চুয়াডাঙ্গায় এক সঙ্গে চার নবজাতক শিশুর জন্ম

চুয়াডাঙ্গায় এক সঙ্গে জন্ম নিয়েছে চার নবজাতক শিশু সন্তান। এক সঙ্গে এই চার নবজাতক শিশু সন্তানের জন্ম দিয়েছেন তসলিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূ।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে দশটার সময় শহরের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিভাগে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আকলিমা খাতুন সফল নরমাল ডেলিভারি করেন।

তসলিমা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের ইমরান হোসেনের স্ত্রী।

জন্ম নেওয়া সন্তানদের বাবা ইমরান হোসেন বলেন, আরও দুই মাস পর বাচ্চা জন্ম নেওয়ার কথা ছিল। আজকে সকালে হঠাৎ আমার স্ত্রীর ব্যাথা উঠলে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসি। এ সময় নরমাল ডেলিভারিতে এক সঙ্গে চার শিশুর জন্ম হয়। যার মধ্যে তিনটি মেয়ে ও একটি ছেলে। জন্মের আধা ঘণ্টা পর ছেলে সন্তানটি মারা যায়। বর্তমানে বাচ্চাদের মাসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে। এখন পর্যন্ত আমার সন্তানদের নাম রাখা হয়নি।

সদ্য জন্ম নেওয়া চার নবজাতক শিশুর বাবা ইমরান হোসেন পেশায় একজন আটো চালক।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আকলিমা খাতুন বলেন, আজকে সকালে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় ও অত্যন্ত প্রসব বেদনা নিয়ে হাসপাতালে আসে। এই রোগীর আগেও একটা বাচ্চা হয়েছে সিজারের মাধ্যমে। যে কারণে নরমাল ডেলিভারি খুবই ঝুঁকিপূর্ণ ছিলো তার জন্যে। এর পরও তার অবস্থা বুঝে আমরা খুব দ্রুত ডেলিভারির সিদ্ধান্ত নিই। এতে ৪ যমজ শিশু জন্ম নেয়। এক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণের সম্ভাবনা অনেক বেশি থাকে। বাচ্চারা ও বাচ্চার মা আমাদের তত্ত্বাবধানে আছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, একসাথে জন্ম নেওয়া ৪ জমজ সন্তান মধ্যে ৩ জন শিশু সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে। আমাদের তত্ত্বাবধানে তারা সুস্থ রয়েছে।




মেহেরপুর পৌরসভার উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মেয়র

মেহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড মল্লিকপাড়ায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।

আজ (২৬ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে আরসিসি ড্রেন সহ রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেহেরপুর পৌরসভাকে বাংলাদেশের ভেতর একটি মডেল পৌরসভা বাস্তবায়ন করার লক্ষ্যে মেহেরপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম চলছে তারি ধারাবাহিকতায় উন্নয়নমূলক কাজ  পরিদর্শন করছেন মেহেরপুর পৌরসভার মেয়র।




আজ হুমায়ূন সাধুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

আজ নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধুর (হুমায়ূন কবীর সাধু) চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

হুমায়ূন সাধুর জন্ম চট্টগ্রামে। শৈশব ও কৈশোর কেটেছে সেখানেই। ৯ ভাইবোনের মধ্যে তিনি সপ্তম। মা মরিয়ম বেগম ছিলেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে ঢাকায় আসা সাধু সহকারী হিসেবে কাজ শুরু করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে পাশাপাশি যাত্রা করেন অভিনয়শিল্পী হিসেবেও।

সাধুর প্রথম চলচ্চিত্র ‘হোমো-সেপিয়েন্স’। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গুঞ্জন’ ও ‘গড ভার্সেস গড’। ‘বেঁচে থাকার জন্য আমি’ ও ‘পাখি পাকা পেঁপে খায়’ নামে নাটক সিরিজ তৈরি করেন তিনি।

