আমঝুপিতে কমিউনিটি এডুকেশন ওয়াচ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

‘‘সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরেপড়া রোধ ও বাল্যবিবাহ রোধে ইয়ুথ ফোরাম নানা ভাবে কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করছে”।

তার ধারাবাহিকতায় আজ রবিবার সকাল ১০টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে ইয়ুথ ফোরাম এর দায়-দায়িত্ব বিষয়ক প্লানিং ও ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয় ।

গনসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ কর্মসূচী বাস্তবায়ন করছে।

মানব উন্নয়ন কেন্দ্র (মউক) কের নির্বাহী প্রধান আশাদুজজ্জামান সেলিমের সভাপতিত্বে মেহেরপুর জেলার সার্বিক শিক্ষার সুযোগ, শিক্ষার বাস্তবতা, ঝরেপড়া রোধ, শিশুদের বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে পাঠদান, বিদ্যালয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে এবং বাল্যবিবাহ রোধে ইয়ুথদের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়।

এসময় মানব উন্নয়ন কেন্দ্র মউকের প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ কাজল রেখা, প্রকল্পের সহকারী প্রোগ্রাম অফিসার আশিক বিল্লাহ ও চাঁদতারা সূর্য, গণমাধ্যমকর্মী সহ মেহেরপুর সদর উপজেলার আমদহ, আমঝুপি ও বারাদী ইউনিয়নের যুব প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




এইচএসসি পাসে নিয়োগ দেবে লাজ ফার্মা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লাজ ফার্মা লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ক্যাশিয়ার’ পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট তারিখে (সিভি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, একাডেমিক/অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, বাবা-মার জাতীয় পরিচয় পত্রসহ) লাজফার্মা লিমিটেড, মগবাজার শাখায় (১৩/১, নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা) স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম

লাজ ফার্মা লিমিটেড

পদসংখ্যা

পাঁচটি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্যাশ কাউন্টার পরিচালনার দক্ষতা। পজ মেশিন পরিচালনা ও সেটেলমেন্ট অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২০ থেকে ৩০ বছর। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল

ঢাকা (মগবাজার)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ সময়

২৭ ফেব্রুয়ারি, ২০২৪।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র : বিডিজবস




ঝিনাইদহে পোষা সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের

ঝিনাইদহে সাপের কামড়ে তরিকুল ইসলাম ওরফে তুফান (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার কোলা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম ওরফে তুফান শখের বসে গোখরা সাপ নিয়ে বিভিন্ন সময় খেলাধুলা করতো এবং মানুষকে খেলা দেখাতো। সাপ ধরে নিজের সংগ্রহে রাখতো, অনেক সময় পকেটেও সাপ নিয়ে ঘুরতো। শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে থাকা সাপ নিয়ে খেলতে গিয়ে কামড় খায়। নিজের জানা মন্ত্র পড়ে ঝাড়ফুঁক দিয়ে বাচার চেষ্টা করে তবে তাতে কাজ হয় না। পরে বিষয়টি পরিবারকে জানালে তারা প্রথমে সদর উপজেলার ডাকবাংলা এলাকায় এক ওঝার কাছে নিয়ে যায়। ওই ওঝাকে দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়, কিন্তু তাতেও কাজ হয় না। তখন পরিবারের লোকেরা সেখান থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তুফানের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, তাকে যে সাপে কামড় দিয়েছে সেই সাপ নেপাল থেকে কিনে আনা। সাপটি নিয়ে সে সব সময় ঘুরতো বলে জানা যায়।




‘রাজকুমার’-এর জন্য যুক্তরাষ্ট্রে গেলেন শাকিব খান

গত বছর বেশ লম্বা সময় কাটিয়ে এসে আবারও যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ঢালিউড কিং শাকিব খান। তবে এবার ব্যক্তিগত সফরে নয়, তিনি গেছেন আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে। ঢাকার অংশের শুটিং শেষ করে বাকি অংশের শুটিং করতেই আমেরিকা গেছেন তিনি।

সংবাদমাধ্যম অনুযায়ী, শুক্রবার রাত দুইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে এমিরেটস এয়ারলাইন্স ফার্স্ট ক্লাসের ফ্লাইটে চড়ে ঢাকা ত্যাগ করেন শাকিব। ২২ ঘণ্টার এয়ার জার্নি শেষে শনিবার দিনগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই নায়ক।

এর আগে লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করতে গেছেন শাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ। তিনি জানান, একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবেন।

