নারী আসনে মনোনয়ন ফরম কিনলেন অভিনেত্রী শাওন

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি ময়মনসিংহ বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিকেল ৩টা পর্যন্ত মোট ৬৪৫টি ফরম বিক্রি করে ক্ষমতাসীন দলটি। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ২০২টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৫৪টি, চট্টগ্রাম বিভাগ থেকে ১২২টি, সিলেট বিভাগ থেকে ২১টি, বরিশাল বিভাগ থেকে ৪৪টি, খুলনা বিভাগ থেকে ৬৫টি, রংপুর বিভাগ থেকে ৬২টি এবং রাজশাহী বিভাগ থেকে ৭৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

কার্যালয়ের ভেতরে দ্বিতীয়তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয়তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। মনোনয়ন ফরম পূরণ শেষে সব বিভাগের মনোনয়নপত্র নিচতলায় জমা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

সূত্র: ইত্তেফাক




আলমডাঙ্গায় নৌকার কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান বিপুল বরখাস্ত

আলমডাঙ্গায় নৌকার কর্মী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দারকে তাঁর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও আলমডাঙ্গা ইউএনও বরাবরে পাঠানো হয়েছে। ই- মেইলে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা ইউএনও স্নিগ্ধা দাস।

চিঠিতে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুলের বিরুদ্ধে ২০২৩ সালের ২৪ মার্চ আলমডাঙ্গা থানায় হত্যা মামলা হয়েছে। এই মামলায় তাঁকে হত্যাকান্ডে হুকুম দাতা হিসেবে আসামি করে আলমডাঙ্গা থানা পুলিশ গত ৯ অক্টোবর অভিযোগপত্র দিলে তা চুয়াডাঙ্গার আদালতে গৃহীত হয়। ফলে তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সে জন্য এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দারের বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সুপারিশে স্থানীয় সরকার আইনের ৩৪-এর (১) ধারায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ মার্চ উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক জহুরুলনগর গ্রামের আত্তাব মন্ডলের ছেলে দবির উদ্দিন, খবির উদ্দিন, আনিস ও একই গ্রামের ইসলাম লস্করের ছেলে মিয়াসহ বিদ্রোহী প্রার্থীর কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। এ ঘটনায় আহত দবিরের ছেলে খোকন ২৪ জনের নাম উল্লেখসহ আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছিলেন। এরপর ১৩ দিন আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ শুক্রবার সকাল ১০টায় দবিরের মৃত্যু হলে, মামলায় হত্যা মামলার ধারা যুক্ত হয়। পরে পুলিশ চার্জশিট দাখিল করলে বিজ্ঞ আদালত কর্তৃক ৯ অক্টোবর ২০২৩ তারিখে জিআর ৪৯/২০২৩ মামলটি গৃহীত হয়। মামলার আসামি হয়েও বিপুল প্রথমবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন; অথচ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সম্প্রতি নিহত দবিরের ছেলে খোকন ইউপি চেয়ারম্যান বিপুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব বরাবর লিখিত অভিযোগ করেছিলেন।




ঢাকায় নিয়োগ দেবে আগোরা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগোরা। প্রতিষ্ঠানটিতে সেলসম্যান পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলসম্যান।

যোগ্যতা

প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: ১৮-৩২ বছর।

কর্মস্থল

ঢাকা (উত্তরা, কাকরাইল, খিলক্ষেত, গ্রীন রোড, গুলশান, ধানমন্ডি, ফার্মগেট, বনশ্রী, মগবাজার, মিরপুর, মোহাম্মদপুর, সেগুনবাগিচা)

বেতন

৭,৫০০-৯,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের তারিখ

১০ ফেব্রুয়ারি, ২০২৪

সূত্র : বিডিজবস




গাংনীতে ট্রলির সাথে যাত্রীবাহি বাসের ধাক্কায় আহত ৩

মেহেরপুর কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে মাটিবাহি ট্রলির সাথে যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় ট্রলি চালকসহ তিনজন আহত হয়েছে। আজ বুধবার সকালে এঘটনা ঘটে।

