আলমডাঙ্গায় নারী ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ

আলমডাঙ্গার শ্যামপুর গ্রামের এক নারী ইউপি সদস্যের বাড়িতে নির্বাচন পরবর্ত্তী হামলার অভিযোগ উঠেছে। রোকসানা খাতুন নামের ওই নারী ইউপি সদস্য এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, সদ্য অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে কুমারি ইউনিয়ন পরিষদে প্রায় ৯ জন ইউপি সদস্য বিভিন্ন প্রার্থীর সমর্থনে নির্বাচনি প্রচার প্রচারণা করেন। নির্বাচনে শ্যামপুর গ্রামের মহিলা ইউপি সদস্য রোকসানাসহ কয়েকজন এম.এ রাজ্জাক খান রাজের ফ্রিজ প্রতিকের কর্মী হিসেবে কাজ করেন। এদিকে নির্বাচনের পর নৌকার সমর্থকরা নৌকার প্রতিকের বিপক্ষে ভোট করায় তর্কাতর্কিসহ তাকে হুমকি ধামকি দিতে থাকেন। এরই এক পর্যায়ে তারা গত শুক্রবার রাতে ওই নারীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে আরও উল্লেখ করা হয় নারী ইউপি সদস্য রোকসানা খাতুন ও তার স্বামী রাশিদুল ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে চলন্ত মোটরসাইকেলের উপর থেকেও বাঁশের লাঠি দিয়ে তাদের উপর আক্রমণ করে। এতে রোকসানা খাতুন ও রাশিদুল আহত হয়। এছাড়া নারী সদস্য ও তার স্বামীকে অভিযুক্তরা মোবাইলে ও বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান অব্যাহত রেখেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে উপজেলার কুমারি ইউনিয়নের গোপিবল্লভপুর গ্রামের মৃত গোপালের ছেলে টুটুল (৪৫), মৃত রমজান মন্ডলের ছেলে রহমত আলী (৪০), মৃত আজিবর রহমানের ছেলে সোহেল (৪০), মৃত খোদা বক্সের ছেলে জাহাঙ্গীর (৪৬)সহ আরও ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।




মুজিবনগরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় সংবাদ সম্মেলন

মুজিবনগরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে আনন্দবাস গ্রামের আহত সাবেক ইউপি সদস্য ফেরদৌস আলী মেনতা।
আজ শনিবার দুপুরে মুজিবনগর উপজেলার আনন্দবাস বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ফেরদৌস আলী মেনতা তার বক্তব্যে বলেন, মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ফরহাদ হোসেন বিজয় লাভের পর আমরা স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা শুরু করি।আনন্দ মিছিলটি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের বাড়ির সামনে পৌঁছালে সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে অবস্থান নেয়ে তাদের কর্মীরা। আমরা মিছিলটি শান্তিপূর্ণ ভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলি। মিছিলের অধিকাংশ লোকজন চলে যাওয়ার পর জিয়া বিশ্বাস আমাকে ডেকে আমার গলা চেপে ধরে এসময় জয়নাল নামের একজন হাতুড়ি ও রড দিয়ে আমার মাথায় আঘাত করে। জিয়া বিশ্বাস ও তার ছেলে আমাকে কিলঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে চলে যাওয়ার পর তাদের ঘরের ছাদের উপর থেকে মিছিলে অংশ নেওয়া আমাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে বৃষ্টির মত ইট পাটকেল ছুড়তে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় মিছিলে অংশ নেয়া অসংখ্য কর্মী জখম হয়। এখনও আমাদের লোকজন চিকিৎসাধীন আছে। পরিকল্পিত ভাবে এই সহিংসতার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন‍্যদের মধ‍্যে উপস্হিত ছিলেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আইয়ুব হোসেনসহ আনন্দবাস গ্রামের আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের ত্রৈ-মাসিক সভা

মউকের উদ্দ্যগে মেহেরপুর জেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের ত্রৈ-মাসিক সমন্বয় সভা সংগঠিত হয়। আজ শনিবার সকাল ১০ টার সময় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিমুল বারি মুকুলের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম।

এ সময় নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিমুল বারী মুকুল, ইউপি সদস্য রাসেল আহাম্মেদ,বিশিষ্ঠ ব্যবসায়ী জাকরিয়া হাবিব লাল্টু, বিশিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তি জিয়াউর রহমান, সাবেক ইউপি সদস্য মরিয়ম খাতুন সহ আরো অনেকে।

