উত্তরা ও খিলখেত শাখায় নিয়োগ দেবে মীনা বাজার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীনা বাজার। প্রতিষ্ঠানটিতে সেলসম্যান/ ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলসম্যান/ ক্যাশিয়ার (সরাসরি সাক্ষাৎকার), উত্তরা ও খিলখেতের জন্য।

যোগ্যতা

প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। বয়স ১৮ থেকে ২৮ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে। শিফ্ট/রোস্টার অনুযায়ী ডিউটি করতে হবে।

কর্মস্থল

ঢাকা (আশকোনা, উত্তরা, উত্তরা সেক্টর ১১, উত্তরা সেক্টর ১৪, উত্তরা সেক্টর ৩, উত্তরা সেক্টর ৪, খিলক্ষেত)।

বেতন

৮,০০০ – ১০,০০০/- (মাসিক )।

আবেদন প্রক্রিয়া

উত্তরা ও খিলখেত এরিয়ায় আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারের জন্য আসুন।

পদের নামঃ সেলস পার্সন/ ক্যাশিয়ার (আউটলেট)

তারিখ: ০৫ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়: সকাল ১০:০০ থেকে ২:০০ টার মধ্যে আসুন।

সরাসরি সাক্ষাতকারের ঠিকানা: বাড়ী-৪৪, রোড-১৬(নতুন), ২৭(পুরাতন), ধানমণ্ডি, ঢাকা (মীনা বাজার আউটলেট বিল্ডিং, ২য় তলা)

গুগল ম্যাপ: https://goo.gl/maps/xxTEJhb26EDw6BSv8

পুর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ০২ কপি ছবি ও জাতীয় পরিচয়পএ অথবা জন্ম নিবন্ধন এর কপিসহ সরাসরি সাক্ষাৎকারের জন্য উল্লেখিত ঠিকানায় আসুন।

আবেদনের শেষ তারিখ

৪ অক্টোবর ২০২৩

সূত্র : বিডিজবস




চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরাে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিজ্ঞ বিচারক মাসুদ আলী। রবিবার (১ অক্টাবর) দুপুরে এ রায় ঘােষনা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামী হলাে চুয়াডাঙ্গা সদর উপজলার আলুকদিয়া গ্রামের রবিউলের ছেলে লালন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৬ জুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের রবিউলের ছেলে লালনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা ৮৪ পিস বুপ্রেনরফাইন এ্যাম্পুলসহ আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেন। স্বাক্ষী গ্রহণ শেষে সন্দেহতীতভাবে প্রমানিত হওয়ায় এ রায় ঘােষণা করা হয়। দুই জন আসামীর মধ্য লালনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও অপর আসামী আযুব আলীক বেকসুর খালাস দেওয়া হয়েছে।




মুজিবনগরে জাতীয় কন্যাশিশু দিবস পালন

“বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যে মুজিবনগরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিস চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয় র‍্যালীটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়ে, অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর ম্যানাজার বিভোব দেওয়ান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।

আলোচনা সভায় উপস্হিত থেকে বক্তব্য রাখেন,বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক, বল্লভপুর মিশন মাধ্যমিক লুক হরেন্দ্র বিশ্বাস, গুডনেইবারর্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: শুভকুমার,এডমিন অফিসার অশোক মালাকার, সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন। আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ দিবসটি উদযাপনের উদ্দেশ্য ও দিবসের তাৎপর্য, বর্তমান প্রেক্ষাপটে কন্যা শিশুদের অবস্থান অধিকার, বয়:সন্ধিকালে কন্যা শিশুদের শারিরীক ও মানসিক যত্ন, কন্যা শিশুদের স্বপ্ন পূরণে শিক্ষার গুরত্ব,কন্যা শিশুদের সুরক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ, সামাজিকভাবে শিশু শ্রম প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

পরিশেষে দিবস সংক্রান্ত ২ জন অংশগ্রহণকারীর মতামত প্রকাশ এবং পরিশেষে আলোচনার উপর কুইজ ও কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। জাতীয় কন্যা শিশু দিবস পালন অনুষ্ঠানে এলাকার শিশু কিশোর ও মায়েরা অংশগ্রহন করে।




মুজিবনগরের মোনাখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

“সর্বজনীন মানবাধিকার ঘোষনায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতিপূরণে প্রজন্মের ভ’মিকা”প্রতিপাদ্যকে সামনে রেখে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে মোনাখালী ইউনিয়নে “আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩”পালন করা হয়েছে।

