গাংনীতে প্রাণিসম্পদ পরামর্শ কেন্দ্র” সভা অনুষ্ঠিত

গাংনী উপজেলার পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর সমন্বিত কৃষি ইউনিটভূক্ত প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচির আওতায় বামুন্দী শাখার রামনগর গ্রামে প্রায় ৫০ জন খামারি নিয়ে “প্রাণিসম্পদ পরামর্শ কেন্দ্র” সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রাণীসম্পদ পরামর্শ সভায় গবাদিপশু পালেনের উপকারিতা, এর বিভিন্ন সংক্রামক রোগ ও তার প্রতিকার, খাবার ব্যাবস্থাপনা, নিয়মিত কৃমিনাশক প্রদানের উপকারিতা, এন্টিবায়োটিকের যথাযথ ব্যাবহার রোধ, পিপিআর,এফএমডি, তড়কা রোগের ভ্যাকসিন প্রদানের উপকারিতা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়।

এসময় খামারিদের সংস্থার চলমান বিভিন্ন সেবামূলক ও সমন্বিত কৃষি ইউনিটের চলমান বিভিন্ন প্রদর্শনী সম্পর্কে অবহিত করা হয়। উক্ত ‘পরামর্শ কেন্দ্র’ সভায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মোঃ আরিফুল ইসলাম এবং প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: মিনহাজুল আবেদীন (পিএসকেএস) এছাড়া আরও উপস্থিত ছিলেন বামুন্দী শাখার শাখা ব্যবস্থাপক মো: সাজিদ হোসেন।




‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে গান গেয়ে উচ্ছ্বসিত কলকাতার উর্মি

বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র। গড়বে মুক্তির রেকর্ড। ছবিটি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায়। চলচ্চিত্রটি তুলে ধরেছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জীবনের নানান কাহিনী। সেই চলচ্চিত্রে ভারতের প্রখ্যাত সুরকার শান্তনু মৈত্রর সুরে গান গেয়েছেন কলকাতারই গায়িকা উর্মি চৌধুরী। ছবিটিতে শেখ মুজিবুরের বিয়ের সময় একটি গান চলবে।

উর্মির গাওয়া গানে দৃশ্য হিসেবে দেখানো হয়েছে মুজিবুর রহমানের বিয়ে, বউ বাড়িতে প্রবেশ করছে এবং নৃত্যরত মেয়েদের। গানের দৃশ্যে দেখা যাবে, অভিনেতা আরফিন শুভ, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী সহ বহু অভিনেতা অভিনেত্রীকে। গানটি উর্মি গেয়েছিলেন ২০২১ সালে।

ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৩-এর ১৩ই অক্টোবর। তবে দুই ভাবে মুক্তি পাচ্ছে। একটি বাংলা ভাষায়, একটি হিন্দি ভাষায়। বাংলাতে মুক্তি পাবে ১৩ই অক্টোবর এবং হিন্দিতে মুক্তি পাবে ২৭শে অক্টোবর। ছবিটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। পরিচালনায় রয়েছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এই একটা ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের প্রায় শতাধিক শিল্পী।

মুক্তির আগে ১২ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত সিনেমাটির প্রিমিয়ার শো দেখেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেই বলেছেন, এই চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য থেকে শুরু করে নতুন অধ্যায় জাতি জানতে পারবে।

২০১৯ সালের চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হয়। অবশেষে চলতি বছরের ৩১ জুলাই বাংলাদেশে পায় আনকাট সেন্সর ছাড়পত্র।




