মেহেরপুরের যাদুখালীতে ৭৫ বছর ধরে ব্রীজের দাবী শিক্ষক-শিক্ষার্থীদের

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় মেহেরপুর সদর উপজেলার যাদুখালী স্কুল এন্ড কলেজ। স্কুলের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদ। নদের এপাড় -ওপাড়ে প্রায় ১০ থেকে ১২টি গ্রামের এগারশ শিক্ষার্থী লেখাপড়া করে এই প্রতিষ্ঠানে। নদীর ওপাড় থেকে আসে তিন শতাধিক শিক্ষার্থী। কিন্তু ৭৫ বছর পেরিয়ে গেলেও নদীর উপর দিয়ে এখনও নির্মাণ হয়নি ব্রীজ। প্রতিষ্ঠার পর থেকে বাঁশের সাঁকো ও ফরাস দিয়ে নদ পারাপার হতে হয় শিক্ষার্থীদের। কিছুদিন হলো স্থানীয় চেয়ারম্যান একটি ছোট নৌকা দিয়েছেন। যে নৌকায় একবারে ১০ জনের বেশি পার হওয়া ঝুঁকি।

শিক্ষার্থীদের পারাপারের জন্য স্কুল থেকে অস্থায়ী ভিত্তিতে একজন মাঝি নিয়োগ দেওয়া হয়েছে। তিনি স্কুলের দিনগুলো সকাল ৯টা থেকে স্কুল ছুটি পর্যন্ত শিক্ষার্থীদের পারাপার করেন।

সম্প্রতি দুপুর দেড়টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, স্কুল ছুটি শেষে ৬-৭ জন শিক্ষার্থী নদের ওপাড়ে বাড়ি যাওয়ার জন্য নৌকায় উঠছেন। স্কুলের একজন স্টাফ (মাঝি) তাদের বৈঠা বেয়ে তাদের নদ পার করে ওপাড়ে রেখে আসছেন। এর মধ্যে কলেজের ক্লাস শেষ করে দুই জন ছাত্রীও ওপাড়ে যাওয়া জন্য নদতীরে এসেছেন। ততক্ষণে নৌকা ওপাড়ে পৌছে গেছে। নৌকা ফেরার অপক্ষোয় তারা এপাড়ে দাড়িয়ে থাকলেন। এভাবেই প্রতিদিন জীবনের ঝুকি ও সময় নষ্ট করে প্রতিদিন স্কুলে আসতে হচ্চে ওপাড়ের তিন শতাধিক শিক্ষার্থীকে।

যাদুখালী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী মোবারক হোসেন রিয়াদ বলেন, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসতে হচ্ছে। কিছুদিন আগে নদীর পানি বেড়ে যাওয়ায় অনেকদিন স্কুলে আসতে পারিনি।

কোমরপুর গ্রামের রহিমা খাতুন নদীর এপাড়ে এসেছিলেন আত্মিয়ের বাসায় বেড়াতে। স্কুল সময়ের মধ্যে নৌকা পার হতে হবে জেনে ওই সময় বাড়ি ফিরে যাচ্ছিলেন। তিনি বলেন, সাঁকো ভেঙে যাওয়ার কারণে এদিকে আসা যাওয়ার খুব সমস্যা হয়। স্কুলের ছেলে মেয়েদেরও আসা যাওয়া সমস্যা হয়। আমাদেরও ছেলে মেয়ে বড় হচ্ছে। তাদেরকেও এই স্কুলে ভর্তি করাতে হবে। এ নদীর উপর ব্রীজটা হলে খুব ভালো হয়।

গোপালপুর গ্রামের সোহরাভ হোসেন বিভিন্ন ক্ষেত থেকে সবজি কিনে নদীর ওপারে যতারপুরে মোকামে বিক্রি করেন। প্রতিদিন স্কুল চলাকালীন সময়ে নৌকা পার হন। কিন্তু সেদিন দেরি হয়ে যাওয়ায় নৌকা পাননি। এখন তাকে কয়েকটি গ্রাম অতিক্রম করে মোকামে যেতে হবে। তিনি দাবী করে বলেন, ব্রীজটা নির্মান না হওয়ায় দুই পাড়ের মানুষের ভোগান্তী পোহাতে হচ্ছে।

স্কুলের স্টাফ মোমিন উদ্দিন। তিনি জানান, তাকে নিয়োগ দেওয়া হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মাঝি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিদিন প্রায় শতাধিক শিক্ষার্থীকে তিনি নৌকায় করে নদী পার করান। এর মধ্যে গ্রামের মানুষ জনকেও পার করিয়ে থাকেন।