আজ রবিবার (১ অক্টোবর) প্রবীণ জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন করার লক্ষ্যে পিএসকেএস এর মোনাখালী শাখায় আর্ন্তজাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মোনাখালী ইউনিয়নের প্রবীণ কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রবীণ কমিটির সাধারন সম্পাদক মোঃ আশকার আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ আলীসহ বিভিন্ন প্রবীণ ওয়ার্ড কমিটির সভাপতিগন।

এছাড়াও উপস্থিত ছিলেন মোনাখালী শাখার সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মোহাঃ হাসানুজ্জামান সহ স্বাস্থ্য কর্মকর্তা ও সমাজ উন্নয়ন কর্মকর্তা।




খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি জানানো হয়। মন্ত্রণালয় বলছে, ‘বিদেশে যেতে হলে আগে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে আইনি মতামতের জন্য খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আবেদন এসেছে। আমরা সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৪০১ ধারা অনুযায়ী যদি কোনো সরকার নির্বাহী আদেশ দেন, তবে সেটা আদালতে চ্যালেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে তাকে আবার জেলে যেতে হবে। তারপর আদালতে আবেদন করতে হবে।’

একই দিন দুপুর ১২টার দিকে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সেটা হলো আইনের অবস্থান। আমি মনে করি সেটা সঠিক। প্রধানমন্ত্রী আরও বলেছেন যে খালেদা জিয়ার আগে নির্বাহী আদেশের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ক্ষমতাবলে সাজা স্থগিত করেছেন ও শর্তযুক্তভাবে প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে তাকে মুক্তি দিয়েছেন। এটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশন। এখন এটা ওপেন করার কোনো উপায় নাই আইনগতভাবে। এটা স্পষ্ট বলে দিয়েছেন। সেটাই আইনের অবস্থানই।’

এর আগে নিউ ইয়র্ক সফরকালীন ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, ‘বিদেশে চিকিৎসা নিতে হলে আগে তাকে (খালেদা জিয়া) আবার জেলে যেতে হবে।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

“বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার” “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যে মুজিবনগরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয় সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালীটি শেষ হয়ে, উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।




ফটোশপ ওয়েবে যুক্ত হলো জেনারেটিভ এআই

বেটা সংস্করণ হিসেবে এডোব ফটোশপ ওয়েবে যুক্ত হলো জেনারেটিভ এআই। যেকোনো ব্রাউজারে কোনোকিছু ডাউনলোড করা ছাড়াই এখন ফটোশপ ওয়েবে এই সুবিধা ভোগ করা যাবে।

তবে এই সুবিধা পেতে ফটোশপের পেইড সাবস্ক্রিপশন খরিদ করতে হবে৷ পুরোপুরি ফ্রি কেউ ব্যবহার করতে পারবেন না। সাবস্ক্রিপশন প্ল্যান শুরু হচ্ছে ৯.৯৯ ডলার থেকে। তবে কেউ চাইলে ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৭ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা নিতে পারবেন।

নতুন এই সুবিধা ইতোমধ্যে এডোব ফায়ারফ্লাই এর সঙ্গে যুক্ত করা হয়েছে। জেনারেটিভ এআই এর ফিচারের মধ্যে রয়েছে অটো ফিল, জেনারেটিভ ফিল, জেনারেটিভ এক্সপান্ড। তাছাড়া টেক্সট কমান্ড দিয়ে গ্রাফিক যুক্ত করাসহ আরও একাধিক জেনারেটিভ ফিচার নতুন সুবিধায় পাওয়া যাবে। তাছাড়া কনটেক্সচুয়াল টাস্ক বারও বাড়তি সুবিধা দেবে বলে জানিয়েছে এডোব।




আতহার আলীসহ তারকাবহুল বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেল

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠতে যাচ্ছে। আর তার আগে গত পরশু এই আসরের ধারাভাষ্য প্যানেল প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যেখানে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খানসহ ১৬ জন তারকা ধারাভাষ্যকারের নাম।

শুক্রবার আইসিসির ধারভাষ্য প্যানেলের প্রকাশিত তালিকা অনুসারে যাদের নাম রয়েছে তারা হলেন—নাসের হুসেন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, ওয়াকার ইউনুস, শন পোলক, আঞ্জুম চোপড়া, মাইকেল আথারটন, সাইমন ডল, এমপুমেলো এমবাংওয়া, সঞ্জয় মাঞ্জরেকার, কেটি মার্টিন, দিনেশ কার্তিক, ডার্ক নানেস, স্যামুয়েল বদ্রি, আতহার আলী খান ও রাসেল আর্নল্ডের মতো তারকারা।

