এসএসসি পাসে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। প্রতিষ্ঠানটিতে এসি টেকনিশিয়ান পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

এসি টেকনিশিয়ান।

যোগ্যতা

প্রার্থীকে অষ্টম শ্রেণি/এসএসসি/এইচএসসি/সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট থাকত

অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৯ অক্টোবর ২০২৩

সূত্র : বিডিজবস




ঝিনাইদহে দুর্গাপূজার সাজ সজ্জার কাজ শেষ মুহূর্তে

আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তাই ঝিনাইদহের পাড়া মহল্লাসহ প্রতিটা গ্রামের মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরি ও সাজ সজ্জার কাজ। জেলায় এবারে ৪৮৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রস্তুতি হিসেবে পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ প্রতিটি পূজা কমিটির সাথে সামাজিক সম্প্রীতির সভা করেছেন। এবার সদরে ১১৯,শৈলকূপায় ১৩৭,হরিণাকুণ্ডুতে ৩৩,কালীগঞ্জে ৯৯,কোটচাঁদপুরে ৪৫ ও মহেশপুর উপজেলায় ৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপে মণ্ডপে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটা মন্দিরেই প্রতিমা সহ সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রংতুলির আঁচড়ের কাজ।

এছাড়া আলোকসজ্জা ও প্যাণ্ডেল সাজানোর কাজও চলছে। শহরের কয়েকটি মন্দিরে গিয়ে দেখা যায় শেষ মুহুর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।

২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঢাকের বাদ্যে মেতে উঠবে হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। দেবী দূর্গার আগমনে দূর হবে সকল অশুভ শক্তি। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এ উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ।
এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি মণ্ডপে থাকবে পুলিশের নজরদারি সহ সিসি ক্যামেরা।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস বলেন, প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। এবারে জেলায় ৪৮৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আশা করছি উৎসবমুখর পরিবেশে আমরা অনুষ্ঠান পালন করতে পারবো।

পুলিশ সুপার মো: আজিম-উল-আহসান জানান, দুর্গাপূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা, মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন, পুলিশী টহল জোরদার করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় এই উৎসবে কোন বিশেষ গোষ্ঠী বা মহল কর্তৃক ধর্মীয় সম্প্রীতিতে আঘাত করলে তা তা কঠোর হস্তে দমন করা হবে। দুর্গাপূজাকে ঘিরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম জানান, সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করা হবে। এ ব্যাপারে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকলের মাঝে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক এটা আমাদের প্রত্যাশা।




মেহেরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মেহেরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহযোগিতায় আজ রবিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী মেহেরপুর সদর উপজেলার মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন,জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম।

মানব উন্নয়ন কেন্দ্রের জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় মানব উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম,জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের প্রোগ্রাম ম্যানেজার নীলা গোমেজ বক্তব্য রাখেন।

এছাড়াও এসময় প্রোগ্রাম ম্যানেজার ফাহিমা আক্তার ছবি,সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজুল হকসহ উপজেলা ও জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




কল অব ডিউটি এখন এক্সবক্সে

অবশেষে মাইক্রোসফট তাদের এক্টিভিশন ব্লিজার্ড চুক্তি সম্পন্ন করেছে। ৬৮.৭ বিলিয়ন ডলারের এই চুক্তির মাধ্যমে ডিয়াবলো, কল অব ডিউটি, ওয়ার্ল্ড অব উইচক্র‍্যাফটের মতো গেম এখন এক্সবক্সের অংশ। প্রায় ২০ মাস যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে আইনি লড়াই শেষে এই গেমের অধিকার এসেছে।

এটিই মাইক্রোসফটের সবচেয়ে দামি চুক্তি। এর আগে ২৬ বিলিয়ন ডলারে মাইক্রোসফট লিংকডইন খরিদ করেছিল। এই চুক্তির মাধ্যমে টেনসেন্ট আর সনির পর তৃতীয় বড় গেমিং কোম্পানি এখন মাইক্রোসফট।

মাইক্রোসফট এখন এক্টিভিশন ব্লিজার্ডের গেম এক্সবক্সে যুক্ত করার কথা চিন্তা করছে। তবে অ্যাক্টিভিশন ব্লিজার্ড জানিয়েছে মডার্ন ওয়ারফেয়ার ও ডিয়াবলো ফোর চলতি বছর এক্সবক্সে আসবে না। তারা মোটামুটি ১১টি নতুন অ্যাক্টিভিশন ব্লিজার্ড গেম এক্সবক্স সাবস্ক্রিপশনে যুক্ত করতে চলেছে।




