মুজিবনগরে গুডনেইবারর্স এর শিশু অধিকার ভিত্তিক প্রচারণা অনুষ্ঠিত

মুজিবনগরে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর শিশু অধিকার ভিত্তিক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে গুডনেইবারর্স এর আয়োজনে, উপজেলার বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিশু অধিকার ভিত্তিক প্রচারণা অনুষ্ঠিত হয়।

গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর ম্যানেজার বিভব দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বল্লভপুর মিশন মাধ্যমিক প্রধান শিক্ষক লুক হরেন্দ্র বিশ্বাস,গুডনেইবারর্স এর সিনিয়র (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ।

শিশু অধিকারভিত্তিক প্রচারণায় কিভাবে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ করা যায়। শিশুদের যৌন নির্যাতন এবং অপব্যবহার থেকে সুরক্ষা প্রদানে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়। বাল্যবিবাহ এবং শিশুশ্রম রোদে সরকারি প্রদক্ষেপ সমূহ এবং শিশুদের অনুপ্রেরণামূলক বিষয়াদি সম্পর্কে স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন অতিথিবৃন্দ।




জীবননগরে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন

জীবননগরে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। আজ বুধবার সকাল ৯টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এঁর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস -২০২৩ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

জীবননগর উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।




রেকর্ড ভাঙলেন আল্লু অর্জুন

ভারতের ৬৯তম জাতীয় পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা হয়েছিল আগেই। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে প্রথম তেলেগু অভিনেতা হিসেবে এ পুরস্কার জিতলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তেলেগু সিনেমা পুরস্কার পেলেও এর আগে কোনো অভিনেতা এ সম্মাননা পাননি। সেই রেকর্ডই এবার ভাঙলেন আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দিল্লীর বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয় ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে সেরা অভিনেতার সম্মাননা গ্রহণ করেন আল্লু অর্জুন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিও।

এসময় নিজের অনুভূতি ব্যক্ত করে আল্লু অর্জুন বলেন, ‘আমি অনেক বেশি খুশি এমন সম্মাননা পেয়ে। কমার্শিয়াল সিনেমার জন্য এই পুরস্কার পাওয়ার আনন্দ আমার কাছে দ্বিগুণ।’

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’ সিনেমা। এ ছাড়া শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধাম’। আর সেরা বাংলা সিনেমার পুরস্কার ঘরে তুলেছে ‘কালকক্ষ’।




ঢাকায় রোনালদিনহো

ঢাকায় পা রেখেছে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার রোনালদিনহো। বুধবার (১৮ অক্টোবর) বিকেল তিনটার পর কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি।

ঢাকায় পা রেখেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নেওয়ার কথা রয়েছে তার। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য পাওয়া গেছে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রোনালদিনহো।

এ ছাড়া জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন। ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ঢাকায় বিকেলে সফর শেষ করে রাতেই ফিরে যাওয়ার কথা রয়েছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফুটবলারের। ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ব্রাজিলিয়ান প্লেমেকারকে ঢাকায় এনেছেন।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

“শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যে মুজিবনগরে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এর মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস।

দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর আলী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা: তৌফিক আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী খালিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মতিউর রহমান মতিন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের আয়োজনে,উপজেলা পরিষদের মিলনায়তনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শেখ রাসেল দিবস পালনের জাতীয় অনুষ্ঠান প্রজেক্টর এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার কর্মকর্তা কর্মচারী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।




মেহেরপুরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

মেহেরপুর জেলা যুবলীগ ও পৌরসভার পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। আজ বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে এই পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সহ বিভিন্ন নেতাকর্মীরা  অবস্থিত ছিলেন।

শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন শেখ রাসেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব আদরের সন্তান ছিল বঙ্গবন্ধু যেখানেই যেতো শেখ রাসেলকে সেখানেই নিয়ে যেত এবং প্রতিটা বিষয়ে সে বঙ্গবন্ধুকে ছোট থেকে ফলো করে আসছিল আমরা অনেক ভিডিও ফুটেজে দেখেছি। আজকে যদি শেখ রাসেল বেঁচে থাকতো হয়তো দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব সে পালন করত। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে বেহেস্তে  নসিব করে এবং জান্নাতের সর্বোচ্চ স্থান তাদেরকে দেয় সেই দোয়া করি।

এ সময় তিনি আরো বলেন শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগ ও মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে কর্মসূচি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে।




দর্শনায় চুরি হওয়া ইজিবাইকসহ গ্রেফতার-২

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে মামলার ৬ ঘন্টার মধ্যে দর্শনা রেল বাজার থেকে চুরি হওয়া ইজিবাইক যশোর জেলার চৌগাছা থেকে উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে ২ চোর চক্রের সদস্যকে।

