দেখা সাক্ষাৎ শুরু হচ্ছে বিএনপি জামায়াতের?

আবারও দেখা সাক্ষাৎ শুরু হচ্ছে বিএনপি জামায়াতের। যার শুরুটা হলো হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার মধ্য দিয়ে। হাসপাতাল থেকে বেরিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির রীতিমত তোপ দাগলেন সরকারের বিরুদ্ধে। তিনি দাবি জানালেন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর। যদিও বিএনপি-জামায়াতের দেখা সাক্ষাৎ প্রসঙ্গে মুখে কুলুপ এটেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ ৫ নেতা। খালেদার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া শেষে সেখান থেকে বের হন দুপুর ১ টা ১০ মিনিটে। এ সময় উপন্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছেন বলে জানায় মেডিকেল বোর্ড। সোমবার বোর্ডের সদস্যরা আরও জানান, দেশের চিকিৎসা দিয়ে আর বেশি দিন তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না।

সংবাদ সম্মেলনের পরের দিনেই পুরোনো বন্ধু জামায়াত হাসপাতালে সাক্ষাতে যাওয়া নিয়ে চলছে আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়েছে বলে রাজনীতির অঙ্গনে বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছে। যদিও এ বিষয়ে বিএনপি কিংবা জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে বিএনপি-জামায়াতের মধ্যকার সম্পর্ক আসলেই ছিন্ন হয়ছে নাকি কৌশল সে বিষয়টি সামনে চলে আসছে। যেহেতু সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কোনো দলই এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তাই সম্পর্ক ছিন্নের ব্যাপারটি নিয়ে এখনই বলার মতো সময় আসেনি।

হাসপাতাল থেকে বের হয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানান, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে দ্রুত দেশের বাইরে পাঠানোর দাবিও করেন তিনি। বিএনপির সাথে জামায়াতের ঘনিষ্টতা আরও বেড়েছে কি না এ প্রশ্নের কোনো জবাব দেননি দলটির আমির। যদিও গত জুনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সমাবেশে বলেছিলেন ‘বিএনপির সঙ্গে জামায়াতের জোট এখন আর কার্যকর নেই, কিন্তু আমরা সরকারবিরোধী আন্দোলনে আছি।’দীর্ঘদিন পরে তারা রাজনৈতিক সহযোদ্ধার খোঁজে নিতে গেছে জামায়াত নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, উনি শুনেছেন। এছাড়া এবিষয়ে কোন তথ্য তার কাছে নেই।

জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক সবসময়েই ছিলো উল্লেখ করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর বলেন, ‘ওরা কৌশলগতকারণে সম্পর্কহীনতার কথা বলে। তারা ভোটের আগে শক্তি দেখাতে এবং জনমানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াতে দৃশ্যমানতা তৈরি করতে চাইবে। তবে এই দেশের জনগণ আর তাদের গ্রহণ করবে না।’




কুষ্টিয়ায় চেম্বার অব কমার্সের সভাপতিকে জেলা তাতীলীগের শুভেচ্ছা

বিশিষ্ট ব্যবসায়ী ও দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু জাফর মোল্লাকে বাংলাদেশ তাতীলীগ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে শহরের বড় বাজার এলাকার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাতীলীগের জেলা কমিটির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাজী হারুন অর রশীদ, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মো: আব্দুল লতিফ, কুষ্টিয়া সদর উপজেলার সাধারন সম্পাদক মেজবাউর রহমান লিগারসহ অত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।




বুঝে কিনুন প্রসাধনী

মেকআপ, স্কিনকেয়ার অথবা চুলের যত্নের জন্য প্রসাধনীর অভাব নেই। আপনার রুপের ধরনভেদে প্রসাধনীও কিনতে হয় বাছাই করে। অনেকে সাজেশান নিয়ে কোনো পণ্য কিনে ফেলেন। কোনো একটা প্রোডাক্টের নাম শোনা গেল, আর সঙ্গে সঙ্গেই সেটা খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু সাজেশানের ফলে অনেক সময় ত্বকের ক্ষতিও হয়। সেজন্য ত্বকের বা বিউটি কেয়ারের জন্য প্রসাধনী কেনার আগে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি।

