ঝিনাইদহের কালীগঞ্জে পুকুর থেকে মোচিক শ্রমিকের লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরের পানি থেকে অবসরপ্রাপ্ত মোচিক শ্রমিক আব্দুল হামিদের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মোবারকগঞ্জ সুগার মিলের (মোচিক) একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পানিতে ডুবে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ নামের এই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা আরও জানান, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ গতকাল রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুজি করার পরও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সাথে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, মোচিক পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




টিকটকার কুবরা আইকুতের রহস্যজনক মৃত্যু

তুরস্কের টিকটকার কুবরা আইকুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৬ বছর বয়সী এই তরুণী নিজেকে নিজে বিয়ে করে আলোচনায় এসেছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর এ ঘটনাটি ঘটেছে। ৫ তলার একটি ফ্ল্যাটে থাকতেন কুবরা।

সর্বশেষ এই টিকটকারের ভিডিওতে নিজের ঘর পরিষ্কার করতে দেখা গেছে। টিকটক ও ইন্সটাগ্রামের মতো প্ল্যাটফরমে কুবরার ৩ মিলিয়নের ওপরে ফলোয়ার রয়েছে।

২০২৩ সালে পাত্র ছাড়া বিয়ের কারণ হিসেবে জানিয়েছিলেন, নিজের জন্য যোগ্য পাত্র খুঁজে না পাওয়া এমন কাজ করেছেন তিনি।

নিজেকে বিয়ের অনুষ্ঠানে একটি সাদা পোশাক এবং টিয়ারা পরেছিলেন কুবরা। শুধু তাই নয়; অনুষ্ঠানে ফুলের তোড়া হাতে গাড়িতে করে উল্লাস করে এগিয়ে যান তিনি।

এ ছাড়া সাদা পোশাকে বার্গার খেয়ে মজা করতে করতে নিজেকে ‘নার্ভাস ব্রাইড’ বলে বর্ণনা করার একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

মজার টিকটক করে লোক হাসানোর এই মেয়েটির মৃত্যুতে তার অনুসারীরা সোশ্যাল হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ইস্তাম্বুলে কুবরার মরদেহ উদ্ধারের পর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।

সূত্র: কালবেলা




ঝিনাইদহে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা দুই দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে । আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।

সকাল ১১ থেকে বেলা ১২ টা পর্যন্ত চলা এই কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

সেসময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু তৈয়েব জহুরুল আলম, এজিএম হাবিবুর রহমান, মাহবুব আলম, জুনিয়ার প্রকৌশলী রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য অবসান করার দাবী জানান। সেই সাথে সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করার দাবীও জানান।




কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এ প্রতিপাদ্যে কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। আজ  সোমবার দুপুরে স্থানীয় জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা ও ছাত্রীদের মাঝে ন্যাপকিনসহ লেখাপড়া সামগ্রী বিতরন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উছেন মে, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, একাডেমিক কর্মকর্তা ফারুক হোসেন ও জালাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম আর সঞ্চালনায় ছিলেন, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা কণ্যা শিশু দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে অতিথিবৃন্দরা ছাত্রীদের মাঝে ন্যাপকিন ও পড়া লেখার সামগ্রী বিতরন করেন।




আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটির ডিজিটাল কমিউনিকেশনস বিভাগ সিনিয়র অফিসার পদে ঢাকায় জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের নাম : সেভ দ্য চিলড্রেন

পদের নাম : সিনিয়র অফিসার পদসংখ্যা : নির্ধারিত নয় অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর

বয়সসীমা : উল্লেখ নেই

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৪

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ সময় : ০৫ অক্টোবর ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, রিপোর্টিং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং গ্রাফিক ডিজাইনে কাজের দক্ষতা। ইংরেজি এবং বাংলায় যোগাযোগ দক্ষতা। অন্যান্য সুবিধা : সংস্থার নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে নঈম উদ্দিন ওরফে সেন্টু নামের এক ইউপি চেয়ারম্যানকে নিজ পরিষদে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদে (ইউপি) এই ঘটনা ঘটে।

নিহত ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন ওরফে সেন্টু দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো সকালে ইউনিয়ন পরিষদের কর্যালয়ের নিজ কক্ষে বসে কাজ করছিলেন চেয়ারম্যান নঈম উদ্দিন। বেলা পৌনে ১২টার দিকে চেয়ারের পেছনে থাকা জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে কয়েক রাউন্ড গুলি করে। গুলির শব্দে স্থানীয়রা ছুটে গেলে তাদেরকেও লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর স্থানীয়রা চেয়ারম্যানের কক্ষে তালা মেরে রাখে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চেয়ারম্যানের লোকজন ইউনিয়ন পরিষদে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশকে ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং তা নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এখনো মরদেহটি উদ্ধার করতে পারেনি পুলিশ। পড়ে আছে ইউনিয়ন পরিষদ কার্যালয়েই।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, বিএনপির রাজনীতি করলেও রাজনীতিতে তিনি নিস্ক্রিয় ছিলেন। আওয়ামী লীগ নেতাদের সাথে হাত মিলিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে তার স্বাক্ষাৎ ছিল।