আর কী কী গুজব ছড়িয়েছেন আব্দুর রব ভুট্টো

সম্প্রতি বাংলাদেশি ১০ জ্যেষ্ঠ সাংবাদিকের নামে ফ্রান্সের ভিসা প্রত্যাখানের গুজব মিথ্যা বলে নিশ্চিত করার পর জনসাধারণের আলোচনায় এসেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টো। অনুসন্ধানে বের হয়ে এসেছে সাম্প্রতিক সময়ে ছড়ানো তার আরও গুজবের তথ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া আলোচিত এসব পোস্টের মধ্যে আছে পুলিশ অফিসারদের নামে মার্কিন স্যাংশননের গুজবটি। সেখানে তিনি বলেন, ‘পুলিশ অফিসারদের নামে মার্কিন স্যাংশন’ শিরনামের ওই পোস্টে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ৮ কর্মকর্তার একটি তালিকা নিষেধাজ্ঞার তালিকায় আছে। সেখানে তিনি কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যবহার করেননি। ফ্যাক্টচেক করে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট এরকম কোন নিষেধাজ্ঞাই দেয়নি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে শেখ হাসিনার উপস্থিতির একটি ভিডিও ফুটেজের কিছু অংশ এডিট করে ফেসবুকে ছড়ান ভুট্টো। এর সঙ্গে যুক্ত কররন কিছু মিথ্যা তথ্য। অথচ শেখ হাসিনা সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছিলেন।

ভুট্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ান, বাংলাদেশে কয়লা আমদানী কারক প্রতিষ্ঠান সিএমসিকে স্যাংশন দিয়েছে চীন। কারণে প্রতিষ্ঠানটির কাছে বকেয়া ৩ বিলিয়ন ডলার। ফ্যাক্টচেকের অনুসন্ধান বলছে, চীন কোনো স্যাংশন দেয়নি এবং বকেয়ার পরিমাণ ২৯৩ মিলিয়ন ডলার। যা রাষ্ট্রীয় আমদানি সংক্রান্ত লেনদেনেরে ক্ষেত্রে খুবই স্বাভাবিক। গত বছর নভেম্বরের শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায়- মার্কিন যুক্তরাষ্ট্র আবারো বাংলাদেশের বিভিন্ন বাহিনীর ৯২ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। যে তথ্যের কোন ভিত্তিই ছিল না।

গত বছর সেপ্টেম্বর মাসে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ভুট্টো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তিমূলক এবং রাষ্ট্রবিরোধী’ পোস্ট দেওয়ার অভিযোগে দেশে থাকা তার ছোট ভাই ইউপি সদস্য এবং বিএনপি নেতা আব্দুল মুক্তাদির মনুকে গ্রেপ্তার করে পুলিশ। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছিলেন, মনু রাউৎগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। বর্তমানে তিনি উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি ভুট্টোর দেশি যোগাযোগগুলো দেখভাল করেন। লন্ডন যাওয়ার আগে, ভুট্টো কুলাউড়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাকালুকি’ ও ‘বেনীআসহকলা’ পত্রিকায় কিছুদিন কাজ করেন। এ ছাড়া তিনি ঢাকার শীর্ষ নিউজের কুলাউড়া প্রতিনিধিও ছিলেন। বর্তমানে ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামের একটি ফেসবুক পেজের সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন চ্যানেলে প্রচার হওয়া ভুট্টোর পোস্টে দেখো যায়, করোনা পরিস্থিতি, প্রধানমন্ত্রী ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর, বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংকট নিয়ে তিনি গুজব ছড়ান। বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, শামসুল আলম, সাজ্জাত হোসেন, মীর জাহানের মতো ফেসবুক আইডি ও পেইজের সঙ্গে তার যোগাোযাগ ঘনিষ্ট। একটি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা এক সঙ্গে বিএনপি-জামায়াতের নির্দিষ্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এসব গুজব ছড়ায়।

গত ৯ অক্টোবর সোমবার নিজের টুইটার একাউন্ট থেকে আব্দুর রব ভুট্টো একটি পোস্ট দেয়। বাংলাদেশ সময় রাত ২ টা ৫০ মিনিটের ওই পোস্টে তিনি জানান, “ফ্রান্সের ভিসা রিফিউজ হয়েছেন সরকারের সুবিধাভোগী হিসাবে পরিচিত ১০ সাংবাদিক। মার্কিন ভিসা নিষেধাজ্ঞার নীতিতে যারা উদ্বিগ্ন ছিলেন রিফিউজ হওয়া সাংবাদিকরা তাদের মধ্যে অন্যতম”। এই পোস্টে ফ্রান্সের ভিসা নিষেধাজ্ঞায় পড়া ১০ সাংবাদিকের নামও প্রকাশ করা হয়।