সবার প্রথমে উপাদান
অনলাইনের বদৌলতে আজকাল অনেকেই প্রলুব্ধ হয়ে পণ্য কিনে ফেলেন। প্রসাধনীতে ন্যাচারাল বা অনেক কিছু লেখা থাকলেও তা প্রসেস করা। রাসায়নিক পদার্থ দিয়েই আপনার প্রসাধনী তৈরি করা হয়। এমনটিই স্বাভাবিক। তবে প্রসাধনী কেনার ক্ষেত্রে উপাদানের তালিকা যাচাই করা জরুরি। সুগন্ধি, প্যারাবেনস ও সালফেটের মতো সাধারণ অ্যালার্জেন উপাদানগুলো রয়েছে কি না, তা দেখে নিন। এসব উপাদান অনেকের ত্বকে এলার্জির কারণ হয়ে ওঠে। প্রসাধনীর পেছনেই সব উপাদানের তালিকা রয়েছে। সেখানে আপনার দুশ্চিন্তার সুযোগ কম। যেহেতু বেশির ভাগ প্রসাধনসামগ্রীই নানা রকম রাসায়নিক উপাদান দিয়ে তৈরি, তাই এগুলো এড়িয়ে চলা বেশ কঠিন। তারপরও কম রাসায়নিক উপাদান রয়েছে, এমন পণ্যগুলোই কেনার চেষ্টা করতে হবে। প্রয়োজনে আপনার ত্বকের সঙ্গে উপযুক্ত কোন ধরনের প্রসাধনী হতে পারে তা দেখে নিন।

অনলাইন ঘাঁটুন
অনলাইন শপে ঘুরলে হবে না। প্রসাধনী কেনার ক্ষেত্রে গুগল থেকে উপযুক্ত তথ্য নেবেন। কোন ধরনের প্রসাধনী আপনার প্রয়োজন। কোন ধরনের উপাদান আপনার ত্বককে সহযোগীতা করবে সেটাও জানা জরুরি। অনলাইনে একটু ভালোমতো ঘাটলে সহজেই আপনি বুঝতে পারবেন কোন পণ্য আপনার জরুরি।

হাইপো-অ্যালার্জিক পণ্য সম্পর্কে জানুন
অতি সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে প্রসাধনী বাছাই করা অনেক জরুরি। এই ধরনের ত্বকের ক্ষেত্রে হাইপো-অ্যালার্জিক প্রসাধনী কিনে নিবেন। এ ধরনের প্রসাধনীতে সংবেদনশীল ত্বকের ক্ষতি হয় না।

পণ্য কিনুন এফপিএস যুক্ত
আপনার ত্বককে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করার জন্য সানস্ক্রিন অপরিহার্য।প্রথমবারের জন্য কোনো নতুন পণ্য কেনার সময়, বিশেষত যদি আপনার সংবেদনশীল ত্বক হয়ে থাকে, তবে প্যাচ টেস্ট করে নিন। যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা না দেয়, তবেই কিনুন।

মেয়াদ দেখা জরুরি
দেশে অনেক প্রসাধনী বিদেশ থেকে আনা হয়। একটি নির্দিষ্ট সময়ে আনা হয় বলে অনেক সময় দেশীয় প্রসাধনীর মতো ফেরত দেয়ার সুযোগ থাকে না। তাই যখন কিনবেন মেয়াদ দেখে নেবেন। অনেকেই মেয়াদ দেখেন না। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি ত্বকের ক্ষতিও হয়।




নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি । প্রতিষ্ঠানটিতে রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)­­- এজেন্ট ব্যাংকিং

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে স্নাতক হতে হবে। অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে ছয় মাসের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল

যেকোনো স্থান।

বেতন

২৮,০০০/-টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন এই লিংকে গিয়ে।

আবেদনের শেষ তারিখ

১৯ অক্টোবর, ২০২৩

সূত্র : বিডিজবস




ঝিনাইাদহে অবৈধ ভাবে ভূমি আত্মসাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ সদও উপজেলার বৈডাঙ্গা স্টার-২, ব্রিকস্ ইট ভাটার জমি অবৈধ ভাবে আত্মসাৎ করার অভিযোগে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের এর শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান, জোহান ড্রীমভ্যালী পর্কের মালিক মোয়াজ্জেম হোসেনের স্ত্রী জহুরা খাতুন এবং লুৎফুন নাহার গং এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি জমির মালিক তাজুল ইসলাম, এসময় তার সন্তান জোবায়ের রহমান রকি ও ইমরান উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তাজুল ইসলাম বলেন ইট ভাটার ব্যবসা করার উদ্দেশ্যে ২০১১ সালে ঝিনাইদহের চাকলা পাড়ার মঞ্জুর হোসেন স্বপন ও আমি স্টার-২ ব্রিকস্ নামে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা বাজারের নিকটস্থ একটি ইটভাটা স্থাপন করি। মুলধন সংকটের কারণে নিজ নামিয় জমি মর্টগেজ রেজিষ্ট্রি করিয়া ৫০লক্ষ টাকা সিসি লোন করিতে স্বপনকে সহযোগীতা কর্ িএছাড়াও এককালীন কিস্তিতে ১৫লক্ষ টাকা ঋণ গ্রহন করি। এভাবে ২০১৪ সাল পর্যন্ত ভালভাবে চলার পর স্বপন মৃত্যু বরণ করে। এমতাবস্থায় ইট ভাটায় আবারও মূলধন সংকোট দেখা দেয়। ব্যবসায়ের পুজি সৃষ্টি করার কারণে ঝিনাইদহের সাহাদাতিয়া সড়কের আবুল কাসেমের নিকট ইট ভাটার মালিকানা হস্তান্তরিত হয়। কিন্তু আবুল কাসেম পর্যাপ্ত পুজি সরবরাহ করতে ব্যর্থ হয় এবং ঋণের কিস্তি পরিশোধ না করায় হস্তান্তর চুক্তি লংঘিত হলে তিনি ইটভাটা ছেড়ে দিতে বাধ্য হয়। এ অবস্থায় ঋণের পরিমান বাড়তে থাকে। এক পর্যায়ে ইটভাটার জমি গোপনে নিলাম বন্দোবস্ত হয়। পরে ঘটনাটি জানাজানি হলে কোর্টের মাধ্যমে নিলাম বন্দোবস্তটি বাতিল করা হয়। ভুক্তভোগি তাজুল ইসলাম ইউসিবিএল এর প্রধান কার্যালয়ে ৪৭ লক্ষ টাকা ঋণের কিস্তি পরিশোধ করেন। পরবর্তিতে নিলাম স্থগিত থাকা কালিন সময়ে ইউসিবিএল এর ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান , মঞ্জুরের স্ত্রী লুৎফুন নাহার এবং জোহান ড্রীমভ্যালির মালিক মোয়াজ্জেম হোসেনের স্ত্রী জহুরা খাতুন গং যোগসাযসে অনেক টাকা লেনদেনের বিনিময়ে ব্যাংক কর্মকর্তার মাধ্যমে ন্যুনতম ৩৫ কোটি টাকার জমি মাত্র ২ কোটি ১৮ লক্ষ ৫০হাজার টাকার বিনিময়ে মোয়াজ্জেম হোসেনের স্ত্রীর নামে জমিটি ক্রয় করে। মোট জমির পরিমান ছিল ৪একর ৬৬.৩৯ শতক।

ভুক্তভোগী তাজুল ইসলাম তৃতীয় পক্ষ হওয়া স্বত্বেও ব্যাংক থেকে নিলাম বিক্রয়ের সময় না জানানোর অভিযোগ করেন তিনি। বিষয়টি সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে নিলাম বাতিল পূর্বক যথাযথ নিয়োমে জমির মালিকানা ফিরে পাবার দাবি জানান।




কুষ্টিয়া চেম্বার সভাপতি আবু জাফর মোল্লাকে ট্রাক মালিক গ্রুপের শুভেচ্ছা

কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি আলহাজ্ব আবু জাফর মোল্লা দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ট্রাক মালিক গ্রুপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে শহরের বড় বাজার এলাকার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে  ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি আলহাজ্ব এম এ মালেক, সহ-সাধারণ সম্পাদক গণেশ জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান (হেলাল), কোষাধ্যক্ষ স্বপন কুমার সাহা, দপ্তর সম্পাদক আসাদুর রহমান (লোটন), প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য মো: খাদেমুল ইসলাম, মো: আহসান হাবিব আসকার, মতিউর রহমান, রাজু আহমেদ, রেজাউল করিম, তারাদাস ভৌমিক ও মো; রুহুল আমিন।