আহতরা হলেন, গাংনী উপজেলার শিমলতলা গ্রামের একতার হোসেনের ছেলে জলি (৩৫)। বাদিয়া পাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে আব্দুর ছাত্তার (২৮)। এছাড়াও মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের বাসিন্দা ট্রলির ড্রাইভার বাবু মিয়া (৩০) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করেছে। বর্তমানে চিকিৎসা চলছে।

স্থানীয়রা জানান, মেহেরপুর কুষ্টিয়া সড়ক সংস্কারের কাজ চলছে এসময় ট্রলি করে মাটি রাস্তার ধারে ফেলার সময় যাত্রীবাহি বাস ধাক্কা দিলে ট্রলি খাদে পড়ে ড্রাইভারসহ শ্রমিক আহত হয়েছে।

এ বাপারে গাংনী থানার ওসি তাজুল ইসলাম সড়ক দৃর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।




বেঞ্চের ফুটবলারদের সঙ্গেও পারল না ভুটান

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের গত আসরের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও সেই বাংলাদেশ-ভারত ফাইনালে। আগামীকাল ফাইনাল, কমলাপুর স্টেডিয়ামে।

ভুটানের বিপক্ষে হারানোর কিছু ছিল না বাংলাদেশের। এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের কোচ সাইফুল বারী টিটু কাল ভুটানের বিপক্ষে সাইড বেঞ্চে থেকে ৯ জন ফুটবলার নামিয়ে দিয়েছেন, যাদের অনেকেরই অভিষেক হয়েছে কাল। বিশ্রামে ছিলেন অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, জয়নব বিবি, সুরমা জান্নাত, মুনকি আক্তার, স্বপ্না রাণী, ৩ গোল করা সাগরিকা, পূজা, ইতি।

৯ জন নেই, তাতেই ভুটান কুপোকাত। ভুটান আসরটিতে তাদের ৩ ম্যাচের সবকয়টি হারল। গতকাল নিয়ম রক্ষার শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে সাফ শেষ করল তারা। এর আগে ভারতের কাছে ১০-০, নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল। ভুটানের ফুটবলাররা বেশ শক্তিশালী, সুঠাম দেহ, কিন্তু স্কিল কম। ম্যাচের তৃষ্ণা রানী বক্সের ভেতরে বল রিসিভ করতে গিয়ে গোল হয়ে গেল। এই হলো ভুটানের রক্ষণভাগ এবং গোলরক্ষক। প্রধমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।

নুসরাত জাহান মিতু এবং ঐশী গোল করেন। সেই দুটি গোলও যে খুব কঠিন চেষ্টায় হয়েছিল তাও না। গোলের কৃতিত্ব যতটুকু তার চেয়ে ভুটানের দুর্বলতা বেশিই ছিল। ম্যাচের চতুর্থ গোলটিও গোলরক্ষক এবং রক্ষণভাগের ভুল বুঝাবুঝিতে বল বেরিয়ে গেলে আবার সেই ঐশী গোল করেন, ৪-০। ঐশী দুই গোল করেছেন, গোল করিয়েছেন দুটি। ম্যাচ জেতার আনন্দে মেতে উঠলেন স্বর্ণা, রুমা, ঐশী, নুসরাত জাহান মিতু, নাদিয়া, তৃষ্ণা রানী, কানন রানী, লুত্ফরা আক্তার, উমেহ্লা, রিতু, সুলতানা, রিতুরা।

ভারত ৪ গোলে জয়ী

ফাইনালে কাকে পাবে সেই অপেক্ষায় ছিল বাংলাদেশ। লড়াইয়ে ছিল ভারত ও নেপাল। ড্র হলেই ভারত ফাইনালে, নেপালকে জিততেই হবে। এই সমীকরণ নিয়ে খেলতে নেমে ভারত ৪-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়েছে। চার দেশের সাফ। নেপাল প্রথম খেলায় বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরে দ্বিতীয় খেলায় ভুটানকে ১-০ গোলে হারিয়েছিল।