পর দিন দুপুররেই ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মেরি মাসদুপুই তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানি তিনি ভুট্টোর পোস্টটি নাকচ করেন । পাশাপাশি ভুট্টো সম্পার্কে পর্যবেক্ষণে বলেন, ভুট্টোর প্রতিদিনের কাজ `মিথ্যা` এবং `গুজব` ছড়ানো। মানুষের জীবনে খেলাধুলা অপরিহার্য। কেউ ফুটবল, কেউ টেনিস, কেউ ব্যাডমিন্টন বা স্কোয়াশ খেলতে পছন্দ করেন। আবার ভুট্টোর মত কিছু লোক আছে যাারা খেলার মত করে সামাজে গুজব এবং মিথ্যা ছড়িয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একজন উর্ধ্বতন কর্মরর্তা জানান, ভুট্টোর ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট মনিটরিংয়ে আছে। ফেসবুকের সাথে যোগাযোগ করা হয়েছে। টুইটার এখনও কোনো রেসপন্স করেনি।




সামাজিক সচেতনতার ও শেখ হাসিনার সুনাগরিক গঠন কৌশল

ঊনিশ শতকের ফরাসি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও ঔপন্যাসিক ভিক্টর হুগো সমাজ ও মানুষের মধ্যে যোগসূত্র তৈরি করতে গিয়ে বলেছেন, সমাজ ও সংসারের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে। সমাজ ব্যবস্থা তেমন হওয়া উচিত যাতে মানুষ তার আশা থেকে বঞ্চিত না হয়। গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, জীবনের চূড়ান্ত মূল্য শুধুমাত্র বেঁচে থাকার উপর নির্ভর না করে সচেতনতা এবং চিন্তার শক্তির উপর নির্ভর করে। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করলেই কেবল সমাজের পরিবর্তন ঘটে না, এর সাথে সাথে মানুষের মধ্যে সচেতনতা ও চিন্তার সমন্বয় ঘটাতে পারলেই সমাজের পরিবর্তনগুলো ইতিবাচক হয়ে উঠে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্টের উন্নয়নের দর্শনকে এগিয়ে নিতে মানুষের প্রয়োজনীয় চাহিদাগুলোকে যেমন এগিয়ে নিচ্ছেন, তেমনই মানুষের ভিতরের ইতিবাচক চিন্তা করার শক্তি গড়ে দিচ্ছেন। প্রসঙ্গতভাবে পদ্মা সেতুর বিষয়টি এখানে উদাহরণ হিসেবে টেনে আনা যেতে পারে। যখন দেশ-বিদেশি ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতুর নির্মাণের কাজ বন্ধ হবার উপক্রম হয়েছিল। তখন দেশ-বিদেশের মানুষ ভেবেছিলো, বাংলাদেশ আর কখনো পদ্মাসেতু নির্মাণ করতে পারবে না। বিশেষ করে দেশের মানুষ তাদের বহু দিনের লালিত স্বপ্ন ভেঙে যাবে বলে বিশ্বাস করতে শুরু করেছিল। এমন এক বিরূপ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে যাননি, বরং দৃঢ় চিত্তে ঘোষণা করেছিলেন, অন্যের উপর নির্ভর না করে আমাদের নিজেদের অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করবো। প্রধানমন্ত্রীর এই ঘোষণা মানুষের মনের মধ্যে অমিত সাহস ও আত্মবিশ্বাসের জন্ম দিয়ে ছিলো। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, এখন বাস্তবতা। বাংলাদেশের মানুষের মনোজগতে ঘটে গেছে এক ইতিবাচক পরিবর্তন। মানুষের মনকে যে ইতিবাচকভাবে পরিবর্তন করা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্ত তার প্রমাণ। মানুষ এখন নেতিবাচক চিন্তা করছে না, বরং মানুষ এখন ইতিবাচক চিন্তা করতে শিখেছে।

