দর্শনায় পিন্সিপালের ভুলে মাদরাসার ছাত্রের দাখিল পরিক্ষা অনিশ্চিত

আজ বৃহস্পতিবার অনুষ্টিত হচ্ছে এসএসসি সমমানের পরিক্ষা। কিন্তু দর্শনা দারুসসুন্নাত সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপালের ভুলের কারনে পরিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের দাখিল পরিক্ষার্থী মাহফুজুর রহমান বাপ্পির। দর্শনা দারুসসুন্নাত সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার দাখিল পরীক্ষার যাবতীয় ফি জমা দিলেও মাদরাসা প্রিন্সিপালের ভুলে ফরম ফিলাপ হয়নি ওই ছাত্রের।

ঘটনাটি ঘটেছে দর্শনা দারুসসুন্নাত সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায়। দাখিল পরিক্ষার্থী হলো দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। জানা যায় তিন মাস আগে পরিক্ষা ফিলাপের জন্য ৩ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র মাদরাসা প্রিন্সিপাল শফিউদ্দীনের কাছে জমা দেয় মাহফুজুর রহমান বাপ্পি নামের ওই ছাত্র।

সে হিসাবে আজ বৃহস্পতিবার পরিক্ষার সবপ্রস্ততি নেয় সে। গতকাল বুধবার মাদরাসায় রেজিষ্ট্রেশন কার্ড নিতে গিয়ে জানতে পারে তার ফরম ফিলাপই হয়নি। মাহফুজুর রহমান বাপ্পি গণমাধ্যম কর্মীদের কাছে কান্না জড়িত কন্ঠে বলে এজন্য আমাকে ১ বছর অপেক্ষা করতে হবে।

এ বিষয়ে মাদরাসার প্রিন্সিপাল শফিউদ্দিনের সাথে মুঠোফোন কথা বললে তিনি বলেন, পরিক্ষার্থী আরেকজনের মাধ্যমে টাকা জমা দিয়েছে। তুমি ফরম ফিলাম করছো তার রশিদটা নিয়ে এসো।সে ছাত্র রশিদ দেখাতে পারিনি। তিনি আরও বলেন সরকারী সিদ্ধান্ত হয়েছে তিনটায় ফেল করলে পরিক্ষা দেওয়া যাবে না। তিনি আরও বলেন ওই পরিক্ষার্থী ৫ টায় ফেল করেছে। কিন্তু দুইজন ফেল করলেও তাদেরকে পরিক্ষায় অংশ নিয়েছে সেজন্য ওকে ফরম ফিলাম করতে বলা হয়েছে। এখন কি কারনে টাকাটা জমা হয়নি বুঝতে পারছিনা।

এ ঘটনায় মাদরাসা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এবং মাদরাসার পিন্সিপালের শাস্তির দাবি করেছে অভিভাবক মহল।




জীবননগরে উপজেলা নিবাচন উপলক্ষে পথসভায় এস কে লিটন

জীবননগরে উপজেলা পরিষদ নিবাচন উপলক্ষে পথসভা করেছেন এস কে লিটন। আজ বুধবার বিকাল ৩টার সময় জীবননগর উপজেলার রায়পুর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারন মানুষের সাথে নিবাচনী মতবিনিময় ও পথসভা করেছেন মাই টিভির সিনিয়র রিপোটার এস কে লিটন।

এ সময় তিনি বতমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কমকান্ড সাধারন মানুষের মাঝে তুলে ধরেন।

পথসভায় সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর পৌর সভার কাউন্সিলার জামাল হোসেন খোকন, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান মাস্টার, হাসেম মাস্টার, সাংবাদিক চাষী রমজান, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, কলম হোসেন, এস কে বকুল, দীন ইসলাম প্রমুখ।




জীবননগরে ৩২টি প্রতিষ্ঠানে আথিক অনুদান বিতরণ

জীবননগর উপজেলায় ২০২৩-২০২৪ অথ বছরের (টিআর) এর মসজিদ, কবরস্থান, মন্দির, উন্নয়নের জন্য উপজেলার ৩২টি প্রতিষ্ঠানে ২৬লক্ষ ৮৩হাজার টাকার আথিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা শেষে এ চেক বিতরণ করা হয়।

জীবননগর উপজেলার ভারপ্রাপ্ত নিবাহী কমকতা তিথি মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোতুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, উথলী ইউপি চেয়ারম্যান আঃ হান্নান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সাবিক পরিচালনা করেন উপজেলার পিআইও মোঃ মিজানুর রহমান।




জীবননগরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা

জীবননগরে ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলার ভারপ্রাপ্ত নিবাহী কমকর্তা তিথি মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান আঃসালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মিজা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উথলী ইউপি চেয়ারম্যান আঃ হান্নান, বাকা ইউপি চেয়ারম্যান আঃ কাদের প্রধান, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজা লিটন,সাংবাদিক মিঠুন মাহমুদ প্রমুখ।




গাংনীতে মাঠ দিবস অনুষ্ঠিত

গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) কর্তৃক সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্যখাতের আওতায় করমদি গ্রামে মাঠ দিবসের আয়োজন করা হয়েছে।

অনুপুষ্টি সম্পন্ন দেশীয় ছোট প্রজাতির মাছ চাষ প্রযুক্তির ওপর আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মৎস্য চাষী ও সংস্থার কর্মকর্তাবৃন্দ।

