দ্বাদশ সংসদ নির্বাচন সহিংসতামুক্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও সবার জন্য উন্মুক্ত নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছে দেশটি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নকারী বলেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সহিংসতার মধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বারবার রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্র কি বিএনপি-জামায়াতের এ ধরনের সহিংসতা অবসানের নিশ্চয়তা দিতে পারে? বাংলাদেশে একই গোষ্ঠীর এ ধরনের সহিংসতার অতীত রেকর্ড আছে।

জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা ক্রমাগত বলে আসছি যে, বাংলাদেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উন্মুক্ত ভাবে হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। একসঙ্গে নির্বাচন সহিংসতামুক্ত ভাবেও হওয়া উচিত।

ওই সাংবাদিক দ্বিতীয় প্রশ্ন করে বলেন, নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যকার (টু প্লাস টু) মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিনয় কোয়াত্রা ভারতীয় উপমহাদেশের জন্য স্থিতিশীল বাংলাদেশের কথা পুনর্ব্যক্ত করেন। তৃতীয় দেশের হস্তক্ষেপে ক্রমবর্ধমান চরমপন্থা নিয়ে উদ্বেগ জানান। ভারত ও যুক্তরাষ্ট্রের ঠিক কী বিপদ হতে পারে? বাংলাদেশের ব্যাপারে ভারতের এ ধরনের অবস্থান নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কি ভিন্নমত দেবেন?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, এই বিষয় নিয়ে আমার কোনও মন্তব্য নেই।




চুয়াডাঙ্গার পুলিশ সুপার বদলি, নতুন পুলিশ সুপার ফয়জুল রহমান

চুয়াডাঙ্গা জেলা  পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে বদলি করার হয়েছে। নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে ঢাকা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার আর. এম ফয়জুল রহমান নিয়োগ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।

এদিকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।




ঝিনাইদহের বয়বৃদ্ধ দানেচ বিশ্বাসের পাশে সাইদুল করিম মিন্টু

ঝিনাইদহ সদর উপজেলার জাড়গ্রামের সেই বয়বৃদ্ধ দানেচ বিশ্বাসের পাশে দাড়িয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হ্যাপি ক্লাব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাইদুল করিম মিন্টু। আজ বুধবার সকালে তার বাড়িতে চাল, ডাল, তেল, শাড়ী, লুঙ্গি, গামছাসহ খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে যান তিনি।

জানা যায়, জাড়গ্রামের অসহায়, দরিদ্র বয়বৃদ্ধ দানেচ বিশ্বাস এক টুকরা জমিতে ভাঙ্গাচোরা ঘরে বসবাস করে। একটি মেয়েকে বিয়ে দেওয়ার পর স্ত্রীকে নিয়ে বাড়িতেই থাকেন। ৮০ বছর বয়স হওয়ায় বয়সের ভারে নুই্যয়ে পড়েছেন। বৃদ্ধ বয়সেও অন্যের জমিতে দিনমজুরের কাজ করে চলে তার সংসার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রচার করা হলে সাইদুল করিম মিন্টুর নজরে আসে। সংবাদটি দেখে তাকে সহযোগতিা করার জন্য নির্দেশ দেয় ঝিনাইদহ হ্যাপি ক্লাব ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে। পরে বুধবার সকালে দানেচ বিশ্বাসের বাড়িতে চাল, ডাল, তেল, শাড়ী, লুঙ্গি, গামছাসহ খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে যান।

সেসময় আরও উপস্থিত ছিলেন হ্যাপি ক্লাব ফাউন্ডেশনের সভাপতি রাশিদ নাইব অনিক, সহ-সভাপতি আল হাদি জীবন, সহ-সভাপতি সৈকত আলি, যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির আল ফাহাদ, সহ-সম্পাদক বিশ্বাস হাজুজ্জামান আরিফ, আপ্যয়ন বিষয়ক সম্পাদক অনান্য সদস্যরা।




অতিরিক্ত রাত জাগলে যেসব ক্ষতি

অনেকেই কাজের বাহানায় রাত জাগেন। অনেকে নিজেকে সময় দেন রাতেই। কিন্তু রাত জাগার ফলে কিছু শারীরিক ব্যধি আপনাকে কাবু করে ফেলে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, রাতে না ঘুমালে শারীরিক কিছু সংকট বাড়তে শুরু করে।

উচ্চ রক্তচাপ
রাতে না ঘুমালে স্ট্রেস হরমোন নির্গত হয়। আর স্ট্রেস হরমোন নির্গত হলে রক্তচাপও বাড়তে শুরু করে। সেটা সামনে বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে।