নেপালকে হারিয়ে ভারতের নারী কোচ শুক্লা দত্ত জানালেন, আমাদের লক্ষ্য ছিল নেপালকে হারিয়ে ফাইনালে যেতে হবে। স্কোর করতে হবে। আমরা হ্যাপি।’ ম্যাচের প্রথমার্ধে যতটা ভালো খেলেছে, দ্বিতীয়ার্ধে দলটার গতি কমে গিয়েছিল। শুক্লা দত্ত বললেন, ‘একটা ম্যাচের পর ৪৮ ঘণ্টা বিশ্রাম দরকার। সেটা তো হচ্ছে না। ক্লান্তি আসবেই।’ বাংলাদেশের বিপক্ষে ফাইনালে ১-০ গোলে হারের কথা মনে করিয়ে দিলে শুক্লা দত্ত বললেন,‘কে কী খেলেছে, কে কবে জিতেছে সেটা ম্যাটার করে না। এখন কী করব সেটাই বলুন। বাংলাদেশ ভালো, আমি পজিটিভ দেখছি।’




কুষ্টিয়ায় মেধা’র রজতজয়ন্তী উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় বলেছেন, কুষ্টিয়ার ‘মেধা’ জেলার শিক্ষা বিস্তারে ব্যাপক ভুমিকা রেখে যাচ্ছে।

শুধু তাই নয়, ‘মেধা’ সংগঠনটি জেলার সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের একটি প্রতিকৃতি হয়ে উঠেছে।

আজ মঙ্গলবার সকালে শহরের কারামায় চাইনিজ রেস্তোরায় মেডিক্যাল, এডুকেশন এন্ড হেলথ্ ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেধা)’র রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেধা একটি কল্যাণকামী প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি আরও বলেন, কুষ্টিয়ার মেধা একটি বাস্তবমুখি সামাজিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে যে সব কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে তা জেলার শিক্ষা বিস্তারে ব্যাপক ভুমিকা রেখে যাচ্ছে। মেধার মাধ্যমে এ অঞ্চলের বিপুল সংখ্যক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে উপকৃত হয়ে আসছে যা আমাদের দেশের জন্য অনুকরনীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে নিষ্ঠার সাথে কোন কাজ করলে যে একদিন সাফল্য আসবেই ‘মেধা’ তার প্রকৃষ্ট উদাহরণ। আজ অনেকেই মেধা’র কর্মকান্ডে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে সহযোগীতার হাত সম্প্রসারিত করছেন। আমি প্রত্যাশা করি ‘মেধা’ তার মানবকল্যাণকর কর্মকান্ড নিয়ে সুনামের সাথে এগিয়ে চলুক।

মেধা’র নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ শাহ নেওয়াজ আনসারী মঞ্জুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীম আহমেদের সার্বিক তত্বাবধায়নে অন্যানের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহা. মুরাদ হোসেন, জে.এস. এন্টারপ্রাইজ, কুষ্টিয়ার স্বত্তাধিকারী মোঃ জহিরুল ইসলাম, মেধার উপদেষ্টা পরিষদের সদস্য ড. নবীনূর রহমান খান, প্রফেসর অজয় কুমার মৈত্র, এসএম কাদেরী শাকিল, রফিকুল ইসলাম রফিক, আব্দুল মান্নান বিদ্যুৎ, আইয়ুব হোসেন, মোকাররম হোসেন মোয়াজ্জেম প্রমুখ।

সভাপতির বক্তব্যে মেধা’র নির্বাহী পরিষদের মেধা’র নির্বাহি পরিষদের সহ-সভাপতি মোঃ শাহ নেওয়াজ আনসারী মঞ্জু বলেন, ১৯৯৯ সালে কুষ্টিয়ার কয়েকজন উদ্যোমী মানুষ মিলে সমাজের পিছিয়ে পড়া অসচ্ছল পরিবারের মেধাবী সন্তানদের কল্যাণের স্বার্থে কুষ্টিয়ায় মানবকল্যাণমুখী শিক্ষা সহায়তামুলক এই ‘মেধা’ স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন। যদিওবা এটি প্রতিষ্ঠার কয়েকবছর পর আমি মেধার সাথে সম্পৃক্ত হয়েছি।

