দর্শনায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় প্রান গেল শিশুর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজলার দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কে দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় আব্দুস সামাদ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু আব্দুস সামাদ প্রতাপপুর গ্রামের আহাদ আলীর ছেলে। এ দুর্ঘটনাটি ঘটছে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দর্শনা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এদিন দুপুরে সড়কের পাশে আব্দুস সামাদ খেলা করছিল। এ সময় সে সড়কের অপর পাশে যেতে গেলে কার্পাসডাঙ্গা থেকে ছেড়ে আসা যাত্রী বোঝায় ইজিবাইক চালক দ্রুতগতির ইজিবাইকটি দিয়ে তাকে ধাক্কা দিলে সে সড়কের ওপর ছিঁটকে পড়ে ঘটনাস্থলই নিহত হয়। পরে ইজিবাইকটি ও তার চালককে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে দর্শনা থানায় নেওয়া হয়। তবে নিহত শিশু সামাদের পরিবারের পক্ষ থেকে এ দুর্ঘনার বিষয়ে কোন মামলা না করায় ইজিবাইকসহ চালককে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।

গতকালই শিশু সামাদের লাশ স্থানীয় কবরস্থানে এশা বাদ বেদনা বিধুর পরিবেশে দাফন সম্পর্ন হয়েছে। তার অকাল মৃত্যতে ঐ এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।




আলমডাঙ্গায় ছেলুন জোয়ার্দ্দারের নৌকার সমর্থনে জাসদের মিছিল ও পথসভা

দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নৌকার সমর্থনে আলমডাঙ্গায় জাসদ মিছিল ও পথসভা করেছে।

গতকাল শনিবার বিকেলে পৌর এলাকার গোবিন্দপুর গ্রাম থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১’র মোড়ের স্বাধীনতা স্তম্ভ এলাকায় পথসভা করেন।

পথসভায় জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র এম.সবেদ আলী বলেন, আমরা ১৪ দলীয় জোটের শরিক দল। আমরা এই নির্বাচনে ছেলুন ভাইয়ের নৌকা প্রতিকের পক্ষে ভোট করছি। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাই আগামী ৭ জানুয়ারী ছেলুন ভাইকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়ী করতে হবে।

পথসভায় উপস্থিত ছিলেন জাসদ নেতা নজরুল ইসলাম, রশিদ আলী, ইকরামুল হক, আব্দুল আল মামুন, রাজ্জাক আলী, রবিন, রাজু, রিয়াজ, মুন্নাহ, তানজিম, হৃদয় প্রমূখ।




দামুড়হুদার হাউলী ইউনিয়নে ট্রাক মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন

৭ জানুয়ারী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী হাসেম রেজার (ট্রাক মার্কা) নির্বাচনী প্রচারণার হাউলী ইউনিয়ন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার রাত ৮ টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাঁঠালতলা নামক স্থানে ট্রাক মার্কার নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী হাসেম রেজা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে হাসেম রেজা বলেন, সকল ক্ষমতা জনগণের হাতে। তাই আপনারা যদি আমার ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব ইনশাল্লাহ। নির্বাচনের মাঠে আমার কোন নেতা কর্মীর গায়ে যদি কেউ হাত দেয় তাহলে সাথে সাথে তাকে প্রতিহত করা হবে। কোন সহিংসতা হলে আপনারা সাথে সাথে ৯৯৯ এ ফোন দেবেন। সব সময় পুলিশ আনসার সেনাবাহিনী আপনাদের পাশে আছে। জননেত্রী শেখ হাসিনা চান অংশগ্রহণমূলক নির্বাচন। এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কারোর ভোট কেউ দিতে পারবে না। তাই আপনারা ৭ জানুয়ারী সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমার ট্রাক মার্কায় ভোট দেয়ার উদার্ত আহবান জানাচ্ছি।

চুয়াডাঙ্গা-২ আসনে সরেজমিনে বিভিন্ন গ্রাম ও শহর ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য, জাতীয় দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু হাশেম রেজা ওরফে হাশেম রেজা (ট্রাক মার্কা) সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সারা ফেলেছেন। বিভিন্ন মিছিল মিটিং থেকে শুরু করে পথসভায় উপচে পড়া মানুষের ঢল দেখলে সহজেই বোঝা যায় চুয়াডাঙ্গা-২ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে ছুটে চলেছে। তারা দীর্ঘদিন মাঠে থাকা স্বতন্ত্র এমপি প্রার্থী হাশেম রেজার পক্ষে তাদের রায় দিতে পারেন। প্রতীক বরাদ্দের পর থেকে হাশেম রেজা একের পর এক চমক দেখিয়ে চলেছেন। তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে সাধারন ভোটারা আশাবাদী।