মানুষের মনোজগতের চিন্তা যখন স্বপ্ন, সাহস ও বিশ্বাসকে জয় করতে পারে, তখন সমাজের যাবতীয় বিষয় সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক দৃষ্টি ভঙ্গির প্রতিফলন ঘটে। তখন সমাজ পরিবর্তনের মাধ্যমে সামাজিক সচেতনতা ক্রিয়াশীল হয়ে মানুষের মধ্যে দেশ প্রেম গড়ে দেয়, যার মাধ্যমে মানুষ রাষ্ট্র গঠনে তাদের সক্রিয় হয়ে উঠা চিন্তা শক্তিকে কাজে লাগাতে পারে। পরনির্ভরশীলতা নয়, নিজেদের শক্তি ও স্বকীয়তায় পারে দেশকে বদলে দিতে। সমাজ যত প্রযুক্তি নির্ভর হবে, মানুষের তত কুসংস্কারের মতো নেতিবাচক ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। বিশ্বখ্যাত স্কটিশ দার্শনিকও রাজনৈতিক অর্থনীতি তত্ত্বের জনক অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কুসংস্কার থেকে উত্তোরণ প্রসঙ্গে বলেছেন, বিজ্ঞান হল কুসংস্কার নামক বিশ্বের সবচেয়ে বড় মহৌষধ। মহাত্মাগান্ধী কুসংস্কার সমন্ধে বলেছেন, কুসংস্কার এবং সত্য কখনো এক সাথে যেতে পারে না। কুসংস্কার মানুষের মধ্যে অন্ধবিশ্বাস ও ভ্রান্ত ধারণা তৈরি করে, যেগুলো সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মনে রাখতে হবে, মানুষ মনের দিক থেকে পিছিয়ে পড়লে প্রগতিও পিছিয়ে পরে, মনকে এগিয়ে নিতে পারলে প্রগতিও এগিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুসংস্কার মুক্ত উন্নত সমাজ ও টেকসই রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে বিজ্ঞানের দৃষ্টি ভঙ্গিকে প্রাধান্য নিয়ে প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ গড়ার দর্শন দিয়েছেন। এই দর্শনের গভীর বোধ হলো, মানুষকে বর্তমান সময় নিয়ে ভাবলেই চলবে না, বরং ভবিষ্যতকে দেখার মতো মানসিকতা গড়ে তুলতে হবে, যেটাকে বলা হয় ডাইরেকশন অফ ভিশন। বিখ্যাত স্প্যানিশ চিত্র শিল্পী ও ভাস্কর পাবলো পিকাসোর উল্লেখযোগ্য চিত্র কর্মগুলো হলো: ল্যা মুল্যাঁ দা ল গালেৎ, দ্য ব্লু রুম, ওল্ড গিটারিস্ট, সালত্যাঁবাঁক, সেলফ-পোর্ট্রটে, টু নুডস, আভাগঁর রমণীরা, থ্রি মিউজিশিয়ানস, স্কাল্পটর, মডেল অ্যান্ড ফিশবৌল, থ্রি ড্যান্সার্স, গিটার, গ্লাস অব আবস্যাঁৎ, সিটেড বাথার, পালোমা ও গোয়ের্নিকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি চিত্র কর্মের প্রত্যেক পর্যায়ে তার আগের চিন্তা থেকে বেরিয়ে এসেছেন। এক একটা চিন্তাকে ভেঙে আর একটা চিন্তার পর্যায়ে গেছেন। চিন্তাকে কোনো একটা ধারার মধ্যে না রেখে যতই এগিয়েছেন ততই শিল্পকর্ম গড়ার ক্ষেত্রে নতুন চিন্তার জন্ম দিয়েছেন, যেখানে চিন্তার বৈচিত্র্য প্রধান উপাদান হিসেবে কাজ করেছে। প্রধানমন্ত্রী তাঁর ডাইরেকশন অফ ভিশনকে নতুন নতুন চিন্তা ও বৈচিত্র্যের মধ্য দিয়ে এগিয়ে নিচ্ছেন। এটি সামাজিক সচেতনতারই একটি অংশ, এর কারণ আমাদের দেশের মানুষ আগে জানতো না ডাইরেকশন অফ ভিশন বলে কোনো বিষয় থাকতে পারে, বরং মানুষ বর্তমান সময়কে নিয়েই বেশি ভেবেছে। এতে করে সময়ের সাথে যে ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের মাধ্যমে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটানো যায় তা থেকে বঞ্চিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এর প্রমাণ, যার মাধ্যমে খুব দ্রুত মানুষ আধুনিক প্রযুক্তির সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। সাধারণ মানুষ যে কোনো ধরণের সেবা বাসায় বসেই পাচ্ছে। এছাড়া প্রযুক্তির ব্যবহারের কারণে দুর্নীতি রোধ করা গেছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে।

