আমঝুপিতে জুম্মার নামাজ পড়তে গিয়ে ভ্যান খোয়ালেন চালক

জুম্মার নামাজ পড়তে গিয়ে মোটর চালিত পাখি ভ্যান খোয়ালেন আজিরুল ইসলাম নামের এক ভ্যান চালক। ভ্যানচালক ইজারুল ইসলাম আমঝুপি সাকোপাড়ার মৃত ইজাজ উদ্দিনের ছেলে।

শুক্রবার (৩ নভেম্বর) আজিরুল ইসলাম আমঝুপি হাট মসজিদের বাইরে তার ভ্যানটি রেখে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে এসে আর ভ্যানটি না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। ভ্যানটি তিনি ভাড়ায় নিয়ে চালাতেন।

উল্লেখ্য ইতোপূর্বে গত বৃহস্পতিবার আমঝুপি হাট থেকে হাট চলাকালীন সময়ে দুটি বাইসাইকেল ও আমঝুপি উত্তরপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে ইউসুফ আলীর একটি ভ্যান চুরি হয়। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গেলে এলাকার সকলেই আমঝুপিতে চোরের উপদ্রব বেড়েছে বলে ক্ষোভ প্রকাশ করে। কয়েকদিন পূর্বে আমঝুপি ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী একটি বাড়ির তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয় বলেও জানান তারা।

আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু মেহেরপুর প্রতিদিনের প্রতিবেদককে বলেন বলেন, “এ ধরনের কোন ঘটনা আমার জানা নেই। কেউ আমাকে ফোন করেও ঘটনাটি জানায়নি। আপনার কাছেই প্রথম শুনলাম। ‘

এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, এ ব্যপারে কোন অভিযোগ আমরা পাইনি। আর অভিযোগ পেলেও এসব ক্ষেত্রে কিছুই করার থাকেনা। ভ্যান চালকের আরো সতর্ক থাকা উচিত ছিলো।’




৯৯৯ এ ফোন দিয়ে সহযোগিতা না পাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

মেহেরপুর সদর উপজেলার যাদবপুরের মৃত আতাহার আলীর ছেলে মোঃ মতিউর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়েও পুলিশের সহযোগীতা না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মতিউর রহমান বলেন, ‘ আমার পিতার নামিও রাজাপুর মৌজার ৫৩ শতক জমিতে মেহগনি গাছের বাগান আছে। আসামী বজলু, আবিদুল, বদরুল, বুলবুল, হাবিব, রাজ্জাক, আতিয়ার সহ বেশ কয়েকজন গত ১৬ সেপ্টেম্বর উক্ত জমি থেকে ৬টি মেহগুনি গাছ চুরি করার উদ্দেশ্যে কেটে ফেলে। এসময়ে মেহেরপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসলে, আসামীরা গাছ ফেলে পালিয়ে যায়। এতে আমাদের ৮০,০০০ /- (আশি হাজার) টাকার ক্ষতি হয়। ঐ ঘটনায় পুলিশ মামলা না নিলে আমার বোন শরিফা বাদী হয়ে মেহেরপুর সদর আমলী আদালতে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে আসামীরা আজ শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত নালিশী জমিতে সাঙ্গ-পাঙ্গসহ দলবদ্ধ ভাবে হাজির হয়ে গাছ চুরি করার উদ্দেশ্যে গাছ কাটতে থাকে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে আসামীদের গাছ কাটতে নিষেধ করলে এবং গাছ কাটার দৃশ্য ভিডিও করতে গেলে আসামীরা আমাদের কে ঘিরে ফেলে। আসামীদের হাতে দেশীয় অস্ত্র ছিল (দা, কুড়াল, ইত্যাদি)। আসামীরা আমাদের হত্যার হুমকি দিয়ে আমাদের হাতের মোবাইল কেড়ে নিয়ে উক্ত ভিডিও মুছে দেয়। আসামীরা আনুমানিক ৪০ টি গাছ কেটে চুরি করে আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি করে। এসময়ে আমরা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগীতা চাইলেও পুলিশ ঘটনাস্থলে আসে নাই।