স্বতন্ত্র এমপি প্রার্থী হাসেম রেজার ট্রাক মার্কার হাউলী ইউনিয়ন নির্বাচনী কমিটির প্রধান উপদেষ্টা রেজাউল করিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, এ্যাড: আবু তালেব, হাউলী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো: হাসেম আলী, যুবলীগ নেতা আলাউদ্দিন, মালেক ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগ নেতা আনারুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের হাজার হাজার নেতাকর্মী বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




মেহেরপুরের আমদহ ইউনিয়নে প্রফেসর আব্দুল মান্নানের পথসভা

মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের পথসভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (ছোট), মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এম এ এস ইমন, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এ্যাড. আমজাদ আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নুর, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বল্টু, মেহেরপুর জেলা তাঁতীলিগের সভাপতি সুবাদ আলী, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানা, আমদহ ইউনিয়ন যুবলিগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, মেহেরপুর মহিলা পৌর আওয়ামী লীগের সভাপতি রেহেনা মান্নান, সপুরা খাতুন সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




কোটচাঁদপুরে বিএনপির লিফলেট বিতরণ

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরি, দলীয় নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফটের বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৩শে ডিসেম্বর) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির মিলন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা টিপু,সাংগঠনিক সম্পাদক (২) শাহাবুদ্দিন সাবু, থানা বিএনপির দপ্তর সম্পাদক শহীদুল ভুইয়া,পৌর বিএনপির প্রচার সম্পাদক কাজি মোস্তাক, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, পৌর কৃষক দলের আহ্বায়ক কৃষিবিদ ফিরোজ উদ্দিন মানিক ও সদস্য সচিব মিজান সরকার, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হুমায়ূন কবির হিরা, পৌর ছাত্র দলের সদস্য সচিব ফজলে রাব্বি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন টুটুল, রিয়াজ হোসেন বেনজামিন,নাহিদ হোসেন টিপু, দোড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সাবেক ইউপি সদস্য মহিদুল ইসলাম,যুবদল নেতা ইমরান,সোহান,ফয়সল,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইহাফ আল জাবির প্রমুখ, এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ নৌকায় ভোট দেবে

মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ডা. আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর বলেছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই মানুষ স্বাধীনতার ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দিতে গণ-সংযোগকালে তিনি এ কথা বলেন।

বামন্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি বামন্দি বাসস্টান্ডে সমবেত হন। এ সময় বাজারের দোকানী, ক্রেতা ও পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ কালে নাজমুল হক সাগরের সাথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইছার উদ্দিন, সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, কেন্দ্রীয় যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণ-সংযোগ শেষ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘গত ১৫ বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি শেখ হাসিনা দিয়েছেন তা অবশ্যই পূরণ হবে। এজন্য দরকার তার প্রতি আমাদের সকলের সমর্থন। এজন্যই উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং পিছিয়ে পড়া গাংনীকে এগিয়ে নিতে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে। ‌




নির্বাচন উন্মক্ত করে দিয়েছি জনগণ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হবেন- শেখ হাসিনা

ঝিনাইদহসহ ছয়টি জেলার সাথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভার্চুয়ালী জনসভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই ভার্চুয়ালী জনসভায় সংযুক্ত হন। এতে জননেত্রী শেখ হাসিনা ন্ত্রেকোনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরগুনা ও রাঙ্গামাটি জেলার সাথে আলাদা আলাদা ভাবে কথা বলেন।

সুচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর আমি ৬বছর দেশে ঢুকতে পারিনি আমি ১৯৮১ সালে রিফিউজি হিসেবে দেশে ঢুকেছি। দেশে এসে দেখি হাহাকার খাদ্যের অভাব, বিদুত্যের অভাব, সেশনজটসহ নানা সমস্যায় বাংলাদেশ নিমজ্জিত ছিল। আমরা ১৯৯৬সালে ক্ষমতায় আসারপর দেশের উন্নয়ন কাজে হাত দিই এর পর ২০০১সালে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করি। এরপর আবার উন্নয়ন থেমে যায়। ২০০৮ সালে আবার ক্ষমতায় এসে উন্নয়ন কাজে হাত দেই, বিএনপি দেশটাকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। বিএনপি জামায়াত আগুন সন্ত্রাস করেছে ভোটে না এসে তারা বিদেশের কাছে অভিযোগ নিয়ে ব্যস্ত আছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে এজন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাই যেন ভোট দিতে আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমি নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি জনগণ যাকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন এজন্য আপনাদের জনগণের কাছে ভোট চেতে যেতে হবে। এছাড়া তিনি বক্তব্য শেষে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

নেত্রকোনা এবং কুষ্টিয়া শেষে ঝিনাইদহের সাথে যুক্ত হন শেখ হাসিনা ঝিনাইদহ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন এই ঝিনাইদহ এক সময় সন্ত্রাসের জনপদ ছিল, ছিল জামায়াত বিএনপির ঘাটি ২০০৮ সালে ক্ষমতায় আসার পর আমরা বারবার এমপি নির্বাচিত করে দিয়েছি। বিএনপি’র সেই সন্ত্রাসীর গড়ফাদার মসিউর রহমান মৃত্যু বরণ করেণ। এখন আর ঝিনাইদহের বিএনপি জাময়াতের সেই ক্ষমতা নেই এখন ঝিনাইদহ আওয়ামী লীগের ঘাটিতে পরিনত হয়েছে। ঝিনাইদহ খাদ্যে সয়ংসম্পুর্ণ হয়েছে মাছ, ধান কলা ফুল ব্যাপক ভাবে উৎপাদন হয়। ফুল সংরক্ষণের জন্য একটি কোল্ডস্টোরেজ প্রয়োজন বলে দাবি করেন। এছাড়া ঝিনাইদহে রাস্তা ঘাট স্কুল কলেজের উন্নয়ন হয়েছে তারপরেও আমাদের প্রাণের দাবি ঝিনাইদহের সাথে রেল সংযোগ স্থাপন, শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরসহ বিভিন্ন উন্নয়নের দাবি তুলে ধরেণ।

তিনি আরও বলেন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক জনগোষ্টি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট উৎসব পালন করবে। সর্বশেষে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ঝিনাইদহ থেকে ৪টি আসনে নৌকার বিজয় হবে আশা প্রকাশ করেন।




মদপানে হারাবে মুখের সৌন্দর্য!

মদ পান শরীরের জন্য ভালো নয় এ কথা আমরা সবাই জানি। তামাকজাত পণ্য গ্রহণ, ধূমপান ও মদপান মানুষের জীবনে সবচেয়ে ক্ষতিকর ও বাজে অভ্যাস। এসব কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

মদ অ্যালকোহলযুক্ত এক ধরনের পানীয়। মদ অল্প পরিমাণে গ্রহণ করলে মনে উৎফুল্ল ভাব সৃষ্টি হয়, দুশ্চিন্তা কমে যায় এবং সামাজিকভাবে মেলামেশা করার ইচ্ছা বৃদ্ধি পায়। অন্যদিকে কেউ যদি মদ মাত্রাতিরিক্ত পরিমাণে গ্রহণ করে তাহলে তার নেশা হয়, মোহ বা মৌজ বা ঢুলুঢুলু ভাব ধরে এবং জ্ঞানও হারাতে পারে। বহুদিন ধরে মদপান করলে মদের অপব্যবহার ঘটে, শারীরিক নির্ভরশীলতা ও মদ্যপানে আসক্তি সৃষ্টি হয়।

মদপানে শারীরিক ক্ষতির সঙ্গে হারায় চেহারার জ্যোতি। ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এমনি তথ্য।

গবেষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ওপর। গবেষণায় শিক্ষার্থীদের মদ না খাওয়া অবস্থার ছবি ও মদ্যপ অবস্থার ছবি দিতে বলা হয়।

ছবিগুলো দেখে গবেষকরা জানিয়েছেন, মদ পান না করা অবস্থা থেকে এক গ্লাস মদ পান করার পরে শিক্ষার্থীদের দেখতে ভালো লাগছে ছবিগুলোতে। তবে এক গ্লাসের বেশি মদ পান করার পর তাদের আগের চেয়ে খারাপ লাগছে।

