বাঁধনের বলিউড সিনেমায় শাহরুখ!

বলিউডে পা রাখতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ সিনেমায় দেখা যাবে তাকে। এটা পুরোনো খবর। নতুন খবর এই সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে। পরিচালক নিজেই জানালেন এই সংবাদ।

আগামী ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘খুফিয়া’। সিনেমার মুক্তি সামনে রেখে নিউজ১৮-কে সাক্ষাৎকার দিয়েছেন বিশাল ভরদ্বাজ। সেখানে তিনি জানান সিনেমাটিতে ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে বলিউড বাদশাকে দেখা যাবে!

অনেকদিন ধরেই শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল বিশাল ভরদ্বাজের। এজন্য শাহরুখের সঙ্গে আলোচনাও করছিলেন পরিচালক। শাহরুখের ‘জাওয়ান’ সিনেমা মুক্তির আগে থেকে কথা চলছিল। এবং সিনেমা মুক্তির পরও। আলাদা করে কাজ শুরু না করলেও পরিচালকের আসন্ন সিনেমায় আসছেন শাহরুখ।

এই সিনেমায় শাহরুখের অভিনয়ের বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, ‘অনেকদিন ধরেই ভক্তরা শাহরুখ-বিশালকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছিলেন। আমি বলেছিলাম সময় হলেই দেখবেন। এবার সময় হয়েছে। এখন ভক্তরা সুপারস্টারকে (শাহরুখ) ‘‘খুফিয়া’’ সিনেমায় ‘‘ইনডিরেক্ট ক্যামিও’’ চরিত্রে দেখতে পাবেন।’

গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। পুরো ট্রেইলার জুড়ে টাবুর উপস্থিতি নজর কেড়েছে। মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করে দর্শক মনে। গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি একজন মেয়ের চরিত্রে আজমেরি হক বাঁধন অভিনয় করেছেন।




স্নাতক পাসে নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি । প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি অফিসার-কন্টাক্ট সেন্টার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ট্রেইনি অফিসার-কন্টাক্ট সেন্টার।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর ছয় মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন স্নাতক ডিগ্রিধারীদেররাও আবেদন করতে পারবেন। ইংরেজি ও বাংলায় মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা।

কর্মস্থল

ঢাকা (গুলশান)।

বেতন

২৮,০০০/-টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন এই লিংকে গিয়ে।

আবেদনের শেষ তারিখ

১০ অক্টোবর, ২০২৩

সূত্র : বিডিজবস




ঝিনাইদহে ঋণের চাপে চা দোকানি আত্মহত্যা ঘটনায় আটক ১

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানীতে ঋণের চাপে সিরাজুল ইসলাম সুরুজ নামের এক চা দোকানি আত্মহত্যার ঘটনায় তরিকুল ইসলাম নামের এক সুদের কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনাহাটি গ্রামের মৃত শহর আলী মুন্সির ছেলে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, গত ৮ সেপ্টেম্বর হলিধানী এলাকায় ঋণের চাপে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সিরাজুল ইসলাম সুরুজ নামের এক চা দোকানী। এ নিয়ে গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করা হয়। পরবর্তীতে সিরাজুল ইসলাম সুরুজের স্ত্রী ছফুরা খাতুন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। বিষয়টি তদন্ত করে এজাহার নামীয় আসামী তরিকুলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




মেহেরপুরে সাংবাদিকদের সাথে এম এ এস ইমনের মতবিনিময়

মেহেরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঘোষণা করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এম এ এস ইমন।
শনিবার দুপুরে মেহেরপুর জেলা শহরের একটি রেস্টুরেন্টে তিনি এ মতবিনিময় করেন। এম এ এস ইমন মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য।

মতবিনিময়কালে তিনি বলেন, মেহেরপুরের মাটি উর্বর। যেখানে বছরে চারটা ফসল উৎপাদন হয়। এখানে মানুষের ভাত-কাপড়ের তেমন অভাব নেই। মেহেরপুরে সব থেকে বড় সমস্যা হলো কর্মসংস্থানের। কারণ এখানে শিল্পকারখানা নেই, ব্যবসা বাণিজ্যের প্রসার নেই। মেহেরপুর আরও একটি বড় সমস্যা সেটি হলো শিক্ষার মান ভালো না। এখানে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নেই। অনেকে গ্রাজুয়েট পাশ করছে কিন্তু চাকরির বাজারে গিয়ে তারা টিকতে পারছে না। আমার ইচ্ছা এ দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরত্ব দেওয়া। বেকার সমস্যার সমাধান করতে পারলে অন্যান্য যেসকল ছোট ছোট সমস্যা আছে সেগুলো সমাধান হবে।

