ফোন লক থাকার পরও যেভাবে ইউটিউবে গান শুনবেন

ইউটিউব বরাবরই গান শোনার জন্য অনেক জনপ্রিয়। কিন্তু একটা সমস্যার জন্য ইউটিউব অ্যাপকে মিউজিক প্লেয়ার হিসেবে ব্যবহার করা যায় না। স্মার্টফোনে ইউটিউব অ্যাপ থেকে বের হয়ে অন্য অ্যাপে কাজ করার সময় গান শোনা যায় না। আবার ফোন লক হয়ে গেলেও ইউটিউবের ভিডিও চলা বন্ধ হয়ে যায়।

তবে চাইলেই ব্যবহারকারীরা একটি কৌশল অবলম্বন করে ফোন লক থাকলে বা অন্য অ্যাপে গেলেও ইউটিউবে ভিডিও চালু রাখতে পারবেন। কীভাবে, তা জেনে নেওয়া যাক।

প্রথমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপে যেতে হবে। যে গান বা ভিডিও ফোন লক থাকলেও চালু রাখতে হবে, সেই গান বা ভিডিও খুলুন। শেয়ার অপশনে ট্যাপ করে লিংক কপি করতে হবে। এরপর ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। কপি লিংকটি পেস্ট করতে হবে। ব্রাউজারের ওপরে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। ডেস্কটপ সাইটে ট্যাপ করে চালু করতে হবে। ভিডিও চালু করে ব্রাউজার থেকে বের হয়ে আসতে হবে। ফোনের পর্দায় ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করতে হবে। ফোনের ব্রাউজারের ভিডিওটির একটি শর্টকাট দেখা যাবে। সেখানে ভিডিওটি চালু করতে হবে। এরপর ফোনে অন্য অ্যাপে কাজ করলে বা ফোন লক করলেও ভিডিওটি চলতে থাকবে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এতিমখানার এতিম ও দুস্থ অসহায় শিশু এবং সহায়-সম্বলহীন শীতার্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে শাহজালাল ইসলামী ব্যাংক মেহেরপুর জেলা শাখায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শাখা ব্যবস্থাপক মীর তৌহিদ আহম্মেদের নেতৃত্বে মোট ২ শত এতিম ও দুস্থ অসহায় শিশু এবং শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়।

জামিউল কুরআন মডেল মাদ্রাসা ও হিফজখানার ২৫ জন,বারাদি মদিনাতুল উলুম করমিয়া মাদ্রাসার ২০ জন,শিশিরপাড়া নূরানী হাফেজী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর ২০ জন এতিম ও অসহায় শিশু এবং বাকি ১৩৫ টি কম্বল সহায়-সম্বলহীন শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।

এসময় ব্যাংকের সহকারী ব্যবস্থাপক ফারুক হোসেনসহ বিশিষ্ট ব্যবসায়ী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকবৃন্দ এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মহাজাগতিক প্রবেশদ্বার “গ্রিফিথ অবজারভেটরি”

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আমি জাহাজ নিয়ে চায়না থেকে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সমুদ্র বন্দর লং বিচ এ যাই। সে সময় আমার লস অ্যাঞ্জেলেস শহরের বিখ্যাত হলিউড সাইন ছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ঘোরার সুযোগ হয়েছিল। হলিউড হিলস এ আরেকটি দর্শনীয় স্থান হল গ্রিফিথ অবজারভেটরি বা গ্রিফিথ মানমন্দির। এখানেও প্রচুর দর্শনার্থী দেখা যায়। গ্রিফিথ মানমন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি সমতল ভূমি থেকে প্রায় ১১০০ ফুট উচ্চতায় অবস্থিত।

আমরাও কয়েকজন মেরিনার অন্যান্য দর্শনার্থীদের মতোই এই গ্রিফিথ মানমন্দিরে প্রবেশ করি ভিতরে কি আছে দেখার জন্য। ভেতরে যাবার আগে আমাদের এই মানমন্দিরটি সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না। আমাদের হাতে সময় কম থাকায় অল্প সময়েই আমরা ঘুরে দেখার চেষ্টা করি।