সামাজিক সচেতনায় ডিজিটাল বাংলাদেশের ধারণা মানুষের জীবনে সুফল বয়ে এনেছে। মূলত কানেক্টিভিটি, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, ই-গভর্মেন্ট এবং আইসিটি ইন্ডাষ্ট্রি প্রোমোশন এই চারটি বিষয়কে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে। ব্রড ব্যন্ড কানেক্টিভিটি ইউনিয়ন পর্যায়ের মানুষের হাতে পৌঁছে গেছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে দেশে প্রায় ১৩ কোটিরও বেশি এবং মোবাইল সংযোগের সংখ্যা ১৮ কোটিরও ওপরে। ৮ হাজার ৮০০ টি ডিজিটাল সেন্টারে প্রায় ১৬ হাজারের বেশি উদ্যোক্তা তাদের কর্মযজ্ঞ অব্যাহত রেখেছে। আশার বিষয় হচ্ছে, এই উদ্যোক্তাদের মধ্যে প্রায় ৫০% নারী রয়েছেন। ডিজিটাল বাংলাদেশে বাস্তবায়নের মাধ্যমে নারী-পুরুষের বৈষম্য, ধনী-দরিদ্রের বৈষম্য ও গ্রাম-শহরের বৈষম্য দূর হয়েছে। এছাড়া প্রতি মাসে গড়ে ৭০ লাখেরও অধিক সেবা এসব ডিজিটাল সেন্টারের মাধ্যমে নাগরিকদের প্রদান করা হচ্ছে।

আধুনিক সভ্যতার এই যুগে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তথ্যে আদান-প্রদানের ডিজিটাল প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ২০৪১ সালের জন্য ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স কে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনোমি ও স্মার্ট গভর্নমেন্ট এই চারটি স্তম্ভ গুলোর মাধ্যমে দেশের নাগরিকগণ প্রতিটি ক্ষেত্রে তাদের সকল সুযোগ-সুবিধা পাবেন এবং দেশের নাগরিকদের সামাজিক অগ্রগতি ও প্রতিভা বিকাশে অবদান রাখবে। স্মার্ট বাংলাদেশের প্রতিটি স্তম্ভে নাগরিকদের আদর্শ ও সচেতন এক বৈশ্বিক নাগরিক হিসাবে গড়ে তুলবে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল নীতি বাস্তবায়ন করেছেন। এ কৌশল বাস্তবায়নের ফলে সরকারের সকল প্রতিষ্ঠান, দপ্তর, সংস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সময়ানুবর্তী ও বার্ষিক কর্ম পরিকল্পনা অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রত্যেক নাগরিককে তাদের সিটিজেন চার্টার অনুযায়ী সেবা গ্রহণে উদ্ধুদ্ধ করছেন। তথ্য অধিকার বাস্তবায়নের ফলে তথ্যের অবাধ প্রবাহের গতিশীলতা কার্যকর করা সম্ভব হচ্ছে। এই কৌশলের আওতায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার ফলে নাগরিকগণ তাদের যে কোন অভিযোগ করতে পারছেন ও তার সমাধান পাচ্ছেন। সর্বোপরি, এই কৌশল একজন স্মার্ট নাগরিক হিসেবে নিজেদেরকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের উপযোগী করে গড়ে তুলতে সহায়তা করবে। এছাড়া বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ ও অসহায় দুরারোগ্য রোগীদের সহায়তাসহ নানা কার্যক্রম উত্তরোত্তর অব্যাহত রেখে দেশের মানুষকে সুস্থ ও মানসম্মত জীবন-যাপনের ধারা ত্বরান্বিত করেছেন।

