দর্শনায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় প্রান গেল শিশুর
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজলার দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কে দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় আব্দুস সামাদ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু আব্দুস সামাদ প্রতাপপুর গ্রামের আহাদ আলীর ছেলে। এ দুর্ঘটনাটি ঘটছে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দর্শনা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এদিন দুপুরে সড়কের পাশে আব্দুস সামাদ খেলা করছিল। এ সময় সে সড়কের অপর পাশে যেতে গেলে কার্পাসডাঙ্গা থেকে ছেড়ে আসা যাত্রী বোঝায় ইজিবাইক চালক দ্রুতগতির ইজিবাইকটি দিয়ে তাকে ধাক্কা দিলে সে সড়কের ওপর ছিঁটকে পড়ে ঘটনাস্থলই নিহত হয়। পরে ইজিবাইকটি ও তার চালককে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে দর্শনা থানায় নেওয়া হয়। তবে নিহত শিশু সামাদের পরিবারের পক্ষ থেকে এ দুর্ঘনার বিষয়ে কোন মামলা না করায় ইজিবাইকসহ চালককে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
গতকালই শিশু সামাদের লাশ স্থানীয় কবরস্থানে এশা বাদ বেদনা বিধুর পরিবেশে দাফন সম্পর্ন হয়েছে। তার অকাল মৃত্যতে ঐ এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।