হুমায়ূন সাধুর আলোচিত নাটক ‘চিকন পিনের চার্জার’। নাটকটির লেখক ও পরিচালক তিনি নিজেই। এ নাটকে অভিনয়ও করেছেন ও তার বিপরীতে ছিলেন অভিনেত্রী শাহতাজ।

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মেড ইন বাংলাদেশ’, ‘বিউটি সার্কাস’, ‘সাত ভাই চম্পা’, ‘চোরাবালি’। এছাড়া, ‘ঊন মানুষ’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেন তিনি।

হুমায়ূন সাধুর প্রযোজনায় ‘আমার ঘরে বিরাজ করে লালনগীতি’ নামে একটি সংগীত অ্যালবাম আমাজন থেকে বের হয়।

২০১৯ সালের অমর একুশে বইমেলায় প্রকাশ পায় সাধুর প্রথম বই ‘ননাই’। একটি সিনেমা নির্মাণের কাজও হাতে নিয়েছিলেন তিনি। কিন্তু তার শেষ ইচ্ছাটা আর পূরণ হয়নি।




টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

এবারের বিশ্বকাপে নাজেহাল অবস্থা ইংল্যান্ডদের। বড় এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে হারে বর্তমান চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় পেতে মরিয়া ইংলিশরা। তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। একাদশে ফিরেছেন মইন আলি, লিয়াম লিভিংস্টোন ও ক্রিস ওকস।

ইংল্যান্ডের মতোই অবস্থা শ্রীলঙ্কার। ৪ ম্যাচে মাত্র একটিতে জয় লঙ্কানদের। তবে সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে লঙ্কানরা। একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার আঞ্জেলো ম্যাথিউস ও পেসার লাহিরু কুমার।

ইংল্যান্ড একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, লিয়াম লিভিংস্টোন, জস বাটলার (অধিনায়ক), বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড ও আদিল রশিদ।

শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা, পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধানাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, কুশান রাজিথা ও লাহিরু কুমারা।




মুজিবনগরে মহিলা জামায়াতের ৫ কর্মী আটক

মুজিবনগরে সরকার বিরোধী গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনা করাকালীন সময়ে জিহাদী বইসহ জামায়াতের ৫ নারী নেতা-কর্মীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডল পাড়ার মৃত লুৎফর ময়রার ছেলে আশাদুল ময়রার বাড়িতে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন,উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের তাছাবউদ্দীন এর স্ত্রী কহিনুর বেগম (৪৫), আরিফুল ইসলামের স্ত্রী শারমিনা খাতুন (২২), আবু বক্কর এর স্ত্রী রওশনারা খাতুন (৪৬), জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী পারভিনা খাতুন (৩৪) এবং আশাদুল হক এর স্ত্রী সখিসোনা (৪০)।

এসময় তাদের কাছ আল্লহর পথে জিহাদ, মুসলমানদের দৈনন্দিন জীবন, ইসলাম ও জাহিলিয়াতের চিরন্তন দ্বন্দ্ব, আখিরাতের প্রস্তুতি, আল্লাহর নৈকট্য লাভের উপায়, ঈমানের হকিকত, আমিরে জামায়াতের আহবান, সফল জীবনের পরিচয়, পর্দার বিধান, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা: শফিকুর রহমানের বক্তব্য, তাফহীমুল কুরআন, সহ ১৮ টি বিভিন্ন বই জব্দ করা হয়।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, আটক জামায়াতের নারী নেতা কর্মীরা সরকারেরর বিরুদ্ধে বিদ্বেষ বিতৃষ্ণা ও মিথ্যা রটনা ছড়িয়ে নাশকতকা সৃষ্টিসহ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি করার লক্ষে ১৪/১৫ জন নারী সরকার বিরোধী সন্ত্রাস ও নাশকতা কার্যকলাপ করার উদ্যেশ্যে পরিকল্পনা ও গোপন মিটিং করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলায় এজাহার নামীয় ৫ জন ও অজ্ঞাতনামা আরো ১৪/১৫। জনকে আসামি করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মেহেদী রাসেল।