সাকিবেকে চোখ রাঙাচ্ছেন রোহিত

বিশ্বকাপের মতো বড় মঞ্চে জ্বলে উঠেছেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ে শতরানের ইনিংসের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও ব্যাট হাতে আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে ভারতের অধিনায়ককে। ভারতের জয়ের দিনে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রোহিত।

ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক রান করা ব্যাটারের মধ্যে সাত নম্বরে আছেন রোহিত শর্মা। স্বদেশী ব্যাটার বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন তিনি। এখন পর্যন্ত বিশ্বকাপের ২০টি ম্যাচ খেলে রোহিতের সংগ্রহ ১১৯৫ রান। সেই তালিকায় বিরাট কোহলি ২৯টি ম্যাচে ১১৮৬ রান সংগ্রহ করেন। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তার উপরে আছেন। এখন পর্যন্ত বিশ্বকাপের ৩২টি ম্যাচ খেলে ১২০১ রান করেছেন তিনি। আর মাত্র ৭ রান করলেই সাকিবকে টপকে যাবেন ভারতের অধিনায়ক।

সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার। বিশ্বকাপের ৪৫টি ম্যাচ খেলে ২২৭৮ রান করেছেন তিনি। ৪৬টি ম্যাচে ১৭৪৩ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপের ৩৭টি ম্যাচে ১৫৩২ রান করেছেন তিনি।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। তিনি ৩৪টি ম্যাচ খেলে ১২২৫ রান করেছিলেন। পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তিনি ২৩টি ম্যাচে ১২০৭ রান করেছেন।




মুজিবনগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্যে মুজিবনগরে র‍্যালী,হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

আজ রবিবার সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয় র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ওয়াশ বেসিনে হাত ধোয়ার মধ্য দিয়ে ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী খালিদ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:তৌফিক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি ম্যানেজার বিভব দেওয়ান,গুডনেইবারর্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: শুভকুমার।

এ সময় উপজেলা পরিষদ ও গুডনেইবারর্স এর কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।




মেহেরপুর প্রতিদিনের প্রকাশকের পিতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

মেহেরপুর প্রতিদিনের প্রকাশক, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এম এ এস ইমনের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান ওরফে স্বপন মাস্টার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার রাত ১১ টার দিকে তাকে পরিবারের লোকজন মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মেহেরপুর জেনালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফরহাদ পারভেজ জানান, উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে ভালো আছেন। আগামীকাল পরীক্ষা নিরীক্ষা করে বাকিটা জানা যাবে।

পিতার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছে এম এ এস ইমন।




ঝিনাইদহের মহেশপুরে প্রেমের সম্পর্কে করে বিয়ে ; বিপাকে দম্পত্তি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় যুবক-যুবতি প্রেমের সম্পর্কে বিয়ে করে পড়েছেন বিপাকে। শ্বশুর বাড়ির লোকজনের মিথ্যে মামলায় হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন আব্দুর রহিম ও তার নববিবাহিত স্ত্রী নুসরাত জাহান তন্নী। বিয়ের পর তারা জীবন শঙ্কায় ভুগছেন বলে অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগে জানা যায়,ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা বাজারের নজরুল ইসলামের ছেলে আব্দুর রহিমের একই গ্রামের মো. নুর হোসেনের মেয়ে মোছা. নুসরাত জাহান তন্নীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তন্নীর সাথে দীর্ঘদিনের সম্পর্কের এ কথা তার পরিবারকে জানালে তারা মেনে নিতে রাজি হয়নি। ফলে তারা পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজনের চাপে প্রতি মুহূর্তে মৃত্যু ভয়ে থাকতে হচ্ছে তাদের।

বিভিন্ন ভাবে তারা হুমকি দিয়ে যাচ্ছে। থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। ইতিপূর্বে আলমডাঙ্গা থানা পুলিশের নিকট মিথ্যে অভিযোগ করেও হয়রানী করেছে।

আব্দুর রহিমের স্ত্রী নুসরাত জাহান তন্নী অভিযোগ করে বলেন, ‘আব্দুর রহিম আমার বাসার হোম টিউটর ছিলেন। সেখান থেকেই আমাদের সম্পর্ক হয়। সেটি আমার বাসায় জানালে বাসা থেকে কেউ মেনে নেয়নি। এরপর আমার কলেজ যাওয়া বন্ধ করে দেয়। আমার ফোনও নিয়ে নেয়। এভাবে আমি বাসায় ১৪ দিন থাকার পরে আলমডাঙ্গার কলেজপাড়া নানি বাড়ি পাঠিয়ে দেয়। সেখান থেকে আব্দুর রহিমের সাথে যোগাযোগ করে আমি পালিয়ে স্বেচ্ছায় বিয়ে করেছি।’ সে আরো জানান, আমি ১৮ বছর পার করেছি। সরকারি আইনকে শ্রদ্ধা করি, আমি নিজ জ্ঞানে আব্দুর রহিমকে বিবাহ করেছি।