গবেষণা থেকে তারা একটি সিদ্ধান্তে উপনীত হন। তাদের মতে, এক গ্লাস মদ পান করার পরে চোখের মণি ও গাল হালকা মনে হয়। তবে এরপর আরেক গ্লাস মদ পান করলে পরিমাণ বাড়তে থাকলে সৌন্দর্য বাড়ার বদলে বরং কমে।

সূত্র: যুগান্তর




প্রভাস ও শাহরুখে টক্কর থামছেই না 

সিনেমা মুক্তির আগে অনেকেই বাজি ধরেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও জনপ্রিয় নির্মাতা রাজু হিরানির জুটির উপর। তবে একদিনের মধ্যেই খেলা ঘুরে গেল! ‘বাহুবলী’র পর লাগাতার ব্যর্থতায় জর্জরিত প্রভাস বছর শেষে মেগা দিয়ে সিনেমায় কামব্যাক করলেন। আগাম টিকিট বুকিং-এ আগেই শাহরুখের ‘ডাঙ্কি’কে হারিয়ে দিয়েছিল প্রভাসের ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’। এবার প্রথম দিনের কালেকশনে কিং খানের সিনেমাকে উড়িয়ে দিলেন প্রভাস।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে সরাসরি ক্ল্যাশ এড়াতে একদিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। কিন্তু ‘পাঠান’, ‘জওয়ান’-এর পথে হেঁটে বক্স অফিসে সুনামি আনতে ব্যর্থ এই সিনেমা।

বৃহস্পতিবার সারা দেশে ‘ডাঙ্কি’র কালেকশন মাত্র ৩০ কোটি টাকা, বিশ্ব বক্স অফিস মেলালে টাকার অঙ্কটা ৫৮ কোটি। ওদিকে কেবলমাত্র দেশের বক্স অফিসই মুক্তির দিন ‘সালার’-এর কালেকশন দাড়াবে ৯৫ কোটির আশেপাশে, বলছে বক্স অফিসের প্রাথমিক রিপোর্ট।

অন্যদিকে গ্লোবাল বক্স অফিসে ছবির গ্রস আয় হতে চলেছে ১৭৫ কোটি। অর্থাৎ প্রথমদিনের কালেকশনের বিচারে ‘ডাঙ্কি’র চেয়ে অনেকটাই এগিয়ে সালার।

‘সালার’ নিয়ে প্রভাস ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বৃহস্পতিবার মধ্যরাত (রাত ১২.২১ মিনিট) থেকে শুরু হয়েছে ‘সালার’-এর শো।

প্রভাসের পাশাপাশি সালার-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ এবং শ্রুতি হাসান। এছাড়াও রয়েছেন টিনু আনন্দ, শ্রিয়া রেড্ডি। কেজিএফ নির্মাতা প্রশান্ত নীলের সালার শুধু দর্শকই নয়, সমালোচকদের প্রশংসাও কুড়োচ্ছে।




মুজিবনগরে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুজিবনগরে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে।গড়ে ওঠে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন। গ্রামের সাধারণ জনগোষ্ঠীর নিজেদের টাকার সঞ্চয় দিয়ে তিল তিল করে গড়ে ওঠা মুজিবনগর উপজেলার সবথেকে বড় ক্রেডিট ইউনিয়ন গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন। এই ক্রেডিট ইউনিয়ন স্বচ্ছতার মাধ্যমে বিভিন্ন স্কিম এর আওতায় তাদের ৩৭৭০ জন সদস্যদেরকে সেবা দিয়ে যাচ্ছে।

সেই ক্রেডিট ইউনিয়ন গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৭ তম বার্ষিক সাধারণ সভা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে দশটার সময় গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর অফিস প্রাঙ্গনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার মাহফুজ আলম এর সঞ্চালনায়,সাধারণ সভায়, প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী। প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন ,মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দত্ত, মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম,দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) ,অঞ্চল ডিরেক্টর আরিফ হাসান, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, গোপালনগর কো-অপারেটিভ ইউনিয়নের সহ-সভাপতি সাফায়েত হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আবু নাঈম ডালিম, সদস্য ইনসান আলী ও আনিদুল ইসলামসহ গোপালনগর অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারী এবং গোপালনগর ক অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৩৭০ জন সদস্য ও সদস্যবৃন্দ।