এসএসসি পাসে নিয়োগ দেবে মীনা বাজার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীনা বাজার। প্রতিষ্ঠানটিতে সেলসম্যান/ ক্যাশিয়ার (ধানমন্ডি) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলসম্যান/ ক্যাশিয়ার (ধানমন্ডি)

যোগ্যতা

প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। বয়স ১৮ থেকে ২৮ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে। শিফ্ট/রোস্টার অনুযায়ী ডিউটি করতে হবে।

কর্মস্থল

ঢাকা (ধানমন্ডি)

বেতন

৮,০০০ – ১০,০০০/- (মাসিক )।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

সরাসরি সাক্ষাতকারের ঠিকানাঃ বাড়ী-৪৪, রোড-১৬(নতুন), ২৭(পুরাতন), ধানমণ্ডি, ঢাকা (মীনা বাজার আউটলেট বিল্ডিং, ২য় তলা)

আবেদনের শেষ তারিখ

০২ নভেম্বর ২০২৩।

সূত্র : বিডি জবস




কোটচাঁদপুরে ৪৫টি মন্ডপে সাজসজ্জার কাজ শেষের দিকে, মন্ডপগুলোতে পাহারা

এ বছর কোটচাঁদপুরে ৪৫ টি মন্ডপে উদযাপন করা হবে শারদীয় দূর্গা উৎসব। মন্ডপগুলোর সাজসজ্জার কাজ শেষের দিকে। নিরাপত্তায় পাহারা চলছে মন্ডপে মন্ডপে। তবে এখনো পর্যন্ত কোন থিয়েট মনে করছেন না বলে জানিয়েছেন, কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,এ বছর কোটচাঁদপুরে ৪৫ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দূর্গা উৎসব। তবে গেল বছরের থেকে এ বছর ১ টি পূজা কম হচ্ছে এ উপজেলায়। মন্ডপের সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে।

অন্যদিকে নিরাপত্তা রক্ষায় স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে মন্ডপে বসিয়েছেন পাহারা। সাথে রয়েছে গ্রাম পুলিশ। এ ছাড়া পুলিশের নজরদারী রয়েছে সার্বক্ষনিক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে কোটচাঁদপুরের দ্যুতিয়ার কুটি পূজা মন্ডপের সভাপতি সাধন হালদার বলেন,মন্ডপের কাজ এখনো শেষ হয়নি। তবে আমরা এক সপ্তাহ ধরে পাহারা দিচ্ছি মন্ডপ। তিনি বলেন,এখানে কোন সমস্যা হয় না। আর কোন ভয় ও নাই। তারপরও সর্তকতার সঙ্গে আছি।

কোটচাঁদপুর দুধসরা পূজা মন্ডপের সভাপতি নিতাই রায় বলেন,রংঙ্গের কাজ এখনও হয়নি। তবে নিরাপত্তায় জন্য, পাহারা চলছে।কোন দিন কোন দূর্ঘটনা ঘটেনি। এরপর যদি কিছু হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটচাঁদপুর শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায় বলেন,গেল বছর থেকে এ বছর একটি পূজা কম হচ্ছে। গেল বছর ৪৬ টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পূজা হয়েছিল। এ বছর ৪৫ টিতে অনুষ্ঠিত হবে। একটা মন্ডপে জায়গা নিয়ে সমস্যার করনে হচ্ছে না। এ বছর পৌর সভায় ২০ টি আর ইউনিয়ন পর্যায় ২৫ টি মন্ডপে এ পূজা অনুষ্ঠিত হবে। পূজার প্রস্তুতি কেমন,এবং নিরাপত্তা নিয়ে কি ভাবছেন,এমন প্রশ্নে তিনি বলেন,সবগুলো পূজা মন্ডপ ঝুঁকিপূর্ন। আবার সবগুলোর অবস্থায় ভাল। এরপরও আমরা গেল এক সপ্তাহ ধরে স্বেচ্ছাসেবকদের দিয়ে পাহারা বসিয়েছি। কারন হিসেবে তিনি বলেন, গেল কয়েকদিন আগে ঝিনাইদহে পূজা মন্ডপে ভাংচুর হয়েছে।

পূজার প্রস্তুতি নিয়ে তিনি বলেন,আগামী ২০ অক্টোবর শারদীয়া দূর্গা পূজার ষষ্ঠী। এর মধ্যে অনেক মন্ডপের সাজসজ্জার কাজ শেষ করেছেন মন্ডপ কমিটি। কিছু বাকি থাকলেও খুব জোরেশোরে চলছে কাজ।

কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল-মামুন বলেন,নিঃছিদ্র নিরাপত্তার স্বার্থে গেল এক সপ্তাহ যাবৎ পূজা মন্ডল গুলোতে পাহারা বসানো হয়েছে। এর দায়িত্বে রয়েছেন,স্ব স্ব মন্দির কমিটির স্বেচ্ছাসেবক। এ ছাড়া রয়েছে গ্রাম পুলিশ। আর আমরা তদারকিতে আছি সার্বক্ষনিকভাবে। আমরা সবগুলো মন্ডল ঝুকিপূর্ণ মনে করছি,আবার সবগুলোর অবস্থাই ভাল। আমরা এখনও পর্যন্ত কোন থিয়েট মনে করছি না।




এএফসি কাপ খেলতে মালদ্বীপে ফুটবলাররা

এই মালদ্বীপে এএফসি কাপ ফুটবলে খেলতে গিয়েছিল বসুন্ধরা কিংস। মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় ফেরার বিমানে ওঠার আগে মালদ্বীপের বিমানবন্দর থেকে শতাধিক বোতল বিদেশি মদ কিনেছিলেন কিছু ফুটবলার। ঢাকায় নেমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে মদসহ ধরা পড়েন পাঁচ ফুটবলার। গত ২০ সেপ্টেম্বর রাতে ঘটেছে এই ঘটনা। ঠিক ২০ দিনের মাথায় আবার সেই মালদ্বীপে বাংলাদেশের ফুটবলাররা। সেবার ক্লাব ফুটবল খেলতে গিয়েছিল। এবার জাতীয় দলের খেলা খেলতে গিয়েছে।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল গতকাল দুপুরে মালদ্বীপে পৌঁছে গেছে। মালদ্বীপের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। প্রথম ম্যাচ আগামীকাল বিকাল ৪টায়, মালেতে। মালদ্বীপের বিপক্ষে ফিরতি ম্যাচ ১৭ অক্টোবর ঢাকায়। তবে মালদ্বীপের বিপক্ষে কালকের ম্যাচটা দেশের ফুটবলে অনেক কিছু নির্ভর করছে। একটা ম্যাচ হলেও মালদ্বীপের বিপক্ষে ঢাকার ম্যাচসহ হিসাব হবে।

বাংলাদেশ এগিয়ে থাকলে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, যেখানে গ্রুপে রয়েছে লেবানন, ফিলিস্তিন এবং অস্ট্রেলিয়া। সেই হিসেবে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের ফুটবলের জন্য মহাগুরুত্বপূর্ণ। দুই বার খেলে সমীকরণ বলে দেবে আগামী দুই তিন বছর বাংলাদেশের ফুটবল কোন পথে যাবে। আরও পরিষ্কার করতে গেলে আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকতে হবে। ফিফার ম্যাচ আর পাবে না। এশিয়ান কাপের বাছাই থাকবে, সেটিও যে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে তা-ও বলা যাচ্ছে না।

বাংলাদেশ ফুটবল দল ওসব ভাবনায় না গিয়ে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে কীভাবে জয় পাবে সেটা মাথায় ঢুকিয়েছে। কালকের ম্যাচটা যে ঢাকার হোম ম্যাচের সমীকরণ পরিষ্কার করবে। বাংলাদেশের জন্য এই ম্যাচ যেমন গুরুত্বপূর্ণ তেমনি মালদ্বীপের জন্যও তাই।

আগের মতো শক্তিশালী দল নিয়ে যায়নি স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। মদকাণ্ডে বিতর্কিত ফুটবলার তপু বর্মন, গোলরক্ষক আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিনকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন ফুটবলার শাকিল আহমেদ, হাসান মুরাদ এবং জায়েদ আহমেদ চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন। তাদের জন্য সুযোগ। প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন সাজ্জাদ হোসেন, আলমগীর মোল্লা, দিপক রায়, আরমান ফয়সাল আকাশ, আমিনুর রহমান সজিব। গতকাল দুপুরে মালদ্বীপের মালেতে পৌঁছেছেন ফুটবলাররা। সন্ধ্যার পর অনুশীলনে চলে যান।

বাংলাদেশের চূড়ান্ত দল

মিতুন মারমা, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, রহমত মিয়া, হৃদয়, রবিউল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, মেহেদী হাসান শ্রাবণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা, মজিবর রহমান জনি, রাকিব হোসেন, মতিন মিয়া, জায়েদ আহমেদ, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