এ সময় দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু জাফর মোল্লা তাদের পাশে সবসময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।




সিংহাম অ্যাগেইনের শেষ দৃশ্যের বাজেট ৩৩ কোটি টাকা

আবারও কপ ইউনিভার্স নিয়ে আসছেন রোহিত শেঠি। ২০১১ সালে ‘সিংহাম’ এবং ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’-এর পর ‘সিংহাম অ্যাগেইন’। এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে বলিউডের তিন তারকা অজয় দেবগন, অক্ষয় কুমার ও রণবীর সিংকে। গতমাসে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুরু হয়েছে এই সিনেমার শুটিং। তখন সবাই উপস্থিত থাকলেও দেরিতে শুটিং যোগ দিয়েছেন অক্ষয় কুমার।

আগেই জানা ছিল এত তারকা ঠাসা এই সিনেমা থাকবে নানান চমক। এরমধ্যে খোলাসা হলো একটি। সিনেমার শেষ দৃশ্যকে একটি সিনেমা হিসেবেও দেখতে পারেবেন দর্শক। আর এই দৃশ্যের শুটিংয়ের বাজেট ২৫ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ কোটি।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, এই সিনেমার শেষ দৃশ্যটি সাজানো হয়েছে স্বতন্ত্রভাবে। অর্থাৎ কেউ চাইলে শুধু শেষ দৃশ্যটি আলাদা সিনেমা হিসেবেও দেখতে পারবেন। দৃশ্যটি বেশ দীর্ঘ। এতে থাকবে দুঃসাহসিক স্ট্যান্ট। এই দৃশ্যের শুটিং চলবে সপ্তাহব্যাপী। রোহিত শেঠির পুলিশি ব্রহ্মাণ্ডের এ সিনেমার শেষ দৃশ্যে একত্র হবেন বলিউডের তিন পুলিশ-সিংহাম (অজয় দেবগন), সূর্যবংশী (অক্ষয় কুমার) ও সিম্বা (রণবীর সিং)।

প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা হয়ে এ সিনেমায় অ্যাকশন করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শেষ দৃশ্যে দীপিকা ছাড়া আরও দেখা যাবে কারিনা কাপুর খান, অর্জুন কাপুর ও টাইগার শ্রফকে।

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় সেটে দুর্ঘটনা নতুন কিছু নয়। সিংহাম অ্যাগেইনের শেষ দৃশ্যে যাঁরা অতিথি চরিত্র করছেন, তাঁদের প্রত্যেকেই এখন একাধিক সিনেমার কাজে ব্যস্ত। সামান্য চোট পেলে বা আহত হলে অন্য সিনেমার শুটিং বাধাগ্রস্ত হবে। তেমন কোনো দুর্ঘটনা যাতে এ শুটিংয়ে না হয়, সে বিষয়টি মাথায় রেখে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সূত্র: ইত্তেফাক




কথোপকথন গোপন রাখতে হোয়াটসঅ্যাপে যুক্ত হল নতুন ফিচার

এবার কথোপকথন গোপন রাখতে হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার ‘চ্যাটলক।’

নতুন এই চ্যাটলক আপনার বিশেষ কথোপকথন একটি বিশেষ ফোল্ডারে স্টোর করবে। সেখানে কার সঙ্গে কথা হচ্ছে, তার নাম লুকোনো থাকবে। মেসেজ নোটিফিকেশনও আসবে না।হোয়াটসঅ্যাপ লক করার জন্য বায়োমেট্রিক বা পিন কোড দিয়ে তা লক করার ব্যবস্থা রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুটিতেই রয়েছে। এতে যেকোনো গোপন চ্যাট নিরাপদে রাখা যায়।

