মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরে ডিবি পুলিশ মাদকবিরোধী এক বিশেষ অভিযানে সদর উপজেলার রাজাপুর গ্রাম থেকে ফেনসিডিলসহ সুমন আলী (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত সুমন আলী মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। আজ রোববার (২৪ ডিসেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে সুত্রে জানা গেছে, ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র ইন্সেপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে অংশ নেয়। এসময় রাজাপুর গ্রামের ইটভাটার সামনে থেকে ‍সুমনকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হয় অভিযানে অংশ নেওয়া দলটি। সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাদার পূর্বক মেহেরপুর সদর থানায় সোপর্দ করেছে ডিবি।

অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান একটি প্রেস রিলিজের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




চুয়াডাঙ্গা সদর উপজেলায় সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুনের পথসভা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেছেন।

গতকাল শনিবার বিকাল থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হায়দার পুর, ডিঙ্গেদহ, নিমতলা, কুষডাঙ্গা,বুষতলা, পিরোজখালী, সুবদিয়া, খেজুরা, বেলেকান্দি, নফরকান্দি, পাঁচমাইল বাজার, ধুরুরহাট সহ সদর উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেন তিনি।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া সোনার বাংলাদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের গ্রাম থেকে শহর সকল পর্যায়ে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা যদি অব্যাহত রাখতে হয় তাহলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো শেখ হাসিনা ও নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, পদ্মবিলা ইউনিয়নের সভাপতি খাঁজা শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক আমজেদ, পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম মন্ডল, হায়দার পুরের সাবেক মেম্বার শহিদুল ইসলাম বিশ্বাস, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি বনফুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, সাবেক মেম্বার ফয়জুল হক, আওয়ামী নেতা মিরাজুল ইসলাম, আব্বাস আলী, বায়েজিদ জোয়ার্দার, ইদ্রিস আলী, যুবলীগ নেতা রুবেল, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আমান, ফাহাদ, ইসরাফিল, নয়ন, তাফসির, রাশিদুল, মজিবুল, নাইম, আসিফ, রাব্বি, সাধন, শিশির, শাকিল, সোহাগ, আকাশ সহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগের নেতাকর্মী।




চুয়াডাঙ্গার গড়াইটুপিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযনে মহিলাসহ গ্রেফতার ৪

চুয়াডাঙ্গার গড়াইটুপিতে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মাদক বিরোধী অভিযান চালিয়ে মহিলাসহ ৪জনকে গ্রেফতার করেছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায় গড়াইটুপি মেলার মাঠ পাড়ায়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ পরিদর্শক আকবার হোসেনের নেতৃত্বে গড়াইটুপি আঃ রশিদের বাড়ি অভিযান চালায়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বসত ঘর থেকে ১ কেজি গাঁজাসহ জোসনা খাতুন (৩৫) আটক করে। এ ঘটনায় দর্শনা থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করেন। পরে সকাল ১১ টার দিকে একই পাড়ায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম ও ৪০ গ্রাম গাঁজাসহ আলা ভৃইয়া (৫০) ও হারুন মন্ডল (৫৫)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ২ জন গড়াইটুপি মেলা মাঠ পাড়ার আলী হোসেন ও আয়ুব মন্ডলের ছেলে। পরে তার বিজ্ঞ এক্সকিউিটিভ ম্যাজিস্ট্রেট সহাকরী ভৃমি মোঃসাজ্জাদ হোসেন ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরন করেন। অপরদিকে শনিবার বেলা ৩ টার দিকে তিতুদহ ইউনিয়নের গবরগাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ শহিদুল ইসলামকে (৪৫) আটক করে। আটককৃত শহিদুল গবরগাড়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে। এ ঘটনায় দর্শনা থানায় মাদক আইনে মামলা হয়েছে।




ইনু যেন নৌকা থেকে পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন –প্রধানমন্ত্রী

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নৌকা থেকে যেন পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে বললেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

কুষ্টিয়ার নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি, ‘আমাদের ইনু ভাইও নৌকায় চড়েছেন। নৌকা যেন দোল খেয়ে পড়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন আপনারা।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কুষ্টিয়ায়সহ ছয় জেলার জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল, জামায়াত যুদ্ধাপরাধীদের দল। এদের হাতে দেশ নিরাপদ নয়। এদের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখতে হবে। তাহলে দেশের উন্নয়ন হবে। দেশের জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না। নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আগুন সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের সমুচীন জবাব দিতে চাই।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে সকল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।

কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভার্চুয়াল জনসভায় যোগ দেন। কুষ্টিয়া ছাড়াও ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোণা, বরগুনা ও রাঙ্গামাটি জেলার সাথে যুক্ত হয়ে জনসভায় বক্তব্য দেন তিনি।

জেলা আওয়ামাীলীগ আয়োজিত এই জনসভায় জনসভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া-১ আসনের সাংসদ আকম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও বাংলাদেশ যুব লীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাব জর্জ ও জোটের শরীক জাসদ সভাপতি কুষ্টিয়া-২ আসনের সাংসদ হাসানুল হক ইনুসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, কুষ্টিয়ায় যে উন্নয়ন আপনি দিয়েছেন, এবং হানিফ সাহেব তা বাস্তবায়ন করেছেন তা সত্যি দেশ স্বাধীনের পর আর কেউ দেয়নি। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, বাইপাস সড়ক, শেখ রাসেল সেতু, শেখ কামাল ষ্টেডিয়াম, সুইমিংপুলসহ অসংখ্য দৃশ্যশান উন্নয়নের সারথী হয়েছেন।

তিনি আরও বলেন, কুষ্টিয়ার নেতৃবৃন্দ অত্যন্ত সুসংগঠিত হওয়ার কারনের এ পর্যন্ত আগুন সন্ত্রাস হয়নি কুষ্টিয়ায়। আমাদের নেতা হানিফ সাহেবের নেতৃত্বে সন্ত্রীাস কবলিত এই কুষ্টিয়া জেলা এখন অনেকটাই ভালো।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী বলেন, এই কুষ্টিয়ায় এখন সুবাতাস বইছে। একটা সময় সন্ত্রাসীদের ভয়ে রাতের ঘুম হারাম হয়েছিল। সন্ত্রাসকবলিত এই এই জনপদের মানুষ আগের চেয়ে অনেক শান্তিতে আছে। সন্ত্রাসীদের অভয়ারণ্যকে বর্তমানে সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে সবাই বসবাস করার এই ব্যবস্থা বর্তমান সরকার নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, কুষ্টিয়ায় যে চারটি আসনে নৌকা প্রার্থী হয়েছে এই নৌকার প্রাথীদের বিজয়ী করতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাথে ভার্চুয়াল মিটিংয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অনুরোধে লালন সংগীত পরিবেশন করেন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি বরিকুল ইসলাম বাঁধন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসময় সংশ্লিষ্ট সকল উপজেলা, থানা, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র ঈগল প্রতিকের প্রার্থীর কর্মীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার বিকেলে উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট প্রাঙ্গণে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে গতকাল শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে উপজলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এ অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় স্বতন্ত্র প্রার্থী দিলীপকুমার আগরওয়ালার একই ইউনিয়নে দুটি নির্বাচনি অফিস, আলোকসজ্জা ও তোড়ন নির্মাণের অভিযোগ পাওয়া যায়। এতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে এ প্রার্থীর এক দায়িত্বরত কর্মীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক নির্বাচনি অফিস বন্ধ করে আলোকসজ্জা ও তোড়ন অপসারণ করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচনে সকল প্রার্থীকেই আইন মেনে চলতে হবে। নির্বাচন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।




জীবননগরে নৌকার পক্ষে নিবাচনী গনসংযোগ

জীবননগরে নৌকার পক্ষে নিবাচনী গনসংযোগ ও লিফলেট বিতারণ করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর এমপির ছেলে মুনতাসির আজগার আকাশ।

গতকাল শনিবার সন্ধার সময় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে এ গনসংযোগ ও লিফলেট বিতারণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসূল সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল, মনোহরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৬নং ইউপি সদস্য আদিলুল করিম, মনোহরপুর ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য চ্যামেলী, সাবেক উথলী ইউপি সদস্য খলিলুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কুড়োন, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান সাধারণ সম্পাদক শাহাজান আলী, মহিলা ইউপি সদস্য জাহিমা খাতুন,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ফয়জুর রহমান খাঁন নয়ন, ইউনিয়ন যুবলীগের মনোহরপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আনিসুর রহমান শিমুল সাধারণ সম্পাদক শামিউল হক শামিম, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল হাসান আকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা, ঢাকা কলেজ ছাত্রলীগের বিভাসসহ এছাড়াও উপস্থিত ছিলেন সাজিবুল, হাসিব, হাসান, ইমন, শিলনসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