এর মাধ্যমে শিক্ষা-সহায়তা, বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, গুনীজন সম্মাননা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, শীতবস্ত্র বিতরণ, হুইলচেয়ার বিতরণ, সেলাই মেশিন প্রদানসহ নানান সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছি।

সভায় বক্তারা বলেন, কুষ্টিয়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তিদের সমন্বয়ে পরিচালিত মেধা শিক্ষা বিস্তার ও উন্নয়নে কুষ্টিয়ায় সাধারণ ও কারিগরি সকল অঙ্গনে স্বার্থক ভূমিকা রেখে চলেছে। শিক্ষা সহায়তা প্রদানের মাধ্যমে মেধাবী দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ করে দিয়ে তাদেরকে নতুনভাবে বড় হওয়ার যে স্বপ্ন দেখাচ্ছে। তা অভাবনীয় এবং প্রসংশার দাবীদার।

বক্তারা আরও বলেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-সামগ্রী প্রদান, শিক্ষাবৃত্তি প্রদান, বিনামুুল্যে কম্পিউটার প্রশিক্ষন প্রদানসহ নানান মহৎ কর্মসূচি মেধাবীদের লালনে সচেষ্ট থেকে জেলার দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণামূলক কার্যক্রম পরিচালনা করে চলেছে এজন্য তারা প্রশংসা পাবার যোগ্য।

পরে বিভিন্ন ক্যাটাগরীতে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেধার সাংস্কৃতিক সম্পাদক আলমগীর আশরাফ।

অনুষ্ঠানে মেধার নির্বাহী পরিষদ ও সাধারন সদস্যরা ছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।




মিরপুরে তিনটি ইটভাটায় অভিযান: ৬ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার মিরপুরে অনুমোদনহীন অবৈধভাবে ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এসময় ইটভাটা মালিকদের ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর উপজেলা বিভিন্ন এলাকায় গড়ে উঠা অবৈধ এসব ইটভাটাগুলিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ।

এসময় তিনি বলেন, নিয়ম বহির্ভূত ইটভাটা পরিচালনা, জ্বালানি কাঠ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে পরিবেশ অধিদফতরের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযানে মিরপুর উপজেলার হাউসপুরে অবস্থিত আরএইচআরবি ব্রীকস, এমএএসবি ব্রীকস এবং এমএএস ব্রীকস নামের ৩টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাস বলেন, এসব অবৈধ ইটভাটা বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।




চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টারের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা কোষাঘাটার গো গ্রীন সেন্টারের মাঠ প্রাঙ্গনে এই গো গ্রীন সেন্টার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী। পল্লি কর্মসহায়ক

ফাউন্ডেশনের সহযোগীতায় আয়োজন করেন ওয়েভ ফাউন্ডেশন। এ সময় গো গ্রীন সেন্টার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. নমিতা হালদার।

গো গ্রীন সেন্টারের সকল কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আলোচনার শুরুতে গো গ্রীন কাজ থাকবে মাঠ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা, কৃষি পণ্যভিত্তিক ক্লাস্টার এবং কৃষি উদ্দ্যোক্তা গড়ে তোলার ক্ষেত্রে এই গো গ্রীন ভুমিকা রাখবে। গো গ্রীন সেন্টারের ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্রিডিং খামার পরিচালনা কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদে অগ্রগতি বাড়ানো পরিবেশের জন্য সুরক্ষা সচেতনতা নিশ্চিত বিষয়ে গো গ্রীন সেন্টার ভুমিকা রাখবে। জলবায়ু অভিঘাত মোকাবেলায় অভিযোজনে কাজ করবে গো গ্রীন সেন্টার। পরিবেশ সম্মত ও নিরাপদ বিষয়ে গো গ্রীন সেন্টার কাজ করবে। জলবায়ু কার্যক্রম ও নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি চর্চা করবে গো গ্রীন সেন্টার। এছাড়া গো গ্রীন সেন্টার আরো অন্যান্য বিষয় নিয়ে গো গ্রীন সেন্টার তার ভুমিকা রাখবে। যুবকদের দক্ষতা বৃদ্ধি নিয়েও গো গ্রীন সেন্টার কাজ করবে বলে জানা গেছে।

