মেহেরপুরে নিরাপদ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

মেহেরপুরে নিরাপদ সড়ক, অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও ফুটপাত দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“নিরাপদ সড়ক,অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও দখলমুক্ত ফুটপাত চাই”এই প্রতিপাদ্যে শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মেহেরপুর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি তানজীমুল, সাধারণ সম্পাদক নাফিউল, সহ-সভাপতি রাব্বি, কোষাধক্ষ আনাস, মানব সম্পদ কর্মকর্তা ইমতিয়াজ, মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভাইস প্রিন্সিপাল খন্দকার মুইজ‌, সোসিয়াল অ্যাক্টিভিটিস্ট ও মেহেরপুর উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম পলাশ বক্তব্য রাখেন।

এছাড়াও এসময় তুরজাউন,বাপ্পি,তানভীরসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ তাদের বক্তব্যে বলেন মেহেরপুরে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা ও অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে হবে। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বিষয়ে বক্তাগণ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি মেহেরপুর শহরে বাঁশের গুড়িভর্তি বেপরোয়া গতির লাটাহাম্বারের ধাক্কায় একজন এলজিইডির অফিস সহকারী প্রাণ হাড়ায়।




পতেঙ্গায় ধারণ করা ইত্যাদির বিশেষ পর্বের পুনঃপ্রচার আজ

২০২১ সালে ধারণ করা ইত্যাদির একটি বিশেষ পর্ব পুনঃপ্রচার করা হবে আজ (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর। বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে এই পর্ব ধারণ করা হয়েছিল।

এই পর্বে রয়েছে দুটি গান। বাংলাদেশ নৌবাহিনীকে নিয়ে রচিত একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী। গানটিতে কণ্ঠ দিয়েছেন নৌ সদস্য সৌরভ, মেহেদী, পিয়াল ও আনুভা।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরব নিয়ে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন রবি চৌধুরী ও নৌবাহিনীর লেফটেন্যান্ট সাদিয়া। গানের সঙ্গে যন্ত্রসংগীতে অংশ নিয়েছেন নৌবাহিনীর অর্কেস্ট্রা দল।

দুটি গানের কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

এবারের অনুষ্ঠানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ নেভাল একাডেমির ইতিহাস, ঐতিহ্যের ওপর দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন।

ঝরেপড়া শিশুদের জন্য মুক্তিযোদ্ধা অধ্যাপক গাজী সালেহ উদ্দিনের খোলা একটি নৈতিক স্কুলের ওপর প্রতিবেদন রয়েছে অনুষ্ঠানে। রয়েছে গুড় তৈরি, গুড়ের মান ও বিক্রির ওপর অনুসন্ধানী প্রতিবেদন।

পাখি প্রেমের ওপর, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ওপর এবং হাতে লেখা পত্রিকার ওপর রয়েছে হৃদয়স্পর্শী প্রতিবেদন। এছাড়াও সভ্যতা ও গণতন্ত্রের জন্মভূমি এথেন্সের আগোরার ওপর তথ্যভিত্তিক বিদেশি প্রতিবেদনের সঙ্গে এই পর্বে রয়েছে আরও অনেক প্রতিবেদন।

অনুষ্ঠানে দর্শক পর্ব, নানি-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ রয়েছে।

সূত্র: যুগান্তর




ছষ্ঠ ম্যাচে জয়ের দেখা পেলো সিলেট

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে হতাশজনক পারফরম্যান্স ছিল সিলেট স্ট্রাইকার্সের। প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হারে বর্তমান রানার আপরা। অবশেষে টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে সিলেট। দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে তারা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক সৈকত। ব্যাট করতে বিপর্যয়ে পড়লেও অধিনায়ক মোহাম্মাদ মিথুনের ফিফটিতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সিলেট। দলের পক্ষে ৪৬ বলে ৫৯ রান করেন সিলেটের অধিনায়ক।

১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। সিলেটের পেসার রিচার্ড নাগাভারার বোলিং তোপে ধুঁকতে থাকে ঢাকার ব্যাটাররা। দলীয় ৫২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রাজধানীর দলটি।

