এই মালদ্বীপে এএফসি কাপ ফুটবলে খেলতে গিয়েছিল বসুন্ধরা কিংস। মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় ফেরার বিমানে ওঠার আগে মালদ্বীপের বিমানবন্দর থেকে শতাধিক বোতল বিদেশি মদ কিনেছিলেন কিছু ফুটবলার। ঢাকায় নেমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে মদসহ ধরা পড়েন পাঁচ ফুটবলার। গত ২০ সেপ্টেম্বর রাতে ঘটেছে এই ঘটনা। ঠিক ২০ দিনের মাথায় আবার সেই মালদ্বীপে বাংলাদেশের ফুটবলাররা। সেবার ক্লাব ফুটবল খেলতে গিয়েছিল। এবার জাতীয় দলের খেলা খেলতে গিয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল গতকাল দুপুরে মালদ্বীপে পৌঁছে গেছে। মালদ্বীপের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। প্রথম ম্যাচ আগামীকাল বিকাল ৪টায়, মালেতে। মালদ্বীপের বিপক্ষে ফিরতি ম্যাচ ১৭ অক্টোবর ঢাকায়। তবে মালদ্বীপের বিপক্ষে কালকের ম্যাচটা দেশের ফুটবলে অনেক কিছু নির্ভর করছে। একটা ম্যাচ হলেও মালদ্বীপের বিপক্ষে ঢাকার ম্যাচসহ হিসাব হবে।
বাংলাদেশ এগিয়ে থাকলে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, যেখানে গ্রুপে রয়েছে লেবানন, ফিলিস্তিন এবং অস্ট্রেলিয়া। সেই হিসেবে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের ফুটবলের জন্য মহাগুরুত্বপূর্ণ। দুই বার খেলে সমীকরণ বলে দেবে আগামী দুই তিন বছর বাংলাদেশের ফুটবল কোন পথে যাবে। আরও পরিষ্কার করতে গেলে আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকতে হবে। ফিফার ম্যাচ আর পাবে না। এশিয়ান কাপের বাছাই থাকবে, সেটিও যে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে তা-ও বলা যাচ্ছে না।
বাংলাদেশ ফুটবল দল ওসব ভাবনায় না গিয়ে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে কীভাবে জয় পাবে সেটা মাথায় ঢুকিয়েছে। কালকের ম্যাচটা যে ঢাকার হোম ম্যাচের সমীকরণ পরিষ্কার করবে। বাংলাদেশের জন্য এই ম্যাচ যেমন গুরুত্বপূর্ণ তেমনি মালদ্বীপের জন্যও তাই।
আগের মতো শক্তিশালী দল নিয়ে যায়নি স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। মদকাণ্ডে বিতর্কিত ফুটবলার তপু বর্মন, গোলরক্ষক আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিনকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন ফুটবলার শাকিল আহমেদ, হাসান মুরাদ এবং জায়েদ আহমেদ চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন। তাদের জন্য সুযোগ। প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন সাজ্জাদ হোসেন, আলমগীর মোল্লা, দিপক রায়, আরমান ফয়সাল আকাশ, আমিনুর রহমান সজিব। গতকাল দুপুরে মালদ্বীপের মালেতে পৌঁছেছেন ফুটবলাররা। সন্ধ্যার পর অনুশীলনে চলে যান।
বাংলাদেশের চূড়ান্ত দল
মিতুন মারমা, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, রহমত মিয়া, হৃদয়, রবিউল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, মেহেদী হাসান শ্রাবণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা, মজিবর রহমান জনি, রাকিব হোসেন, মতিন মিয়া, জায়েদ আহমেদ, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।
সূত্র: ইত্তেফাক