মেহেরপুরে অসদাচরণের দায়ে শিক্ষক বহিষ্কৃত

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মো: রকিবুল ইসলাম কে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রকিবুল মেহেরপুর পৌর শহরের গোরস্থান পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

শনিবার ১৬ ডিসেম্বর তাকে বহিষ্কার করা হয়। জানা গেছে, বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত কর্মকর্তাদের সাথে অশালীন ও অসৌজন্যমূলক আচরন করায় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষক মো: রকিবুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

ইসলামিক ফাউণ্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার তাওহিদুল ইসলাম ও ফিল্ড অফিসার আবু রায়হানের স্বাক্ষরিত একটি চিঠিতে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।




মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় কর্তৃৃক মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের সময় মেহেরপুর জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এ জে এম সিরাজুম মূনীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন।

এসময় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার আবু রায়হান ও আলোচক হিসেবে জেলা মডেল মসজিদের ইমাম মুফতী মোঃ সাদিকুর রহমান বক্তব্য রাখেন।

আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা মোঃ আব্দুল হামিদ।

ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।




বিএফডিসিতে সংবর্ধনা পেলেন ফেরদৌস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিএফডিসিতে বাংলাদেশর চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় নিজের অনুভূতি জানিয়ে ফেরদৌস বলেন, আমাকে এই সম্মান জানানোর জন্য সত্যিই আমি আনন্দিত। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছি।

তিনি আরও বলেন, আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, আগামীতেও ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অভিননেত্রী অঞ্জনা, সুজাতা, নতুন, নিপুণ আক্তার, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, পরিচালক কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, শাহীন কবীর টুটুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সূত্র: ইত্তেফাক




পার্থ টেস্টে লিডের পাহাড় গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া

পার্থ টেস্টে চালকের আসনে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ৪৮৭ রানে অলআউট হয় অজিরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ২১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ৩০০ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পরও মাত্র ২৭১ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১৯৯ বলে ৬২ রান করে ওপেনার ইমামুল হক। এছাড়া ১২১ বলে ৪২ রান করেন আরেক পাক ওপেনার আব্দুল্লাহ শফিক। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লিওন নেন সর্বোচ্চ ৩টি উইকেট।

২১৬ রানের লিড পায় অস্ট্রেলিয়া। পাকিস্তানকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান বিদায়ী টেস্ট খেলতে নামা ওয়ার্নার।

এরপর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান মার্নাস লেবুশানে। দলীয় ৫ রানে ১৮ বলে ২ রান করে ফিরে যান তিনি। তার বিদায়ের পর ক্রিজে আসা স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওপেনার ওসমান খাজা।

পাক বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে সাবলীল ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার। এই দুই ব্যাটারের ব্যাটে আর কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া। খাজা ১০৬ বলে ৩৪ ও স্মিথ ৭২ বলে ৪৩ রানে অপরাজিত আছেন।

সূত্র: ইত্তেফাক




আমঝুপিতে মহান বিজয় দিবস উদযাপন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। আজ সকাল ৮টার সময় আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওমী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহাম্মেদ (চুন্নু), আমঝুপি ইউনিয়নের সভাপতি ও মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, আমঝুপি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত, আমঝুপি ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মোঃ মহাবুল হক, আমঝুপি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিনারুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ আসাদুল হক মন্টু ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল আলম টুটুল।

এর আগে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন ও সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুজ্জামান।

পরে সকাল ৮ টার সময় বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক ও কর্মচারী সহ আমঝুপি- চুয়াডাঙ্গা সড়কে একটি র‌্যালী বের করে র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল হাসান, মোঃ বছির আহম্মেদ, মোঃ রাফিউল ইসলাম, মোঃ আসাদুল হক, মোঃ হাবিবুর রহমান, মোঃ ফারাহ হোসেন লিটন, মোঃ আলহাজ্ব হোসেন, মোছাঃ সাহেদা বানু, মোছাঃ নার্গিস চৌধুরী, মোছাঃ শাহানাজ খাতুন।

এ ছাড়াও আমঝুপি বি,এ,ডি,সিতে জাতীয় পতাকা উত্তোলন করেন ডাল ও তৈল প্রকৃয়াজাত করন কেন্দ্রের উপ-পরিচালক মোঃ জিয়াউর রহমান ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক মোঃ আহাম্মদ আলী, সহাকারী প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জদোজা পরাগসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীরা।




মেহেরপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে বিজয় দিবস

মেহেরপুরে নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস। শনিবার (১৬ ই ডিসেম্বর) সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

মেহেরপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক শামীম হাসান জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়।

মহান স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ,জেল পুলিশ,ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি,বিএনসিসি সরকারি কলেজ, বিএনসিসি সরকারি মহিলা কলেজ,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহড়ায় অংশগ্রহণ করেন।

এ সময় জেলা প্রশাসক শামীম হাসান ও পুলিশ সুপার এস এম নাজমুল হক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরে তারা শান্তির প্রতীক পায়রা ওড়ান এবং জেলা প্রশাসক মেহেরপুর বাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। পরে সেখানে মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় স্থানীয় সরকার উপ-পরিচালক শামীম হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল-জান্নাহ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদির মিয়া,সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোঃ রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক শামীম হাসান।

আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার এস এম নাজমুল হক। এসময় স্থানীয় সরকার উপ-পরিচালক শামীম হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল-জান্নাহ,সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন, মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে একে একে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সিভিল সার্জন অফিস,সরকারী মহিলা কলেজ,জেলার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।




মেহেরপুরে জেলা আওয়ামী লীগের বিজয় দিবস পালন

মেহেরপুরে বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

শনিবার সকালে  জেলা আওয়ামী লীগের উদ্যোগে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শহীদ স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পণের সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন, পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাইম বাইজিদ, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, মেহেরপুর জেলা ইয়াং বাংলা ফিউচার লিডার্সের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলীসহ মেহেরপুর জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুর পৌরসভার উদ্যোগে বিজয় দিবস পালন

মেহেরপুরে বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

শনিবার সকালের মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, পৌরসভার প্রধান নির্বাহী অফিসার নিখাইল ইসলাম, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।




মেহেরপুরে জেলা যুবলীগের উদ্যোগে বিজয় দিবস পালন

মেহেরপুরে বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

শনিবার সকালের জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ মেহেরপুর জেলা যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।