নাটকীয়তার পর শেষ ষোলোতে পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেশ কিছু সমীকরণ নিয়ে বরুসিয়া ডর্টুমন্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। জিতলেই শেষ ষোলর টিকিট নিশ্চিত। ড্র কিংবা হারলে তাকিয়ে থাকতে হবে নিউক্যাসল-এসি মিলান ম্যাচের ফলের দিকে। এমন সমীকরণ ছিল ফরাসি ক্লাবের সামনে। অনেক নাটকীয়তার পর ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পিএসজি।

বুধবার রাতে সিগনাল ইদুনা পার্কে স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামে পিএসজি। প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি পিএসজি। সুযোগ নষ্ট করে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতি থেকে ফিরেই গোল খেয়ে বসে ফরাসি ক্লাবটি। ডর্টমুন্ডের করিম আদেয়েমি গোল করে এগিয়ে নেন দলকে। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বাজতে শুরু করে পিএসজির। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়।

তবে ম্যাচের ৫৬ মিনিটের গোল করে পিএসজিকে সমতায় ফেরান ওয়ারেন জাইর এমেরি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ সমতায় থেকে শেষ হয় ম্যাচটি। অন্যদিকে নিউক্যাসল প্রথমার্ধে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করেছে। নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়েও পরের পর্বে যাওয়া হয়নি মিলানের।

শেষ পর্যন্ত পিএসজি ও মিলানের সমান ৮ পয়েন্ট ছিল। এমনকি মুখোমুখি লড়াইয়েও ছিল সমতা। তবে মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি, আর তাই শেষ ষোলো নিশ্চিত হয় ফরাসি ক্লাবটির।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল দশটার দিকে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।জেলা প্রশাসক মোঃ শামীম হাসান ও মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম,স্থানীয় সরকার উপ-পরিচালক শামীম হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুঃ তানভীর হাসান রুমান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ,মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম,বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক,জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির প্রমুখ উপস্থিত ছিলেন।




স্থাবর ও অস্থাবর কোন সম্পদ নেই মোখলেছুর রহমান মুকুলের

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। ইতোপূর্বে তিনি দুইবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও একবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এবং আরেকবার তার মনোনয়নপত্র বাতিল হয়েছিলো।

দ্বাদশ সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও মেহেরপুর জেলা প্রশাসক তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করলে আপিলের মাধ্যমে তিনি তার মনোনয়নের বৈধতা পান। তবে বর্তমানে তার কোন নগদ টাকা, ব্যাংক আমানত এবং স্থাবর ও অস্থাবর সম্পদ কিছুই নেই।

মেহেরপুর-২ (সংসদীয়-৭৪) আসনে মোখলেসুর রহমান মুকুল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী হয়ে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়নপত্র দাখিল করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার বার্ষিক আয়, স্থাবর ও অস্থাবর সম্পদের যে বিবরণী দেওয়া আছে তার সাথে একাদশ ও দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেওয়া তথ্যের বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে।
বর্তমানে হলফনামা অনুযায়ী মোখলেসুর রহমান মুকুলের পেশা ব্যবসা। ব্যবসা থেকে তার বার্ষিক আয় হয় ২ লাখ টাকা। এছাড়াও তিনি কৃষি খাত থেকে বছরে আয় করেন ১ লাখ ৫৫ হাজার টাকা।

তার কোন নগদ ও ব্যাংকে জমাকৃত টাকা নাই।কোন স্বর্ণালংকার নেই, এমন কি কোন গাড়ি ও নেই। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে মাত্র ৪৫ হাজার টাকার ইলেকট্রনিক্স সামগ্রী ও ৮০ হাজার টাকা সমমূল্যের আসবাবপত্র। এদিকেন আর তার স্ত্রীর খবর ও অস্থাবর সম্পদ এমনকি নগদ টাকা,স্বর্ণালংকার কিছুই নাই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জমা দেয়া হলফনামাতে ব্যবসা থেকে তার বার্ষিক আয় ছিল ১ লাখ ২৫ হাজার টাকা এবং কৃষি খাত থেকে তিনি বছরে উপার্জন করতেন ১ লাখ ৩০ হাজার টাকা। তার নিজের ছিল ৩৬ হাজার টাকা সমমূল্যে ৫ ভরি স্বর্ণ, ইলেকট্রনিক্স সামগ্রী ছিল ৪৫ হাজার টাকার ও আসবাবপত্র ছিল ৮০ হাজার টাকা সমমূল্যের।

