মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালো শিশু

অন্য শিশুদের সাথে খেলার সময় ইজিবাইকের ধাক্কায় এবার প্রান হারালো শাহিনা খাতুন নামের তিন বছর বয়সী এক শিশু।

নিহত শাহিনা খাতুন মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের শাহিনুজ্জামানের মেয়ে। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে সুবিদপুর গ্রামের এই ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে ঘটনার সময় শাহিনা খাতুন তার সমবয়সী খেলার সাথীদের নিয়ে রাস্তার পাশে খেলা করছিল। এসময় একই উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের ইজিবাইক চালক কামরুল ইসলাম তার ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় শাহিনাকে ধাক্কা মারে।

এতে শাহিনা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শ্যযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি সেখ কনি মিয়া বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শৈলকুপার খালফলিয়া মিলন মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপায় খালফলিয়া মিলন মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় কোন পত্রিকা, নোটিশ বোর্ড এবং এলাকায় মাইকিং না করে সভাপতির যোগসাজসে গোপনে তফসিল দিয়ে কমিটি গঠন করেছে বলে অভিযোগ করা হয়েছে।

এব্যাপারে স্থানীয় অভিভাবক ও প্রতিষ্ঠানের দাতা সদস্যরা এর প্রতিকার চেয়ে মাধ্যামক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর, জেলা প্রশাসক ঝিনাইদহ ও জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।

আবেদনের আলোকে তথ্য নিয়ে দেখা যায়, অভিবাভকদের কাছে গোপন রাখতে ঘোষিত তফসিল ঝিনাইদহ থেকে প্রকাশিত কোন পত্রিকায় না দিয়ে নিয়োম ভঙ্গ করে বাইরের পত্রিকায় দেয়ওয়া হয়েছে, তাছাড়া স্কুলের নোটিশ বোর্ড ও মাইকিং করে প্রচারের কথা থাকলেও তা করা হয়নি বলে জানা গেছে। স্থানীয়রা জানেননা কবে কখন কোথা থেকে মনোনয়ন ফরম কিনতে হবে এবং জমা দিতে হবে। এব্যাপারে যথেষ্ট প্রচার প্রচারণার কথা থাকলেও প্রধান শিক্ষককের পছন্দের ব্যক্তিকে সভাপতি বানাতে সব কিছু গোপন করা হয়েছে।

এক অভিভাবক সদস্য জানান, গত ২ ফেব্রুয়ারী সকালে অভিভাবকদের মিটিং এর চিঠি তাদের পছন্দের কিছু অভিভাবককে ১ফেব্রুয়ারী রাতে এবং ২ফেব্রুয়ারী সকালে পৌছানো হয়েছে। ফলে ২ফেব্রুয়ারী কয়েকজন অভিভাবক সদস্যের উপস্থিতিতে ৪জন অভিভাবক সদস্য এবং ২জন শিক্ষক প্রতিনিধি সদস্য মনোনিত করেছেন।

সভাপতি নির্বাচনের তারিখ ১৬ ফেব্রুয়ারী দেওয়া থাকলেও তা তড়িঘড়ি করে এগিয়ে নিয়ে সদস্যদের উপর প্রভাব খাটিয়ে ১১ ফেব্রুয়ারী উপজেলা শৈলকুপা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বসে জোর পূর্বক স্বাক্ষর করে গত কমিটির সভাপতি সোহেল আহম্মেদ পুনরায় সভাপতি নির্বাচিত হয়। ওই দিন তিনজন সদস্য উপস্থিত ছিলেন না ১৩ ফেব্রুয়ারী তাদের বাড়ির উপরে গিয়ে ভয়-ভীতি দেখিয়ে স্বাক্ষর করিয়ে নেয়।

এই সভাপতি বিধি বহির্ভূত ভাবে পর পর তিনবার সভাপতি হচ্ছে বলেও অভিযোগ আছে। এব্যাপারে অভিযোগকারী সাবেক ইউপি সদস্য বলাই বিশ্বাস বলেন, সম্পুর্ণ বে-আইনি ভাবে স্কুলের অভিভাবকদের না জানিয়ে সভাপতির ইচ্ছা মাফিক হেড মাস্টার পরিতোষ কুমার বিশ্বাস ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি এবং সভাপতি বানিয়েছেন। আমার বাবা স্কুলের জমি দাতা হয়েও আমাদের কাউকে দাতা সদস্য রাখা হয়নি। আমি দাতা সদস্য থাকতে চাইলে আমার নিকট থেকে ১লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাস বলেন, আমি নিয়োম মাফিক সব কিছু করার চেষ্টা করেছি কিন্তু কোন অভিভাবক সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মনোনয়ন ফরম কিনতে যায়নি এজন্য বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছে। প্রচার প্রচারণা নিয়ে প্রশ্ন করলে মাইকিং করার কোন প্রমান দেখাতে পারেননি তিনি। এবং কত তারিখের প্রত্রিকায় তফসিল দেওয়া হয়েছে তাও তিনি বলতে পারেন নি। স্কুলের শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখতে বিষয়টি তদন্ত স্বাপেক্ষে সুরাহার আবেদন জানান অভিভাবকরা।




ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের পিলার থেকে তার ছিঁড়ে নিহত ১: আহত ১

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা শহরের কলেজ বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানায়, বিকেলে শহরের কলেজ বাসস্ট্যান্ডে কাজ করছিলো উপজেলার ফতেপুর গ্রামের কাঠমিস্ত্রি খোকন সেন। এসময় ওজোপাডিকোর মেইন তার ছিড়ে তার গায়ের উপর পড়ে আগুন ধরে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের কিশোর তানজিল হোসেন।

মৃত খোকন সেন (৪৫) ফতেপুর ইউনিয়নের ফতেপুর মিস্ত্রী পাড়ার মৃত দুলাল মজুমদারের ছেলে। গুরুতর আহত মো. তানজিল হোসেন (১৪ ) মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত তানজিলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল কলেজ হাসপাতালে রেফার্ড করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।




দর্শনায় পশু চিকিৎসকে ২৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের আসাদুলের ছেলে পল্লীপ্রাণি চিকিৎসক সাইদুজ্জামান কে মোবাইল কোর্টে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সত্ত্বেও পল্লী প্রাণী চিকিৎসক হিসাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ ভেটেনারী কাউন্সিল আইন ২০১৯ এর ৩৮ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন মোবাইলের কোর্টের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার( ভূমি)সজল কুমার।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপী।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভেটেনারী সার্জন ডা:নাজমুল হাসান শাওন, কার্পাসডাঙ্গা লাইভস্টক সার্ভিস প্রোভাইটার বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।




আলমডাঙ্গায় টেকনিশিয়ান হয়ে চক্ষু চিকিৎসার দায়ে জরিমানা

আলমডাঙ্গায় এমবিবিএস চিকিৎসকের ভুয়া সিল ব্যবহার করে ভুয়া পরিচয় ও চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর-এরশাদপুর প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। যাঁকে জরিমানা করা হয়েছে, তাঁর নাম মনজুরুল ইসলাম (২৫)। তিনি ওই ক্যাম্পের চিকিৎসক হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর বাড়ি মাগুরা জেলার আলাইপুর গ্রামের বাসিন্দা।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস। এ সময় উপস্থিত ছিলেন হারদি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডা: হাদি জিয়াউদ্দীন আহমেদ ও থানা পুলিশের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

ইউএনও স্নিগ্ধা দাস বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে চক্ষু ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ওই ক্যাম্পের টেকনিশিয়ান হয়ে তিনি নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে চক্ষু চিকিৎসা করছিলেন। নিজের নাম-পরিচয় গোপন রেখে একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের নামের সিলও ব্যবহার করেন। চক্ষু চিকিৎসার বিষয়ে তাঁর ডিগ্রি না থাকার পরও নিজেকে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক পরিচয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ক্যাম্প বসিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযানে অভিযোগে সত্যতা পাওয়ায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




মেহেরপুরে এসএসসি ও সমমনা পরীক্ষায় অনুপস্থিত ৯৮

চলতি এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা প্রথমপত্রে মেহেরপুর জেলায় ৯৮ জন অনুপস্থিত ছিলো।

জেনারেল শাখায় জেলা তিনটি উপজেলার ১৩ টি পরীক্ষা কেন্দ্রে ৭১ জন, দাখিল পরীক্ষার ২টি কেন্দ্রে ১৯ জন ও এসএসসি (ভোকেশনাল) ৩টি পরীক্ষা কেন্দ্রে ৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৭ হাজার ৩২ জন নিয়মিত শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৯৬১ জন, দাখিল পরীক্ষায় ৫৫৮ জন, নিয়মিত শিক্ষার্থীর মধ্যে ৫৩৯ এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৯০৩ জন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ৮৯৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।




মিরসরাইয়ে পাহাড়ি ঝর্ণা থেকে পড়ে মেডিকেল শিক্ষার্থী আনাসের মৃত্যু

মিরসরাইয়ে পাহাড়ি ঝর্ণা থেকে পড়ে আল শাহরিয়ার আনাস নামের এক মেডিকেল কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খৈইয়াছড়া ঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খন্দকার আল শাহরিয়ার আনাস আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার বাসিন্দা খন্দকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। তাঁর পিতা বণিক সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। নিহত শাহরিয়ার আনাস রাজশাহীর ক্যাপ্টেন এম মুনছুর আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানাযায়, বন্ধুর আমন্ত্রণে মিরসরাইয়ে গত ১৪ ফেব্রুয়ারি গতকাল বুধবার তারা মেডিকেল কলেজ থেকে ৮ বন্ধু ঘুরতে যায়। তাঁর বন্ধুর কাকা নিতেন কুমারের বাড়িতে ওঠেন। আজ বৃহস্পতিবার দুপুরে খৈইয়াছড়া পাহাড়ি ঝর্না দেখতে যান। পর্যায়ক্রমে সবাই পাহাড়ের উপরে উঠলেও পা পিছলে শাহরিয়ার আনাস নিচে পড়ে যায়। এতে সে গুরুত্বর আহত হয়ে পানিতে ভাসতে থাকে। এক পর্যায়ে দুপুরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন দুঃখ ভরা কন্ঠে জানান, শাহরিয়ার আনাস মেডিকেল কলেজে ভর্তি হওয়ায় আমরা অনেক খুশি হয়েছিলাম। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে এমন মৃত্যু খুবই দুঃখজনক।