হৃদরোগ
নিয়মিত না ঘুমালে রক্তচাপ বাড়বে। এর সঙ্গে আসতে শুরু করে হার্ট্রেট কমে যায়। তখন হৃদরোগের সমস্যাও বাড়ে।

ত্বকের সমস্যা
স্ট্রেস হরমোন নির্গত হলে ত্বকের কোলাজেন ভাঙতে শুরু করে। স্কিন কেয়ার দিলেও পর্যাপ্ত উপকার মেলে না।

ওজন বাড়ে
২০১৪ সালে এক গবেষণায় দেখা গেছে, যারা রাতে ৬-৭ ঘণ্টা না ঘুমালে ৩০ শতাংশ মানুষের ওজন বাড়ার শঙ্কা থাকে।

সূত্র: হেলথইন




জীবননগরের আ. লীগের মনোনয়ন প্রত্যাশী বকুলের গ্রেফতারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান বকুলের নেতৃত্বে ব্যবসায়ীদের পিটিয়ে আহত, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর লুটপাটের প্রতিবাদে ও হামলার নির্দেশ দাতা বকুল কে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। ৭ দিনের মধ্যে আসামীদেরকে গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
বুধবার(১৫ নভেম্বর) বেলা ১১ টায় উথলী বাসস্ট্যান্ড বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ব্যবসায়ীরা বলেন,গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় সাদিকুর রহমান বকুল তার সন্ত্রাস বাহিনী নিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। অনেক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে। দোকানপাট ভাংচুর করে লুটপাট করে নিয়ে চলে যায়।তাদের হাত থেকে ভ্যানচালক, প্রতিবন্ধী কেও রক্ষা পায়নি। আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত না আমরা সাধারণ ব্যবসায়ী। আমাদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি। আগামী ৭ দিনের মধ্যে প্রধান আসামী বকুল সহ অন্যান্য আসামীদের গ্রেফতার না হলে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা করবো।
উল্লেখ্য যে, গতকাল মঙ্গলবার বিকাল থেকে জীবননগর শহরে সাদিকুর রহমান বকুলের নেতৃত্বে তার কর্মী সমর্থক বাহিনী দেশীয় অস্ত্রসহ লাঠি নিয়ে জীবননগর শহরে ব্যাপক তান্ডব চালায়। পরে জীবননগর থেকে ফেরার পথে সন্ধ্যায় উথলী ডিগ্রি কলেজের সামনে ট্রাক ও গাড়ী ভাংচুর করে। বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ীদের পিটিয়ে আহত করে দোকান ভাংচুর ও লুটপাট করে। এই ঘটনায় ৬ জন ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।গতকাল রাতে জীবননগর থানায় ২ টি মামলায় ৯ জনের নাম উল্লেখ সহ ৪০-৫০ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গতরাতে আব্দুল্লাহ আল মামুন নামের এক আসামীকে গ্রেফতার করে জীবননগর থানা পুলিশ।  প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উথলী বাজার কমিটির সভাপতি আসাদুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ প্রদীপ।



জীবননগরে ভুয়া চিকিৎসকসহ তিন প্রতিষ্ঠানে ৪৬ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে ভুয়া চিকিৎসকসহ দুই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিককে ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে সরকার নির্ধারিত মূল্যেও চেয়ে অতিরিক্ত মূল্যে সেবা প্রদানের অভিযোগ প্রমাণিত হয়। ফলে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটির মালিক জাকির আহমেদকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জীবননগর জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসসেবা প্রদান করে আসছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল মান্নানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে গ্রাম্য চিকিৎসক হয়ে নামের সাথে ডিএমএফ ডিগ্রি লেখা ও রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগে ভুয়া চিকিৎসক শরিফুদ্দীনকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০ এর ২৮ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন জীবননগর মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জানান, চিকিৎসাসেবার মতো এমন একটি বিষয়ে প্রতারণা মারাত্মক একটি অপরাধ। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাবাহ বিন মজিদ, স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমানসহ জীবননগর থানা পুলিশের একটি দল।



প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে ভারত

বিশ্বকাপের প্রথম পর্ব শেষ। এবার লড়াই নক আউটের। ফাইনালে উঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল স্বাগতিক ভারত। এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখেনি তারা। নয় ম্যাচের সবকটিতে জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। বিশ্বকাপে একমাত্র দল হিসাবে কোন ম্যাচ না হেরে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। সেই ধারা ধরে রেখে ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে রোহিত শর্মার দল। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত।