এদিকে এবারের বিশ্বকাপ আসরে আইসিসি টিভির আয়োজনে থাকছে ম্যাচ-পূর্ববর্তী আলোচনা, প্রথম ইনিংস শেষে আলোচনা এবং ম্যাচ শেষের পর্যালোচনা। এসব আয়োজনের সঙ্গী হচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান। এছাড়া তাদের সঙ্গে আরও থাকছেন শেন ওয়াটসন, লিসা স্থালেকার, রমিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনীল গাভাস্কার ও ম্যাথু হেইডেন।




দামুড়হুদায় মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

দামুড়হুদায় ঘুমন্ত মেয়ে মর্জিনা খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা আজিবার মণ্ডলের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত দেড়টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের বোনের ছেলে হোসেইন বলেন, সন্ধ্যায় সমিতি থেকে নেয়া ঋণের কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবা আজিবার মণ্ডলের সঙ্গে মর্জিনা খাতুনের বাগবিতণ্ডা হয়। এরই জেরে রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন আজিবার মণ্ডল। একপর্যায়ে বাড়ির একটি গর্তে ফেলে রাখেন। এ সময় মর্জিনার চিৎকারে তার মেয়ে রোকসানা ছুটে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আজিবার। পরে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে মর্জিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, মর্জিনা খাতুনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রোকসানার দুই হাত জখম হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমরান। তিনি বলেন, ঘটনার পরেই পালিয়েছেন অভিযুক্ত আজিবার মণ্ডল। তাকে আটকের চেষ্টা চলছে।




জেলা ট্রাক ট্রাক্টর কভার্ড ভ্যান ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নকে অবাঞ্চিত ঘোষণা

ট্রাক মালিকদের লাঞ্চিত করা, অর্থ আত্মসাত করা, হুমকি ধামকি প্রদর্শন করা, অবৈধভাবে চাঁদা আদায় করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কভার্ড ভ্যান, ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নকে( রেজি: নং- খুলনা ১৩৪১/৯৮ অবাঞ্চিত ঘোষণা করলো ট্রাক মালিক গ্রুপ।

আজ রবিবার সকালে মেহেরপুর শহরে জেলা ট্রাক মালিক গ্রুপ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ করছি মেহেরপুর জেলার ট্রাক, ট্রাক্টর, কভার্ড ভ্যান, ট্যাংকলরি, শ্রমিক ইউনিয়নের (রেজি: নং- খুলনা ১৩৪১/৯৮) সভাপতি এসএম আকিব ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন বাবুর নেতৃত্বাধীন শ্রমিকরা ট্রাক মালিকদের লাঞ্চিত করা, অর্থ আত্মসাত করা, হুমকি ধামকি প্রদর্শন করা, অবৈধভাবে রাস্তায় দাড়িয়ে ট্রাক হতে চাঁদা আদায় করাসহ নানা অনিয়ম করে চলেছে।

মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ তাদেরকে সংশোধন হওয়ার তাগাদা দিলেও সংশোধন না হওয়ায় গত ২৮ সেপ্টম্বর সংগঠনের কার্যনির্বাহী পরিষদেও সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তিনি আরো বলেন, ট্রাক মালিক গ্রুপের সদস্যদের অনুরোধ জানাচ্ছি ওই শ্রমিক সংগঠনের কার্ডধারী কোন শ্রমিক দ্বারা গাড়ি পরিচালনা না করার জন্য। এবং একই সঙ্গে শ্রমিকদের অপর দুটি সংগঠণ মেহেরপুর আন্ত: জেলা ট্রাক, ট্যাংকলরি, কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং খুলনা ২০২১) এবং মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন ইউনিয়নের শ্রমিক দ্বারা, ট্রাক, ট্রাংকলরি, কভার্ড ভ্যান, পরিচালনা করার অনুরোধ জানানো হলো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল বলেন, আমাদের দুই জন ট্রাক মালিকের মালামাল সহ ট্রাক উধাও করা হয়েছে। বিষয়টি নিয়ে মামলা চলছে। এছাড়া আমাদের সমিতির নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে ট্রাক থেকে চাঁদা তোলা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলা ট্রাক মালিকগ্রুপের অন্যান্য সদস্য ও মেহেরপুর কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।