পরে আমি মেহেরপুর থানায় উপস্থিত হয়ে ওসি সাহেবকে ঘটনা বললেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। আমি মামলা করতে চাইলেও তিনি মামলা গ্রহণ করেন নাই। ওসি সাহেব বলেন আদালতের আদেশ পেলে ঘটনাস্থলে যাব। আমি নিরুপায় হয়ে থানা থেকে ফেরত আসি। আমরা এই ঘটনায় চরম অসহায় ও আতঙ্কিত হয়ে পড়েছি। জীবনের ও সম্পত্তির নিরাপত্তার জন্য সংবাদ সম্মেলন করছি।




প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে চুয়াডাঙ্গায় যুব মহিলা লীগের জনসভা

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে চুয়াডাঙ্গায় যুব মহিলা লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল চারটায় চুয়াডাঙ্গা বড় বাজার চত্বরের পৌর মুক্ত মঞ্চে এই জনসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন।

সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জনসভা শুরু হয়। এরপর জনসভায় আগামি জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাত আরও শক্তিশালি করার লক্ষ্যে ও আগামীতে আবারও নৌকা বিজয় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। বাংলাদেশের উন্নয়ন ধারা অব্যাহত আছে এবং আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগের বিজয় করার লক্ষ্যে উপস্থিত মহিলা যুবলীগের সকল নেতাকর্মীদের সাথে আলোচনা করা হয়।

এর আগে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের কার্যালয়ে থেকে আনন্দ র‍্যালি করতে করতে মুক্ত মঞ্চে এসে মহিলা যুবলীগের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হোন সভার প্রধান অতিথি চুয়াডাঙ্গা এক আসনের মনোনয়ন প্রত্যাশি চুয়াডাঙ্গা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন বলেন, প্রথমে জাতীয় চার নেতাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। আজ বাংলাদেশে অনেক উন্নয়ন হচ্ছে। বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আজ বাংলাদেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে আবারও সবাই একজোট হয়ে নৌকাকে বিজয় করবো। আজকের চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন করতে চাই। আজ বাংলাদেশের মানুষ কেউ ক্ষুধার্ত নাই । আগামী বাংলাদেশের উন্নয়ন ও আওয়ামী লীগের নৌকা প্রতিককে আবারও জয়যুক্ত করতে হবে। বার বার দরকার শেখ হাসিনার সরকার। উন্নয়নের সরকার শেখ হাসিনার সরকার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও৷বিএনপি-জামায়াতের অপশক্তি রুখতে চুয়াডাঙ্গা যুব মহিলা লীগ সবসময় মাঠে আছেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন, বিরঙ্গনা মুক্তিযোদ্ধা মোমেনা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি পারুলা খাতুন, দামুড়হুদা মহিলা যুবলীগের সভাপতি সাহেদা খাতুন, আলমডাঙ্গা মহিলা যুবলীগের সভাপতি মনিরা খাতুন, জীবননগর মহিলা যুবলীগের সভাপতি কোহিনূর খাতুন, প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সকল নেতাকর্মী।




দর্শনায় জেল হত্যা দিবস পালিত

দর্শনায় যথাযথ মর্যাদার সাথে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে দর্শনা রেল বাজার বঙ্গবন্ধু চত্তরে জাতীয় শোক পতাকা উত্তোলন এবং ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতৃবৃন্দ শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা।
দর্শনা পৌর আওয়ামীলীগের আয়োজনে আলোচনার সভার সভাপতিত্ব করেন দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী।
আলোচনা করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবু,দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু,দর্শনা পৌর আ’লীগের যুগ্ন সম্পাদক গোলাম ফারুক আরিফ,দর্শনা পৌর আ’লীগের সহ সভাপতি শফিকুল আলম,আ’লীগ নেতা,বিল্লাল হোসেন,জয়নাল আবেদীন নফর, সোলায়মান কবির, আব্দুল হাকিম, দাউদ হোসেন,যুবলীগের উপজেলা সভাপতি আব্দুল হান্নান ছোট,ছাত্রলীগের উপজেলা সভাপতি আরিফ মল্লিক,দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি,দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ,সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু,



আলমডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতবাড়িতে, চালকের মৃত্যু

আলমডাঙ্গায় দ্রুতগতির  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আঞ্চলিক সড়কের পাশে একটি বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে গাড়ির মধ্যে চাপা পড়ে ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
 বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক সোহেল রানা (৩৫) আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে একটি খালি ট্রাক চুয়াডাঙ্গা থেকে আসছিল। আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি এলাকায় আসার পর দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। এসময় ট্রাক চালক গাড়িতে চাপা পড়েন। তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় ফায়ারসার্ভিসের কর্মীরা ট্রাক চালকের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠাই। এসময় উত্তেজিত জনতা আঞ্চলিক সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন। পরে আলমডাঙ্গা থানা ও মুন্সিগঞ্জ ফাঁড়িপুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ট্রাক চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরিনা আক্তার হীরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া চালককে উদ্ধার করা হয়। তিনি ট্রাকের মধ্যেই মারা যায়।
মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুব আলী জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের আরো ১১ নেতাকর্মী গ্রেফতার

আলমডাঙ্গায় ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালানোর সময় জামায়াত, বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে জেলার আলমডাঙ্গা আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কালিদাসপুর উত্তরপাড়ার বজলুল হকের ছেলে মহাবুল হক (৫৫), কামালপুর গ্রামের চরপাড়ার মৃত হাজী মোফাজ্জেল মন্ডলের ছেলে সাইদুর রহমান সাকের (৫৫),

আলমডাঙ্গা জহুরুলনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইমাদুল হক একদুল (৫৫), আলমডাঙ্গা বুড়াপাড়া গ্রামের আসাদুল হকের ছেলে সাগর রহমান (৩৬), আলমডাঙ্গা বলেশ্বরপুর গ্রামের মৃত নুর মহাম্মদ বিশ্বাসের ছেলে সাইফুর রহমান (৪৪), আলমডাঙ্গা টাকপাড়া গ্রামের মৃত শাহাদৎ হোসেন মল্লিকের ছেলে আনোয়ার হোসেন মল্লিক (৪৫), আলমডাঙ্গা পাইকপাড়া ঘোলদাড়ী গ্রামের মৃত আওলাদ আলী মন্ডলের ছেলে আব্দুল ওহাব মাষ্টার (৫৮), আলমডাঙ্গা চরশ্রীরামপুর গ্রামের মৃত জোয়াদ আলী মন্ডলের ছেলে মঈন উদ্দিন (৫৮), আলমডাঙ্গা কয়রাডাঙ্গা মাঝেরপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আলমগীর হোসেন (৪৫), আলমডাঙ্গা নারায়নপুর গ্রামের মৃত আইজুদ্দিন শেখের ছেলে তাহাজুদ্দি (৫০), আলমডাঙ্গা শ্রীরামপুর গ্রামের মৃত মতলেবের ছেলে নাকিব উদ্দিন আহম্মেদ (৪৭)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদে জানা যায় আলমডাঙ্গা বলেশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফাঁকা মাঠের দক্ষিন পাশের নতুন ভবনের সামনে ফাঁকা মাঠের মধ্যে বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশ এর বহু সংখ্যক উশৃংখল নেতাকর্মী মারাত্নক অস্ত্র নিয়ে বিএনপি এবং জামায়াত ইসলামী এর কেন্দ্রীয় ঘোষিত ৪৮ ঘন্টার অবরোধ উপলক্ষ্যে আলমডাঙ্গা এলাকায় পিকেটিং ও নাশকতামূলক কাজ করাসহ, সরকারী স্থাপনা ধ্বংস, শান্তি প্রিয় জনসাধারণের জান মালের ক্ষতি করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র গুলি, বোমাসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া উক্ত স্থানে গোপন বৈঠক করছে। খবর পেয়ে রাতে পুলিশ গেলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল বোমার বিস্ফোরন ঘটিয়ে দৌড়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো টিনের তৈরী জর্দ্দার কৌটার হাত বোমা সাদৃশ্য বস্তু ৮ টি, বিস্ফোরিত পদার্থের গন্ধযুক্ত লোহার জালের কাঠি ১০ টি, বিস্ফোরিত এবং বিস্ফোরক পদার্থের গন্ধযুক্ত ৩ টুকরা টিনের তৈরী জর্দ্দার কৌটার বিস্ফোরিত বোমার অংশ বিশে, ২২ টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।