গো গ্রীন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মহসীন আলী, উপ-নির্বাহী পরিচালক নাসিফা আলী, ওয়েভ ফাউন্ডেশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক ইফতেকার হোসেন, সহকারী পরিচালক নির্মল দাস, উপ-পরিচালক জহির রায়হান সোহাগ, সিনিয়র সমন্নয়কারি আনিসুর রহমান, সহকারী পরিচালক কিতাব আলী, সহ-সমন্বয়কারি শরিফুল ইসলাম লিটন, সিনিয়র সমন্নয়কারি কামুরুজ্জামান যুদ্ধ, ওয়েভ ফাউন্ডেশনের এডভাইজার আব্দুস শুকুর ও এরিয়া ম্যানাজার মামুন মিয়া, প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, ফরাদ হোসেন, আশরাফুল ইসলাম ও ওয়েভ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকতাগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা লোকমোর্চার সহ-সভাপতি তানজিলা মিনি, সাধারণ সম্পাদক, শাহ আলম সনি, সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক পারভিন লাইলা, সদস্য, শিরিনা আক্তার ডলি, ইলিয়াস হোসেন, জামান আক্তার, শেখ লিটন, ইয়ুথ।

অ্যাসেম্বলির পক্ষে উপস্থিত ছিলেন সংগ্রাম, মিথুন, সাকিব সহ ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।




আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত সার ও গো-খাদ্য একসাথে রাখার দায়ে উত্তরা ট্রেডার্সে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ভাবে চাউল মজুদের বিরুদ্ধে বিভিন্ন গোডাউন পরিদর্শন করা হচ্ছিল। এসময় আলমডাঙ্গা পুরাতন বাজার এলাকার গীরিধারী লাল মোদীর উত্তরা ট্রেডার্সের গোডাউনে গিয়ে গো-খাদ্য ও সার পাশাপাশি রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উত্তরা ট্রেডার্মের ম্যানেজার সমীর সাহা জরিমানার টাকা পরিষদ করেন। এদিকে দীর্ঘদিন ধান মজুদ রাখায় ১০ দিনের মধ্যে তা বিক্রি করে দেওয়ার নির্দেশ ও গোডাউন সিলগালা করে দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেক,থানার এসআই আমিনুল ইসলামসহ থানার একদল ফোর্স।




বইমেলায় বরকতের তিন বই

এবারের একুশে বইমেলায় তিনটি বই প্রকাশ পাচ্ছে মেহেরপুরের শিশুতোষ গল্পকার তরুণ লেখক বরকত আলীর। বই তিনটি হচ্ছে- ‘পিঁপিঁঁ ও কুড়িয়ে পাওয়া ডিম’, ‘গল্পের গরু গাছে’ ও ‘পেটমোটা শিয়াল’। এদের মধ্যে দুইটি শিশুতোষ ও একটি লোকগল্পের।

এর মধ্যে ‘পিঁপিঁ ও কুড়িয়ে পাওয়া ডিম’ বইটির প্রচ্ছদ করেছেন শাহীনুর আলম শাহীন, কিডজ কারাভান প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। পাওয়া যাচ্ছে ৬২৫ নম্বর স্টলে। ‘গল্পের গরু গাছে’ বইটির প্রচ্ছদ করেছেন অংকন তুর্য পাতা প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে ৫৬৮ নম্বর স্টলে।

ইতোমধ্যে বইদুটি বইমেলায় প্রকাশিত হয়েছে। কিছুদিনের মধ্যে ‘পেটমোটা শিয়াল’ নামের একটি লোকগল্পের বই প্রকাশিত হবে। বইটির প্রচ্ছদ করেছেন কাওসার মাহমুদ, খুশবু প্রকাশন থেকে প্রকাশ করা হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে ৭৩০ নম্বর স্টলে।