যাদুখালী স্কুল এন্ড কলেজে একাদশ শেণ্রীর ছাত্রী তাসলিমা আক্তার ও আফসানা মিমি। কলেজের ক্লাস শেষ করে দুপুর দেড়টার দিকে বাড়ি ফিরছিলেন। এরা কেউ সাঁতার জানেন। তাসলিমা আক্তার বলেন, নদের ওপাড় থেকে প্রায় দুই শতাধিক ছেলে মেয়ে এই স্কুলে পড়ে। আমরা দুজনই ষষ্ঠ শ্রেণী থেকে এই স্কুলে পড়েছি। এসএসসি পাশ করার পর আবার এখানেই ভর্তি হয়েছি। আমাদের মত অনেকেই সাতার জানেনা। আমরা প্রতিনিয়িত জীবনের ঝুঁকি নিয়ে নদীর পার হয়ে কলেজে আসতে হচ্ছে। সরকারের প্রতি অনুরোধ দ্রুত ব্রীজটি নির্মাণ করে আমাদের সমস্যা সমাধান করুন।
পিরোজপুর গ্রামের ৭০ বছর বয়সি আব্দুল কুদ্দুস। তিনি বলেন, ব্রীজটা হলে আমাদের খুব ভালো হয়। বহু বছর ধরে শুনছি এখানে ব্রীজ হবে। কিন্তিু ব্রীজটি আজও হয়নি। নদীর দুধারে প্রায় ১২/১৩ টি গ্রামের মানুষের খুবই উপকার হয়। স্কুলের অনেক ছেলে মেয়ে নদীর ওপাড় থেকে আসে। তবে চেষ্টা করলে সবই হয়। কিন্তু চেষ্টা ভালো নেই বলেই ব্রীজটি হয়নি।

যাদুখালী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মনোয়ার হোসেন বলেন, এই প্রতিষ্ঠানটি জেলার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখান শিক্ষার্থীদের লেখাপড়ার মানও ভালো। নদীতে ব্রীজ না হওয়ার কারণে ওপাড়ের শিক্ষার্থীরা যেমন অসুবিধার সম্মুখিন হয়। একইভাবে নদটি এপাড়-ওপাড়ের শিক্ষার্থীদের নোট আদান প্রদান, মতবিনিময়েও ব্যঘাত ঘটে। ফলে ব্রীজটি অনেক আগেও নির্মাণের প্রয়োজন ছিলো। তারপরও দাবী করছি যেন দ্রুত ব্রীজটি নির্মাণ করা হয়।

যাদুুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদ কামাল বলেন, প্রতিষ্ঠানের পশ্চিম পাশ দিয়ে ভৈরব নদ বয়ে গেছে। নদীর ওপারে যতারপুর, কোমরপুর, মহাজনপুর, সাহেবনগর, ইসলামপুর থেকে দুই শতাধিক শিক্ষার্থী মাধ্যমিক ও কলেজ পর্যায়ে লেখপড়া করার জন্য নদী পার হয়ে আসে। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসে। এর আগে সাকো ও ফরাস নির্মান করে ছেলে মেয়েদের আসা যাওয়ার ব্যবস্থা করেছি। বর্তমান পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান একটি ছোট নৌকা উপহার দিয়েছেন। যা দিয়ে বর্তমানে ছেলে মেয়েরা ঝুকি নিয়ে পারাপার করছে।

তিনি বলেন, ১৯৪৯ সালে প্রতিষ্ঠা হলেও যথাযথ উদ্যোগের অভাবে ব্রীজটা নির্মাণ হয়নি। কয়েকবার ব্রীজ নির্মাণের জন্য জমি পরিমাপ করা হয়েছে। তারপরও ব্রীজ নির্মাণের কোন অগ্রগতি দেখা যায়নি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ^াসকে নতুন করে তাগাদা দেওয়ার ফলে তারা উদ্যোগ নিয়েছেন যাতে দ্রুত ব্রীজ নির্মাণ করা হয়।

মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াৎ হোসেন বলেন, যাদুখালী গ্রামে ভৈরব নদে ব্রীজ নির্মাণের জন্য ডিপিপিতে প্রকল্প ধরা আছে। উর্দ্ধতন মহল থেকে অনুমতি না মেলায় টেণ্ডার প্রক্রিয়া শুরু হয়নি।




ফোনে ইন্টারনেট না থাকলেও ম্যাপ দেখে গন্তব্যে পৌঁছানো যাবে

পাহাড়, জঙ্গলে গেলে অনেক সময়েই ইন্টারনেট থাকে না। ফলে, গুগল ম্যাপ দেখে গন্তব্যে পৌঁছাতে অসুবিধে হয়। আজ রইল বিশেষ টিপস। এই পদ্ধতিতে ইন্টারনেট কাজ না করলেও গুগল ম্যাপ অনায়াসেই আপনাকে গাইড করবে।

কীভাবে অফলাইনে কাজ করবে গুগল ম্যাপ?