সভার কার্যবিবরণী পাঠ করেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ফাহিমা আখতার।

সভায় মেহেরপুর জেলার বর্তমান পারিবারিক সহিংসতা সহ নারী ও শিশু নির্যাতনের উপর বিভিন্ন তথ্যবহুল আলোচনা করে সকল ধরণের নির্যাতিতদের পাশে থেকে এই কমিটি কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ ফাহিমা আখতার ও মেহেরপুর জেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সম্মানিত সদস্যগণ।




স্নাতক পাসে নিয়োগ দেবে প্রথম আলো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথম আলো। প্রতিষ্ঠানটিতে নির্বাহী/জ্যেষ্ঠ নির্বাহী, কনটেন্ট পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম

নির্বাহী/জ্যেষ্ঠ নির্বাহী, কনটেন্ট

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইরেজিতে সৃজনশীল স্ক্রিপ্ট, ফিচার, নিউজ লেখা ও সম্পাদনায় দক্ষ হতে হবে। ডিজিটাল ক্যাম্পেইন ভাবনা, পরিকল্পনা, কপিরাইটিং ও ভিডিও কনটেন্ট পরিকল্পনায় দক্ষতা থাকতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম কনটেন্ট সম্পর্কে প্রয়োজনীয় ধারণাসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দক্ষ হতে হবে।

বেতন

প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসারে;

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আবেদনসহ জীবনবৃত্তান্ত career@prothomalo.com ঠিকানায় ই–মেইলে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ

২০ জানুয়ারি, ২০২৪।

সূত্র : প্রথম আলো




শীতের আলসেমি কাটাতে মেডিটেশন

শীত মানেই আলসেমি। নাওয়া খাওয়া বাদ দিয়ে ঘুমেই কেটে যায় সারাবেলা। অনেকের তীব্র শীতে শরীরচর্চার অভ্যাসও কমে যায়। কিন্তু শীতে শরীরচর্চা বন্ধ করলে আখেরে আপনারই ক্ষতি। বাড়তি শীতে রোগের তো আর অভাব নেই। এসব থেকে মুক্তি পেতে হলে অবশ্যই ইয়োগা বা যোগাসন আপনার ভরসা। সারা দিনের ক্লান্তি, আড়ষ্টতা, শীতকালীন অবসাদ থেকে দূরে থাকতে সাহায্য করতে পারে এসব যোগাসন।

ভুজঙ্গাসন
প্রথমে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। খেয়াল রাখুন দুই পায়ের পাতা এবং কপাল যেন মাটিতে স্পর্শ করানো থাকে। পা দু’টি পাশাপাশি রাখুন যাতে গোড়ালি দু’টি পরস্পরের স্পর্শে থাকে। তারপর হাতের পাতা দুটিকে উল্টো করে কাঁধের কাছে রাখুন। খেয়াল রাখবেন কনুই দুটি যেন সমান্তরাল থাকে। হাতের পাতার ওপর ভর করে আপনার দেহের ওপরের অংশটি সামনের দিকে তুলুন। কিন্তু কোমর তুলবেন না। দশ পর্যন্ত গুনুন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।

তীব্র শীতে অসুস্থ?তীব্র শীতে অসুস্থ?
শলভাসন
এটির ক্ষেত্রেও উপুড় হয়ে শুয়ে পড়ুন। থুতনিটি মাটিতে স্পর্শ করান। পা দু’টি টানটান করে গোড়ালি দু’টিকে স্পর্শ করান। হাতের পাতা উল্টো করে ঊরুর নিচে রাখুন। প্রথমে বাঁ পা সোজা করে সামান্য ওপরের দিকে তুলে পাঁচ অবধি গুনুন এবং নামিয়ে নিন। একইভাবে ডান পা-টি ওপরের দিকে তুলে নামিয়ে আনুন। দু’টি পা একসঙ্গে ওপরের দিকে তুলুন। দশ অবধি গুনে পা দু’টি নিচে নামিয়ে আনুন। পর পর তিনবার আসনটি করুন।

ত্রিকোণাসন
প্রথমে দু’টি পা ফাঁক করে সোজা হয়ে দাঁড়ান। হাত দু’টি দু’পাশে লম্বা করে দিন। এরপর বাঁ পাশে শরীরকে বেঁকিয়ে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের আঙুলকে স্পর্শ করুন। ডান হাতটি অপরের দিকে একেবারে সোজা করে রাখতে হবে। হাঁটু দু’টি ভাঙলে হবে না।