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু এক সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। দীর্ঘদিন তিনি নিরপেক্ষ ছিলেন। রাজনীতির সাথে জড়িত ছিলেন না।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, চেয়ারম্যান নিজ কক্ষের চেয়ারেই বসে ছিলেন। তাকে পেছন থেকে জানালা দিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।




ফ্রিজ দ্রুত নষ্ট হয় যেসব ভুলের কারণে

আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে যে যন্ত্রগুলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো ফ্রিজ। বাসায় ফ্রিজ থাকা মানে অনেক ধরনের উপকার পাওয়া। বিশেষ করে সবজি, ফলমূল ও খাবার অপচয় রোধ করতে ফ্রিজের কোনো বিকল্প নেই। তাই এখন প্রায় প্রতিটা বাসাতেই ফ্রিজ রয়েছে। কিন্তু আপনি কি জানেন, আপনারই কিছু ভুলে শখের ফ্রিজটির আয়ু কমতে থাকে? আপাতদৃষ্টিতে সেগুলো সাধারণ মনে হলেও আসলে তা ক্ষতিকর। চলুন জেনে নেওয়া যাক-

যেসব ভুলের কারণে ফ্রিজ দ্রুত নষ্ট হয় :

১. অতিরিক্ত খাবার রাখা:

আমরা সচরাচর ফ্রিজে অবশিষ্ট খাবার ও ফলমূল তুলে রাখা আমাদের প্রতিদিনের অভ্যাস। আবার অনেক সময় দেনিক বাজার করার ভয়ে কিন্তু খেয়াল রাখা দরকার তা যেন ফ্রিজটির জন্য অতিরিক্ত না হয়। যখনই আপনি অতিরিক্ত খাবার রাখেন, তখন ফ্রিজের ভিতরে বাতাস সঠিকভাবে সঞ্চালন করতে পারে না এবং ফ্রিজ সবকিছু ঠান্ডা রাখার জন্য অতিরিক্ত কাজ করে। এটি কেবল ফ্রিজের তাপমাত্রাকেই বিশৃঙ্খলা করে না বরং কম্প্রেসারকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে। সুতরাং, আপনি ভাবতে পারেন যে আপনি খাবার সঞ্চয় করছেন কিন্তু এতে ফ্রিজের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে।

২. কয়েলের যত্ন না নেওয়া:

ফ্রিজ ভাল রাখতে হলে মাঝেমধ্যে যন্ত্রটির পিছন দিকে একেবারে নীচের দিকে থাকা কন্ডেনসর কয়েলটি পরিষ্কার করা প্রয়োজন। ঘর, হেঁশেল কিংবা খাবার ঘরের মধ্যে বা বাড়ির অন্যত্র থাকা এই যন্ত্রটির কয়েলে ধুলো-ময়লা-তেল জমতে থাকে। আর এই কারণেই ফ্রিজ ঠান্ডা হতে সময় লাগে। অন্তত ছ’মাসে এক বার কয়েল ব্রাশ বা ভ্যাকিউম ক্লিনার দিয়ে কয়েল পরিষ্কার করে নিতে পারেন।

৩. ভুল তাপমাত্রা সেট করা:

আপনি যদি পানীয় ঠান্ডা রাখার জন্য তাপমাত্রা হ্রাস করেন তবে বিরতি দিতে চাইতে পারেন।ফ্রিজকে খুব ঠান্ডা করে রাখলে শুধু শক্তি নষ্ট হয় না বরং কম্প্রেসারকে ওভারটাইম কাজ করতে বাধ্য করে। ফ্রিজের জন্য আদর্শ তাপমাত্রা হলো ৩-৫ ডিগ্রি সেলসিয়াস। আপনি যদি এটি কমিয়ে আনেন তবে ফ্রিজের জন্য অপ্রয়োজনীয় চাপ তৈরি হবে।

৪. ফ্রিজের সিলের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে না

আপনি কি কখনও লক্ষ্য করেছেন যে আপনার ফ্রিজের দরজার ছোট ফাঁকগুলি সঠিকভাবে বন্ধ হয় কি না? দরজার চারপাশে রাবার সিল রয়েছে যাতে যন্ত্রটিতে শীতল বাতাস অটুট থাকে। যখন সেগুলো নোংরা বা জীর্ণ হয়ে যায়, তখন ফ্রিজ শীতল বাতাস হারিয়ে ফেলে এবং তাপমাত্রা বজায় রাখতে তাকে দ্বিগুণ কঠোর পরিশ্রম করতে হয়। এগুলো নিয়মিত পরিষ্কার করুন বা যদি অস্বাভাবিক কিছু দেখতে পান তবে সেগুলো প্রতিস্থাপন করুন।

