মেহেরপুরে ৪৩টি পূজা মন্ডপে দুর্গোৎসব

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু আজ। আজ শুক্রবার ২০ অক্টোবর থেকেই পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। পূজা মন্ডপের সব কাজ প্রায় শেষ। মন্দিরের সাজসজ্জা, আলোকসজ্জা এবং অন্যান্য বিষয় নিয়ে শেষ মুহুর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজা শুরু হবে। সকল মন্দিরেই দেবীর রং করার কাজও শেষ হয়েছে।

মেহেরপুর জেলায় শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, তাই ঘরে ঘরে দেবী দুর্গার আগমনীর বার্তা।

পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্র্রদায়ের মাঝে সাজ সাজ রব। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা বোধন প্রস্তুতির কাজ। এবার মেহেরপুর জেলায় ৪৩ টি পূঁজামন্ডপে পূজা উৎযাপন করা হবে বলে মেহেরপুর জেলা প্রশাসন এবং জেলা পুঁজা উৎযাপন কমিটির সূত্রে জানা গেছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১৪ টি, গাংনী উপজেলায় ২২ টি এবং মুজিবনগর উপজেলায় ৭ টি পূজা মন্ডপ রয়েছে।
শুক্রবার ষষ্ঠী তিথিতে শুরু হবে এ পূজা এবং মঙ্গলবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে অনুষ্ঠান।

মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব অশোক চন্দ্র বিশ্বাস জানান, ‘২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে পাঁচদিন ব্যপি আমাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। চলতি বছর জেলায় সর্বজনীনভাবে ৪৩ টি মন্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। এবারো প্রতিটি মন্দিরে সরকারি নির্দেশনা মোতাবেক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসব পালনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।’

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল আহসান মেহেরপুর প্রতিদিন কে জানান, মেহেরপুর জেলার ধর্মীয় সম্প্রীতি সারা দেশের জন্য একটি উদাহরণ। এখানে কার্যত কোন ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ নেই। তবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্ডপ গুলিতে ইউনিফর্ম ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়াও থাকছে কুইক রেসপন্স টিম।’




মুজিবনগরে বঙ্গমাতা ফুটবল একাদশকে সংবর্ধনা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনুর্ধ্ব-১৭) এর জেলা চ্যাম্পিয়ন হয়ে উপজেলার জন্য গৌরব বয়ে আনার জন্য মুজিবনগর উপজেলা বালিকা ফুটবল একাদশকে সংবর্ধনা প্রদান করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় দলের প্রত্যেক খেলোয়াড় সহ দলের কোচ সোহেল রানা ও ম্যানেজার সাংবাদিক হাসান মোস্তাফিজুর রহমানকে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রকিবউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম রবি, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, যে গত ১৬ অক্টোবর জেলা পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২৩ গোল্ডকাপ টুর্নামেন্টে ১৬ই অক্টোবর গাংনী উপজেলা একাদশকে এবং ১৭ই অক্টোবর ফাইনালে মেহেরপুর সদর উপজেলা একাদশকে পরাজিত করে মুজিবনগর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।




ঝিনাইদহের ৭ টি মন্দিরে ৩ হাজার শাড়ী উপহার প্রদাণ করলেন এমপি সমি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৩ হাজার শাড়ী উপহার প্রদাণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ৭ টি মন্দিরে এ উপহার প্রদাণ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি।

উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সংসদ সদস্যের পিএস রওশন আলী, রোকনুজ্জামান রিপন,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী অনু, কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ^াস সহ দুর্গা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। পৌর এলাকার মন্দির গুলো হলো চাকলাপাড়া, ব্যাপারীপাড়া, আরাপপুর, পবহাটী, কাঠালবাগান, ষাটবাড়ীয়াও হামদহ কালীমন্দির।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহবান জানান।




জীবননগরে আইনশৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

জীবননগর উপজেলায় আইনশৃংখলা ও চোরচালান বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহসপ্রতিবার বেলা ১১টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলায় আইনশৃংখলা ও চোরচালান প্রতিরোধ বিষায়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,উপজেলার সহকারী কমিশনার ভ’মি তিথি মিত্র,বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান,উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান,সাংবাদিক জাহিদ বাবু,মিঠুন মাহমুদ প্রমুখ।