গ্রিফিথ মানমন্দিরটি ১৯৩৫ সালে স্থাপিত হয়। ক্যালিফোর্নিয়াতে গ্রিফিথ মানমন্দিরটি দেশটির জাতীয় জ্যোতির্বিদ্যার অন্যতম প্রদর্শনীয় স্থান। স্থানটি সকল জনসাধারণের জন্য উন্মুক্ত এবং কোনো টিকেটের প্রয়োজন হয় না। এর ভিতর রয়েছে প্রাচীন এবং আধুনিক টেলিস্কোপ ও গবেষণার জন্য নিয়োজিত বিভিন্ন উপাদান যেগুলো আকাশ ও বিভিন্ন গ্রহ,উপগ্রহ দেখার কাজে ব্যবহৃত হয় এটি জনসাধারণকে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানতে, চিন্তা করতে এবং আকাশ দেখতে উৎসাহিত করে।

গ্রিফিথ অবজারভেটরির শিখরে একাধিক অত্যাধুনিক টেলিস্কোপ রয়েছে যেগুলো জনগণের জন্য উন্মুক্ত।এই টেলিস্কোপের সাহায্যে মেঘমুক্ত আকাশে সৌরজগতের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এবং সূর্যের দাগ, সূর্যের অগ্নিশিখা দেখা যায়। সৌরশিখা হলো সূর্যের বায়ুমন্ডলে ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরনের একটি তীব্র বিস্ফোরণ। সূর্যের সক্রিয় অঞ্চলে প্রায়ই এই তীব্র বিস্ফোরণ হয়। এর সাথে করনাল ভর নির্গমন, সৌর কণা ঘটনা এবং অন্যান্য সৌর ঘটনাও সংঘটিত হয়।

গ্রিফিথ অবজারভেটরির মধ্যে রয়েছে প্রাচীন এবং আধুনিক টেলিস্কোপ, সুইং পেন্ডুলাম, টেসলা কয়েল,গ্রহ নক্ষত্র দেখার জন্য অত্যাধুনিক প্রজেক্টর ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে সামুয়েল ওসসিন প্লানেটেরিয়াম থিয়েটার যা বিশ্বের সেরা প্ল্যানেটেরিয়াম। এখানে লাইভ শোতে বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং মহাবিশ্বকে দেখানো হয়। এই লাইভ শো দেখার জন্য অবশ্য আলাদাভাবে টিকিটের প্রয়োজন হয়। গ্রিফিথ অবজারভেটরি হলো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মহাজাগতিক প্রবেশদ্বার। দর্শকরা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পারেন, প্রদর্শন গুলো অন্বেষণ করতে পারেন। সেই সাথে বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন।

১৯৩৫ সালে এটি খোলার পর থেকে ৭ মিলিয়নেরও বেশি মানুষ আসল ১২ ইঞ্চি জিস টেলিস্কোপ ব্যবহার করে আকাশ দেখেছে। বিশ্বের অন্য যেকোনো টেলিস্কোপের চেয়ে বেশি মানুষ এটি ব্যবহার করেছে।

টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র হলো এমন একটি যন্ত্র যা দূরবর্তী লক্ষ্যবস্তু দর্শনের জন্য ব্যবহার করা হয়। এটি দূরবর্তী বস্তু থেকে নির্গত বিকিরণ সংগ্রহ, পরিমাপ এবং বিশ্লেষণ করার কাজে ব্যবহৃত হয়। প্রথম দূরবীক্ষণ যন্ত্রটি তৈরি করেছিলেন হ্যানস লিপারশে ১৬০৮ সালে। পরবর্তীতে ১৬০৯ সালে দূরবর্তী তারা পর্যবেক্ষণের জন্য গ্যালিলিও গ্যালিলি একটি দুরবীক্ষণ যন্ত্র তৈরি করেন। গ্যালিলিও তার দুরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বৃহস্পতির উপগ্রহ এবং শনির বলয় পর্যবেক্ষণ করেছিলেন। সেজন্যই প্রথম দিকের টেলিস্কোপ এর মধ্যে গ্যালিলিও টেলিস্কোপ বিখ্যাত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বৈমানিক এবং অ্যাপোলো মহাকাশচারীরা গ্রিফিথ অবজারভেটরির প্লানেটেরিয়াম থিয়েটারে প্রশিক্ষণ নিয়েছিলেন কিভাবে আকাশের স্টার বা তারা দ্বারা নেভিগেট করতে হয়।