সে সময় তার নগদ ২ লক্ষ টাকা ছিল এবং ব্যাংকে জমা ছিল ১ লাখ টাকা। এছাড়াও অন্যান্য খাত থেকে তিনি বছরে ১১ লাখ টাকা উপার্জন করতেন। অপরদিকে সে সময় তার স্ত্রী ছিল নগদ ১ লাখ টাকা, ৮০ হাজার টাকা সমান মূল্যের ২০ ভরি স্বর্ণালংকার, ৮০ হাজার টাকা সমাবুলের ইলেকট্রনিক্স সামগ্রী ও ৪০ হাজার টাকা সমান মূল্যের আসবাবপত্র।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মোখলেসুর রহমান মুকুলের স্থাবর সম্পদের মধ্যে তার ছিল নিজ নামে ২২ বিঘা কৃষি জমি ও যৌথ মালিকানায় ৩০ বিঘা কৃষি জমি, যৌথ মালিকান ১০ কাঠা অফিসে জমির উপরে বসত বাড়ি , উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি দালান, যৌথ মালিকানার একটি এপার্টমেন্ট এবং দুই বিঘা জমিতে খামার।




দামুড়হুদায় বুপ্রেনরফেইন ইনজেকশন সহ আটক ১

দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০পিচ বুপ্রেনরফেইন ইনজেকশন উদ্ধার সহ ১ জনকে আটক করেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে।

আটককৃত আসামি সজিব হোসেন (২৮), উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবিরের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই ইমরান হোসেন, এএসআই মোঃ মসলেম উদ্দিন, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা গ্রামস্থ জনৈক মালেক মিয়ার পদ্মা ব্রিকস এর সামনে কার্পাসডাঙ্গা হইতে সুবলপুরগামী পাকা রাস্তার উপর হইতে আসামী সজিব হোসেনকে ১০০ (একশত) পিচ বুপ্রেনরফেইন ইনজেকশন সহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




আলমডাঙ্গায় আল ইকরা ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আলমডাঙ্গা একাডেমি (আল-ইকরা ক্যাডেট একাডেমি) স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা একাডেমি স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক এ.এইচ.এম শামীমুজ্জামান।

এসময় প্রফেসর ডঃ মুহাম্মদ আব্দুস শহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমাজ সেবা অধিদফতরের সহকারী পরিচালক আবু তালেব, আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (একাডেমিক সুপার ভাইজার) ইমরুল হক, আলমডাঙ্গা একাডেমি স্কুলের বিদ্যোৎসাহী সদস্য লিয়াকত আলী লিপু মোল্লা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, পরিচালনা পরিষদের সহ-সভাপতি মনিরুজ্জামান, সদস্য আনোয়ারুল করিম, মাওলানা আশরাফুল আলম, মাওলানা আব্দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম, এ্যাডঃ রবকুল হোসেন, সাবেক সভাপতি ফকির মোহাম্মদ, সাবেক সদস্য আলী আকবর, আবুল কাশেম খাঁন, প্রধান শিক্ষক (অব) আবুল কাশেম, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়া একাডেমি স্কুলের শিক্ষার্থীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শেষে আলমডাঙ্গা একাডেমি (আল-ইকরা ক্যাডেট একাডেমি)র আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে আলমডাঙ্গা একাডেমির সকল শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ আঃ সাহিন শাহিদ। এছাড়া অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতা এবং পরিচালনার জন্য সকলের নিকট ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমি স্কুলের পরিচালক মুহাম্মদ আব্দুল হাই এবং অধ্যক্ষ মোঃ এনামুল হক। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




আলমডাঙ্গায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

আলমডাঙ্গায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২৩-২৪ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সংগ্রহ ও মনিটারিং কমিটির আয়োজনে গতকাল বুধবার সকাল ১১টায় খাদ্য গুদাম চত্বরে এ অভিযানের উদ্বোধন করা হয়।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন,উপজেলা ফুড অফিসার আব্দুল হামিদ,উপজেলা ভারপ্রাপ্ত গোডাউন কর্মকর্তা আব্দুল আলিম, মিল চাতাল মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন ক্যাপ জয়নাল, সিরাজ এগ্রো ফুডের স্বত্বাধীকারি পক্ষের আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উপজেলা খাদ্য অফিস সুত্র জানায় এবার ৪৪ টাকা দরে ৩৮০ মেট্রিক টন চাল ও ৩০ টাকা দরে ৬৩৬ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার।

