কাথুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস পালন
গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনও শহীদ মিনারে পুষ্পঅর্পন করা হয়েছে। আজ শনিবার সকাল ৮ টার সময় কাথুলী ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন শেষে ইউনিয়ন পরিষদের সকল ইউপি মেম্বারদের কে সাথে নিয়ে কুতুবপুর স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে পুষ্পঅর্পন করেন।
পুষ্পঅর্পন শেষে কাথুলী ইউনিয়ন পরিষদের হলরুমে গন্যমান্য ব্যাক্তিবর্গ আওয়মীলীগের কর্মিবৃন্দদের নিয়ে বিজয় দিবস সম্পর্কে আলোচনা করেন।
আলোচনায় কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, ১৯৭১ সালে ১৬ ই ডিসেম্বর বঙ্গবন্ধুর সুদক্ষ নেতৃত্বে আমাদের এই স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনতা আমাদের বাঙালী জাতির রক্তের ও মা বোনদের ইজ্জত সমভ্রমের বিনিময়ে পেয়েছি।কাজেই আজকে যাদের জন্য আমরা স্বাধীন ভাবে কথা বলার সুযোগ পেয়েছি তাদের জন্য আমরা সকলে দোয়া করবো। এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মানে, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা এ প্রজন্মের যোদ্ধা হিসেবে কাজ করবো।
আলোচনা শেষে মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।