গ্রিফিত মানমন্দিরের সামনেই রয়েছে সর্বকালের সেরা ৬ জন জ্যোতির্বিজ্ঞানীর স্মৃতিস্তম্ভ। বিজ্ঞানী হিপারকাস,নিকোলাস কোপার্নিকাস, গ্যালিলিও গ্যালিলেই, জোহানেস কেপলার,আইজ্যাক নিউটন,উইলিয়াম হারসেল সকলেই জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এজন্যই তারা আজ চিরস্মরণীয় হয়ে রয়েছেন।

গ্রিফিথ অবজারভেটরিতে উল্লেখযোগ্য টেলিস্কোপ গুলোর মধ্যে রয়েছে জিস টেলিস্কোপ, সোলার টেলিস্কোপ, গ্যালিলিও টেলিস্কোপ। এছাড়াও এখানে প্রাচীন টেলিস্কোপ সংরক্ষিত রয়েছে। আমারও সুযোগ হয়েছিল কয়েকটি টেলিস্কোপের উপর চোখ রাখার।

বর্তমানে গ্রিফিথ মানমন্দির পৃথিবীর অন্যতম জ্যোতির্বিদ্যার কেন্দ্রবিন্দু যা জনসাধারণের জন্য উন্মুক্ত। প্রতিষ্ঠাতা জে গ্রিফিথ চেয়েছিলেন জনসাধারণ যেন টেলিস্কোপ দিয়ে এই মহাজগৎ কে দেখতে পারে যা দেখে হয়তো মানুষের মন আরো প্রশস্ত হবে।

গ্রিফিথ অবজারভেটরি হল এই অঞ্চলের অন্যতম ফিল্ম লোকেশন। এটি অনেক ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশনে উপস্থাপিত হয়েছে। কর্নেল গ্রিফিথ লস অ্যাঞ্জেলেসে বসতি স্থাপন করেন পরে তিনি ১৮৯৬ সালে গ্রিফিথ পার্কের জন্য বিশাল এলাকা ক্রয় করে সিটি অফ লস অ্যাঞ্জেলেস কে দান করেন। তার নাম অনুসারে এলাকাটির নাম গ্রিফিথ পার্ক হয়েছে।

লেখক: মাস্টার মেরিনার, এক্স ক্যাডেট,বাংলাদেশ মেরিন একাডেমী চট্টগ্রাম।




নাট্যাচার্য স্মরণোৎসবে দুই নাটক

নাট্যাচার্য সেলিম আল দীনের ১৬তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল আজ ও আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোত্সব’। উত্সবে থাকবে ‘চিত্রাঙ্গদা’ ও ‘ম্যাকবেথ’ নাটকের দুটি করে প্রদর্শনী।

এছাড়াও থাকছে স্মরণ শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতি সহকারে শিল্পকলা চত্বর সজ্জা, আলোচনাসহ নানা আয়োজন। উত্সবের ২৯তম এ আসরের শ্লোগান ‘বাঙলা নাট্য অদ্য কেবল নিজ ভূগোলে নয়, শিল্পসুধায় পথ বর্তায় সর্বজগত্ময়’। উত্সবের প্রথমদিন আজ বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় স্টুডিও থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ এবং আগামীকাল সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উইলিয়াম শেক্সপিয়ারের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি-পুনর্বিন্যাসে ‘ম্যাকবেথ’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মহাভারত অবলম্বনে রচিত চিত্রাঙ্গদার গল্পে মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা মহাবীর অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন ও যৌবনের দেবতা বসন্তের সহায়তায় ১ বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবার অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকে। এভাবে চিত্রাঙ্গদা পৌরাণিক কাহিনির আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন এবং পারস্পরিক সম্মানের বিষয়টি উপস্থাপিত হয়।

অন্যদিকে স্বার্থপরতা, ক্ষমতালিপ্সা, উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল, শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকা্ল এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’।