দামুড়হুদার চিৎলায় আ.লীগের শান্তি উন্নয়ন সমাবেশ, মনোনয়ন প্রত্যাশী ১০ নেতা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দামুড়হুদার চিৎলা মোড়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামীলীগের চুয়াডাঙ্গা -২ আসনের ১০জন মনোনয়ন প্রত্যাশী।

আজ শনিবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সাধারণ জনগণের মাঝে তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এক পর্যায়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ জনসভায় রুপ নেয়। দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।

দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের সণ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু, কৃর্ষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের মহাসচিব মানবাধিকার কর্মী নূর হাকিম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নজরুল মল্লিক, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম, দর্শনা কলেজের সাবেক ভিপি এয়ার কমোডর আবুবক্কর, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য এ্যাডঃ শাহরিয়ার কবীর, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক চুয়াডাঙ্গা জেলা জজকোর্টের এপিপি অ্যাড. আবু তালেব।

এসময় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক এস এম মহসীন আলী, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি জামাল উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক, নাটুদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম, কৃর্ষি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তালেব মাষ্টার, কুড়ালগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি কাফি উদ্দীন টুটুল, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আশাদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা বদর উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সেলিম মল্লিক, অ্যাড. ইউনুস আলী, হাসাদহ ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহবুব, জীবননগর উপজেলা সেচ্ছাসেকলীগের সভাপতি আবু মাসুম, দর্শনা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ ফয়সাল, নতিপোতা ইউপির ৭ নং ওয়ার্ড সভাপতি নিয়াকত আলী, নাটুদহ ইউপির ৭ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কলিম উদ্দীন, নাটুদহ ইউপির কৃষকলীগের সভাপতি মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা মহাসিন আলী, হারুন অর রশীদ, আব্দুল হান্নান, আব্দুল মতিন, দামুড়হুদা উপজেলা যুবলীগের অন্যতম নেতা হযরত আলী, জাহাঙ্গীর আলম(১), জাহাঙ্গীর আলম (২) ফজলুর রহমান ফজু, নাটুদহ ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, কুড়ালগাছি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি করিম শাহ, যুবলীগ নেতা লাল্টু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজ ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক এম এ করিম, ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক নেতা রাসেল আহমেদ মিঠু, দর্শনা কলেজ ছাত্র লীগনেতা হৃদয় হাসান, নাটুদহ ইউনিয়ন ছাত্রলীগনেতা ওয়াচকুরুণী খান, আবীর উপজেলা প্রজন্মলীগ নেতা হাসান আল বাখার ডলারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের শো-ডাউন ও কর্মী সমাবেশ

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিহত করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক ইউনিয়নে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারনায় নৌকার পক্ষে ভোট চেয়ে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ  শনিবার বিকাল সাড়ে তিনটার সময় চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের কার্যালয়ে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন আলোচনা সভার শুরুতে শতাধিক ভ্যান যোগো চুয়াডাঙ্গা-১ আসনের প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দদের নিয়ে চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ভ্যান যোগে র‌্যালি শেষে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের কার্যালয়ে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সহ-সভপতি পূর্ণিমা হালদার,যুগ্ম সাধারণ সম্পাদক আলিজা খাতুন ,সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি-কাজলী আক্তার , সাংগঠনিক সম্পাদক সপ্না খাতুন চিনি, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহেদা খাতুন ,আলমডাঙ্গা উপজেলার যুব মহিলা লীগের সভাপতি মনিরা খাতুন,সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, চুয়াডাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড সভাপতি-আরজিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি, সাংগাঠনিক সম্পাদক মিতা রানী, ৬ নং ওয়ার্ড সভাপতি রুপালি, সাধারণ সম্পাদক ফাহিমা, ২নং ওয়ার্ড কমিটির অর্থ সম্পাদক শিউলি খাতুন, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ রাতুল, সাকিব শেখ , মাহফুজ, আকাশ,কুতুব, রিপন,শাওন, সিফাত,জিরান,সেজান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।