অস্কারে যাচ্ছে অক্ষয়ের সিনেমা!

ভারত থেকে অস্কারের জন্য অফিসিয়ালি মনোনীত করা হয়েছে মালায়লাম সিনেমা ‘২০১৮’। এছাড়াও অস্কারের চূড়ান্ত বাছাইয়ের জন্য স্বাধীনভাবে অ-ইংরেজি সিনেমা পাঠাতে পারে যে কোনো দেশ। আর সেভাবেই নিজস্ব উদ্যোগে অস্কারে মঞ্চে যেতে চূড়ান্ত বাছাইয়ে যাচ্ছে অক্ষয় কুমারের সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। খবর ইন্ডিয়ান এক্সপেসের।

গত ৬ অক্টোবর মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘মিশন রানিগঞ্জ’। আট দিনে এই সিনেমার আয় মাত্র ২৫ কোটি রুপি। বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও সিনেমার গল্পের জন্য অস্কারে পাঠানোর উদ্যোগ নিয়েছেন নির্মাতারা। সিনেমাটি যদি অস্কারে মঞ্চে যেতে পারে তাহলে এটি হবে অস্কারের যাওয়া অক্ষয়ের প্রথম সিনেমা।

১৯৮৯ সালের ১১ নভেম্বর, ভারতের রানিগঞ্জের মহাবীর কয়লাখনিতে ঘটা ভয়াবহ দুর্ঘটনায় যশবন্ত সিং গিলের সাহসিকতা ও বীরত্বের গল্প ভারতের মানুষ এখনো ভুলেনি। ইঞ্জিনিয়ার পদে কর্তব্যরত যশবন্ত সিং একা রক্ষা করেছিলেন ৬৫ জন খনিশ্রমিককে। ৩৪ বছরের আগের সেই ঘটনাকেই বড় পর্দায় তুলে ধরেছেন টিনু সুরেশ দেশাই।

এই সিনেমাতে যশবন্তের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। শিখ যশবন্তের চরিত্রে তাকে বেশ মানিয়েছে বলেও দাবি অনেকের। এই সিনেমার শুটিং মূলত হয়েছে রানিগঞ্জ-আসানসোল-দুর্গাপুর কয়লাঞ্চলে। সিনেমাতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। যশবন্তের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

গতবছর এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ স্বাধীনভাবে অস্কারে পৌঁছায়। এবং ভারতের জন্য নিয়ে আসে পুরস্কার। এবার একই রাস্কা ধরলেন অক্ষয়।




মেহেরপুরে তাতাসা হজ ও ওমরাহ কাফেলার ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন

মেহেরপুরে তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে মেহেরপুর মহিলা কলেজ মোড় সেভেন সেন্স হোটেলে এ ট্রেনিংয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার পরিচালক মনিরুল ইসলাম।

এসময় মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে তাতাসা হজ্জ ও ওমরাহ কাফেলা ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন।

বিশেষ মেহমান হিসেব উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংকের সাবেক এজিএম রমজান আলী, কুষ্টিয়া ডিভিশন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ইনর্চাজ শাহা জামাল, জাতীয় ইমাম পরিষদের মেহেরপুর জেলার সভাপতি হাফেজ মাওলানা রোকনুজ্জামান।

এসময় হজ্ব ও ওমরাহ করার জন্য বিভিন্ন  প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার পরিচালক মনিরুল ইসলাম মেহেরপুর প্রতিদিনকে বলেন আগামী ১৪ থেকে ৩০শে অক্টোবর মাসের মধ্যে ডিসেম্বর মাসে ওমরা পালন করার জন্য বুকিং নিশ্চিত করলেই প্রথম ১০ জনের জন্য রয়েছে ১৫% ছাড় (জন প্রতি)।




মেহেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরে পুকুরে ডুবে সোহাগ হোসেন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার সময় মেহেরপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শাহাজী পাড়ায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার স্বীকার হয়ে মৃত্যুবরণ করা সোহাগ হোসেন শাহাজিপাড়ার মেহেদী হাসানের একমাত্র সন্তান।

বিষয়টি অপমৃত্যু হওয়াতে জন প্রতিনিধি হিসেবে মেহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আবু আব্দুল্লাহ বাপ্পীর বক্তব্য নিতে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি। তাই এই মর্মান্তিক ঘটনায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

পরবর্তীতে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের বক্তব্য নেয়ার জন্য তাকে ফোন দিয়েও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।