মুজিবনগরে জেল হত্যা দিবসে স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

মুজিবনগরে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনকরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন উপজেলা যুবমহিলালীগ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা যুবমহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন ও সাধারণ সম্পাদক তহমিনা খাতুনের নেতৃত্বে যুব মহিলা লীগ এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতিন এবং সদস্য সচিব আইয়ুব হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগ মুজিবনগর স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ ওয়ালিউল্লাহ সোহাগ, আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান লালটু, জহির উদ্দিন, বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ, দারিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সিরাজ দোলন, সম্পাদক লিংকন, মোনাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নাঈম ডালিম, সম্পাদক আলাউদ্দিনসহ যুব মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীবৃন্দ।




দর্শনায় থানা বিএনপির সভাপতি হাসনাতসহ গ্রেফতার ৪

চুয়াডাঙ্গার দর্শনায় থানা বিএনপির সভাপতিসহ ৪ নেতা কর্মীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।জানাগেছে গতকাল বৃহস্পতিবার ২ নভেম্বর রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমারসাহা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায় তাদের ৪ জনকে নাশকতা পরিকল্পনাকারী ও নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতহলো হলেন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা গ্রামের মৃত ইছাহাক আলী মন্ডলের ছেলে দর্শনা থানা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত (৭১)দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর মৃত শাহাদৎ মন্ডলের ছেলে চুয়াডাঙ্গা জেলা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য ও সাবেক দর্শনা পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিদুল ইসলাম (৬১)দর্শনা কলেজ পাড়ার মৃত নুর আলী তরফদারের ছেলে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য ও দর্শনা থানা যুবদলের সদস্য কামরুল হুদা ওরফে সোহেল (৪৫),ও দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের জামাতের রোকন মিরাজ উদ্দীনের ছেলে নাহিদ আলীকে (৪২)গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতার করেছে।

আজ তাদেরকে নাশকতা মামলায় চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।




মুজিবনগরে জেল হত্যা দিবস পালন

৩ রা নভেম্বর স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ।

শুক্রবার বিকেলে উপজেলার কেদারগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবার রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম ইসলাম খোকন কমান্ডার, জেলা মৎস্য লীগের সাধারণ সম্পাদক আসকার আলী, মুজিবনগর উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজীব,সম্পাদক শাহিনুর রহমান মানিক, উপজেলা ইয়াং বাংলার যুগ্ন আহবায়ক, যুবলীগ নেতা হাসানুজ্জামান লাল্টু, বাগোয়ান ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওয়ার্ড সদস্য রকিব উদ্দিন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ সামাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। আলোচনা সভা ও দোয়া মাহফিলের সার্বিক সঞ্চালনায় ছিলেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতিন।

৩রা নভেম্বর জাতীয় ৪ নেতা সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।




গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া টিপু খালির মাঠে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাঈদ (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ উপজেলার হিজলবাড়িয়া গ্রামের শাহিনের ছেলে ও গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাঈদ দ্রুতগতিতে মোটরসাইকেল চাৃলিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাবলা গাছে সজরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সীমা বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।