সর্বোপরি, ইন্টারনেটের এই যুগে একজন মানুষ যদি সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে তবে তিনি কর্মসংস্থান থেকে শুরু করে দৈনন্দিন জীবনে জীবনযাত্রার মান উন্নতি করতে পারবেন। সে লক্ষ্যেই বর্তমান সরকার তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের আওতায় নাগরিকদের সচেতন করে তুলছেন। আজ তার সুফল আমরা ভোগ করছি। এখন একজন কৃষক তার কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যাবলী সংক্রান্ত সমস্যা দ্রুত পাচ্ছেন। সরকার জরুরী সেবা ৯৯৯ চালু করে নাগরিকদের যে কোন বিপদ-আপদে পাশে দাঁড়িয়েছে। এছাড়া কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে মানুষেরা যেমন চিকিৎসা সুবিধা গ্রহণ করে আগাম স্বাস্থ্য বিষয়ক তথ্য উপাত্ত পেয়ে সু-স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করছে। এসব কিছুই ঘটছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রযুক্তি নির্ভর সমাজ কাঠামো বিনির্মাণের দর্শনকে এগিয়ে নেওয়ার মাধ্যমে। এর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাজ ভাবনা মানবিক অর্থনীতির সাথে যোগসূত্র তৈরী করে দেশকে এগিয়ে নিচ্ছে। এখন দরকার সমাজের সকল স্তরের মানুষের দেশ গঠনে ভূমিকা রাখা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের প্রমাণ করা।

লেখক- অধ্যাপক, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর




মুজিবনগরে কেদারগঞ্জ বাজার কমিটির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা

মুজিবনগরে কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী কমিটির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির আয়োজনে, কেদারগঞ্জ বাজারের স্কুল মার্কেটের কমিটির নিজস্ব কার্যলয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

কেদারগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন। এছাড়াও  কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য এবং ব্যাবসায়ী বৃন্দ উপস্হিত ছিলেন।

বাজার কমিটির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় প্রত্যেক ব্যবসায়ীকে দ্রব্যমূল্যর তালিকা প্রদর্শন এবং ক্রয় ভাউচার এবং বিক্রয়ের রশিদ সংরক্ষণে করার জন্য বলা হয়।




নতুনদের নিয়োগ দেবে বিডিজবস ডটকম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডিজবস ডটকম। প্রতিষ্ঠানটিতে সেলস্ এক্সিকিউটিভ / বিক্রয় প্রতিনিধি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সহজেই অনলাইনের মাধ্যামে আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলস্ এক্সিকিউটিভ / বিক্রয় প্রতিনিধি – সাভার , আশুলিয়া।

যোগ্যতা

প্রার্থীকে যেকানো বিষযে স্নাতক পাস হতে হবে। সর্বোচ্চ এক বছর। ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন। বয়স ২০ থেকে ২৮ বছর।

পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাভার অথবা আশুলিয়ার স্থানীয় হতে হবে

সিভিতে বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। ফিল্ড জব বা মার্কেট ভিসিট করার মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা (আশুলিয়া, সাভার)।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২০ অক্টোবর,২০২৩

সূত্র : বিডিজবস




কোটচাঁদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সর্বজনীন শরদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অফির্সাস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, মডেল থানার তদন্ত (ওসি) জগন্নাথ চন্দ্র, পৌর সভার প্যানেল মেয়র জাহিদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আনসার প্রশিক্ষক সুমাইয়া আক্তার, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, কুশান ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, সাংবাদিক, নজরুল ইসলাম, সুব্রত কুমার আব্দুল্লাহ বাশার প্রমুখ। সে সময় পূজা মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করনীয় বিষয় তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিরা।