সূত্র: ইত্তেফাক




স্পর্শ না করেই ব্যবহার করা যাবে অ্যাপল ওয়াচ ৯

সম্প্রতি অ্যাপলের বার্ষিক ইভেন্টে নতুন ওয়াচ সিরিজ ৯ এবং ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়। এবার ওয়াচ সিরিজ ৯ এবং ওয়াচ আল্ট্রা ২-এর জন্য নতুন ডাবল ট্যাপ ফিচার চালু করেছে অ্যাপল।

ওয়াচওএস ১০.১ পাবলিক বেটা ভার্সনে ফিচারটি সংযোজন করা হয়েছে। নতুন এ ফিচারের মাধ্যমে ঘড়ি স্পর্শ না করেও শুধু দুই আঙুলের জেসচারের মাধ্যমে স্মার্টওয়াচ নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। ডাবল ট্যাপ জেসচারের ফিচারটি নতুন অ্যাপল ওয়াচের জন্য উল্লেখযোগ্য এক সংযোজন। এর আগে মূলত ট্যাপ ও টাচের মাধ্যমেই অ্যাপল ওয়াচ ব্যবহার করা হতো।

নতুন ফিচারটির মাধ্যমে অ্যাপল ওয়াচ সিরিজ ৯ এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ ব্যবহারকারীরা ডিসপ্লেকে স্পর্শ না করেও শুধু ওয়াচ পরিহিত হাত দিয়ে তাদের ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে। ওয়াচ পরিহিত অবস্থায় হাতে দুবার তর্জনী আঙুল ও বুড়ো আঙুল একসঙ্গে ট্যাপ করে ব্যবহারকারীরা ফোন কল রিসিভ বা রিজেক্ট করা, টাইমার ঠিক করা, নোটিফিকেশন দেখা, গান প্লেব্যাক নিয়ন্ত্রণ করার মতো বিভিন্ন কাজ করতে পারবে।

ডাবল ট্যাপ ফিচারটি অ্যাপল ওয়াচের নতুন মডেলগুলোর উন্নত নিউরাল ইঞ্জিনের ব্যবহার করে কাজ করে থাকে। মেশিন লার্নিং অ্যালগরিদম দ্বারা অ্যাক্সিলেরোমিটার, জাইরোস্কোপ এবং অপটিক্যাল হার্ট সেন্সরের মতো সেন্সরগুলোর প্রাপ্ত ডাটা দিয়ে উন্নত রিডিং দিয়ে থাকে। যদিও অ্যাপল এর আগে আইফোনের অ্যাক্সেসিবিলিটি সেটিংসে অনুরূপ একটি অপশন ছিল, তবে বর্তমানে চালু হওয়া ফিচারটি আরো বেশি নির্ভুল তথ্য দিতে সক্ষম।




মেহেরপুরে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের অবস্থান কর্মসূচি

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট এর উদ্যোগে ও মেহেরপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে দশটায় মেহেরপুর আইনজীবী ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. মোখলেসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, যুগ্ম সম্পাদক অ্যাড. কামরুল হাসান, প্রচার সম্পাদক, অ্যাড. এহেন উদ্দিন মনা, সদস্য অ্যাড. নজরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন এ সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বাধা প্রদান করছে। আমাদের দাবি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, নির্দলীয় নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও এই সরকারের অবিলম্বে পদত্যাগের দাবি জানান তারা।




মেহেরপুরে সরকারি কলেজ শিক্ষকদের ৩ দিনের সর্বাত্মক কর্মবিতরতি শুরু

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরন, অর্জিত ছটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে ৩ দিনের সর্বাত্মক কর্মবিতরতি শুরু করেছে মেহেরপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

গতকাল মঙ্গলবার শুরু হওয়া এ কর্মবিরতি তিন দিন চলবে। কর্মসূচির প্রথম দিন মেহেরপুর সরকারি কলেজের শিক্ষকরা ক্লাশসহ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বাদ দিয়ে শিক্ষক মিলনায়তনে অবস্থান নেয়।

এ সময় মেহেরপুর জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আবদুল্লাহ আল অমিন সহ শিক্ষক নেতারা বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার তাদের দাবিগুলো মেনে নেবে বলে তারা আশা করছেন। এরপরও দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শ করে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আর এই কর্মবিরতি শুধুমাত্র মেহেরপুর জেলার চারটি সরকারি কলেজে পালন করা হচ্ছে।