৬ দফা দাবীতে ঝিনাইদহ পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশন সম্মেলন

বাংলাদেশ পৌর কাউন্সিল এ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ অক্টোবর) ঝিনাইদহ পৌরসভার মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর মহিউদ্দীনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল।

এছাড়া অন্যান্যের মধ্যে বাংলাদেশ পৌর কাউন্সিল এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মধু, মাধবদী পৌর সভার কাউন্সিলর ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক ও নাটোর পৌরসভার কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ, কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর ও কেন্দ্রীয় সহ-সভাপতি রিণা নাসরিন ও ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহম্মেদসহ জেলার ৬ উপজেলার কাউন্সিলররা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, পৌরসভার উন্নয়নে কাউন্সিলরদের ভুমিকা অপরসীম। ওয়ার্ডের ভোটাররা এলাকার উন্নয়নের জন্য যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে থাকেন। কাজেই ওয়ার্ডের উন্নয়নে অপনাদের সহয়তা দরকার হয়। তিনি কাউন্সিলরদের ন্যায় সঙ্গত দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে বলেন, তিনি কাউন্সিলরদের দাবী সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌছে দিবেন। সভায় কাউন্সিলরা পৌর কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি, প্রতি ওয়ার্ডে কাউন্সিলরদের কার্যালয় নির্মান, পৌর কাউন্সিলরদের মন্ত্রনালয় থেকে পরিচয়পত্র প্রদান, সম্মান ও পদ মর্যাদা নির্ধারণ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার ৮০ শাতাংশ সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানসহ ৬ দফা দাবী তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের আহবান জানানো হয়।




শান্তর থ্রোতে ছিটকে গেলেন উইলিয়ামসন

ইনজুরি যেন পিছুই ছাড়ছে না কেন উইলিয়ামসনের। চোট কাটিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল কিউই অধিনায়ক। ইনজুরি থেকে ফিরে বাংলাদেশের বিপক্ষে ১০৭ বলে ৭৮ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। ম্যাচ জয়ের জন্য বড় অবদান রাখেন তিনি। ম্যাচ জয়ের দিনে দুঃসংবাদ পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

ব্যাটিংয়ের সময় শর্ট মিড উইকেট থেকে নাজমুল হোসেন শান্তর ছোঁড়া বলে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে ব্যাথা পান তিনি। শান্তর ছোড়া বলটি নন স্ট্রাইক প্রান্তে দৌড়ে আসা উইলিয়ামসনের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে লাগে। সঙ্গে সঙ্গেই ফিজিওর দ্বারস্থ হতে হয়েছে তাকে। সে সময় তাকে ব্যথায় কাৎরাতে দেখা যায়। হাতে ব্যান্ডেজ দিলেও ব্যথার কারণে ৩৯তম ওভারের মাঝ পথে মাঠ ছাড়েন উইলিয়ামসন।

ম্যাচের পরই তার স্ক্যান করানোর পরই দুঃসংবাদ পেয়েছেন উইলিয়ামসন। তার বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরা পড়েছে। চলতি মাসে তাকে আর দেখা যাবে না। নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড এখনও উইলিয়ামসনকে নিয়ে আশাবাদী। এক বিবৃতিতে তিনি এই প্রত্যাশার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা অনুভব করতে পারছি তার অবস্থা, হাঁটুর চোট থেকে ফিরে আসার জন্য যে কঠোর পরিশ্রম করেছে। এরপরই এটা ঘটেছে। যদিও এটা হতাশাজনক খবর। প্রাথমিকভাবে তার চোট সনাক্তের পর আমরা কিছুটা আশাবাদী সে বিশ্রাম ও পুনর্বাসনের পর আবারও খেলতে পারবে। কেন (উইলিয়ামসন) স্পষ্টতই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সে বিশ্বমানের খেলোয়াড় ও অধিনায়ক। তাকে টুর্নামেন্টের শেষদিকে ফেরার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করবো।’

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে সবজির বাজারে আগুন

গত সপ্তাহে কয়েকদিনের টানা বর্ষণের অজুহাতে মেহেরপুরের কাঁচা বাজারে সবরকম শাক সবজির দাম গত সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বেড়েছে মাছের দামও। সবচেয়ে বেশি বেড়েছে বেগুন ও কাঁচা মরিচের দাম।

গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মেহেরপুর শহরের বড়বাজার ঘুরে দেখা যায় , সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে। শাক-সবজি থেকে শুরু করে সবকিছুর দামই বেশি। সবজি বিক্রেতারা বলছেন টানা বর্ষণের কারণে মৌসুমী ফসলগুলো নষ্ট হয়ে গেছে। ফলে সরবরাহ কম। তাই গত কয়েকদিনে প্রতিটি শাকসবজির মূল্য বৃদ্ধি পেয়েছে।

সরকারি ছুটির দিন হওয়াতে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের প্রশাসনের বাজার মনিটরিং কমিটির সদস্যদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সরজমিনে মেহেরপুরের বড়বাজার কাঁচা বাজারে যেয়ে দেখা যায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪২ টাকায়, পেঁয়াজ ৯০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা কেজি, রসুন ৩৫০ টাকা, আদা ২০০ টাকা, বেগুন ৮০ টাকা, পটল ৭০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কাঁচা কলা ৬০ টাকা ও শসা ৬০ টাকা কেজি দ্বারা বিক্রি হচ্ছে। এছাড়া মাছের দামও বেড়েছে।

পারুল আক্তার নামে এক গৃহিণী জানান, গত মাসের শুরুতে বেগুন, কাঁচা মরিচসহ বিভিন্ন শাকসবজির দাম নাগালের মধ্যে ছিল। কিন্তু গত কয়েকদিনে সব রকম শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে।

দিনমজুর রহিম মিয়া জানালেন বর্তমান উচ্চমূল্যের বাজারে পরিবার নিয়ে দুই বেলা ডাল ভাত খেতেও তাদের হিমশিম খেতে হচ্ছে।

পিরোজপুর থেকে আসা রিকশাচালক আদনান প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বলেন সরকার কিছু পণ্যের দাম নির্ধারণ করে আমাদের সাথে তামাশা করছে। পণ্যগুলোর দাম যখন নির্ধারণ করেই দিয়েছে, তখন সঠিকভাবে তদারকি করছে না কেন।

এদিকে গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ১০০০ টাকা, দেশি মুরগির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ টাকা এবং বয়লার মুরগির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭০/১৭৫ টাকা এবং ডিম প্রতি পিস ১৩ টাকা দরে।




ঢাকায় নিয়োগ দেবে পান্না গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পান্না গ্রুপ। প্রতিষ্ঠানটি ড্রাইভার – পরিবহন পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

ড্রাইভার – পরিবহন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এসএসসি / এইচএসসি অথবা সমমানের অন্য কোনো পরীক্ষায় পাস হতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল হতে পারে। বয়স ২৮ থেকে ৪০ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। লং রুটে গাড়ী চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অধিক সময় কাজ করার মানসিকতা থাকতে হবে। সময় সচেতন হতে হবে। প্রার্থীর যোগাযোগের দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, উদ্যোমী ও নৈতিকতাবোধ সম্পন্ন হতে হবে। প্রার্থীর অবশ্যই বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

২৪ অক্টোবর ২০২৩

সূত্র : বিডিজবস




থ্রেডে এসেছে এডিট বাটন

মেটার থ্রেড পাচ্ছে এডিট বাটন। কোনো থ্রেড পোস্ট করার পাঁচ মিনিটের মধ্যে এডিট করার সুযোগ পাবেন। এভাবে অন্তত রিপোস্টের ঝক্কি থেকে মুক্তি পাওয়া যাবে।

থ্রেডের নিকটতম প্রতিদ্বন্দ্বী টুইটারের ১৬ বছর সময় লেগেছিল এই এডিট বাটন যুক্ত করতে। থ্রেড প্লাটফর্মটিতে গতি সঞ্চার করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। ফিচারটি ওয়েব ও মোবাইল দুটো জায়গাতেই ব্যবহার করা যাবে। মোবাইল অ্যাপ এবং ওয়েব দুটো ভার্সনেই সহজে এডিট অপশন ব্যবহার করা যাবে এবং এই ফিচার ব্যবহার করার জন্য গুণতে হবে না সাবস্ক্রিপশন চার্জ।

মেটার সিইও মার্ক জারাকবার্গ এও জানিয়েছেন, থ্রেডে ভয়েস নোটস যুক্ত হতে চলেছে। ক্যারিওকে স্টাইলের ভয়েস নোট প্লাটফর্মটিতে বিশেষ সংযোজন বলা যায়।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর জেলা বিএনপির অনশন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনশন করেছে মেহেরপুর জেলা বিএনপি।

আজ শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেহেরপুর পৌর এলাকার কাঁসারী পাড়ায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সন্নিকটে বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই অনশন কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আব্দুর রহমান বিশ্বাস, ইলিয়াস আলী, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড: মারুফ আহমেদ বিজন, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন্নেসা নয়ন সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।




ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে চীনের রাগ বাংলাদেশের ওপর ঝাড়ছে যুক্তরাষ্ট্র!