আলমডাঙ্গার পারকুলায় ছাগল-ভেড়ার জন্য নির্মিত ক্লাইমেট স্মার্ট সেডের উদ্বোধন

আলমডাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ অধি দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বিনিয়োগ সহায়তার আওতায় ছাগল-ভেড়ার জন্য নির্মিত ক্লাইমেট স্মার্ট সেডের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বিকেল ৩টার দিকে পারকুলা পিজি চত্বরে ৮ লক্ষ টাকা ব‍্যায়ে নির্মিত ৪০টি ক্লাইমেট স্মার্ট সেডের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা বলেন,আমি শুনেছি আপনাদের একটা গ্রুপ আছে। এই ঘরগুলোর জন্য সঞ্চয় দিতে হয়েছে। তখন যারা সঞ্চয় দিয়েছেন তারাই এই ঘরের সুবিধাটা ভোগ করছেন। যারা খামারি আছে অনেকেই ৫০ বা ১০০ টাকা সঞ্চয় দেননি তারা কিন্তু এ সুবিধাটা পাচ্ছেন না। এখন অনেকেই আফছোস করছেন, আমি যদি সঞ্চয় জমা দিতাম তাহলে আমি একটা ঘর পেতাম।

দেখেন,মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা চেতনা অনেক দূরদর্শি। তিনি চিন্তা করেন কালকের জন্য না। আগামী ২০ বছর পরের কথা চিন্তা করেন। আগামী ১০০ বছরে কি হবে উনার সেই পরিকল্পনা কিন্তু আমরা বাস্তবায়ন করছি।

উদ্বোধনি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমন আহমেদ ডন, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, কৃষি অফিসার রেহানা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ইন্সটেক্টর জামাল হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মুস্তাকিম মুকুট, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক মিকা, প্রেসক্লাব সভাপতি খন্দকার সাউলাম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক মুফতি মাসুদুজ্জামান, বাসুদেব বিশ্বাস, খামারি রুলিয়া খাতুন, ইউপি সদস্য সাদিয়া খাতুন, আলিয়া খাতুন, ডলি খাতুন, আওয়ামী লীগ নেতা লিংকন জোয়ার্দ্দার, শেখ আতাউল হক, আব্দুল হান্নান, এনামুল হক জামাল উদ্দিন প্রমূখ।




৪ বছর জেল খেটেও দেশে ফেরা হলোনা দীপকের

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় দীর্ঘ ৪ বছর জেল খেটে আপন ঠিকানায় ফিরতে পারলো না ভারতীয় নাগরিক দীপক কুমার ঠাকুর।বিএসএফ আইনের জটিলতা দেখিয়ে দীপকে দেশে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

বিজিবি সুত্রে জানাগেছে বিহার রাজ্যের সমস্তিপুর জেলার ওয়ারিশ নগর থানার মনিহার গ্রামের শ্রী রাম নরেশ ঠাকুরের ছেলে দীপক কুমার ঠাকুর (৩৫)নামের ২০১৯ সালের অবৈধভাবে বাংলাদেশে আসায় পিরোজপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অনুপ্রবেশর দায়ে ৪ বছর জেল হয় দীপকের।

গতকাল বৃহস্পতিবার ১২ টার দিকে দর্শনা জয়নগর চেকপোষ্ট দিয়ে দীপককে পাঠানোর জন্য বিএসএফকে পত্র দেয় বিজিবি।পতাকা বৈঠক বসে জয়নগর চেকপোষ্ট শুন্য রেখায়। এ সময় বিএসএফের পক্ষ থেকে জানানো হয় দীপকের কোন অভিভাবক না আসায় তাকে ফেরত নেওয়া সম্বব হচ্ছে না।পরবর্তীতে দীপকের অভিভাবকের সন্ধান পাওয়া গেলে তাকে ফেরত নেওয়া হবে।দীর্ঘ ৪ বছর জেল খেটে আপন ঠিকানায় পিরতে না পেরে আবারো দীপককে ফিরে আসতে হলো বাংলাদেশের কারাগারে।বিজিবি দীপককে পুলিশের হাতে তুলে দেয়।পুলিশ তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠায়।

এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোষ্ট আই সিপির ইনচার্জ আব্দুল জলিল,দর্শনা থানার এস আই সোহেল রানা,দর্শনা ইমিগ্রেশনের এস আই মোর্শদ,এস আই আবু হানিফ,এ এস আই আব্দুল মমিন,বি এসএফের পক্ষে উপস্থিত ছিলেন,গেদে বিএসএফের কোম্পানী কমান্ডার বিধাস চন্দ্র।