এ সময় উপজেলার ৪৫ টি পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পদক, ফায়ার সার্ভিসের সদস্য সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।




‘ইতি চিত্রা’ সিনেমার মুক্তি আগামী ২০ অক্টোবর

নির্মাতা রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘ইতি চিত্রা’ সিনেমা আগামী ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে। এর আগে গত ৭ অক্টোবর সিনেমাটির পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। সিনেমাটি রোমান্টিক ঘরানার। পোস্টারে তার অসংখ্য নিদর্শন দেখা গেছে।

‘ইতি চিত্রা’ সিনেমায় রাকিব হোসেন ইভান ও জান্নাতুল রিতু নামে দুই নতুন মুখ জুটি বেঁধেছেন।

নতুন এই জুটিকে নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, ‘গল্পের প্রয়োজনেই দুজন নতুন মুখকে নির্বাচন করা হয়েছে। আশা করছি নতুন এই জুটি ও সিনেমাটি দর্শকরাও বেশ পছন্দ করবে।’

তিনি আরও বলেন, ‘খুব শীঘ্রই সিনেমাটির টিজার ও ট্রেলার মুক্তি দেওয়া হবে। সেখান থেকে দর্শকরাও কাজটির ব্যাপারে ভালো ধারণা লাভ করতে পারবে।’

অভি কথা চিত্রের পরিবেশনায় সিনেমাটি প্রযোজনা করেছে উইনার ফিল্মস ও সঙ্গী প্রোডাকশন্স। সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূইয়া, ফরহাদ লিমন, শেখ স্বপ্না, মনিরুজ্জামান মনি, লোবা আহমেদ, সোহানা শারমিন, বিটিশ বাবু, কামাল খান ও তামিম ইকবালসহ অন্যরা।




চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জজ কোর্টের আইনজীবী মুনজুর হোসেন নিহত

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় চুয়াডাঙ্গা জজ কোটের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুনজুর হোসেন মজনু (৫৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা শহরতলী আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ইজিবাইক ধাক্কায় মৃত্যু খবর চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত অ্যাডভোকেট মনজুর হোসেন মনজু চুয়াডাঙ্গা আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের মৃত মাহাতাব উদ্দিন এর ছেলে।নিহতের পরিবারের সদস্যরা জানান, ভোরে নামাজ পড়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। রাস্তা দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। এরপর ওই ইজিবাইক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেয়ার পথে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে




আসছে উইন্ডোজ ১২

খুব শীঘ্রই আসছে উইন্ডোজ ১২। ২০২১ সালের অক্টোবরের পর আবারও আসছে উইন্ডোজের নতুন সংস্করণ। অবশ্য মাইক্রোসফট এ ব্যাপারে এখনও কিছু জানায়নি।

তবে গ্লোবাল টেকনোলজি কনফারেন্সে ইনটেল সিএফও জানান, ‘২০২৪ ব্যবহারকারীদের জন্য চমৎকার একটি সময় হবে। মাইক্রোসফট নিয়মিত আপডেট দিচ্ছে। আর আপডেটের এই বহর থেকে আন্দাজ করা যায় শীঘ্রই তারা নতুন উইন্ডোজের সংস্করণ নিয়ে আসতে চলেছে।’

ইনটেলের তরফ থেকে এই ঘোষণা আসার পর অনেকেই দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন। ডিসেম্বরেই ইন্টেলের নতুন মিটিওর লেক চিপসেট আসবে বাজারে। তাছাড়া ইন্টেলের এরো লেক এস সিপিইউ বাজারে আসবে যেটিতে ২৪টি কোর রয়েছে। তাহলে কি নতুন গিগেই আমরা উইন্ডোজের নতুন সংস্করণ পাবো? সেটিই দেখার বিষয়।