হিমেল জানান, আমেরিকার বিভিন্ন রাজ্যে তারা দুই সপ্তাহ শুটিং করবেন। যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি।

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।

সূত্র: যুগান্তর




দ্বিতীয়বার বাবা-মা হবেন কোহলি-আনুশকা,জানালেন ভিলিয়ার্স

২০২১ সালে প্রথম কন্যাসন্তানের বাবা-মা হন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এবার দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন এই দম্পতি। অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। সম্প্রতি তা নিশ্চিত করেছেন কোহলির ঘনিষ্ঠ ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

পারিবারিক কারণে খেলার বাইরে আছেন কোহলি। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে ভিলিয়ার্স বলেন, ‘আমি যতদূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে কোহলি। সেই কারণেই প্রথম দুই টেস্টে (ইংল্যান্ডের বিপক্ষে) ও (কোহলি) খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।’

এরপরই কোহলি-আনুশকা দম্পতির আসন্ন সন্তানের খবর ফাঁস করেন ডি প্রোটিয়া কিংবদন্তি আরও বলেন, ‘আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। আনুশকা দ্বিতীয়বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে নেই।’

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মুজিবনগরে পলাশীপাড়ার সমাজ কল্যাণ সমিতির মোনাখালী সমৃদ্ধি শাখার উদ্যোগে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দারিদ্র দূরীকরণের লক্ষ্যে “দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) কর্মসূচীর আওতায়”পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর অর্থায়নে এবং পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস)এর বাস্তবায়নে, যশোর আদ দ্বীন চক্ষু হাসপাতাল পরিচালনায় রবিবার সকালে মোনাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত চক্ষু ক্যাম্প , চক্ষু ক্যাম্পে ১৬৭ জন চক্ষু রোগীর চিকিৎসা প্রদান করা হয় এর মধ্য থেকে ৩১ জন চোখের সানিপড়া রোগীকে বাছাই করে বিনামূল্যে সানি অপারেশন করা হবে।মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোনাখালী প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল মান্নান , সাধারণ সম্পাদক অশকার মিয়া, উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী হাসানুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা সমাজ উন্নয়ন কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শকগণ।




দামুড়হুদায় নাইটগার্ড ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ

দামুড়হুদায় বিভিন্ন স্থানে শীতার্ত নাইটগার্ড, পথচারী ও ভবঘুরের বেড়ানো ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর।

আজ শনিবার রাত ১১ টার দিকে তিনি সরজমিনে গিয়ে এসব মানুষের মাঝে কলম্ব বিতরণ করেন।

মৌসুম জুড়েই চলছে চরম শীত। জেলা উপজেলা জুড়ে শীতের প্রকোপ এবার অনেক অংশে বেশি। সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রয়েছে এই চুয়াডাঙ্গা জেলায়। শীতার্ত মানুষের মাঝে গরম কম্বল বিতরণ করছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশও। তারই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় উপজেলার দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর দামুড়হুদা বাজার, বাসট্যান্ড, কাঁঠালতলা বাজার ও ডুগডুগি বাজারের শীতার্ত নাইটগার্ড, পথচারী ও পাগল ভবঘুরে মানুষের মাঝে গরম কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদ, এএসআই মহানন্দ সহ আরও অনেকে।




দামুড়হুদার কাদিপুরে গলায় ওড়না পেচিয়ে নববধূর আত্ম*হ*ত্যা

দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামে এক নববধুর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। নববধূ সুখজান খাতুন(২০) চুয়াডাঙ্গা উপজেলার ঝাঝরি বেগমপুর গ্রামের কুদ্দুস আলীর মেয়ে।

দামুড়হুদা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। আজ শনিবার সন্ধা ৬ টার দিকে সুখজানের স্বামীর ঘরে আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

জানাযায়, দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইকবল হোসেনের সাথে ১০ মাস পৃর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঝরি বেগমপুর গ্রামের কুদ্দুস আলীর মেয়ে সুখজানের বিবাহ হয়। বিবাহর পর থেকে সুখে শান্তিতে বসবাস করছিল। স্বামী স্ত্রী মধ্যে মিল থাকলেও মাঝে মাঝে ইকবল তার স্ত্রীর কাছে টাকা দাবি করায় উভায়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হতো। তার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা। তবে পরিবারের দাবি তার মেয়েকে মেরে ফেলেছে।