মেহেরপুরে চার সবজি ও মুদি ব্যবসায়ীকে জরিমানা

মূল্য তালিকা প্রদর্শণ না করায় মেহেরপুর বড়বাজারের তিন সবজি ও এক মুদি ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

আজ বৃহস্পতিবার দুুপুর ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম সহযোগীতা করেন।

সহকারী পরিচালক সজল আহমেদ জানান, বড়বাজারে সোবহান সবজি ভান্ডারে পণ্যের খুচরা মুল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের ক্রয় ভাউচার না রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো: সোবহানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ২ হাজার টাকা জব্বার সবজি ভান্ডারের মালিক মো: জব্বারকে ১হাজার টাকা, মিন্টু সবজি ভান্ডারের মালিক মো: আসাদুজ্জামান মিন্টুকে ২ হাজার টাকা, মুদি ব্যবসায়ী রবিউল স্টোরের মালিক মো: রবিউল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, অভিযান চলাকালে এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।




চুয়াডাঙ্গায় পুলিশ ক্যাম্পের ইনচার্জের বিরুদ্ধে অর্থবাণিজ্যের অভিযোগ তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

চুয়াডাঙ্গার হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শেখ রকিবুল ইসলামের বিরুদ্ধে মারধর ও অর্থবাণিজ্যের গুরুত্বর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তীত্বে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরির্দশন করেছেন। কমিটি লিখিত স্বাক্ষতকার গ্রহণ করেছেন অনেকের। মিলতে শুরু করেছে ঘটনার সত্যতা। প্রথম থেকে শেষপর্যন্ত মধ্যস্থতাকারি সাইফুল ইসলামকে পেলে পরিষ্কার হবে ৯৫ হাজার টাকার ভাগ কে কত নিয়েছে।

চুয়াডাঙ্গার হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শেখ রকিবুল ইসলামের বিরুদ্ধে পিকাপভ্যানসহ ঢাকা ধামরাইয়ের ৪ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। দীর্ঘ সময় দেনদরবার করে নেহালপুর গ্রামের সাইফুলের মাধ্যস্থতায় আটককৃতদের ছেড়ে দেবার গুরুত্বর অভিযোগ ওঠে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ পিপিএমকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করেন সংশ্লিষ্ট বিভাগ।

গতকাল বুধবার ২৫ অক্টোবর বেলা ১১টার দিকে তদন্ত কমিটির প্রধান ঘটনাস্থল পরির্দশন করেন এবং অনেকের লিখিত বক্তব্য গ্রহণ করেন। যাদের মধ্যে আছেন সোরাফ হোসেন, বোন রেহেনা ওরফে জয়নব, রেহেনার মেয়ে রিক্তা খাতুন।

লিখত বক্তব্যে প্রত্যেকেই জানান, ঢাকার মেহমানরা পিকাপ নিয়ে গত শুক্রবার ৪ জন তাদের বাড়িতে বেড়াতে আসে। রাত সাড়ে ৩টার দিকে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আটক করার সময় গরুচোর অপবাদ দিয়ে মারধরও করে। তাদেরকে ছাড়াতে ডিঙ্গেদহ বাজারের ২টি বিকাশের দোকান থেকে ১ লাখ টাকা উত্তোলন করা হয়। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর মধ্যস্থতা এবং এবং ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া পর্যন্ত দায়িত্ব পালন করে গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সাইফুল ইসলাম।

তদন্তকমিটর নিকট রিক্তা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আত্নীয়কে ছাড়াতে আমি ওই দারোগার পা পর্যন্ত চেপে ধরি এবং ধমকও খায়। এতকিছু করেছি কারণ ঢাকার আত্নীয়দের নেহালপুরে আমাদের বাড়িতে আমিই পাঠিয়েছি। আর আমাদের বাড়িতে এসে তারা বিপদে পড়েছে এর জন্য আমিই দায়ি।