অপরদিকে, দারুণ শুরু করেছিল নিউজিল্যান্ডও। টানা চার জয় বিশ্বকাপ শুরু করেছিল কিউইরা। মাঝে টানা চারে হারের তেঁতো স্বাদ পায় তারা। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে কেইন উইলিয়ামসের দল। প্রথম পর্বে ভারতের কাছে হারলেও এই ম্যাচ জিতে ফাইনালে যেতে চায় কিউইরা।

জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ডও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লকি ফার্গুনসন।

সূত্র: ইত্তেফাক




বর্ণিল আয়োজনে পুরস্কার উঠলো বিজয়ীদের হাতে

বর্ণিল আয়োজনে হয়ে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪৭তম আসর। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বসে তারকাখচিত এই আসর। এদিন ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গেলো চার বছরের মতো এবারও অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। তাদের সঞ্চালনায় গানের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও তমা মির্জা।

এছাড়াও সাইমন সাদিক-দীঘি, আদর আজাদ-পূজা চেরী, সোহানা সাবা-গাজী নূর ও জায়েদ খান-আঁচলের দ্বৈত পরিবেশনা ছিল এবারের আসরে। পুরো আয়োজনে নাচের কোরিওগ্রাফি করেন ইভান শাহরিয়ার সোহাগ। নাচের বাইরে ছিল গান পরিবেশনাও। প্রিয়তমা সিনেমার গানে মঞ্চ মাতিয়েছেন বালাম ও কোনাল।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অষ্টমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন নায়ক ফেরদৌস। তিনি বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করতে করতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। এই নিয়ে আটবার উপস্থাপনা করেছি আমি। এবারও আমার সঙ্গে ছিল পূর্ণিমা। আমরা দুজন এ নিয়ে চারবার উপস্থাপনা করছি।’

রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কারের এ আসরে যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা রোজিনা ও খসরু। এছাড়া ‘হাওয়া’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ওঠে চঞ্চল চৌধুরীর হাতে। অন্যদিকে ‘বিউটি সার্কাস’ ও ‘শিমু’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু।

শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে দুটি ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। তবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদ্বয় শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারটি পাননি। এই পুরস্কার অর্জন করেছেন ‘শিমু’ নির্মাতা রুবাইয়াত হোসেন। ‘অপারেশন সুন্দরবন’ ও ‘হৃদিতা’ সিনেমায় (এ মন ভিজে যায়) ও (ঠিকানাবিহীন তোমাকে) গানের জন্য যথাক্রমে শ্রেষ্ঠ গায়ক হিসেবে পুরস্কার নেন বাপ্পা মজুমদার ও চন্দন সিনহা। ‘পায়ের ছাপ’ সিনেমায় (এই শহরের পথে পথে) গানের জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান আতিয়া আনিসা। শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পান রবিউল ইসলাম জীবন, ‘পরাণ’ সিনেমার (ধীরে ধীরে স্বপ্নের পথে) গানের জন্য।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৩ সদস্যের জুরি বোর্ড গঠন করে। ২০২২ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেওয়া হয়।

এবার পুরস্কার হিসেবে সবাইকে দেওয়া হয়েছে ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে তৈরি একটি পদক, পদকের একটি রেপ্লিকা ও এককালীন নির্ধারিত পরিমাণ সম্মানী ও সম্মাননাপত্র। আজীবন সম্মাননার জন্য ৩ লাখ, শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজক, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের জন্য ২ লাখ ও অন্যান্য ক্ষেত্রে ১ লাখ টাকা।

সূত্র: ইত্তেফাক




ডেঙ্গুসংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য দিয়ে বাংলাদেশিদের সংযুক্ত করছে গুগল

এ বছর ডেঙ্গু জ্বরের নজিরবিহীন প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার, যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস এবং ইউনিসেফসহ কয়েকটি সংগঠনের সঙ্গে গুগল কাজ করেছে। এ সহযোগিতার অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ, লক্ষণগুলোর সঙ্গে পরিচয় এবং চিকিত্সায় করণীয় সম্পর্কে কর্তৃপক্ষের অনুমোদিত ও নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে জনগণকে সংযুক্ত করছে জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি।

অংশীদারিত্বের অংশ হিসেবে ওয়েব সার্চে এবং ইউটিউবে বিভিন্ন সহায়তামূলক ফিচার চালু করেছে গুগল, যার মাধ্যমে ব্যবহারকারীরা যখন দরকার তখনই সহজে ও দ্রুত বিশ্বস্ত তথ্য পেয়েছে এবং পাচ্ছে।