গুগল ম্যাপে একটি অফলাইন ফিচার রয়েছে। এই ফিচারের মাধ্যমেই ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে অ্যাপটি।

অফলাইনে ম্যাপ দেখার পদ্ধতি

আপনি যে এলাকায় যাচ্ছেন সেই এলাকার নাম গুগল ম্যাপে সার্চ করে নিন। এবার ম্যাপের ওপর ওই এলাকার নামটি ক্লিক করুন। এবার দেখবেন স্ক্রিনের নিচে ডাউনলোড অপশন রয়েছে। সেখানে গিয়ে ম্যাপটি ডাউনলোড করে নিন। এবার ইন্টারনেট না থাকলেও অনায়াসেই গুগল ম্যাপ দেখে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

সূত্র: ইত্তেফাক




জীবননগরে ভোক্তার অভিযান, দুই চালের মিল মালিককে জরিমানা 

জীবননগরে অতিরিক্ত দামে চাল বিক্রি, ওজনে কম ও চাউলের ব্যান্ড নকল করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

জীবননগর পৌর শহরের দত্তনগর রোডে মেসার্স এ এন জে এম অটো রাইস মিলে অভিযানে চালিয়ে দেখা যায় যথাযথভাবে পণ্য বিক্রয় না করা ও চাউলের ব্রান্ড নকল করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো.নাসির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫০ ধারায় ৩০ হাজার টাকা এবং জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলায় অবস্থিত মেসার্স মা-বাবা এগ্রোফুড নামক অপর প্রতিষ্ঠানে চাউল ওজনে কম দেওয়া ও যথাযথভাবে চাল বিক্রয় না করার অপরাধে ৪৫ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানের মালিক মোঃ শাজাহান আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, অতিরিক্ত দামে চাল বিক্রি ,চাউলের ব্যান্ড নকল করা এবং ওজনে কম দেওয়ার অপরাধে জীবননগরে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সকল ব্যবসায়ীকে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রির ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ অভিযানে সহযোগিতা করেন, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ ,জীবননগর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আনিছুর রহমান এবং চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম।




ঝিনাইদহে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি দেশ ব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানচর্চায় ঝিনাইদহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা)-২০২৪ এর সমাপনীতে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের এ মেলার সমাপনী এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলাম।

সেসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামানসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার। মেলায় সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।




হরিণাকুণ্ডুতে নানার ভ্যান চাপায় নাতি নি*হত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নানার ভ্যান চাপায় রিফাত (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিফাত শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের লাল্টু মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার মা-বাবার সাথে নানার বাড়িতে বেড়াতে আসে রিফাত। আজ মঙ্গলবার দুপুরে সে নানা বাড়ির উঠানে ভ্যানের উপরে বসে খেলছিলো। সেসময় ভ্যানের চাকার নিচে থাকা ইট সরে গিয়ে ভ্যানটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে রিফাত ভ্যানের নিচে চাপা পড়ে মাথায় ও বুকে গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিএনপির কালো পতাকা মিছিল পন্ড

ঝিনাইদহে পুলিশের বাঁধায় পন্ড হয়েছে বিএনপির কালোপতাকা মিছিল। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

পরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় মিছিল করতে না পেরে সেখানেই সমাবেশ করে তারা।

সেসময় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদ জানিয়ে ও বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নামে মিথ্যা ও ষড়যন্ত মূলক মামলা প্রত্যাহার ও সংসদ নির্বাচন বাতিলের দাবী জানান।




ঝিনাইদহে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিড়েছে দুর্বৃত্তরা

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বাইরে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত সকল ব্যানার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার (২৯ জানুয়ারি) রাতে কে বা কারা এ ঘটনা ঘটায়। নেতৃবৃন্দ জানায়, সোমবার রাত ১০ টার পর শহরের বঙ্গবন্ধু সড়কের পুরাতন জজ কোর্ট চত্বরের জেলা আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করা হয়। সকালে দলীয় কার্যালয়ে সাথে ও সামনে টাঙানো সকল ব্যানার ফেস্টুন ছেড়া অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের আইনে আওতায় আনার দাবী জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ বলেন, সোমবার রাতে কে বা কারা জেলা আওয়ামী লীগের অফিস ও অফিস সংলগ্ন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত যেসব ব্যানার ছিলো সেগুলো কেটে ও ছিঁড়ে ফেলেছে। আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ছবি ছেড়ার ধৃষ্ঠতা দেখাতে পারে সে যত পরাক্রমশালী হোক, যার ইন্ধনে হোক তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, পোস্টার ও ব্যানার ছেঁড়া দু:খজনক। আমরা তদন্ত করে দেখছি। এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে যাচাই করে দেখছি। এ ঘটনা কারা ঘটিয়েছে তার দ্রুতই বের করব বলে আশা করি।