৫. দরজা খোলা রাখা:

অনেকেই গরমের মধ্যে রান্নাঘর থেকে এসে প্রয়োজনীয় জিনিস বের করে ফ্রিজের সামনে শীতল পরিবেশে দাড়ায়। ফ্রিজ শীতল কিন্তু অতিরিক্ত কয়েক সেকেন্ডের জন্য দরজা খোলা রাখলে পুনরায় ঠান্ডা করতে ফ্রিজকে কঠিন পরিশ্রম করতে হয়। যখনই আপনি দরজা খোলা রেখে যান তখনই উষ্ণ বাতাস ছুটে আসে এবং আপনার ফ্রিজের ভেতরে খাবার ঠান্ডা রাখার জন্য কঠোর লড়াই করতে হয়। তাই ফ্রিজ যতটা সম্ভব কম সময় খোলা রাখবেন।

সূত্র: কালবেলা




মেহেরপুরে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

দুই দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির এ কর্মসূচী পালিত হয়।

সকাল সাড়ে ১১ থেকে বেলা ১২ টা পর্যন্ত চলা এই কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

পল্লী বিদ্যুৎ এজিএম সদস্য মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন,পল্লী বিদ্যুৎ ডিজিএম (কারিগরী) শ্যামল মল্লিক,পল্লী বিদ্যুৎ বামুদী জেনারেল অফিস জুনিয়ার ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, পল্লী বিদ্যুৎ লাইন টেকনিশিয়াল মোঃ রাহাজুল ইসলাম, লাইনম্যান (গ্রেট ২) মোঃ রাজিব আহমেদ, মিটার রিডার ম্যাসেঞ্জার মোঃ সাজন মোল্লা প্রমুখ।

এই সময় বক্তারা, গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য অবসান করার দাবী জানান। সেই সাথে সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করার দাবীও জানান।




সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ফাইনাল মহারণ আজ

শুধু সিনিয়রদের মধ্যেই নয়, বয়সভিত্তিক ফুটবলেও বাংলাদেশ-ভারত সব সময় বাড়তি আকর্ষণ থাকে। আজ আবার সেই আকর্ষণ দেখা যাবে। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল ফাইনাল বাংলাদেশ-ভারত মুখোমুখি হতে যাচ্ছে। ভুটানের থিম্পুতে সন্ধ্যা ৬টায় ফাইনাল শুরু হবে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১-০ গোলে। দুর্ভাগ্যজনকভাবে খেলার শেষ বাঁশির আগে ভুলে গোল হজম করে হেরে যায় বাংলাদেশ। দুই দেশই আজ ফাইনাল খেলছে।

বয়সভিত্তিক ফুটবলে ট্রফি জয়ের পুরো দখলদারিত্ব ভারতের। এ পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ দুইবার। সাফের দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এখনো ট্রফির দেখা পায়নি। সাত দেশের মধ্যে পাকিস্তানও একবার চ্যাম্পিয়ন হয়ে গেছে, ২০১১ সালে। সেই পাকিস্তান এবার ভুটানে গিয়ে বাংলাদেশের বিপক্ষে টাইব্রেকিংয়ে হেরে যায়। শনিবার রাতে বাংলাদেশ-পাকিস্তান দুর্দান্ত লড়াই হয়েছিল। ২-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ ২ গোল শোধ করে টাইব্রেকিংয়ের পর সাডেন ডেথে জিতে আজকে ফাইনাল খেলছে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়টা তাদের টেন্টে রোমাঞ্চ এনে দিয়েছে। বাড়তি উত্তেজনা এনে দিয়েছে। ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রেরণা দিচ্ছে। পরিসংখ্যান বলছে, দুই দলের লড়াইয়ে ভারতের পাল্লা ভারী। ২০১৫ সালে প্রথম বার সাফ আয়োজন করে বয়সভিত্তিক ফুটবল। সিলেটে অনুষ্ঠিত খেলায় গ্রুপ পর্বে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে। ফাইনালে গিয়ে টানটান উত্তেজনার ম্যাচে টাইব্রেকিংয়ে জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০১৭ সালে নেপালে অনূর্ধ্ব-১৫ ফুটবলে ট্রফি পায়নি বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিশোধ নেয় ভারত। ৪-২ গোলে হারায় বাংলাদেশকে।