উল্লেখ্য এর আগে গত ২৬ সেপ্টেম্বর জেলা প্রেসক্লাব মেহেরপুরে সকাল এগারোটায় জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা কমিটির নেতৃবৃন্দ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংবাদ সম্মেলন করে তাদের দাবি ও পরবর্তী কর্মসূচী জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানিয়েছিলেন এরপর গত ২ অক্টোবর সারা দেশে এক দিনের কর্মবিরতি পালন করবেন তারা। এই কর্ম বিরতি শুধুমাত্র সরকারি কলেজগুলোতে পালন করা হবে। মেহেরপুর জেলায় মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, গাংনী সরকারি ডিগ্রী কলেজ ও মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজে এই কর্মবিরতি পালনের আওতায় আসবে। এরপরও দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে।




মেহেরপুরের হিজুলিতে গেমস খেলার দ্বন্দে স্কুল ছাত্রকে কুপিয়ে জখম

পূর্ব বিরোধের জের ধরে শাহিন হোসেন নামের আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর এক শিক্ষার্থীর উপর হামলা করে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। আহত শাহিন হোসেন আমঝুপি ইউনিয়নের হিজুলি গ্রামের মালিক হোসেনের ছেলে।

অভিযুক্ত হামলাকারীরা হল একই গ্রামের মহিরের ছেলে আব্দুল্লাহ (২২), আলমগীরের ছেলে ইয়াসিন (২০) এবং ওয়াসিম (২৫)

গতকাল মঙ্গলবার দুপুর দুইটার সময় হিজুলি গ্রামের মসজিদের সামনে এই ঘটনা ঘটে। মোবাইলে ফ্রী ফায়ার গেমস খেলা নিয়ে কয়েক মাস আগে দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার অর্থনীতি বিষয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে হিজুলি মসজিদের সামনে অভিযুক্তরা শাহিনের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। ইতোপূর্বে আব্দুল্লাহ ও তার চাচা লালটু একবার শাহিনের উপর হামলা করেছিল বলে শাহিনের পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে।

হিজুলি গ্রামের মেম্বার আব্দুল্লাহ বলেন, ‘শাহীন ও আব্দুল্লাহর মধ্যে পূর্ব থেকে শত্রুতা ছিল লোকমুখে শুনেছি, তবে এ ব্যাপার নিয়ে কোন পক্ষই আমার সাথে কথা বলেনি, আগেও একবার মারামারির ঘটনা ঘটেছিল, আজকে আমি এলাকার বাইরে ছিলাম।সন্ধ্যায় বাড়িতে আসার পর ঘটনাটি লোকমুখে জানতে পারি। ‘

শাহিন হোসেন তার বাবা, বড় ভাই ও চাচাকে সঙ্গে নিয়ে মেহেরপুর প্রতিদিন অফিসে এসে অভিযোগ করে মেহেরপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেয়ার পর হাসপাতাল থেকে টিকিটে পুলিশ কেস লিখে দেয়া হলেও থানায় গেলে মেহেরপুর সদর থানা পুলিশ কোন অভিযোগ নেয়নি।

বিষয়টি সম্পর্কে জানতে মেহেররপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যার্থ হয়ে প্রতিবেদক স্বশরীরে থানায় গিয়ে জানতে পারে তিনি আমঝুপিতে ঘটনাস্থলে গেছেন। ঘটনার সত্যতা জানতে শেষ রিপোর্ট লেখা পর্যন্ত কোনভাবেই মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ এর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।




চুয়াডাঙ্গায় শিক্ষককে চড় মারা সেই ছাত্রের আত্মসমর্পণ: সংশোধনাগারে পাঠলো আদালত

চুয়াডাঙ্গায় শিক্ষককে চড়-থাপ্পড় মারা সেই ছাত্রকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা মামলা থেকে জামিন পেতে ওই ছাত্র গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার শিশু আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস জানান, সরকারি কর্মকর্তাকে সরকারি কাজে বাধা দেওয়া এবং মারপিটের অভিযোগে ওই ছাত্রের বিরুদ্ধে চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফিজুর রহমানের দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফুল আমিন শীর্ষ শিশু আদালতে আত্মসর্ম্পন করে। আদালতের বিচারক মুসরাত জেরিন উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে মামলার আসামি সাইফুল আমিন শীর্ষকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

জানা গেছে, গত রবিবার চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষা চলাকালে ১০ম শ্রেণির ছাত্র সাইফুল আমিন শীর্ষ পরীক্ষার হলে অছাত্রসুলভ আচরণ করলে দায়িত্বরত শিক্ষক হাফিজুর রহমান ওই ছাত্রের খাতা কেড়ে নেন। এর পরপরই ছাত্র সাইফুল আমিন শীর্ষ নিজের আসন থেকে উঠে এসে শিক্ষক হাফিজুর রহমানকে দুই গালে দুটি চড় মারে। এর পরপরই পরীক্ষার হল ছেড়ে পালিয়ে যায় ওই ছাত্র।