সূত্র: ইত্তেফাক




লিগে মোহামেডানের বড় জয়, আবাহনীর প্রথম

প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান। দ্বিতীয় ম্যাচে ড্র করার পর গতকাল তৃতীয় ম্যাচে মোহামেডান আবার জয়ে ফিরেছে। রাজশাহীতে দুপুরে অনুষ্ঠিত খেলায় মোহামেডন ৫-১ গোলে ব্রাদার্সকে হারিয়েছে। একতরফা ফুটবল খেলেছে। ৫ গোলের তালিকায় হ্যাটট্রিক হয়নি।

অধিনায়ক সুলায়মান দিয়াবাতে জোড়া গোল করেছেন, জোড়া গোল করেছেন নাইজেরিয়ান সানডে। আর উজবেক ফুটবলার মোজাফফভ একটি গোল করেন। দিয়াবাতের প্রথম গোলটি ছিল পেনাল্টি থেকে। এই দিন বিদেশির গোলের উত্সবের শেষ দিকে, ৭৮ মিনিটে ব্রাদার্সের নয়ন একটি গোল করে হারের ব্যবধান কমান। মোহামেডানের তিন খেলায় ৭ পয়েন্ট। আর ব্রাদার্স প্রথম তিন খেলায় ১ পয়েন্ট পেয়েছে। কিংসের বিপক্ষে ব্রাদার্স ৫-২ গোলে হেরেছিল।

আবাহনীর স্বস্তির জয়

মোহামেডানের এমন জয়ের দিনে স্বস্তির খবর আবাহনীতে। অবশেষে প্রিমিয়ার লিগে আবাহনী জয়ের মুখ দেখেছে। গতকাল গোপালগঞ্জের মাঠে আবাহনী ১-০ গোলে শেখ জামাল ধানমন্ডিকে হারিয়েছে। খেলার ৮৮ মিনিটে স্টুয়ার্ট গোল করেন। আফসোসে পুড়ে গেছে শেখ জামাল। শেষ দুই মিনিট খেলাটা ধরে রাখতে না পারার আক্ষেপ পুড়িয়েছে আবাহনীকে। তবে আবাহনীর এই জয় অনেকটা স্বস্তির।

কারণ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর গতকাল তৃতীয় ম্যাচে প্রথম জয় পেলেন আবাহনীর আর্জেন্টাির কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। প্রথম খেলায় আবাহনী ১-১ গোলে ড্র করে রহমতগঞ্জের বিপক্ষে। দ্বিতীয় খেলায় ফর্টিসের কাছে হেরে যায়।

কিংসের আরো একটি জয়

নিজেদের মাঠে বসুন্ধরা কিংস ৩-১ গোলে ফর্টিস এফসিকে হারিয়েছে। ডরিয়েলটন, রাকিব এবং রিমন এবং একটি আত্মঘাতী গোল হয়। মুন্সীগঞ্জে অনুষ্ঠিত লিগের আরেক খেলায় রহমতগঞ্জ ১-১ গোলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করেছে।

সূত্র: ইত্তেফাক




কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে প্রীতি ভোজ ও আলোচনা সভা

কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রীতি ভোজ ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক লীগ দামুড়হুদা উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, একতা হেয়ার প্রসেসিং কার্পাসডাঙ্গা শাখার সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, আওয়ামী লীগের খলিল শফিকুল, কৃষকলীগের আসাদুল, যুবলীগ নেতা ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক আব্দুল কাদের হিরক, শরিফুল ইসলাম মেশকাত, রতন, ছাত্রলীগের ফয়সাল, হাসিব, সাজ্জাদ মানিক, সেলিম, শাহজাহান, মাসুদ, আরিফুল, ওবাইদুল্লা, সাদিক, সাব্বির (০১), সাব্বির (০২), ফয়সাল, মেহেদী আসিফ, রকিবুল (০২)।