আপনার ফোন কেউ গোপনে দেখতে চাইলেও এই চ্যাট তিনি খুঁজে বের করতে পারবেন না পিন কোড বা বায়োমেট্রিক্স ছাড়া। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই প্রাইভেসি সেটিংয়ে একাধিক বিষয় যুক্ত করেছে। তার মধ্যে রয়েছে ডিসঅ্যাপিয়ারি মেসেজ, স্ক্রিনশট ব্লকিং, কে স্ট্যাটাস মেসেজ দেখবেন তা নির্ধারণ করা, লাস্ট সিন বন্ধ রাখা।

নতুনটি হলো চ্যাটলক। এর জন্য হোয়াটসঅ্যাপের নতুন ভার্সন ডাউনলোড করতে হবে। তারপর যার সঙ্গে চ্যাটটি লক করতে চান তার প্রোফাইল পিকচারে যান। সেখানেই পাবেন নতুন অপশন চ্যাটলক। ডিস অ্যাপিয়ারিং মেসেজের নিচেই পাবেন অপশন। সেটিকে ‘এনাবেল’ করুন। এরপর অথেন্টিকেট করুন আপনার ফোনের পাসওয়ার্ড ও বায়োমেট্রিক্স দিয়ে।

সূত্র:ইত্তেফাক




মেহেরপুরে ১৭০ বোতল ফেনসিডিল সহ দুই সহোদর আটক

মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেন্সিডিল সহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম দক্ষিন শালিকা গ্রামে এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলো সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামের মোঃ মনসুর আলীর ছেলে শুকুর আলী ও মকর আলী। আটকের সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শালিকা গ্রামের শ্যামলী পাড়ায় অভিযান চালিয়ে শুকুর আলী ও মকর আলীকে ১৭০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা মাদকের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৪০ হাজার টাকা। সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের তাদের নামে ১০ অক্টোবর একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর ১৭। আসামিদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে। ‘

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল আহসান বলেন, ‘মাদকের বিরুদ্ধে মেহেরপুর জেলা পুলিশ জিরো টলারেন্স রয়েছে। শুধু মাদক বিক্রেতা নয় এদের আশ্রয়দাতা সহ মূল ব্যবসায়ীদের তালিকা পুলিশের হাতে রয়েছে, উপযুক্ত তথ্য প্রমাণসহ খুব শীঘ্রই তাদের আটক করা হবে। ‘




চুয়াডাঙ্গায় পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বন, বাঁধা দেওয়ায় শিক্ষকের দু’গালে চড় শিক্ষার্থীর

চুয়াডাঙ্গায় দশম শ্রেণীর শিক্ষার্থী সাইফুল আমিন শীর্ষ পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বন করছিল। সে কাজে বাঁধা দেওয়ায় ওই শ্রেণী কক্ষে দায়িত্বরত বাংলা বিভাগের সহকারী শিক্ষক হাফিজুর রহমানের দু’গালে চড় মেরে পালিয় যায় ওই শিব্ষার্থী। অভিযুক্ত শীর্ষ দৈনিক মাথাভাঙ্গার প্রকাশক ও সম্পাদকের ছেলে।

এ ঘটনার তীব্র নিদা জানিয়ে গতকাল সোমবার দুপুরে শহরে বিক্ষোভ প্রদর্শন করছে। এ ঘটনায় তদন্তের ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্দ দল গঠন করা হয়েছে। বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে একটি বিবৃতি দিয়েছে।

এ ঘটনাটি গত রবিবার (৮ অক্টাবর) বেলা ১১টা ১০ মিনিট ঘটলেও এদিন রাতে চুয়াডাঙ্গা ভিক্টারিয়া জুবিলি সরকারী উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান সদর থানায় এ সংক্রান্ত একটি অভিযাগপত্র দিয়েছেন।

অভিযাগপত্রে প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের ১১২ নম্বর কক্ষে এস.এস.সি. নির্বাচনী পরীক্ষার দায়িত্বপালন করছিলেন সহকারী শিক্ষক হাফিজুর রহমান। পরীক্ষা চলাকালীন এ বিদ্যালয়ের প্রভাতী শাখার দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী সাইফুল আমিন শীর্ষ পরীক্ষার হল অসদুপায় আবলম্বন ও বিশৃখলা সৃষ্টি করে। এমতবস্থায় দায়িত্বরত শিক্ষকে বাঁধা প্রদান করায় ওই শিক্ষার্থী ,শিক্ষকক শারীরিকভাবে লাঞ্চিত করে।