জীবননগর থানা যুবদলের সভাপতি ময়েনসহ আটক-২

জীবননগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জীবননগর থানা যুবদলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিনসহ দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম জাবীদ হাসানের নির্দেশে জীবননগর থানার এসআই(নি:) সিরাজুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত ১ টা ২০ মিনিটের সময় যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে নাশকতা মামলায় এজাহারনামীয় পলাতক আসামী গয়েশপুর গ্রামের মোঃ ইন্তাজ আলীর ছেলে সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জীবননগর থানা যুবদলের সভাপতি মোঃ ময়েন উদ্দিন ময়েনকে (৪৫) আটক করে পুলিশ ।

একই দিনে জীবননগর থানার এসআই(নি:)মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জীবননগর উপজেলার পেয়ারাতলা এলাকা থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করা অবস্থায় মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আলী হোসেনকে (৬২) আটক করে পুলিশ।

এ সময় ০৩ টি অবিস্ফোরিত ককটেল বোমা সাদৃশ্য বস্তু এবং পলাতক আসামীদের ফেলে যাওয়া ০৫ টি বাশের লাঠি, ০২ টি লোহার রড এবং ১০০ সিসি একটি মোটর সাইকেল আটক করা হয়।




দর্শনায় নৌকা প্রতীকের পক্ষে শ্যামপুর ও জয়নগর গ্রামে প্রচারনা সভা

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রচার ও প্রচারনা সভা।

গতকাল শনিবার সন্ধা ৬ টায় দর্শনা জয়নগর ও শ্যামপুর গ্রামের আমবাগানে নৌকা প্রতিকের পক্ষে প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজের আলীর সভাপত্বিতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু।

এ সময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই,আগামী নির্বাচনে বাড়ি বাড়ি ভোটাদের নিয়ে আসতে হবে।এবং এ সরকার যত উন্নয়ন করেছে মানুষের মাজে তুলে ধরতে হবে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার গঠনে সহায়তা করুন।

বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর আআওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, আওয়ামীলীগ নেতা, জাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক জাহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, ওয়ার্ড সভাপতি আরিফ হোসেন, কমিশনার বিল্লাল হোসেন, মহিলা কমিশনার সুরাতন নেছা।

দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোটর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, ছাত্রলীগনেতা প্রভাত প্রমুখ।




আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ঈগল প্রতীকের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গার মুন্সিগঞ্জে স্বতন্ত্র ঈগল প্রতীক প্রার্থী দিলীপকুমার আগরওয়ালার নির্বাচনি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ মদনবাবুর মোড় থেকে জেহালার হাসপাতাল মোড় পর্যন্ত নির্বাচনি ঈগল প্রতীকের মিছিল করেন নেতা-কর্মীরা। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মদনবাবুর মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় নেতা-কর্মীরা বলেন, দিলীপকুমার আগরওয়ালা এ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে ভোটের মাঠে যুদ্ধ করছে। আমরা তাকে বিজয় করার জন্য মাঠে লড়ে যাচ্ছি। ইনশাল্লাহ বিজয় নিশ্চিত হবে।

এসময় উপস্থিত ছিলেন দোবেন্দ্র নাথ দোবে বাবু লাল, হিরা লাল, নবুল, জনি মেম্বার, আরিফুর রহমান নয়ন, লিটন চৌধুরী, লাভলু চৌধুরী, বিমান, তিতুমীর, হাসিবুল মেম্বার, সুমন, বাবন, আলমগীর, শামীম, আজিজ, ইলা মেম্বার, তুষার, মামুন, শান্তি, আরিফ, বাবু, সোহেল, মাসুদ, মুক্তার, রহিম, মজনু, রকিবুল, আ:রহিম, জ্বালাল প্রমূখ।




দামুড়হুদায় বিএনপির লিফলেট বিতরণ

দামুড়হুদায় ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরি, দলীয় নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার বিকালে দামুড়হুদা শহরের বিভিন্ন এলাকায় দামুড়হুদা থানা বিএনপির উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, থানা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, যুগ্ন আহ্বায়ক সোহেল রানা, যুবদল নেতা আনিচুর রহমান, আমিনুল ইসলামসহ থানা বিএনপি, যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।