মেয়ের চাচাতো ভাই জুড়ন আলী বলেন, আমার বোনের বিয়ের দেওয়া পর থেকে বিভিন্ন সময় টাকা চাইতে থাকে। কিছুদিন আগেও দেড় লক্ষ টাকা দাবি করে আমরা এটা দিতে পারি নাই তার কারণে আমার বোনকে তারা মেরে ফেলতে পরে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

সুখজানের মা সেলিনা বলেন,বিয়ের পর থেকেই জামায় বিভিন্ন জিনিস ও টাকা চাই আমি সব দিয়েছি। আবার কয়একদিন আগে দেড় লক্ষ টাকা চেয়েছে আমি এক লক্ষ টাকা দিতে রাজি হয়েছি তার পরও আমার মেয়েকে মেরে ফেললো।

দামুড়হুদা মডেল থানার ওসি অপেরেশন হিমেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন, কাদিপুর গ্রামের এক নববধূ আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




দামুড়হুদায় শত্রুতাকরে জমির ধান বিনষ্ট করার অভিযোগ

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে খালের ধারে বোরিং মাঠে পূর্ব শত্রুতার জের ধরে তিন বিঘা জমির বোরো মৌসুমের ইরিধান মই দিয়ে ও হাত দিয়ে উপড়ে ফেলে বিনষ্ট করার অভিযোগ উঠেছে।

জমির মালিক কানাইডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার মৃত: ইলাহী মন্ডলের ছেলে হায়াত আলী জানান তিন বিঘা আমাদের শরিকানা জমি। আমি সহ আমাদের গোষ্ঠির লোকজনের কানাইডাঙ্গা ৩৬ নং মৌজার ২৯২ খতিয়ানে ২০১ ও ২৯৭ দাগে আমাদের পৈত্রিক সুত্রে তিন বিঘা জমি আমরা দীর্ঘবছর থেকে ভোগদখল করে চাষাবাদ করে আসছি। জমিটির সিএস,এস এ,আর এস সব রেকর্ড আমাদের নামে। গতকাল শুক্রবার রাতে কানাইডাঙ্গা গ্রামের হবি মোল্লার ছেলে সিদ্দিক ও করিম পালের ছেলে কামরুল মিলে আমাদের জমিতে অনাধিকার প্রবেশ করে পুরো ধান মই দিয়ে বিনষ্ট করেছে।

আজ শনিবার সকালে জমিতে গিয়ে দেখেন পুরো জমির ধান উপড়ে কাদায় পুঁতে ফেলেছে। এতে করে আমাদের প্রায় ৮০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। দশ দিন আগে লাগানো ধান এভাবে ক্ষতি করায় তারা মাঠে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন সিদ্দিকদের সাথে দীর্ঘবছর ধরে আমাদের জমি নিয়ে মামলা চলে আসছে তাই তারা এ ক্ষতি সাধিত করেছে।

এ বিষয়ে জানতে কামরুলের সাথে কথা বললে তিনি জানান জমিটি নিয়ে মামলা চলছে। আমরা উভয়পক্ষ কয়েকবার মিলে থানাতেও বসেছি। তাও সমাধান আসেনি। তাই আমরা বলেছি জমির সমাধান না হওয়া পর্যন্ত জমিতে যাওয়া যাবেনা। তাদের ধান লাগাতেও বারন করি। তারা বারন না শুনে ধান লাগানোই আমরা গিয়ে ধান গাছ তুলে দিয়েছি। এ বিষয়ে হায়াত আলী গং বাদী হয়ে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে মামলার প্রস্ততি নিচ্ছেন বলে জানা গেছে।




চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৫৪ (চুয়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মোবাইল ফোন উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মাসুদ রানা সংগীয় অফিসার ফোর্সসহ চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে আজ শনিবার বিকাল পাঁচটার সময় চুয়াডাঙ্গা থানাধীন আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর নিকস্থ জনৈক মুক্তার মিয়ার SBM-2 ইট ভাটার প্রবেশ গেটের সামনে কাঁচা রাস্তার উপর হতে আলমডাঙ্গা থানার ভালাইপুর মাঝের পাড়ার রবিউল ইসলামের ছেলে আসামি মানিক হোসেন(২৫) ও চুয়াডাঙ্গা সদর থানার হুচুকপাড়ার তৈয়ব আলীর ছেলে আসামি মোঃ মইনুল হোসেন(২৭) কে ৫৪ (চুয়ান্ন) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ০১টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়।