এরপর সিলেটের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ঢাকার কোনো ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। শেষ দিকে তাসকিন আহমেদের ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস হারের ব্যবধান কমায়। ২০ ওভারে ৯ উইকেটন হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে ঢাকা। সিলেটের পক্ষে নাগাভারা নেন ৪টি উইকেট।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভবন নির্মাণের উদ্বোধন

মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের দুই কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২ টার সময় মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী সরকারের উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিম হাসান।

আরো উপস্থিত ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম প্রমুখ।

এসময় বাংলাদেশ সরকার ও জাইকা, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং মেহেরপুর সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে ২২ লক্ষ ২৯ হাজার ১৯০ টাকা ব্যয়ে মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের দুই কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি।




সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ নিয়োগ পরীক্ষা আজ

২য় ধাপে খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। তার অংশ হিসেবে মেহেরপুরে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী।

জেলা শহরের ৮টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হবে পরীক্ষা। শেষ হবে এগারোটায়। এর মধ্যে ২ হাজার ৬৮২ জন মহিলা এবং ২ হাজার ২৬৬ জন পুরুষ প্রার্থী রয়েছেন। নিয়োগ পরীক্ষা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাথতে জেলা ম্যাজিষ্ট্রেট কেন্দ্রের আশে পাশে ১৪৪ ধারা জারি করেছেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৮টি কেন্দ্রের আসন বিন্যাস করা হয়েছে। এর মধ্যে মেহেরপুর সরকারি কলেজ কেন্দ্রে ১২০০ মহিলা প্রার্থী, মেহেরপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৭৪৮ জন মহিলা প্রার্থী, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০০ মহিলা প্রার্থী , ছহিউদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৩৪ জন মহিলা প্রার্থী, ৪১৬ জন পুরুষ প্রার্থী, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫০০ জন পুরুষ প্রার্থী, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ৪৪০ জন পুরুষ পুরুষ প্রার্থী, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে কেন্দ্রে ৫০০ জন পুরুষ প্রার্থী, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রে ৪১০ জন পুরুষ প্রার্থী পরীক্ষায় অংশ নিবেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্Íুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ১৪৪ ধারার নোটিশ পৌছানো হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস, জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) ছাড়া কোনো ধরনের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা অন্য কোনো কার্ড বা এ-জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ সংশ্লিষ্টের বিরুদ্ধে প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।




দেশে যে চাউল আছে তাতে আমদানী করার প্রয়োজন নেই – খাদ্যমন্ত্রী 

দেশে যে চাউল আছে তাতে আমদানী করার প্রয়োজন নেই। যেন চাউলের বাজার নিয়ে ম্যাসাকার না হয়ে যায় সেজন্য বেসরকারি ভাবে চাউল আমদানীতে ট্যাক্স ফ্রি করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালকল মালিকদের সাথে মতিবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চাউলের বাজারের অস্থিরতা নিয়ে মন্ত্রী ব্যবসায়ীদের লোভ লালসা সুযোগকে দায়ী করে বলেন আমরা মোবাইল কোর্ট করে কাউকে অপমানিত করতে চাই না। যদি কেউ বাধ্য করে তাহলে তো করতেই হয়।

বিকেলে জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালকল মালিকদের সাথে মতিবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী স্বাধন চন্দ্র মজুমদার।

সেসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা চালকল মালিক ও সাংবাদিকবৃন্দ।




আলমডাঙ্গায় নেতাকর্মীদের সাথে এমপি ছেলুন জোয়ার্দ্দারের মতবিনিময়

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গার বধ্যভূমি পরিদর্শন ও নেতাকর্মিদের সাথে মত বিনিময় করেছেন।

তিনি আজ বৃহস্পতিবার বিকেলে বধ্যভূমিতে এসে বধ্যভূমি পরিদর্শন শেষে মত বিনিময় করেন।

