছেলে অনন্ত আম্বানী ও তার হবু স্ত্রী রাঁধিকা মার্চেন্টের প্রাকবিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন ভারত ও বিশ্বের নামি ব্যক্তিত্বরা। গুজরাটের জামনগরে এখন চাঁদের হাট।

আর এই অনুষ্ঠানে জমিয়ে নাচলেন বলিউডের তিন খান। শাহরুখ, সালমান ও আমিরের নাচের বিরল এই দৃশ্য সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। ভারতীয় গণমাধ্যমের খবর— ‘নাটু নাটু’ গানে হাসি মুখে একে অপরের সঙ্গে নাচে পা মেলালেন।

আবার একে অপরের সিগনেচার পোজ নকলও করলেন তারা। ‘নাটু নাটু’ ছাড়াও সালমান, আমির এবং শাহরুখকে ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি করোগি’ থেকে টাওয়াল ডান্স, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তি’-এর ‘মাস্তি কি পাঠশালা’-গানের স্টেপে নাচতে দেখা যায়।

শাহরুখ, সালমান এবং আমির ছাড়াও বলিউডের আরও বেশ কয়েকজন তারকাকেও দেখা গেছে এই অনুষ্ঠানে। তাদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর। রানী মুখার্জি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে দেখা যায় অনুষ্ঠানে।

১-৩ মার্চ গুজরাটের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। রয়েছে নাচ-গানের আয়োজন। বহুল প্রতীক্ষিত এই প্রাক-বিবাহ আসরের প্রথম সন্ধ্যায় মূল আকর্ষণ ছিল পপতারকা রিহানার পারফরম্যান্স। তবে দ্বিতীয় সন্ধ্যায় মঞ্চ মাতিয়েছেন বলিউড তারকারা।

সূত্র: যুগান্তর




প্রস্মিতার সঙ্গে অনুপমের নতুন অধ্যায়

মার্চের সন্ধ্যায় প্রস্মিতা পালের সঙ্গে সাদামাটাভাবেই বিয়ে সেরেছেন গায়ক অনুপম রায়। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব-আত্মীয়-পরিজনদের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এ যুগল।

এর ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ হয় অনুপমের। ২০২৩ সালের ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তারপর থেকে সোশাল মিডিয়ায় তাদেরকে জড়িয়ে নানান চর্চা শুরু হয়। সে সময় অনেকেই অনুপমকে সমবেদনা জানালেও তার তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাকে ঘিরেও শুরু হয় সোশ্যাল মিডিয়া ট্রলিং।

যদিও বিয়ের আগে অনুপমের নবপরিণীতা প্রস্মিতা কলকাতাভিত্তিক আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ট্রল নিতে তারা প্রস্তুত। দুই জন সুখি হলে নেতিবাচক কিছু প্রভাব ফেলতে পারে না।

এদিকে অনুপমের বিয়ের খবর শুনে তাকে শুভকামনা জানিয়েছেন পিয়া চক্রবর্তী। নবদম্পতির আগামী জীবন সুখের হবে, এমন আশার কথা জানিয়েছেন অনুপমের প্রাক্তন স্ত্রী।

উল্লেখ্য, অনুপম-প্রস্মিতা একে অপরের বহু বছরের পরিচিত। যদিও এত দিন পেশাগত আলাপ ছিল, তার মধ্যে দিয়েই বন্ধুত্ব। সেখান থেকে প্রেম। এবার আনুষ্ঠানিকতা সেরে স্বামী-স্ত্রী হলেন তারা।




ইনস্টাগ্রামে আসছে ‘ফ্লিপসাইড’ ফিচার

ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য এবার আরো উন্নত ও আধুনিক ফিচার চালু করতে চলেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। নতুন ফিচারের নাম ফ্লিপসাইড। এর মাধ্যমে ইউজার একটি অ্যাকাউন্ট থেকে দুটো প্রোফাইল চালু রাখতে পারবেন। এর মধ্যে একটি প্রোফাইল খোলা রাখতে পারবেন সকলের জন্য। আর গোপনীয়তা বজায় রাখার জন্য আর-একটি প্রোফাইল থাকবে ঘনিষ্ঠ বৃত্তের লোকজনের জন্য। ইনস্টাগ্রাম আজকাল অনেকেই কাজের কারণেও ব্যবহার করে থাকেন।

বিশেষ করে যারা কনটেন্ট ক্রিয়েটর তাদের প্রোফাইল কাজের জন্যই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এক্ষেত্রে যদি পার্সোনাল এবং প্রফেশনাল-এই দুই ভাগে প্রোফাইল ভাগ করে নেওয়া যায়, তাহলে সুবিধাই হবে ইউজারদের। আর সেই কারণেই ইনস্টাগ্রামে আসছে এই ফ্লিপসাইড ফিচার। যেখানে একটিই অ্যাকাউন্ট থেকে ইউজার দুটো প্রোফাইল চালু রাখতে পারবেন।

একটি অ্যাকাউন্ট থেকে দুটো প্রোফাইল খোলা হলে দ্বিতীয় প্রোফাইলটি ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহারের অনুমতি দেবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এই দ্বিতীয় প্রোফাইলে থাকা কনটেন্ট ইউজারের ঘনিষ্ঠ বৃত্তের বন্ধুবান্ধব এবং যারা থাকবেন শুধু তারাই দেখতে পারবেন। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, সমীক্ষা অনুসারে বোঝা গিয়েছে যে ইউজাররা গোপনীয়তা পছন্দ করেন, সবকিছু প্রকাশ্যে আনতে চান না। আর সেই সুবাদেই চালু হতে চলেছে ফ্লিপসাইড-এর মতো ফিচার। ফ্লিপসাইড ফিচার ব্যবহার করলে ইউজার দুটো আলাদা প্রোফাইল ব্যবহারের সুযোগ পাবেন। যে প্রোফাইলটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে এবং গোপনীয়তা বজায় রাখতে চান, সেখানে কনটেন্ট দেখার সুযোগ থাকবে ইউজারের প্রিয়জনদের। যেসব ইউজার ফ্লিপসাইড ব্যবহার করবেন তাদের আলাদা আলাদা প্রোফাইল পিকচার থাকবে।

এমনকি নাম এবং বায়োর ক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টের মতো সবকিছু না রেখে একদম সাদামাটা কিছু তথ্য রাখতে পারবেন ইউজাররা। প্রাইভেট প্রোফাইল থেকে যে কাউকে সরিয়ে দেওয়ার ক্ষমতাও থাকবে ইউজারদের হাতে। আপাতত খুব অল্প সংখ্যক ইউজারদের ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। তবে আগামী কয়েক মাসের মধ্যে এই ফ্লিপসাইড ফিচার সমস্ত ইনস্টাগ্রাম ইউজারদের জন্য চালু হবে বলে অনুমান করা হচ্ছে। ১৮ বছর এবং তার চেয়ে বেশি বয়সীরা এই ফ্লিপসাইড ফিচার ব্যবহারের সুযোগ পাবেন ইনস্টাগ্রাম মাধ্যমে। ১৮ বছর কিংবা তার বেশি হলে তবেই একটি অ্যাকাউন্ট থেকে ইউজার একটি পাবলিক এবং একটি প্রাইভেট প্রোফাইল তৈরির সুবিধা পাবেন। কিন্তু অদ্ভুতভাবেই ইনস্টাগ্রামের বিজনেস প্রোফাইলের জন্য এখনই এই ফিচার চালু হচ্ছে না।

সূত্র: ইত্তেফাক