পরের বছর আবার নেপালে একই টুর্নামেন্টে সেমিফাইনালে ভারতকে টাইব্রেকিংয়ে হারিয়ে ফাইনালে পাকিস্তানকেও টাইব্রেকিংয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০১৯ সালে ভারতে হওয়া অনূর্ধ্ব-১৫ সাফে প্রতিশোধ নেয় ভারত। সেমিফাইনালে ভারত ৪-০ গোলে হারায় বাংলাদেশকে। ২০২২ সালে অনূর্ধ্ব-১৭ সাফে সেমিফাইনালে ভারত ২-১ গোলে হারায় বাংলাদেশকে। গত বছর ভুটানের এই মাঠেই অনূর্ধ্ব-১৬ সাফের গ্রুপ পর্বে ভারত ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। ফাইনালেও মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। ফাইনালে ২-০ গোলে বাংলাদেশকে হারিয়ে বয়সভিত্তিক ফুটবল পঞ্চম বার ট্রফি জয় করে ভারত।

আজকে বাংলাদেশের সামনে অনেক হিসাব-নিকাষ কাজ করছে। ‘আমরা জানি, এখন আমাদেরকে কী করতে হবে। আমরা ফাইনালের জন্য প্রস্তুত। কারণ জানি ভারত অনেক শক্তিশালী দল। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে এসেছি-বললেন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটু। তিনি বলেন, ‘এক বার ভারতের বিপক্ষে খেলে হেরেছি, (১-০)। এটা আমাদের জন্য বড় অভিজ্ঞতা। সেবার হারলেও আগের চেয়েও এখন ভালো পারফরম্যান্স করা উচিত। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমাদের ছেলেরা আত্মবিশ্বাস পাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে জয়টা আত্মবিশ্বাস এনে দিয়েছে।’ কোচের দুশ্চিন্তা হচ্ছে, ফিনিশারদের ব্যর্থতা। অন্যান্য খেলায় অনেক সুযোগ নষ্ট করেছে। কোচ টিটু বলেন, ‘আজকে ফাইনালে সুযোগ আসবে হাতে গোনা, সেগুলো কাজে লাগাতে পারলে ফল আসতে পারে।’

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়ার কুমারখালীতে রশিদিয়া দরবার শরিফে আগুন ও ভাঙচুর

কুষ্টিয়ার কুমারখালীতে রশিদিয়া দরবার শরিফে হামলার ঘটনা ঘটেছে। এতে করে ভাঙচুরের পর ওই দরবার শরিফে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, চরসাদিপুর কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজের পর ১৫-২০ জন নানা বয়সী মানুষ একত্রিত হন। দরবার শরিফে মাদক সেবন ও গান বাজনা হয় এমন দাবি করেন তারা। লাঠিসোঁটা নিয়ে ওই দরবার শরিফ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাবেক এক চেয়ারম্যান ও স্থানীয় এক মাদ্রাসা শিক্ষকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।

দরবার শরিফের পরিচালক জিল্লুর রহমানের ছেলে রাসেল বলেন, ‘প্রায় ১৫ বছর আগে এই খানকার শরিফ প্রতিষ্ঠা হয়েছে। দেখাশোনার দায়িত্বে আমার বাবা রয়েছেন। গ্রামের অনেকেই একত্র হয়ে এই খানকার শরিফে দোয়া মাহফিল ও গান বাজনার আয়োজন করে। তাছাড়া প্রতিবছর ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো আজও ওরস মাহফিল ছিল। রাতে দোয়া মাহফিলের মোনাজাত চলছিল। এ সময় হঠাৎ ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা নিয়ে দরবার শরিফে হামলা চালিয়ে দরবারের চারচালা ঘরটি ভেঙে আগুন ধরিয়ে দেয়। ভয়ে আমি, বাবাসহ উপস্থিত ভক্তরা পালিয়ে যায়। তবে কাউকে আঘাত করা হয়নি।’

রাসেল আরও বলেন, ‘এর আগে স্থানীয় মসজিদে এশার নামাজ শেষ করে হামলাকারীরা একত্র হন। এই হামলায় সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ইন্ধন রয়েছে। তাকে ঘটনাস্থলে দেখেছি। খানকার শরিফে কোনো মাদকসেবন হয় না। এছাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর ওরসে গান বাজনার আয়োজনও ছিল না।’

নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে কথা বলতে রাজি হননি দরবার শরিফের পরিচালক জিল্লুর রহমান।

এদিকে অভিযোগ অস্বীকার করে চর সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, দরবার শরিফের নামে সেখানে মাদকের আড্ডা চলে। সে জন্য স্থানীয় ছেলেপেলে তা ভেঙে দিয়েছে।

চর সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ বলেন, ‘এ ঘটনায় আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ‘হামলা ও ভাঙচুরের ঘটনাটি আমি জেনেছি। তবে অগ্নিসংযোগের বিষয়টি জানা নেই। চর সাদিপুর দুর্গম এলাকা হওয়ায় এখন ঘটনাস্থলে যাওয়া সম্ভব নয়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’