পরদিন সোমবার শিক্ষক হাফিজুর রহমান চুয়াডাঙ্গা সদর থানায় সরকারি কর্মকর্তাকে সরকারি কাজে বাধা প্রধান ও মারপিটের অভিযোগ মামলা দায়ের করেন। এর আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির কাজ চলমান রয়েছে। তিন কার্যদিবসের মধ্যে ওই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

থানায় মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত ছাত্র পলাতক অবস্থায় ছিলো। এ ঘটনায় গতকাল সোমবার স্থানীয় সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষককে মারধোর করার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও শহীদ হাসান চত্বরে মানববন্ধন করে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, শিক্ষককে মারধোর করা গর্হিত অপরাধ। এ বিষয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনোক্রমেই এ ঘটনাকে ছোট করে দেখা হবে না এবং কোনো ছাড় দেওয়া হবে না

গতকাল মঙ্গলবার শহরের শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করে ওই ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এক ঘন্টাব্যাপি চলে মানববন্ধন। ছাত্ররা দাবী তুলেন আজীবনের জন্য তাকে ছাত্রত্ব বাতিল করা সহ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।




দর্শনায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি-জামাতের হত্যা ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ও বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে দর্শনা রেলবাজার বঙ্গবন্ধু চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ দর্শনা পৌর শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ শান্তি ও উন্নয়ন সমাবেশে দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে এ সভা সমাবেশ অনুষ্টিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য উন্নয়নের রুপকার হাজী আলী আজগার টগর। তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা ঘাট মসজিদ মাদ্রাসা মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্টানের উন্নয়ন হয়েছে ব্যাপক হারে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটাবিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে বিরোধী দল। তাই তারা অহেতুক অরাজগতা সৃষ্টি করে নির্বাচন বানচালের পায়তারায় মেতেছে। বিরোধী দলের অপকর্মকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে।আসুন সবাই এককাতারে দাঁড়িয়ে রুখে দিই জামাত বিএনপির অপকর্মকে। শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ। তাই আসুন উন্নয়নের ধারাকে অক্ষুণ্ণ রাখতে শেখ হাসিনা সরকার গঠনে আবারো নৌকায় ভোট দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা, দামুড়হুদা উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, আওয়ামীলীগ নেতা শফিকুল আলম, আবু সাঈদ খোকন, দাউদ আলী, জয়নাল আবেদীন নফর, বিল্লাল হোসেন, মোজাহারুল ইসলাম, মমিনুল ইসলাম, কেরুজ শ্রমিক নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক এডি এম শেখ সাহাব উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুবলীগনেতা মামুন শাহ, আশরাফুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক, সাধারন সম্পাদক রিংকু, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।




মেহেরপুরের রাজনগরে বন্ধু পরিচয় দিয়ে বাড়ীতে ঢুকে স্বর্ণালংকার চুরি

মেহেরপুর সদরের রাজনগর গ্রামে বন্ধু পরিচয় দিয়ে বাড়ীতে ঢুকে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে কবিরের বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। কবির হোসেন রাজনগর মোল্লা পাড়ার মৃত সফর মন্ডলের ছেলে ও রাইচ মিল মালিক।

কবির জানায়, ঘটনার সময় আমি ব্যক্তিগত কাজে আমঝুপি বাজারে ছিলাম। চোর আমার বাড়ীতে ঢুকে আমার মেয়েকে আমার বন্ধু পরিচয় দিয়ে আমার খোঁজ করে। আমার মেয়ে তাকে ঘরে বসতে বলে পাশ্ববর্তী বাড়ীতে তার আম্মুকে ডাকতে যায়। এই সুযোগে সে ঘরে ঢুকে সোকেসের ড্রয়ারের তালা ভেঙে সেখানে থাকা ১টা সোনার নেকলেস, ১ জোড়া রুলিবালা, ২ জোড়া ঝুমকো দুল ও ৩ আংটি নিয়ে যায়। যার আনুমানিক মুল্য প্রায় ২ লক্ষ টাকা। সে সর্বোচ্চ পাঁচ মিনিটে মধ্যে ঘরের সোকেসের ড্রয়ারের তালা ভেঙে স্বর্ণালঙ্কার গুলো চুরি করে নিয়ে যায়। আমার স্ত্রী আসার আগেই সে ঘর থেকে বেরিয়ে উঠানে চলে আসে। পরে তাকে বসতে বললে বাইরে আরেক জন আছে তাকে ডেকে আনি বলে সে চম্পট দেয়।

বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।