তিনি বলেন, বেকার সমস্যা সমাধানের জন্য আমি মনে করেছিলাম, মেহেরপুরে একটি স্থলবন্দর প্রতিষ্ঠা হওয়া দরকার। সে লক্ষ্যে মেহেরপুরের মানুষদের সাথে নিয়ে দীর্ঘদিন যাবৎ স্থলবন্দর আন্দোলন করেছি। সরকার বিষয়টিকে গুরত্ব দিয়ে ইতোমধ্যে গেজেট প্রকাশ করেছে। আমি আশা করেছিলাম স্থলবন্দর প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু কোন না কোন ঘাটতির কারণে সেটি এখনও প্রতিষ্ঠা পাইনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ বৃহৎ রাজিৈনতক দল। এখানে নেতৃত্বের গ্রুপিং থাকবে। জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবো। বাকিটা নেত্রির ইচ্ছা। তবে মেহেরপুরের মানুষের সাথে কথা বলে, তৃণমূল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জেনেছি সকলেই পরিবর্তন চায়।
এছাড়াও তিনি বলেন, আমি যদি সুযোগ পাই বাল্যবিয়ে, ভিক্ষুকক্তু, মুজিবনগরভিত্তিক পর্যটন নগরীসহ মাদকের নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

মতবিনিময় অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, সাবেক সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাবেক সভাপতি আলামিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা এম এ এস ইমন গত জাতীয় নির্বাচনেও স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তিনি বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বিভিন্ন সময় বুকলেট বিতরণ, গণসংযোগ অব্যহত রেখেছেন।




ভুল পোস্টে রিপোর্টের সুযোগ নেই এক্সে

কোনো পোস্টে ভুল বোঝাবুঝি বাড়তে পারে এমন তথ্য দেওয়া হলে রিপোর্ট করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু সে সুযোগ বন্ধ করে দেওয়া হলে? হয়তো ক্ষুদ্র পরিসরে বিষয়টি এত চিন্তার কিছু নয় কিন্তু বড় পরিসরে?

ইলন মাস্কের ‘এক্স’ সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই ঘটনা ঘটছে। ২০২১ সালে প্রথম টুইটারে অভিযোগের সুযোগ চালু করা হয়। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে রাজনৈতিক ভুল বোঝাবোঝি যেন না ছড়ায় তার লক্ষ্যেই এমন ফিচার চালু করা হয়েছিল। তবে চলতি বছর সেপ্টেম্বরেই ফিচারটি বন্ধ করে দেওয়া হয়।

আর বন্ধ করার পর থেকেই অস্ট্রেলিয়াতে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কাও বাড়ছে। এ নিয়ে দায়িত্বশীল একাধিক ব্যক্তি জানিয়েছেন, এক্সের পোস্টের মাধ্যমে সহজেই ভুল বুঝাবুঝির পরিসর অনেক বাড়তে পারে।

সূত্র: ইত্তেফাক




ফরাসি ক্লাব ফুটবলারের আত্মহত্যার চেষ্টা

ফরাসি ক্লাব নিসের ফুটবলার অ্যালেক্সিস বেকা বেকাকে নিয়ে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকেই আলোচনা তুঙ্গে উঠেছে। তবে ফুটবলকে কেন্দ্র করে নয়; আত্মহত্যার চেষ্টা করতে গিয়েই আলোচনায় এসেছেন তিনি। ২২ বছর বয়সের এই ফুটবলার ফ্রান্সের মাগনঁ সেতুতে উঠে আত্মহত্যার হুমকি দিয়ে বসেন।

এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও মনোরোগ বিশেষজ্ঞ। নিজেদের মধ্যে কয়েক ঘণ্টা আলোচনার পর আত্মহত্যা করা থেকে বিরত করেন বেকা বেকাকে। পরে দমকল বাহিনীর সাহায্যে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। খবর স্পোর্টস টাইগার, স্পোর্টস কিডার।

বেকা বেকার আত্মহত্যা করতে যাওয়ার কারণ হিসেবে ফরাসি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় আত্মহত্যা করতে যান এই ফুটবলার। তবে এ দাবি অস্বীকার করেছেন তার প্রতিনিধি। তিনি জানিয়েছেন, নিসের উত্তর-দক্ষিণাঞ্চলে অবস্থিত মাগনঁ ভায়াডাক্ট থেকে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি দেন বেকা বেকা। উল্লেখ্য, সেতুটি ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার উঁচুতে নির্মিত। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলের ছয় কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছিল দীর্ঘ যানজট।