চুয়াডাঙ্গায় কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) উদ্যোগে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক আয়োজিত পুনাক চুয়াডাঙ্গার অফিসকক্ষে শনিবার সকাল সাড়ে দশটার সময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চুয়াডাঙ্গার উদ্যোগে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পুনাক সভানেত্রী মিসেস পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস।

এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকায় নারী ও শিশুদের জন্য পবিত্র কোরআন শিক্ষা প্রদানের জন্য নারী শিক্ষক না থাকায় নারী ও শিশুরা দীর্ঘদিন ধরে কোরআন শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে।

ফলে পিতা মাতার সঠিক তত্ত্বাবধান, নৈতিক সুশিক্ষা ও ধর্মীয় অনুশাসনের অভাবে সমাজে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটছে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।

জ্ঞান অর্জনের পাশাপাশি আল-কুরআন শিক্ষা করাও প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুনাক চুয়াডাঙ্গার উদ্যোগে।

উল্লেখ্য পুলিশ লাইন্স জামে মসজিদে সকল বয়সী পুরুষদের মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রম চলমান আছে। এখন থেকে পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকার নারী ও শিশুরা পুনাক চুয়াডাঙ্গার উদ্যোগে প্রতিদিন সকালে মহিলা শিক্ষক দ্বারা পরিচালিত কোরআন শিক্ষার সুযোগ পাবে।

উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুনাক সভানেত্রী মিসেস পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস, চুয়াডাঙ্গা পুনাকের সহ-সভাপতি মিসেস নাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার ( দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।




মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের জন্য নিজস্ব জমিতে ভবন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম।

শনিবার (১৩ জানুয়ারি ) মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকটির ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, ব্যাংকের ভবন নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি দ্রুত কাজ শুরু করতে পারবো।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নুরুল ইসলাম। গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী শহিদুল হক, সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল মজিদ, সাবেক সহসভাপতি তোজাম্মেল হক, মেহেরপুর সদর উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান, সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামানসহ সমবায় বৃন্দ।

শনিবার বেলা ১১ টায় বার্ষিক সাধারণ সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও জনপ্রশাসন মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাস করা হয়।

১৯১৯ সালে প্রতিষ্ঠিত (নিবন্ধন নম্বর-১৬) মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের ৩৫ টি সদস্য সমিতির মধ্যে ২০ টি সদস্য সমিতির প্রতিনিধিগণ এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। ব্যাংকটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান বার্ষিক কার্যক্রমের রিপোর্ট পাঠ করেন। এ সময় সর্ব-সম্মতিক্রমে কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়। অতঃপর মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।




ফোন লক থাকার পরও যেভাবে ইউটিউবে গান শুনবেন

ইউটিউব বরাবরই গান শোনার জন্য অনেক জনপ্রিয়। কিন্তু একটা সমস্যার জন্য ইউটিউব অ্যাপকে মিউজিক প্লেয়ার হিসেবে ব্যবহার করা যায় না। স্মার্টফোনে ইউটিউব অ্যাপ থেকে বের হয়ে অন্য অ্যাপে কাজ করার সময় গান শোনা যায় না। আবার ফোন লক হয়ে গেলেও ইউটিউবের ভিডিও চলা বন্ধ হয়ে যায়।

তবে চাইলেই ব্যবহারকারীরা একটি কৌশল অবলম্বন করে ফোন লক থাকলে বা অন্য অ্যাপে গেলেও ইউটিউবে ভিডিও চালু রাখতে পারবেন। কীভাবে, তা জেনে নেওয়া যাক।

প্রথমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপে যেতে হবে। যে গান বা ভিডিও ফোন লক থাকলেও চালু রাখতে হবে, সেই গান বা ভিডিও খুলুন। শেয়ার অপশনে ট্যাপ করে লিংক কপি করতে হবে। এরপর ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। কপি লিংকটি পেস্ট করতে হবে। ব্রাউজারের ওপরে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। ডেস্কটপ সাইটে ট্যাপ করে চালু করতে হবে। ভিডিও চালু করে ব্রাউজার থেকে বের হয়ে আসতে হবে। ফোনের পর্দায় ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করতে হবে। ফোনের ব্রাউজারের ভিডিওটির একটি শর্টকাট দেখা যাবে। সেখানে ভিডিওটি চালু করতে হবে। এরপর ফোনে অন্য অ্যাপে কাজ করলে বা ফোন লক করলেও ভিডিওটি চলতে থাকবে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এতিমখানার এতিম ও দুস্থ অসহায় শিশু এবং সহায়-সম্বলহীন শীতার্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে শাহজালাল ইসলামী ব্যাংক মেহেরপুর জেলা শাখায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শাখা ব্যবস্থাপক মীর তৌহিদ আহম্মেদের নেতৃত্বে মোট ২ শত এতিম ও দুস্থ অসহায় শিশু এবং শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়।

