চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনে ৬ জন ও চুয়াডাঙ্গা-২ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন।আজ সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।
চুয়াডাঙ্গা-১ আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জােয়ার্দ্দার ছেলুন (নৌকা) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা পেয়েছেন (ঈগল) প্রতীক, জাতীয় পার্টি মনানীত প্রার্থী সোহরাব হোসেন এ্যাডভোকেট পেয়েছেন (লাঙ্গল) প্রতীক, ন্যাশনাল পিউপিলস পার্টি মনোনীত ইদ্রিস চৌধুরী পেয়েছেন (আম) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এম.এ. রাজ্জাক খান পেয়েছেন (ফ্রিজ) প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক নৌ কমান্ডার এম. শহিদুর রহমান পেয়েছেন (ট্র্যাক) প্রতীক।
চুয়াডাঙ্গা-২ আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগার (নৌকা) প্রতীক, জাতীয় পার্টি প্রার্থী রবিউল ইসলাম (লাঙ্গল) প্রতীক, ন্যাশনাল পিউপিলস পার্টি মনোনীত ইদ্রিস চৌধুরী পেয়েছেন (আম) প্রতীক, জাতীয় সমাজতা্িত্রক দল (ইনু) দেওয়ান মোহাম্মদ ইয়াছিন উল্লাহ পেয়েছেন (মশাল) প্রতীক, জাকের পার্টির আব্দুল লতিফ খান পেয়েছেন (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মোঃ নূর হাকিম পেয়েছেন (ঈগল) প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা পেয়েছেন (ট্রাক) প্রতীক।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৯ চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসন মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৮৭ জন ও মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৫৮৯ জন। মোট ভোট কেদ্রের সংখ্যা ১৮১টি।
৮০ চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্য পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোট কেদ্রের সংখ্যা ১৭৩টি।