অনুসন্ধান : যখন বাংলাদেশের মানুষ google.com এ ভিজিট করেন, তখন তাদের পছন্দের বাংলা বা ইংরেজি ভাষায় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত ইউনিসেফের জনসেবা ঘোষণা দেখানো হয়।

একইসঙ্গে সার্চে জরুরি এসওএস সতর্কতা সেবা চালু করেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা ডেঙ্গুসংক্রান্ত তথ্য জানতে চেয়ে অনুসন্ধান করলে তাদেরকে বাংলা অথবা ইংরেজি ভাষায় নির্ভরযোগ্য তথ্য প্রদানের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ কল সেন্টারের (১৬২৬৩) সঙ্গেও পরিচয় করিয়ে দেয়।

বাংলা এবং ইংরেজিতে ডেঙ্গুসংক্রান্ত অনুসন্ধান শব্দগুচ্ছের ব্যবহারে তৈরি পৃথক দুটি মাইক্রোসাইটের মাধ্যমে এটি একযোগে করা হচ্ছে। এর মাধ্যমে ডেঙ্গুসংক্রান্ত জিজ্ঞাসাগুলোর অনুসন্ধান ধারা জানা যায়। বাংলাদেশিরা ডেঙ্গু-সম্পর্কিত অনুসন্ধানের ট্রেন্ড সম্পর্কে জানতে এ দুইটি লিংকে ক্লিক করতে পারেন: goo.gle/BD-EN-dengue (ইংরেজি) এবং goo.gle/BD-BN-dengue (বাংলা)।

ইউটিউব: সহজে তথ্য পাওয়ার জন্য হোমপেজে স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত ইউনিসেফের জনসেবাসংক্রান্ত তিনটি ঘোষণা রয়েছে। এ পদক্ষেপগুলো ডেঙ্গু জ্বর প্রতিরোধ, লক্ষণ শনাক্তকরণ এবং সহযোগিতা বিষয়ক অনুমোদিত তথ্য দিয়ে ব্যবহারকারীদের প্রয়োজনে সহযোগিতা করেছে।

বাংলাদেশে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কান্ট্রি ডিরেক্টর ডা. নিলি কায়ডোস-ড্যানিয়েলস বলেন, বাংলাদেশে এই বছরে ডেঙ্গুর প্রাদুর্ভাব নজিরবিহীন। ডেঙ্গুর সংক্রমণ থেকে রক্ষা ও নিরাময়সংক্রান্ত নানা গুজব ও ভুল তথ্যের বিপরীতে সাধারণ মানুষের পক্ষে যথাযথ এবং সঠিক তথ্য পাওয়া ছিল অত্যন্ত কঠিন। এমন সংকটময় পরিস্থিতিতে ভুল তথ্য সহজেই ছড়িয়ে যেতে পারে। বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য তথ্য দ্রুত পৌঁছানো নিশ্চিত করতে গুগল ও স্বাস্থ্য অধিদপ্তরসহ অন্যান্যদের কাজ প্রশংসনীয়। বেসরকারি খাত এবং সরকারের মধ্যে এই ধরনের অংশীদারিত্ব ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সম্পর্কিত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য তথ্য পেতে কার্যকর ভূমিকা রাখতে পারে। এমন গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত।

গুগলের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা) ফারহান কুরেশি বলেন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত গুরুতর। আমরা জানি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য খুঁজে পেতে বহু মানুষ উদ্বিগ্ন। এই ধরনের মানুষদের সহযোগিতা প্রদানের জন্য গুগলের দারুণ সক্ষমতা রয়েছে। সঠিক ও সময়োপযোগী তথ্যের সন্ধান দিয়ে বাংলাদেশের মানুষদের সহযোগিতার জন্য স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ, মার্কিন দূতাবাস এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে ঢেউটিন ও চেক বিতরণ

মুজিবনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বিশেষ বরাদ্দ থেকে অগ্নিকান্ডে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যাবস্হাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা পরিষদ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ঢেউটিন ও চেক বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হত দরিদ্র উপকারভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন পরিষদে ৬ নং ওয়ার্ড সদস্য ও পেনেল চেয়ারম্যান বাবুল মল্লিক।

আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পক্ষ থেকে হতদরিদ্র মানুষের জন্য যে সমস্ত সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে সেসব বিষয়ে তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে ১১৭ জন হতদরিদ্রদের মাঝে ১১৯ বান্ডিল ঢেউটিন এবং বান্ডিল প্রতি ৩ হাজার টাকা করে ৩ লক্ষ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।