জামিউল কুরআন মডেল মাদ্রাসা ও হিফজখানার ২৫ জন,বারাদি মদিনাতুল উলুম করমিয়া মাদ্রাসার ২০ জন,শিশিরপাড়া নূরানী হাফেজী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর ২০ জন এতিম ও অসহায় শিশু এবং বাকি ১৩৫ টি কম্বল সহায়-সম্বলহীন শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।

এসময় ব্যাংকের সহকারী ব্যবস্থাপক ফারুক হোসেনসহ বিশিষ্ট ব্যবসায়ী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকবৃন্দ এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মহাজাগতিক প্রবেশদ্বার “গ্রিফিথ অবজারভেটরি”

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আমি জাহাজ নিয়ে চায়না থেকে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সমুদ্র বন্দর লং বিচ এ যাই। সে সময় আমার লস অ্যাঞ্জেলেস শহরের বিখ্যাত হলিউড সাইন ছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ঘোরার সুযোগ হয়েছিল। হলিউড হিলস এ আরেকটি দর্শনীয় স্থান হল গ্রিফিথ অবজারভেটরি বা গ্রিফিথ মানমন্দির। এখানেও প্রচুর দর্শনার্থী দেখা যায়। গ্রিফিথ মানমন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি সমতল ভূমি থেকে প্রায় ১১০০ ফুট উচ্চতায় অবস্থিত।

আমরাও কয়েকজন মেরিনার অন্যান্য দর্শনার্থীদের মতোই এই গ্রিফিথ মানমন্দিরে প্রবেশ করি ভিতরে কি আছে দেখার জন্য। ভেতরে যাবার আগে আমাদের এই মানমন্দিরটি সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না। আমাদের হাতে সময় কম থাকায় অল্প সময়েই আমরা ঘুরে দেখার চেষ্টা করি।

গ্রিফিথ মানমন্দিরটি ১৯৩৫ সালে স্থাপিত হয়। ক্যালিফোর্নিয়াতে গ্রিফিথ মানমন্দিরটি দেশটির জাতীয় জ্যোতির্বিদ্যার অন্যতম প্রদর্শনীয় স্থান। স্থানটি সকল জনসাধারণের জন্য উন্মুক্ত এবং কোনো টিকেটের প্রয়োজন হয় না। এর ভিতর রয়েছে প্রাচীন এবং আধুনিক টেলিস্কোপ ও গবেষণার জন্য নিয়োজিত বিভিন্ন উপাদান যেগুলো আকাশ ও বিভিন্ন গ্রহ,উপগ্রহ দেখার কাজে ব্যবহৃত হয় এটি জনসাধারণকে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানতে, চিন্তা করতে এবং আকাশ দেখতে উৎসাহিত করে।

গ্রিফিথ অবজারভেটরির শিখরে একাধিক অত্যাধুনিক টেলিস্কোপ রয়েছে যেগুলো জনগণের জন্য উন্মুক্ত।এই টেলিস্কোপের সাহায্যে মেঘমুক্ত আকাশে সৌরজগতের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এবং সূর্যের দাগ, সূর্যের অগ্নিশিখা দেখা যায়। সৌরশিখা হলো সূর্যের বায়ুমন্ডলে ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরনের একটি তীব্র বিস্ফোরণ। সূর্যের সক্রিয় অঞ্চলে প্রায়ই এই তীব্র বিস্ফোরণ হয়। এর সাথে করনাল ভর নির্গমন, সৌর কণা ঘটনা এবং অন্যান্য সৌর ঘটনাও সংঘটিত হয়।

গ্রিফিথ অবজারভেটরির মধ্যে রয়েছে প্রাচীন এবং আধুনিক টেলিস্কোপ, সুইং পেন্ডুলাম, টেসলা কয়েল,গ্রহ নক্ষত্র দেখার জন্য অত্যাধুনিক প্রজেক্টর ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে সামুয়েল ওসসিন প্লানেটেরিয়াম থিয়েটার যা বিশ্বের সেরা প্ল্যানেটেরিয়াম। এখানে লাইভ শোতে বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং মহাবিশ্বকে দেখানো হয়। এই লাইভ শো দেখার জন্য অবশ্য আলাদাভাবে টিকিটের প্রয়োজন হয়। গ্রিফিথ অবজারভেটরি হলো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মহাজাগতিক প্রবেশদ্বার। দর্শকরা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পারেন, প্রদর্শন গুলো অন্বেষণ করতে পারেন। সেই সাথে বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন।