স্বাধীনতার পর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি একটি ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করে এসেছে। সবসময়েই বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর দ্বন্দ্ব থেকে দূরে থাকার চেষ্টা করেছে। যখনই কোন জটিল পরিস্থিতি তৈরি হয়েছে তখনই বাংলাদেশ কোন অবস্থান ব্যক্ত না করে তার পররাষ্ট্রনীতি স্মরণ করিয়ে দিয়েছে। কিন্তু এই প্রথম বাংলাদেশ অনেকগুলো দ্বন্দ্বের মাঝখানে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দ্বন্দ্বের কেন্দ্রে আছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি।

বলা বাহুল্য, ক্রমবর্ধমান অর্থনীতির পাশাপাশি জিওগ্রাফিক্যাল অবস্থানের জন্য ইন্দোপ্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে বাংলাদেশ। ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটিজিতে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশপথ হিসাবে কাজ করতে পারে বাংলাদেশ। এমনকি এই অঞ্চলের আরেক শক্তি ভারতের সাথে সীমান্তবর্তী দেশ হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। জনসংখ্যার বিচারেও বাংলাদেশ বড় একটি বাজার। অনেকেই বাংলাদেশের এই বাজারে ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, বিনিয়োগের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। আর ভারত এবং মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ যে বিশাল জলসীমা পেয়েছে, সেখানেও প্রচুর সম্পদ আছে। এসব কারণে বাংলাদেশ এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, চীন, জাপানসহ কোয়াডের অন্য সদস্য এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঢাকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ায় বাংলাদেশ স্বাভাবিকভাবেই ভারত সাগর ও প্রশান্ত মহাসাগর বেষ্টিত ইন্দোপ্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে ।

চীন কখন শক্তিশালী হয়ে উঠলো? বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরণের বাঁক বদল ঘটেছিল ২০১৭ সালে। সেবছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র চীনকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে। ২০১৭ সালের পর থেকে যুক্তরাষ্ট্র যত ধরণের প্রতিরক্ষা, সামরিক বা কূটনৈতিক দলিল প্রকাশ করেছে, তার সব কিছুর কেন্দ্রে আছে চীন । এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাথাব্যাথা কীভাবে চীনকে ঠেকানো যায়। কীভাবে সেটা করা যাবে? যুক্তরাষ্ট্রের এসব কৌশলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি। এই স্ট্র্যাটেজির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইতমধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত—এই চার দেশের জোট কোয়াড গঠিত হয়েছে। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরই নামের যে মহা-পরিকল্পনা নিয়ে চীন বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করছে, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি ছিল মূলত তার পাল্টা পরিকল্পনা, চীনকে ঠেকানোর কৌশল। ভারত এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের যত মিত্র দেশ আছে, এই ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজিতে তাদেরকে একটি চীন-বিরোধী জোটে জড়ো করতে চায় যুক্তরাষ্ট্র।

একটু ইন্দোপ্যাসিফিক অঞ্চল ঘুরে দেখা যাক। এই অঞ্চল এর রাজনীতি অর্থনীতি কেনো এতো গুরুত্বপূর্ণ? ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দেশ আছে এক ডজনেরও বেশি। আছে চীন, ভারত, পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ। আছে জাপান-কোরিয়ার মতো অর্থনৈতিক শক্তি। ইন্দো-প্যাসিফিক দেশগুলোতে যে জনসংখ্যা সেটা বৈশ্বিক জনসংখ্যার অর্ধেকেরও বেশি, যার ৫৮ শতাংশই আবার তরুণ। কর্মশক্তি এবং ভোক্তা -দুই হিসেবেই সংখ্যাটা বিশাল। এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৈশ্বিক অর্থনীতিরই দুই-তৃতীয়াংশ, জিডিপি’র পরিমাণ হচ্ছে বৈশ্বিক জিডিপি’র ৬০ শতাংশ। ছাড়া বিশ্বে যে সমুদ্র আছে, তার ৬৫ শতাংশ পড়েছে ইন্দো-প্যাসিফিকে, ভূমির ক্ষেত্রে যেটা ২৫ শতাংশ। যার কারণে এই অঞ্চল হয়ে উঠছে বৈশ্বিক রাজনীতির ভরকেন্দ্র এবং আগ্রহের কারণ।