পুলিশ সূত্রে জানা যায় চুয়াডাঙ্গা সদর থানাধীন পৌরসভার ইসলামপাড়া গ্রামের মৃত রফিকুল আলম এর ছেলে রোকনুজ্জামান খাঁন (২৪) গত সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে দর্শনা রেলবাজার সংলগ্ন গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারের সামনে তার নিজ ইজি বাইক রেখে ব্যক্তিগত কাজে পাশের একটি দোকানে যাই। এসময় কাউন্টারের সামনের পাকা রাস্তার উপর হতে চোর চক্রের সদস্যরা ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়।

এ সময় ইজিবাইক মালিক কোন দিশা না পেয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই(নিঃ) নীতিশ বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের মাধ্যমে গতকাল রাত দুইটার দিকে অভিযান পরিচালনা করেন যশোর জেলার চৌগাছা থানাধীন ব্রাকপাড়া গ্রামস্থ জেএমআই অটোগ্যাস ফিলিং ষ্টেশন এর সামনে পাকা রাস্তার উপর। এসময় উক্তো চুরি হওয়া ইজিবাইকসহ দুইজন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন যশোর জেলায় কোতয়ালী থানার রামনগর গ্রামের পুকুর কুল ধোপপাড়ার সাকের আলীর ছেলে ইউসুফ আলী (১৯) ও একই থানার তোলা গোলদারপাড়ার সাত্তার গাজীর ছেলে রেজাউল গাজী (৪৪)।

গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।




চুয়াডাঙ্গা- ২ আসনের জাহাঙ্গীর আলমের গনসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে রাতদিন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী জাহাঙ্গীর আলম। তাঁরই ধারাবাহিকতায় হাউলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী জাহাঙ্গীর।

গনসংযোগ কালে তিনি বলেন, আমি যদি এমপি হতে পারি তাহলে আপনাদের সেবক হিসেবে মুরুব্বিদের দিক নির্দেশনায় চুয়াডাঙ্গা ২ আসনের এলাকাবাসীর ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাবো। তাই আপনাদের দোয়া ও সমর্থন কমনা করছি। আমি নির্বাচনী এলাকার অসহায় ও সাধারণ মানুষের পাশে সবসময়ই থাকবো।

নির্বাচনী বিষয়ে অনেকে বলেন, তিনি বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে দাড়ান, অনেক মানুষের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করেন। তিনি একদম সাধারণ মানুষের মতো চলাফেরা করে সাধারণ মানুষের মন জয় করে ফেলেছেন। যার কারণে তাকে এলাকাবাসী সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করার অঙ্গীকার করে বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন প্রচার প্রচারণা করেন।

এদিকে স্থানীয় সুচিল সমাজ তারপক্ষে এককভাবে সমর্থন জানিয়ে তাকে মাঠে থাকার পরামর্শ প্রদান করেন এবং নির্বাচনী কার্যক্রম চালাতে বলেন। সাধারণ জণগণের বক্তব্যে বোঝা যায় সামনের দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের সর্বস্তরের জনগণ মোঃ জাহাঙ্গীর আলমকে সতন্ত্র প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।




দর্শনাতে ফিলিস্তিনিদের উপর হামলার ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দর্শনায় ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বাদ আসর দর্শনা থানা ওলামা পরিষদের ডাকে পৌর এলাকার রেলবাজার বটতলায় গনজমায়েত শুরু হয়।

গনজমায়েত শেষে বাংলাদেশ ওলামা পরিষদ দর্শনা থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর হামলা ও গণহত্যার প্রতিবাদে সরকারের বিবৃতি দেওয়ার পাশাপাশি সরকারকে সেনাবাহিনীর পাঠিয়ে উক্ত নেককার জনক ঘটনার প্রতিবাদ করার আহ্বান জানান।

এছাড়াও ফিলিস্তিন সহ সারা বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার হলে কোন ধর্মপ্রাণ মুসলমান ঘরে বসে না থেকে সকলকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে রেলবাজার বটতলা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি দর্শনা রেল বাজার বটতলা হতে বের হয়ে দর্শনা বাস স্ট্যান্ড বক চত্বর সড়ক প্রদিক্ষণ করে পুনরায় দর্শনা রেল বাজারের সভাস্থলে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মুফতি জুনায়েদ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ওলামা পরিষদ দর্শনা পৌর শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমেদ ও সাধারণ সম্পাদক মুফতি ইউনুচ আলী সহ দর্শনা থানা ও পৌর ওলামা পরিষদের সদস্যগনসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগন।

সর্বশেষে ফিলিস্তিনি সহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি দোয়া মাহফিলের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।




চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা ক্রিয়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার ছেলুন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ নাজিম উদ্দীন আল আজাদ, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার,চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার শামীম ভূইয়া, চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি এখলাছ উদ্দিন সুজন সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা ক্রিয়া সংস্থার কর্মকর্তা বৃন্দ