সিসিটিভি ফুটেজ দেখা যায়, পরীক্ষার্থী সাইফুল আমিন শীর্ষ পরীক্ষা দেয়ার সময় অসদুপায় অবল্বন করলে তার খাতাটি দায়িত্বরত শিক্ষক কেড় নেন। এরপর তাকে শিক্ষকের সঙ্গে কথা বলতে দেখা যায়। সে সময় শিক্ষক তাকে দু’কাঁধ চাপ দিয়ে তার আসনে বসিয়ে দিতে গেলও সে বসে না। তারপর শিক্ষার্থী শীর্ষ ওই শিক্ষকর সামনে পেছন হাত রেখে দাঁড়ায়। ওই সময় কথা বলার পরপরই সে শিক্ষকের দু’গালে ডান ও বাম হাত দিয়ে চড় মেরে পালিয়ে যায়। এরপর লাঞ্চিত শিক্ষক খাতাটি নিয়ে শ্রেনী কক্ষে থেকে বের হয়ে যান।

চুয়াডাঙ্গা ভিক্টরিয়া জুবিলি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান এ প্রতিবদককে বলেন, এ বিদ্যালয়র সভাপতি জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা। এ ঘটনার পর বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তিনি থানায় অভিযাগপত্র দিতে পরামর্শ দেন। সেই মােতাবেক অভিযাগপত্র দেয়া হয়েছে। শিক্ষককে চড় মেরে ছাত্রটি গর্হিত অপরাধ করেছে, সকারন বিদ্যালয় কর্তপক্ষ ওই ছাত্রর ছাত্রত্ব রাখব কি না ? এমন প্রশর জবাব তিনি বলেন, শিক্ষকদের হাত থেকে যেদিন বেত কেড়ে নেওয়া হয়েছে,তারপর থেকেই এ ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। এটা তারই প্রতিফলন। তিনি বলেন. ঘটনার পর শিক্ষদের আর শ্রেণী কক্ষে ফিরিয়ে নেওয়া যায়নি। তাদের দাবী যত দিন দােষী ছাত্রের বিচার না হবে ততদিন তারা ছাত্রদের পড়ানা বন্ধ রাখবে। তিনি জানান, এঘটনার পর জেলা প্রশাসকের পক্ষ থেকে ৪ সদস্যর একটি তদন্ত দল গঠন করা হয়েছে। এ তদন্ত দলের সদস্যরা হলেন, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন ও তিনি নিজে।

চুয়াডাঙ্গার সবচেয়ে সমালাচিত ঘটনার সংবাদ গতকাল সোমবার স্থানীয় ৪টি সংবাদপত্রে প্রকাশিত না হওয়ায় জনমনে প্রচন্ড ক্ষােভ সৃষ্টি হয়েছে। এই সংবাদপত্র বর্জন করার জন্য তারা ফেসবুক নানান নিতিবাচক মন্তব্য করেছে। এদিন দুপুর চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ বিদ্যালয়র শিক্ষক-ছাত্রীরা প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এছাড়া বাংলাদশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিদা জ্ঞাপন করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না নিল সমিতির পক্ষ থেক কর্মসূচি গ্রহণ করা হবে।চুয়াডাঙ্গার সবচেয়ে সমালাচিত ঘটনার সংবাদ গতকাল সোমবার স্থানীয় ৪টি সংবাদপত্রে প্রকাশিত না হওয়ায় জনমনে প্রচন্ড ক্ষােভ সৃষ্টি হয়েছে। এই সংবাদপত্র বর্জন করার জন্য তারা ফেসবুক নানান নিতিবাচক মন্তব্য করেছে। এদিন দুপুর চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ বিদ্যালয়র শিক্ষক-ছাত্রীরা প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এছাড়া বাংলাদশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিদা জ্ঞাপন করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না নিল সমিতির পক্ষ থেক কর্মসূচি গ্রহণ করা হবে।