তিনি আরো বলেন, আনাসকে নিয়ে তার মা-বাবার অনেক স্বপ্ন ছিল। বাবা আব্দুল্লাহ আল মামুনের ইচ্ছা ছিল ছেলেকে চিকিৎসক বানাবেন। সেই সন্তানের এমন করুণ মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না মা-বাবা। ছেলে নেই এ কথা তারা ভাবতেই পারছেন না। দু’জনই এখন পাগলপ্রায়।

নিহতের পিতা আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল বুধবার ৮ বন্ধু পাহাড় ভ্রমণে যায়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর বন্ধুদের ফোনে জানতে পারি, আনাস আর বেঁচে নেই। স্বপ্ন ছিল, ছেলে চিকিৎসক হবে। স্বপ্ন রয়েই গেলো, ছেলে হারিয়ে গেলো।

এদিকে, ব্যবসায়ীক সংগঠন বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহকে তাঁর ছেলের অকাল মৃত্যুতে শোক সমাপ্তি জানাতে হাজির হন আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী মহল উপস্থিত হন।




দর্শনায় ডিবির অভিযানে ইয়াবাসহ রাঙ্গিয়ারপোতার সালাম আটক

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের হাতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালাম (৩৮) নামের এক ইয়াবা ব্যবসায়ী আটক হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ফ্রেব্রয়ারি) সকালে সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া এলাকা হতে তাকে আটক করা হয়।

আটককৃত সালাম দর্শনা উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝেরপাড়ার মৃত কবির হোসেনের ছেলে।

 চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার এসআই মুহিদ হাসান ও এএসআই মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আকন্দবাড়ীয়া গ্রামস্থ হাসানের চায়ের দোকানের সামনে দর্শনা-জীবননগরগামী আঞ্চলিক মহাসড়কের উপর হতে সালাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় আটককৃত সালামের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।




গাংনীতে নারীদের মাঝে মহিলা বিষয়ক অফিসের ঋণের চেক বিতরণ

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেছেন, সংসারের সচ্ছলতা ফেরাতে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে আসছেন। সরকার পিছিয়ে পড়া নারীদের ঋণসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এগিয়ে নিচ্ছে। সরকারের দেওয়া ঋণের টাকা সঠিক উপায়ে ব্যবহার করে আয় বৃদ্ধি করতে হবে।

গ্রামীণ মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এসব কথা বলেন।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাছিমা খাতুন।

গাংনী উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে এই উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন দরিদ্র নারীর মাঝে ৪ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এদের মধ্যে গরু পালনের জন্য দুই নারীকে গাভী পালনের জন্য পঞ্চাশ হাজার টাকা করে ও ১৩ জন নারীকে ক্ষুদ্র ব্যবসার জন্য ২৫ হাজার করে ঋণের চেক দেওয়া হয়েছে।

এ সময় গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম, বাংলানিউজের জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন, মানবজমিন প্রতিনিধি সাহাজুল সাজু উপস্থিত ছিলেন।




মেহেরপুরে দুই সাংবাদিকের উপর হামলা, জেলা প্রেস ক্লাবের ৭দিনের আল্টিমেটাম

মেহেরপুরের আমঝুপিতে চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও জবাবদিহির জেলা প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেলের উপর হামলা ঘটনায় ৭দিনের আল্টিমেটাম কর্মসূচি ঘোষণা করেছে জেলা প্রেস ক্লাব।

আজ বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে এক জরুরি সভা শেষে এ ঘোষণা করেন সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, সহসভাপতি আবু নাসের চৌধুরী সম্রাট, কোষাধাক্ষ দিলরুবা খাতুন, ইত্তেফাক প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম,  আমাদের অর্থনীতি প্রতিনিধি মাসুদ রানা, লাখোকষ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম বকুল, কালবেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফি, এশিয়ান টিভি প্রতিনিধি মাসুদ রানা, আহত সাংবাদিক সিরাজুদ্দোজা পাভেল, সাংবাদিক এ সিদ্দিকী শাহিন, কামরুল ইসলাম, তোফায়েল আহমেদ, শহিদুল ইসলাম, সোমেল রানা, ওবায়দুল্লাহ প্রমুখ।

সভা শেষে সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার দুইজন আসামিকে পুলিশ আটক করেছে এজন্য পুলিশকে সাধুবাদ জানাই। একই সঙ্গে বাকি আসামিদের এক সপ্তাহের মধ্যে আটক করার দাবি জানান। এর মধ্যে যদি ওই সকল আসামি আটক না হয় তাহলে জেলা প্রেস ক্লাব বিভিন্ন কর্মসূচি হাতে নেবে। সারা বাংলাদেশের সাংবাদিকদের দিয়ে সারা দেশে এ আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।