এ সময় সদস্য পর্যায়ে সচেতনতা ও প্রতিরূপায়ন বৃদ্ধির লক্ষ্যে সফল খামারীর খামার পরিদর্শনসহ প্রত্যাশিত লাভের হিসাব সরেজমিনে দেখানো হয়। উপস্থিত চাষীদের পুকুরে দেশি মাছ চাষের গুরুত্ব, গুণগত মানসম্পন্ন পোনার চাষ, পোনার প্রাপ্তি স্থানসহ অন্যান্য বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও পুকুর ব্যবস্থাপনায় বিবেচ্য বিষয়সমূহ তুলে ধরা হয়। উক্ত কার্যক্রমে আর্থিকভাবে সহায়তা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।




১২ সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে উঠল মেহেরপুর

মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেপে উঠলো মেহেরপুর জেলা। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টা ৭ মিনিটের সময় ১২ সেকেন্ডের ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে।

১২ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, ভূমিকম্পের মাত্রা ৩.৬ রিখটার স্কেলে। পাবনার আটঘরিয়ায় উৎপত্তিস্থল । ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এটা সংঘটিত হয়েছে রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ হয়েছে রাত ৮ টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে। ভূমিকম্প স্থায়ীত্ব ছিল ১২ সেকেন্ড।

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে জেলার বিভিন্ন জায়গার মানুষ বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান।

গাংনী উপজেলার সীমান্তবর্তি সহড়াতলা গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ভূমিকম্প শুরু হলে চিৎকার চেঁচামেচিতে ধড়মড়িয়ে উঠে পড়েন তারা। এরপর দিক্বিদিক দৌড়াদৌড়ি করতে থাকেন।

এই উপজেলার তেরাইল গ্রামের বাসিন্দা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যন জুলফিকার আলী ভুট্টো বলেন, এর আগেও ভূমিকম্প হয়েছে। কিন্তু আজকের এই ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী। বাড়িঘর নড়ে গেছে।

গাংনী উপজেলা শহরের সিনেমাহল পাড়া এলাকার জান্নাতুল ফেরদৌস বলেন, হঠাৎ জোরে জোরে ঘর নড়তে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরে রাখা র্যাকের থালাবাসন কাপতে থাকে। এতে আতঙ্ক নেমে আসে।




গাংনীতে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি(পিএসকেএস) এর উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে গাংনীর তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হুইল চেয়ার প্রদান হয়েছে।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের মোট ৫ জন শ্রেষ্ঠ প্রবীণ এবং ৫ জন শ্রেষ্ঠ সন্তানকে সম্মাননা প্রদান করা হয় এছাড়াও ২ জন অসহায় পঙ্গু ব্যাক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর সভাপতি মোঃ রমজান আলী, ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিব, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা বিশ্বাস, ইউনিয়ন সমাজকর্মী মোঃ সাদ্দাম হোসেন ও এসডিও সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারি মোঃ জামিদুল ইসলাম প্রমুখ।




দামুড়হুদায় শিবনগর স.প্রা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন নাঈম হোসেন

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিব নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন হরিরামপুর গ্রামের কৃতি সন্তান জনপ্রিয় ব্যাক্তিত্ব নাঈম হোসেন লিফন।তিনি হরিরামপুর গ্রামের মৃত বিসারত আলীর ছেলে।

স্কুল ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি নাঈম হোসেন লিফন কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক সচিব হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি হাউলী ইউনিয়ন পরিষদের সচিব হিসাবে কর্মরত রয়েছেন।

নাঈম হোসেন বলেন, শিক্ষাঙ্গনের এই পবিত্র দায়িত্ব যেন আমি ভালোভাবে পালন করতে পারি সেজন্য স্কুলের শিক্ষক শিক্ষিকা গ্রামবাসী ও অভিভাবকদের সকলের সহযোগিতা কামনা করছি। কোমলমতি শিক্ষার্থীরা যেন স্কুলগামী হয় সে ব্যাপারে সহায়ক ভূমিকা রাখবো। কোন গরিব অসহায় শিক্ষার্থী থাকলে তার লেখাপড়ার ব্যবস্থা করব, ছেলেমেয়েদের খাতা পেনসিল কেনার জন্য যদি কিছু লাগে সেটাও আমি বহন করব ইনশাআল্লাহ। শিক্ষা অফিসের মাধ্যমে মাঝে মাঝে বিশেষ কোন ক্লাসের ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখব, যদি যায় তাহলে বিনা পারিশ্রমিকে মাঝে মাঝে মতি ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ ক্লাস করাব। নিজ উদ্যোগে এবং সকলের সহযোগিতায় খেলাধুলা কুইজ, সুন্দর হাতের লেখা এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলমুখী করে তোলার ব্যবস্থা করব। আমি চেষ্টা করবো এই স্কুলটিকে আর দশটায় স্কুলের মধ্যে সেরা স্কুলে পরিণত করার। যার কারনে আমি স্কুলের সকল শিক্ষক, গ্রামবাসী, ও সকল অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।




নিয়োগ দিবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘রিসার্চ অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

পদের নাম : রিসার্চ অ্যাসোসিয়েট

পদসংখ্যা : ০১ জন

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর

অভিজ্ঞতা : ০৬ বছর

বেতন : ১,০৫,৪১৩ টাকা

চাকরির ধরন : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

বয়স : নির্ধারিত নয়

কর্মস্থল : ঢাকা

আবেদনের নিয়ম : আগ্রহীরা career.ti-bangladesh.org এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৪।




দামুড়হুদায় কীটনাশক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে মোবাইল কোর্টে কীটনাশক ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টার দিকে কানাইডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গায় মোবাইল কোর্টে কীটনাশক ব্যবসায়ী কামরুল হাসানকে নকল থিয়োভিট সার বিক্রির অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের জেল প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন আক্তার। এস এ পিপিও খবিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মামুন অর রশীদ ও মো:জান্নাতুল ফেরদৌস। অভিযান পরিচালনায় সাহায্য করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।