এদিকে ভারতের সাংবাদিক সুবীর ভৌমিক বিবিসি ও রয়টার্সের সাবেক সংবাদদাতা। গত ৮ অক্টোবর ভারতীয় সংবাদমাধ্যম ন্যাশনাল হেরাল্ডের অনলাইন সংস্করণে ‘আই অন চায়না, প্রেসার অন বাংলাদেশ: আমেরিকাস লেটেস্ট গ্রেট গেম ইন দ্য ইস্ট’ শিরোনামে এক নিবন্ধে বাংলাদেশের ওপর মার্কিন চাপের অন্তর্নিহিত কারণগুলোকে তুলে ধরতে গিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কেন এত মাথাব্যথা সেই প্রশ্ন তুলেছেন। ভৌমিক বলেছেন, চীনকে ঘিরে যুক্তরাষ্ট্র যেসব কৌশল আঁটছে তার মধ্যেই এসব প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের স্থল ও সমুদ্রে প্রবেশের রুটগুলোকে অবরুদ্ধ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা।

এই যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের ওপর ক্ষোভ তার কারণ দেশটি এতো স্ট্যাটেজিতে পা দিচ্ছে না বাংলাদেশ। এবং আমেরিকার জন্য বড় চিন্তার হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি। ভূ-রাজনৈতিক বিবেচনায় ইন্দো-প্যাসিফিক এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল, এই অঞ্চলকে ঘিরেই এখন তীব্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র এবং চীনের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে দুই বৃহৎ শক্তিই বাংলাদেশকে তাদের পক্ষে চায় । ২৫ এপ্রিল ২০২৩ তারিখে ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে নিজেদের পররাষ্ট্রনীতি আবারও ঘোষণা করেছে বাংলাদেশ। এই অঞ্চলকে ঘিরে ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে, সেটাই মূলত তুলে ধরা হয়েছে ‘ইন্দো-প্যাসিফিক রূপরেখা’ নামের ওই নীতিতে। “সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়” বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে মূল ভিত্তি সেটিই তুলে ধরা হয়েছে ইন্দো-প্যাসিফিক অঞ্চল ঘিরে বাংলাদেশের রূপরেখায় ।
আর বিপত্তিটা ঘটলো এখানেই। ফলাফল, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন, সুষ্ঠু নির্বাচনের অজুহাতে দেশের অভ্যন্তরীণ সকল বিষয়ে হস্তক্ষেপ করে প্রচ্ছন্নভাবে নানা দিক থেকে চাপ প্রয়োগ করে যাচ্ছে বাংলাদেশকে । দীর্ঘবছর ধরেই বাংলাদেশের মানবাধিকার ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের অজুহাতে দেশের প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। কিন্তু তারা অন্য অনেক দেশের কোন লঙ্ঘনকেই যুক্তরাষ্ট্র আমলে নেয় না। ফলে বলাই যায় যে, বাংলাদেশ ঘিরে যুক্তরাষ্ট্রের এত কূটনীতিক তৎপরতার কারণ ইন্দো-প্যাসিফিক অঞ্চল ঘিরে বাংলাদেশের নিরপেক্ষ অবস্থান ঘোষণা দেয়া।

আসলেই চীনকে প্রতিপক্ষ ভেবে কতদূর করতে পারে যুক্তরাষ্ট্র? এ প্রশ্নের জবাব পাওয়া যায় ৯ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলনে ‘ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রতিযোগিতা’ শীর্ষক অধিবেশনে যে কথা বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সেটি থেকেই। তিনি সরাসরি বলেন, ইন্দোপ্যাসেফিক অঞ্চলে ক্রমেই চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। অবাধে বাড়তে দিলে তা এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে। ফলে চীন ঠেকাও যেমন মনোভাবে আছে, সেটা করতে বাংলাদেশকে দুর্বল করে সাথে নেওয়ার কৌশলও বিদ্যমান।
লেখক: গণমাধ্যমকর্মী।