এদিকে একটি সূত্র জানিয়েছে, এরি মধ্যে হতদরিদ্র রিক্তার মা একটি গরু ৭০ হাজার টাকা দিয়ে বিক্রি করে সেই টাকা ক্ষতিপুরণ হিসাবে ঢাকাতে পাঠিয়ে দিয়েছে। এব্যাপারে তদন্ত কমিটির প্রধান কোন মন্তব্য না করলেও তদন্ত কমিটির সামনে কয়েকটি সত্যতা মিলেছে। যার মধ্যে কোন সুনিদৃষ্ট অভিযোগ ছাড়াই ৪ জনকে আটক করা। মারধর করা। কোন উর্দ্ধতম কর্মকর্তাকে না জানিয়ে দীর্ঘ সময় ক্যাম্পে আটকিয়ে রাখা। বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা উত্তলন করা। এখন সাইফুলকে পেলেই ৯৫ হাজার টাকা কি ভাবে কোন ক্ষাতে খরচ হয়েছে তা পরিষ্কার হবে।

ঢাকা ধামরাইয়ের আব্দুর রহমান বলেন, আমার শিশু ছেলেকে পুলিশ ধরেছে এবং মারপিট করেছে এমন সংবাদ পেয়ে হিজলগাড়ীতে ছুটে আসি। ডিঙ্গেদহ বাজারে পরিবহণ থেকে নামার সাথে সাথে গতিরোধ করে সাইফুল। সে নানা প্রকার ভয়ভীতি দেখাতে থাকলে আমি ও আমার স্ত্রী সন্তানের কথা ভেয়ে আরও ভয় পেয়ে যায়। তাই সাইফুলের কথায় রাজি হয়ে বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা উত্তলন করি। যার মধ্য থেকে ৫ হাজার টাকা আমাকে দেয়। বাকি ৯৫ হাজার টাকা সে নিয়ে আমাদেরকে হিজলগাড়ী ক্যাম্পে নিয়ে যায়। একপর্যায় গত শনিবার বিকাল ৪ টার দিকে আমার ছেলেসহ বাকিদের পুলিশ ছেড়ে দেয়। এদের মধ্যে আমার শিশু ছেলে ও এক ভাইকে পুলিশ মারধর করেছে। তার ছবি তদন্ত কর্মকর্তাকে দিয়েছি।

তদন্ত কমিটির সামনে সোরাফ হোসেন আরও জানায়, আটক এবং টাকা পয়সা লেনদেনর বিষয়টি জানাজানি হয়ে পড়লে ওই দারোগা গত রোববার বেলা ১১টার দিকে আমি একটি মাঠে কাজ করছিলাম সেখানে আসে এবং আমাকে ধমক দিয়ে ধরে নেবার চেষ্টা করে ও শাসাতে থাকে। মাঠের লোকজন এর প্রতিবাদ করলে দারোগা চলে যায়।




মেহেরপুরে কর্মীসমর্থক নিয়ে মুজিব সিনেমা দেখলেন অ্যাড. আব্দুস সালাম

মুজিব সিনেমা দেখার পর মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম আবেগ জড়িত কন্ঠে ও অশ্রুসিক্ত নয়নে বলেন,’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যারা পৃথিবীর কলঙ্কিত ইতিহাস তৈরি করেছে সমগ্র জাতি তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’ প্রায় শতাধিক দলীয় ও ব্যক্তিগত কর্মী সমর্থকদের নিয়ে মুজিব সিনেমা দেখার পর মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম এ কথা বলেন।

বুধবার ২৫ অক্টোবর সন্ধ্যায় মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান শতাধিক নেতাকর্মীর বহর নিয়ে মেহেরপুর সিনেমা হলে “মুজিব—একটি জাতির রুপকার” বায়োপিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাস্তব জীবনের ঘটনা সম্বলিত সিনেমা দেখতে উপস্থিত হন।

এ সময় তার সাথে আওয়ামী লীগ ও তাতী লীগের নেতাকর্মীসহ নিজস্ব প্রায় শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।




বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানী খাতের উন্নয়নে ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তি

ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এবং বাংলাদেশ দেশের বিদ্যুৎ খাতের টেকসই সবুজ রূপান্তরে অবদান রাখতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর করেছে। এটি দেশের জলবায়ু প্রশমন লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যেও করা হয়েছে।

আজ বুধবার (২৫ অক্টোবর) ব্রাসেলসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামে ইইউ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণ ও উন্নয়নে একটি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরু করেন।

চুক্তি অনুযায়ী, ৩৫০ মিলিয়ন ইউরো নবায়নযোগ্য জ্বালানীখাতে প্রযুক্তিগত সহায়তা এবং বিনিয়োগসহ ৪৫ মিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ দ্বারা পরিপূরক। এর মধ্যে, ১২ মিলিয়ন ইউরোর গ্রিন এনার্জি ট্রানজিশন প্রকল্প, যার মধ্যে ৭ মিলিয়ন ইউরো জার্মানির সহ-অর্থায়নে পরিচালিত হবে। এর লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক সবুজ শক্তি রূপান্তরকে সহজতর করার জন্য নীতি, আইনী কাঠামো এবং বিনিয়োগের পরিবেশ তৈরিতে কাজ করা।

প্রকল্পগুলো মূলত ইউটিলিটি স্কেল সৌর ফোটোভোলটাইক এবং উপকূলীয় বায়ু প্রকল্প এবং সম্ভাব্য শক্তি স্টোরেজ সিস্টেমের সমন্বয়ে সমগ্র বাংলাদেশ জুড়ে জ্বালানি এবং গ্রামীণ উন্নয়নে সহজলভ্য করতে অবদান রাখবে। এই কার্যক্রম বাংলাদেশে আনুমানিক ৭৫০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা স্থাপনে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, বিনিয়োগগুলো বিদ্যুৎ বিতরণ এবং বিকেন্দ্রীকরণের উন্নতি করবে, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সংযোগ এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধি করবে। কারিগরি সহায়তার অংশ হিসাবে ইইউ একই জমিতে শক্তি উৎপাদন এবং খাদ্য উৎপাদন, সৌর, হাইব্রিড সৌর / বায়ু এবং ব্যাটারির সঙ্গে সৌর একত্রিত করার উপায়সহ প্রকল্প প্রস্তাবগুলো নিরীক্ষা করতে সহায়তা করবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সৌর প্রকল্প ও উপকূলীয় বায়ু প্রকল্প জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। গ্রিন এনার্জি ট্রানজিশনের জন্য এই অংশীদারিত্ব একটি বাংলাদেশী আইনি কাঠামো তৈরিতে সহায়তা করবে যা অন্তর্ভুক্তিমূলক সবুজ শক্তি রূপান্তরের জন্য বিনিয়োগকে উৎসাহিত করবে এবং জ্বালানি খাতে প্রফেশনাল নারীদের কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি করবে।

গ্লোবাল গেটওয়ে ফোরামে ইইউ এবং বাংলাদেশের মধ্যে শিক্ষা খাতের (৩০ মিলিয়ন ইউরো), শালীন কাজের এজেন্ডা প্রচার, সবুজ নির্মাণ, কার্যকর ডিজিটাল গভর্নেন্স জোরদার এবং দেশের পাবলিক স্পেসে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা রোধে (প্রতিটি ক্ষেত্রে ১০ মিলিয়ন ইউরো) সহযোগিতার জন্য অতিরিক্ত ৭০ মিলিয়ন ইউরোর একটি প্যাকেজ স্বাক্ষরিত হয়।