অনুষ্ঠানটির সঞ্চালনায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম।




চুয়াডাঙ্গায় চেক জালায়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গার কোটালী গ্রামের পৃথক ২টি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শরিফুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দর্শনা থানাপুলিশ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালী গ্রামের ছহিরদ্দিনের ছেলে শরিফুল ইসলাম ওরফে শরিফকে (৩৭) আজ শুক্রবার রাত ৩টার দিকে নিজবাড়ি থেকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় গ্রেফতারকৃত শরিফুল ইসলাম চেক জালিয়াতি একটি মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা এবং অপর একটি মামলায় চার মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মামলার আসামী ছিলেন।

গ্রেফতারকৃত শরিফুলকে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে।




আলমডাঙ্গায় নাশকতা মামলায় জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেফতার

আলমডাঙ্গায় নাশকতা মামলার তিন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার পশুহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের আগে জামাতের নেতাকর্মীরা সরকার বিরোধী লিফলেট বিতরণ করছিলো বলে পুলিশ জানায় ।

আটকৃত জামাতে কর্মীরা হলেন- কুমারী ইউনিয়নের পার দূর্গাপুর গ্রামের শামসুল হকের ছেলে বাবুল ইসলাম(৩২) একই গ্রামের মৃত আকবর আলীর ছেলে শফিউজ্জামান (৪৫) এবং একই ইউনিয়নের এলাহী নগর হাড়গাড়ী গ্রামের মৃত শামসুদ্দীন মন্ডলের ছেলে বজলুর রহমান (৪৭)।

পুলিশ সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পৌর এলাকার পশুহাট প্রাঙ্গণে জামাতের নেতা-কর্মীরা সরকার বিরোধী লিফলেট বিতরণ করছিল। খবর পেয়ে আলমডাঙ্গা থানাপুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছালে নেতা-কর্মীরা দৌড়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এসময় তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আটকৃতরা সবাই গত নভেম্বর মাসের শ্যামপুর-ইসলাম মাদ্রাসা এলাকায় নাশকতা পরিকল্পনা চেষ্টা মামলার আসামী। তাদের আটকের পর আজ শুক্রবার সংশ্লিষ্ট মামলা জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে ওসি শেখ গনি মিয়া বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেশ কয়েকজন নাশকতা মামলার আসামী পশুহাট এলাকায় সরকার বিরোধী লিফলেট বিতরণ করছে। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রী করায় মেহেরপুরে আনন্দ র‍্যালি

মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন এমপি কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব অর্পণ করার মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ।

আজ শুক্রবার বিকেলে মেহেরপুরের শহীদ ড. শামসুজ্জোহা পার্ক থেকে আনন্দ র‍্যালি বের হয়ে মেহেরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, মেহেরপুর সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী শহিদুল হক, কুতুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বাবুল আক্তার, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ মেহেরপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রী হওয়ায় মুজিবনগরে আনন্দ মিছিল

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন নবগঠিত মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রী হওয়ায় মুজিবনগরে আনন্দ মিছিল করেছে নেতা-কর্মীরা।

গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিন শুক্রবার (১২জানুয়ারি) উপজেলার বিভিন্ন প্রান্ত আসা নেতা-কর্মীরা কেদারগন্জ বাজারে জমায়েত হয়।

বিকাল ৫টার দিকে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে আনন্দ র‍্যালীটি মুজিবনগর সরকারের মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কেদারগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার চত্বরে এসে শেষ হয়।

এসময় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগনও মিছিলে অংশ নেয়।এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান মানিক, জেলা পরিষদের সদস্য আজিমুল বারি মুকুল, উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতিন,সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব উপজেলা ইয়াং বাংলা ফিউচার লিডার এর সভাপতি হাসানুজ্জামান লালটুসহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, সরকারের গত মেয়াদে ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। নতুন সরকারে এসে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে ফরহাদ হোসেনসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন নৌকা প্রতিক নিয়ে টানা তৃতীয়বার মেহেরপুর ১ আসন থেকে জয়লাভ করেন। ফরহাদ হোসেনের পিতা মোহাম্মদ সহিউদ্দিন বিশ্বাস (১৯২৩-২১ মার্চ ১৯৯০) বাংলাদেশের মেহেরপুর জেলার রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি তৎকালীন কুষ্টিয়া-৫ ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি ২০২২ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।