১৯৩৫ সালে এটি খোলার পর থেকে ৭ মিলিয়নেরও বেশি মানুষ আসল ১২ ইঞ্চি জিস টেলিস্কোপ ব্যবহার করে আকাশ দেখেছে। বিশ্বের অন্য যেকোনো টেলিস্কোপের চেয়ে বেশি মানুষ এটি ব্যবহার করেছে।

টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র হলো এমন একটি যন্ত্র যা দূরবর্তী লক্ষ্যবস্তু দর্শনের জন্য ব্যবহার করা হয়। এটি দূরবর্তী বস্তু থেকে নির্গত বিকিরণ সংগ্রহ, পরিমাপ এবং বিশ্লেষণ করার কাজে ব্যবহৃত হয়। প্রথম দূরবীক্ষণ যন্ত্রটি তৈরি করেছিলেন হ্যানস লিপারশে ১৬০৮ সালে। পরবর্তীতে ১৬০৯ সালে দূরবর্তী তারা পর্যবেক্ষণের জন্য গ্যালিলিও গ্যালিলি একটি দুরবীক্ষণ যন্ত্র তৈরি করেন। গ্যালিলিও তার দুরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বৃহস্পতির উপগ্রহ এবং শনির বলয় পর্যবেক্ষণ করেছিলেন। সেজন্যই প্রথম দিকের টেলিস্কোপ এর মধ্যে গ্যালিলিও টেলিস্কোপ বিখ্যাত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বৈমানিক এবং অ্যাপোলো মহাকাশচারীরা গ্রিফিথ অবজারভেটরির প্লানেটেরিয়াম থিয়েটারে প্রশিক্ষণ নিয়েছিলেন কিভাবে আকাশের স্টার বা তারা দ্বারা নেভিগেট করতে হয়।

গ্রিফিত মানমন্দিরের সামনেই রয়েছে সর্বকালের সেরা ৬ জন জ্যোতির্বিজ্ঞানীর স্মৃতিস্তম্ভ। বিজ্ঞানী হিপারকাস,নিকোলাস কোপার্নিকাস, গ্যালিলিও গ্যালিলেই, জোহানেস কেপলার,আইজ্যাক নিউটন,উইলিয়াম হারসেল সকলেই জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এজন্যই তারা আজ চিরস্মরণীয় হয়ে রয়েছেন।

গ্রিফিথ অবজারভেটরিতে উল্লেখযোগ্য টেলিস্কোপ গুলোর মধ্যে রয়েছে জিস টেলিস্কোপ, সোলার টেলিস্কোপ, গ্যালিলিও টেলিস্কোপ। এছাড়াও এখানে প্রাচীন টেলিস্কোপ সংরক্ষিত রয়েছে। আমারও সুযোগ হয়েছিল কয়েকটি টেলিস্কোপের উপর চোখ রাখার।

বর্তমানে গ্রিফিথ মানমন্দির পৃথিবীর অন্যতম জ্যোতির্বিদ্যার কেন্দ্রবিন্দু যা জনসাধারণের জন্য উন্মুক্ত। প্রতিষ্ঠাতা জে গ্রিফিথ চেয়েছিলেন জনসাধারণ যেন টেলিস্কোপ দিয়ে এই মহাজগৎ কে দেখতে পারে যা দেখে হয়তো মানুষের মন আরো প্রশস্ত হবে।

গ্রিফিথ অবজারভেটরি হল এই অঞ্চলের অন্যতম ফিল্ম লোকেশন। এটি অনেক ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশনে উপস্থাপিত হয়েছে। কর্নেল গ্রিফিথ লস অ্যাঞ্জেলেসে বসতি স্থাপন করেন পরে তিনি ১৮৯৬ সালে গ্রিফিথ পার্কের জন্য বিশাল এলাকা ক্রয় করে সিটি অফ লস অ্যাঞ্জেলেস কে দান করেন। তার নাম অনুসারে এলাকাটির নাম গ্রিফিথ পার্ক হয়েছে।

লেখক: মাস্টার মেরিনার, এক্স ক্যাডেট,বাংলাদেশ মেরিন একাডেমী চট্টগ্রাম।