মতবিনিময় কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন,আওয়ামীলীগ হলো মাটি ও মানুষের সংগঠন। এ সংগঠনের তৃণমূলের কর্মিরা হলো অত্যন্ত নিবেদিত। তাদের তেমন কোন চাওয়া পাওয়া নেই। তারা আওয়ামীলীগকে হৃদয়ে ধারণ করে। যার প্রমাণ তারা বার বার দিয়েছে। এবারের নির্বাচনেও তারা আওয়ামী লীগকে ভালোবেসে, শেখ হাসিনার প্রতি আস্তা রেখে নৌকায় ভোট দিয়ে আমাকে আবারও নির্বাচিত করেছে। তাদের এই ভালোবাসার ঋণ শোধ হবার নয়। তৃণমূলের নেতাকর্মিদের নৌকার প্রতি যে আস্তা তার প্রতিদান আমাদের দিতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু এই দেশকে সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখতেন তাঁর সেই স্বপ্ন আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আমাদেরকেও মানুষের কল্যাণে কাজ করতে হবে। দুঃখি মানুষের পাশে দাঁড়াতে হবে।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম অপু মোল্লা, সাবেক পৌর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সাবেক উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী ঠাণ্ডু রহমান, আব্দুল মালেক, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি , জয়নাল আবেদীন,প্যানেল মেয়র মজিবুল হক, ওসি তদন্ত একরামুল হক, সাবেক জেলা পরিষদ সদস্য মিজানুর ররহমান,সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল হক, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, পাপন রহমান, গোলাম সারোয়ার শামিম, লাভলু, শরিফুল মেম্বার প্রমুখ।




আলমডাঙ্গায় মাদক সেবন ও বিক্রির অপরাধে ২জনকে কারাদণ্ড

আলমডাঙ্গার পৌর এলাকায় মাদক সেবন ও বিক্রির অপরাধে দুই নারী ও পুরুষকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে এই সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খাঁন জানান, শহরের এরশাদপুর মকবুল মোড় নামক এলাকায় এক যুবক প্রকাশ্যে মাদক সেবন করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় দুই এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মিন্টু হোসেন (৩৫) নামের এক সেবনকারীকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া হাউসপুর এলাকায় প্রকাশ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় আয়েশা খাতুন (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করা হয়।

পরে পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিন্টু হোসেন ও আয়েশা খাতুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত নারী ও যুবককে আলমডাঙ্গা থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।




ঝিনাইদহের পরকীয়ার জেরে চাচাকে কু*পিয়ে হ*ত্যা

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় পরকীয়া প্রেমের জের ধরে চাচা লাল্টু মোল্লা (৩২) কে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা আসাদ ও মিরাজ।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার কাকুড়াডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন চাচা লাল্টু মোল্লা। পথে তার প্রতিবেশি ভাতিজা আসাদ ও মিরাজ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লাল্টু মোল্লা গত বছর পরকীয়া প্রেমে জেরে বড় ভাবিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। এনিয়ে একই দুই পরিবারের মাঝে বিরোধ চলে আসছিল। তার জের ধরে এই হত্যা কাণ্ড ঘটে।

শৈলকুপায় থানার ওসি শফিউল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।




ঝিনাইদহে হোমবেইজড গার্মেন্টসের উদ্যোগে উদ্যোক্তা মেলা

ঝিনাইদহে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে হোমবেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের তৈরী পণ্য নিয়ে উদ্যোক্তা মেলা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে এ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়।

অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহায়তায় ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর আয়োজনে ‘সমৃদ্ধি’ প্রকল্পের অধিনে এ মেলা হয়। দিনব্যাপী এই উদ্যেক্তা মেলায় পাগলাকানাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২২০ জন নারী তাদের উৎপাদিত পণ্য নিয়ে স্টল প্রদর্শন করেন। স্কুল ড্রেস, ফতুয়া, ফ্রক, টেপ, ব্লাউজ, মেক্সিসহ অন্তত ২০ প্রকার পণ্য প্রদর্শিত হয় উদ্যোক্তা মেলায়। যা দেখতে ভীড় করে ওই এলাকার শতাধিক নারী ও পুরুষ। প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত।

এছাড়া বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক আমিনুর রহমান টুকু, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর পরিচালক শরিফা খাতুন, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন.এম.শাহাজালাল।

আলোচকগণ হোমবেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের নিরাপদ জীবন বির্নিমানে ব্যক্তি. সমাজ ও রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের প্রতি জোর দাবী জানান। তাদের অধিকার প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। এই ধরণের মেলা বেশী বেশী হওয়া দরকার বলে মেলায় অংশগ্রহনকারীরা মনে করেন।