থ্রিডি প্রিন্টারে হবে বেকিং

থ্রিডি প্রিন্টার হাল আমলের নতুন ক্রেজ। জরুরি অনেক বস্তু থ্রিডি প্রিন্টারে করা যায়। আবার এই থ্রিডি প্রিন্টারে করা যাবে বেকিং। মিউনিখ বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তিবিদ টেকলা অ্যালপার্স থ্রিডি প্রিন্টার তৈরি করেছেন যা দিয়ে বেক করা যাবে কেক।

খাদ্য প্রযুক্তিবিদ হিসেবে মার্টিন হেকেল মনে করেন, ‘বেকিং প্রক্রিয়ার ক্ষেত্রে হুবহু এক বস্তু সম্ভব নয়৷ ময়দা মাখা, সেটির মধ্যে বাতাসের অনুপাত, কাঠামোর মধ্যে পার্থক্য থাকতে পারে৷

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, বেকার অবশ্যই কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন৷ তবে একেবারে নিখুঁতভাবে সব কিছু নির্ধারণ করা যায় না৷ থ্রিডি প্রিন্টারের সাহায্যে আমি কিন্তু ‘পোর’ বা ছিদ্রের বিতরণ একেবারে নিখুঁত করে তুলতে পারি৷ ফলে প্রতি বার হুবহু এক পণ্য তৈরি করা সম্ভব৷

এটি এখন প্রক্রিয়াধীন। তবে যদি থ্রিডি প্রিন্টারের মাধ্যমে বেক করা সম্ভব হয় তাহলে সীমাহীন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হবে।

সূত্র: ডয়চে ভেলে




‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ

দেশের ১৬১ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। মুক্তির একসপ্তাহেই ব্যাপক সাড়া ফেলেছে ভারত-বাংলাদেশ যৌথ প্রয়োজনায় নির্মীত এ সিনেমা। এরই মধ্যে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান। তথ্য সচিবসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশকারী আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘ইতিহাস বিকৃতি, শহীদ জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন করায় এই সিনেমা বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছি। রেজিস্ট্রি ডাকযোগে ১০ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে। ১০ জনের মধ্যে বাংলাদেশের সাতজন আর ভারতের তিনজন।’

নোটিশপ্রাপ্তির পর সিনেমা প্রদর্শন বন্ধ করা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির এ আইনজীবী। গত ১৩ অক্টোবর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

সিনেমাটির পরিচালনা করেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ছাড়াও রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে অভিনয় করেছেন। ২৭ অক্টোবর সিনেমাটি ভারতে মুক্তির কথা রয়েছে।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় রনি হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলামের আদালত দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. রনি হোসেন (৩৯) কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল চার মাইল এলাকার বাসিন্দা। মামলার অপর আসামি রনির মা লিলি খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি রফিকুল ইসলাম লালন জানান, ‘রত্না হত্যা মামলায় জড়িত আসামি রনির বিরুদ্ধে আনীত অভিযোগের স্বাক্ষ্য ও শুনানী শেষে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থ দণ্ডের আদেশ ও অনাদায়ে আরও ৬ মাসের সাজার দণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। এ মামলায় লিলি খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুন বিকেল সাড়ে চারটায় মিরপুর উপজেলার তাঁতিবন্দ গ্রামের রত্মা খাতুনকে (৩৫) বটতৈল চার মাইল এলাকা থেকে বাজার করে দেওয়ার নাম করে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় রনির মা লিলি খাতুনের ভাড়া বাসায় নিয়ে যায় রনি। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রনি তার স্ত্রী রত্নাকে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় পরদিন ১৬ জুন নিহতের ছোট ভাই মো. বিশাল হোসেন বোন রত্নাকে হত্যার অভিযোগ এনে রনি ও রত্নার শাশুড়ি লিলি খাতুনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে গেল বছরের ৩১ আগস্ট এজাহারভুক্ত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ এনে সদর থানার উপপরিদর্শক মো. আব্দুল কাদের আদালতে চার্জশিট দেয়।




শেখ রাসেলের জন্মদিনে মেহেরপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শ্রদ্ধাঞ্জলি

নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটিতে জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বিশেষভাবে তৈরি শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সময় সেখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল আহসান,উপসহকারী প্রকৌশলী মোছাঃ শাহীনুর খানম, ইবনে জায়েদ,হিসাব রক্ষক রিয়াদুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর আহসান হাবীব, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মিলন হোসেন, অফিস সহায়ক অসীম কুমার পাল, রাশেদ খান মিলন ও মোহাম্মদ রাজু আহমেদ উপস্থিত ছিলেন।