চুক্তি প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, ‘ইইউ ও বাংলাদেশ ৫০ বছর ধরে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অংশীদার। এখন, গ্লোবাল গেটওয়ের অধীনে সবুজ রূপান্তরের সুযোগগুলো কাজে লাগাতে আমরা এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। ইউরোপীয় কমিশন, ইআইবি এবং বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি সহায়তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একযোগে কাজ করবে। এই ৪০০ মিলিয়ন ইউরো বিনিয়োগ বাংলাদেশের জনগণ ও অর্থনীতিতে পরিবর্তন আনবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক নিয়ে আলাপ করেছি। আমরা গণতন্ত্র, মূল্যবোধ, মানবাধিকার, আইন নিয়ে আমাদের পরস্পরের ভাবনা তুলে ধরেছি। এই বছর বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্বের ৫০ তম বার্ষিকী। আমরা আনন্দিত যে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ই ইউ’র গ্লোবাল গেটওয়ে উদ্যোগকে স্বাগত জানায়। আমরা ইইউ’র সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি। এর মধ্যে আছে ইউরো ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে ৩৫০ মিলিয়ন ইউরোর চুক্তি। আমাদের সঙ্গে জলবায়ু ও নবায়নযোগ্য জালানি খাতে অংশীদার হওয়ার জন্য আমরা সাধুবাদ জানাই।

এ বছর ইইউ-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী। এই সময়ে ইইউ বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন, বাণিজ্য ও মানবিক অংশীদার হয়েছে। গ্লোবাল গেটওয়ে ফোরাম প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বব্যাপী সরকারের প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি খাত, সুশীল সমাজ, চিন্তাবিদ, আর্থিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের একত্রিত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং বিশ্বব্যাপী টেকসই প্রবৃদ্ধি এবং স্থিতিস্থাপকতা অর্জনের জন্য অবকাঠামোতে বৈশ্বিক বিনিয়োগকে উৎসাহিত করে।

গ্লোবাল গেটওয়ে বিশ্বব্যাপী বিনিয়োগের ব্যবধান হ্রাস এবং ডিজিটাল, জ্বালানি এবং পরিবহন খাতে স্মার্ট, পরিষ্কার এবং সুরক্ষিত সংযোগ বৃদ্ধি এবং স্বাস্থ্য, শিক্ষা এবং গবেষণা ব্যবস্থা শক্তিশালী করার জন্য ইউরোপীয় ইউনিয়নের ইতিবাচক প্রস্তাব। গ্লোবাল গেটওয়ে কৌশলটি একটি টিম ইউরোপ পদ্ধতির প্রতীক যা ইউরোপীয় ইউনিয়ন, ইইউ সদস্য রাষ্ট্র এবং ইউরোপীয় উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে।

একইসাথে, তারা ২০২১ থেকে ২০২৭ সালের মধ্যে সরকারী ও বেসরকারী বিনিয়োগে ৩০০ বিলিয়ন ইউরো সংগ্রহ করার লক্ষ্য নিয়েছে, নির্ভরতার পরিবর্তে প্রয়োজনীয় সংযোগ তৈরি করবে এবং বৈশ্বিক বিনিয়োগের ব্যবধান বন্ধ করবে।




এলডিসির পরও জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখার আহ্বান শেখ হাসিনার

এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ব্রাসেলসে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এবং বাংলাদেশ দেশের বিদ্যুৎ খাতের টেকসই সবুজ রূপান্তরে অবদান রাখতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রায় সবকিছুই ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দিয়েছে যা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভুমিকা রাখছে। আমি আশা করি যে ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের পর আমাদের উন্নয়নে সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইইউ’র মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানাই। রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তনই এই সংকটের একমাত্র সমাধান। আমি খুব দ্রুত এই সংকটের সমাধান খোঁজার জন্য ইইউ’র প্রতি আহ্বান জানাই।

তিনি আরও বলেন, আমরা অভিবাসী শ্রমিকদের অধিকার এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসনের নিশ্চিতে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। আমরা কৌশলগত বিষয়বস্তু নিয়ে ইইউ’র ভবিষ্যৎ অংশীদার হওয়ার পরিকল্পনা করছি। আমি অত্যন্ত আনন্দিত যে, আমরা এই নতুন অংশিদারিত্ব নিয়ে আলোচনা করেছি এবং এই সংক্রান্ত একটি চুক্তি শিগগিরই করা হবে। এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন দ্বার উন্মোচন করবে।