উপজেলা কৃষি অফিস থেকে প্রকৃত কৃষকদের তালিকা দিলে সেই তালিকা মোতাবেক কৃষকদের কাছ ধান ক্রয় করা হবে। এছাড়া তালিকা ভুক্ত মিল চাতাল মালিকদের কাছ থেকে সরকারি দরে চাল ক্রয় করা হবে।




দর্শনায় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে মুক্তিযোদ্ধা সন্তান কমিটি গঠন

দর্শনায় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বিকাল চারটায় পার কৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তানদের আয়োজনে পরিষদের হল রুমে মুক্তিযোদ্ধা সন্তান সাব্বির হোসেন তোতার সভাপতিত্বে, সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম।

এ সময় তিনি বলেন এ ধরনের সংগঠন মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায়ের ও বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করি। এছাড়া সকল মুক্তিযোদ্ধা সন্তানরা এভাবে যদি একত্রিত হয়ে থাকে তাহলে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশে কোন ধরনের অরজগতা সৃষ্টি করার সাহস পাবে না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডর আহবায়ক কামাল উদ্দিন আহমেদ সান্টু আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার যুগ্ম আহবায়ক ইকবাল রেজা। পারকেষ্টপুর মদনা ইউনিয়নের শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা।

এসময় মুক্তিযুদ্ধা সন্তান জিয়াউর রহমান কে আহবায়ক, হাফিজুর রহমান ও মাসুদ রানা (লিকন) কে যুগ্ন আহবায়ক এবং জাহাঙ্গীর হোসেন সদস্য, নাছিমা খাতুন সদস্য, আব্দুল হালিম কে নির্বাহী সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।




ঝিনাইদহ ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৩ দিন ব্যাপী ৫৮তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকালে সমাপনী দিনে পুরুষ্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ী ক্যাডেটদের হাতে পুরুষ্কার তুলে দেন বাংলাদেশ সেনাবহিনীর ইঞ্চিনিয়ারিং ইন চিপ মেজর জেনারেল ইফতেখার আনিস।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এ্যাডজুটেন্ট মেজর মোঃ মাঈনুল হোসেন, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাইমেনুল ইসলাম মাহমুদ।

এছাড়া সমাপনী অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবক শিক্ষকমন্ডলী ও অতিথিগন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ক্যাডেটরা ৩৩টি ইভেন্টে অংশ গ্রহন করে বদর হাউজ চ্যাম্পিয়ান ও খায়বার হাউজ রানার্সআপ হয়।

প্রধান অতিথি মেজর জেনারেল ইফতেখার আনিস ক্যাডেটবৃন্দের লেখাপড়া শেষ করে দেশপ্রেম এবং সততার সাথে দেশ ও জাতির কল্যানে নিজেদেরকে আত্ননিয়োগ করতে আহ্বান জানান।




ঝিনাইদহে মরা ছাগলের মাংস বিক্রয়ের অভিযোগে এক জনকে কারাদন্ড

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ী এলাকায় মরা ছাগল জবাই করে মাংস বিক্রির অভিযোগে, একজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকাল ৫টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট এস এম নুরুন্নবী এ শাস্তি প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সদর উপজেলার নৈহাটি গ্রামের এনামুল মন্ডলের ছেলে সবুজ মন্ডল। সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোজ কুমার জানান, সদর উপজেলার গান্না হাট থেকে পাঁচটি মরা ছাগল অটোযোগে ডেফলবাড়ি গ্রামে নিয়ে এসে তা জবাই করে বিক্রির জন্য প্রস্তুত করছিল। পরে ঘটনাস্থলে জেলা গোয়েন্দা পুলিশের একটা দল তাদেরকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম নুরুন্নবী জানান, অভিযুক্ত ওই ছাগল ব্যবসায়ী নিজের দোষ স্বীকার করলে তাকে নগদ এক হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।




জীবননগরে নাশকতা মামলায় যুবদলের সদস্য আটক

জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযান নাশকতা মামলায় যুবদলের সদস্যকে আটক করা হয়েছে।

আজ বুধবার জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) এস.এম. জাবীদ হাসানের নিদেশে জীবননগর থানার এসআই(নি:) সিরাজুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলার উথলী গ্রামের মাঝের পাড়ার নিজাম উদ্দীনের ছেলে নাশকতা মামলায় এজাহারে সন্দিগ্ধ আসামী মোঃ ইমরান হোসেন (২৮) আটক করে ।

আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।