কোটচাঁদপুর বিএনপির কালো পতাকা মিছিল

দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে কোটচাদপুরে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০শে জানুয়ারি) বিকেলে পৌর শহরের মেইন বাসস্ট্যান্ড উপজেলা বিএনপি দলিও কার্যালয়ের সামনে থেকে মিছিল টি বের হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পাইকারি কাঁচা বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল,উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা টিপু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহীদুল ভুইয়া, পৌর বিএনপির প্রচার সম্পাদক কাজী মোস্তাক, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব আবুল কাশেম বাবু, পৌর কৃষক দলের আহ্বায়ক কৃষিবিদ ফিরোজ উদ্দিন মানিক ও সদস্য সচিব মিজান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হুমায়ূন কবির হিরা, উপজেলা মৎসজীবি দলের সদস্য সচিব আজিম হোসেন, পৌর ছাত্র দলের সদস্য সচিব ফজলে রাব্বি, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম শান্ত, রিয়ন আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন টুটুল, রিয়াজ হোসেন বেনজামিন, নাহিদ হোসেন টিপু, দোড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মুহিদুল ইসলাম, যুবদল নেতা ইমরান, সোহান, ফয়সল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম সোহেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইহাফ আল জাবির, কৃষকদল নেতা কামরুল, সাগর, আলফা প্রমুখ।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




কোটচাঁদপুরে স্বাস্থ্য কর্মকর্তাদের ক্লীনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

কোটচাঁদপুরে ক্লীনিক আর ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।আজ  মঙ্গলবার এ অভিযান চালান তিনি। এরপরও কাগজ পত্রে ক্রটি থাকলে প্রতিষ্ঠান সীলগালা করে দেওয়া হবে বললেন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,কোটচাঁদপুরে যৌথভাবে ক্লীনিক আর ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ৬ টি আর ২ টিতে শুধু মাত্র ক্লীনিক। যার মধ্যে রয়েছে একতা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার,কোটচাঁদপুর নাসিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সামস্উদ্দিন মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্স,মাহবুবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আল্ট্রাভিশন প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সিটি ক্লীনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। শুধু মাত্র ক্লীনিক রয়েছে কপোতাক্ষ ফ্যামিলি কেয়ার হাসপাতাল,জনতা ক্লীনিক।

এ ছাড়া ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, ১১ টি। এরমধ্যে ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার কর্ণফুলি ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার,ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, এ্যাডভান্স মেডিকেল সার্ভিসেস, এ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, মুকুল -খালেদা ডায়াবেটিক,লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সজিব ল্যাব এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, মেডিল্যাব মেডিকেল মেডিকেল সার্ভিসেস, শেখ নিজাম ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান ল্যাব মেডিকেল সার্ভিসেস।

সম্প্রতি ঢাকার ইউনাইটেড হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশে অভিযান শুরু করেছেন সংশ্লিষ্টরা । এর ধারাবাহিকতায় মঙ্গলবার কোটচাঁদপুরে ক্লীনিক আর ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ। তিনি বলেন, সারাদেশের মত কোটচাঁদপুরও ক্লীনিক ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালানো হয়েছে। ইতোমধ্যে কাগজ পত্রে অসঙ্গতি থাকায় দুইটি প্রতিষ্টান বন্ধ রেখেছেন মালিকপক্ষ।

এরপরও কাগজ পত্রে ক্রটি থাকলে প্রতিষ্ঠান সীলগালা করে দেওয়া হবে বলে সর্তক করেছেন ওই কর্মকর্তা। অভিযানের সময় উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডাঃ রাইসুল ইসলাম (জুয়েল) ও কমপ্লেক্সের হিসাব রক্ষক জিয়াউল ইসলাম।




স্নাতক পাসে চাকরি দিবে আইপিডিসি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে টিম লিডার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

টিম লিডার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকানো বিষযে স্নাতক পাস হতে হবে। নারী-পুরুষ প্রার্থীরা। বয়স: সর্বনিম্ন ২৬ বছর।

কর্মস্থল

ময়মনসিংহ

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৩ ফেব্রুয়ারি, ২০২৪

সূত্র: বিডিজবস