এদিকে বেকা বেকার লাফ দেওয়ার হুমকির খবর ছড়িয়ে পড়ার পর ক্লাবজুড়ে তৈরি হয় আতঙ্ক। ঘটনার আকস্মিকতায় বাতিল করা হয়েছে ক্লাবের কোচ ফ্রান্সেসকো ফারিওলির ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনও। ফরাসি সংবাদমাধ্যম ইনস্ট্যান্ট ফুটকে দেওয়া সাক্ষাৎকারে বেকা বেকার প্রতিনিধি বলেন, ‘সম্পর্ক ভেঙে যাওয়ার যে কারণের কথা বলা হচ্ছে, তা মিথ্যা। এ ঘটনার সঙ্গে এমন কোনো সম্পর্ক নেই।’

‘সম্পর্ক ভেঙে যাওয়ার যে কারণের কথা বলা হচ্ছে, তা মিথ্যা। এ ঘটনার সঙ্গে এমন কোনো সম্পর্ক নেই’
– ফরাসি সংবাদমাধ্যম ইনস্ট্যান্ট ফুটকে দেওয়া সাক্ষাৎকারে বেকা

এদিকে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শেষ পর্যন্ত সব কিছু ভালোভাবে শেষ হওয়ায় সবাই খুব স্বস্তি বোধ করছে।’




কেউ যদি অন্যায় করে আমাদের দেশে তার বিচার হয়

বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনও যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী কোন সংস্থা, সেটা র্যাব হোক, পুলিশ হোক বা অন্য যে কোনও সংস্থা হোক; তারা অন্যায় করলে আমাদের দেশে সেটার বিচার হয়। কেউ যদি কোনও অন্যায় করে, আমাদের দেশে তার বিচার হয়। এই বিচারে কেউ রেহাই পায় না। অনেক সময় তারা কোনও কাজ অতিরিক্ত করে, করতে পারে। কিন্তু করলে সেটা আমাদের দেশের আইনেই সেটার বিচার হচ্ছে। যেখানে এমন বিচার হচ্ছে, এমন ব্যবস্থা আছে; সেখানে এই স্যাংশনে কী কারণে?’

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। শনিবার এই সাক্ষাৎকার প্রচার করা হয়।

সাক্ষাৎকারে ভয়েস অব আমেরিকার সাংবাদিক শতরূপা বড়ুয়া প্রধানমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপ বিষয়ে প্রশ্ন করেন। প্রধানমন্ত্রী তার জবাবে বলেন, ‘আমার এটাই প্রশ্ন— কথা নেই, বার্তা নেই; হঠাৎ ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কী কারণে? আর মানবাধিকারের কথা যদি বলে বা ভোটের অধিকারের কথা যদি বলে… আমরা, আওয়ামী লীগ; আমরাইতো এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। আমাদের কত মানুষ রক্ত দিয়েছে, এই ভোটের অধিকার আদায়ের জন্য।’

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন হয়, তার জন্য যতরকম সংস্কার দরকার, সেটা আওয়ামী লীগ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, মানুষকে ভোটের অধিকার সম্পর্কে সচেতন করা…। ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিবো’— এই স্লোগানও আমার দেওয়া। আমি এভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছি। কারণ আমাদের দেশে বেশিরভাগ সময় স্বৈরশাসকরা দেশ শাসন করেছে। তাদের সময় সাধারণ মানুষের ভোট দিতে হয়নি। তারা ভোটের বাক্স ভরে নিয়ে ফলাফল ঘোষণা করে দিয়েছেন। এরই প্রতিবাদে আমরা আন্দোলন, সংগ্রাম করে আজ আমরা নির্বাচন সুষ্ঠু পরিবেশে নিয়ে আসতে পেরেছি। এখন মানুষ তার ভোটের অধিকার সম্পর্কে অনেক সচেতন। সেটা আমরা করেছি।’

২০০৯ এ আওয়ামী লীগ সরকার গঠনের পর যতগুলো নির্বাচন হয়েছে, জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচন; প্রত্যেকটা সুষ্ঠুভাবে হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘এসব নির্বাচনে মানুষ তার ভোট দিয়েছে স্বতস্ফূর্তভাবে। এই নির্বাচনগুলো নিয়ে অনেকেই প্রশ্ন তোলার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতাটা কী, বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার নিয়ে সবসময় সচেতন। কেউ ভোট চুরি করলে তাদের ক্ষমতায় থাকতে দেয় না।’

উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়া ভোট চুরি করেছিলেন। সে কিন্তু দেড় মাসও টিকতে পারেনি। ওই বছরের ৩০ মার্চ তাকে জনগণের রুদ্র রোষে পড়ে পদত্যাগ বাধ্য হয়েছেন তিনি। আবার ২০০৬ সালে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করেছিল। সেই ভোটার তালিকা দিয়ে নির্বাচন করে সে যখন সরকার গঠনের ঘোষণা দিলো… এরপর জরুরি অবস্থা জারি করা হলো। সেই নির্বাচন বাতিল হয়ে গেলো। কাজেই আমাদের দেশের মানুষ কিন্তু এখন ভোট সম্পর্কে যথেষ্ট সচেতন। কাজেই একটা নির্বাচন অবস্থা, সুষ্ঠু হবে— এটা তো আমাদেরই দাবি ছিল। এবং আন্দোলন করে আমরাই সেটা প্রতিষ্ঠিত করেছি। তো আজ তারা স্যাংশন দিচ্ছে, আরও দেবে; দিতে পারে। এটা তাদের ইচ্ছা। কিন্তু আমাদের দেশের মানুষের যে অধিকার; তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের শিক্ষা-দীক্ষার অধিকারসহ সব মৌলিক অধিকার আমরা নিশ্চিত করেছি।

‘রাজনৈতিক মামলায়’ সাজাপ্রাপ্ত প্রধান বিরোধী দলের অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমোদন দেওয়া প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, এ জন্য তাকে তার সাজা বর্তমানে স্থগিত করে বাড়িতে থাকার ও দেশে চিকিৎসা নেওয়ার অনুমোদন যে এক সরকারি আদেশে বর্তমানে কার্যকর রয়েছে তা বাতিল করে, জেলে গিয়ে আদালতের কাছে আবেদন করতে হবে।

২০০৯ সাল থেকে ২০২৩ সাল, বাংলাদেশ কিন্তু বদলে যাওয়া বাংলাদেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আর বাংলাদেশে দুর্ভিক্ষ নেই, এখন মানুষের সেরকম হাহাকার নেই, এমনকি আমাদের যে বেকারত্ব সেটাও কিন্তু কমিয়ে এখন মাত্র তিন শতাংশ। সেটাও তারা কাজ করে খেতে পারেন।’
প্রধানমন্ত্রী আরও দাবি করেন, বাংলাদেশেই এখন অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, তাই ভিসা স্যাংশন এর ফলে যদি (বাংলাদেশিরা) আমেরিকায় আসতে না পারে, আসবে না। তাতে কিছু যায় আসে না।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাক্ষাৎকারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস, আমেনেস্টি ইন্টারন্যাশনালসহ দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো তার সরকারের আমলে গত ১৫ বছরে গুমের ঘটনার যে অভিযোগগুলো করেছে, সে ব্যাপারে তার সরকারের ব্যাখ্যা তুলে ধরেন। সাক্ষাৎকারে তিনি সদ্য পাস হওয়া সাইবার নিরাপত্তা আইনের যে ধারাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে তারও জবাব দেন।

৩৫ মিনিটের এ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আগামী জাতীয় পার্লামেন্ট নির্বাচন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার জন্য বিরোধীদলগুলোর দাবিকে নাকচ করে দিয়ে বলেন, এ ব্যবস্থায় ফেরত যাবার কোনও সুযোগ নেই।

বিরোধীদলগুলোর বিশেষ করে প্রধান বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দায়ের প্রসঙ্গে তিনি বলেন যে, অপরাধ করলে মামলা হবে।




মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল ও সমাবেশর আয়োজন করা হয়।

আজ শুক্রবার বিকেলে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর কোর্ট মোড় থেকে আনন্দ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর ক্লাবের সামনে এসে শেষ হয়।

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, সহ-সভাপতি সায়েক রহমান শিশির, সংগঠনিক সম্পাদক উছাইদ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ রেজা পান্না, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  আতিক স্বপন, মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াদ আজিম, মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহীন তানিম, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মতিয়ার রহমান মতিন, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জীবন আকবার মেহেরপুর সদর থানা আমঝুপি ইউনিয়নের সভাপতি মিনারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রাহেনুজ্জামান পলেন সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।




মেহেরপুর জেলা ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ শুক্রবার রাতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মেহেরপুর ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন ইমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বায়েজিদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, বারাদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আরিফুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মতিন, আমঝুপি  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন, পৌর ছাত্রলীগের ছাত্রনেতা রাতুল সহ মেহেরপুর জেলা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গার মোচাইনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

আলমডাঙ্গার মোচাইনগরে বিবাদমান সেচ পাম্পে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের মোচাইনগর গ্রামে এ ঘটনায় আহত তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাংনী ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য রাজা মিয়া সংঘর্ষের এতথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মোচাই নগর গ্রামের ইয়াহিয়া ও বাদলের মধ্যে একটি সেচপাম্পে পানি দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই সেচপাম্পের মালিক বাদল। ইয়াহিয়া দীর্ঘদিন বিভিন্ন ফসলের খেতে পানি দেবার জন্য সেচপাম্পে কাজ করতেন। ইয়াহিয়া নিয়মিত জমির খেতে পানি না দেওয়ায় সেচপাম্প মালিক বাদল তার নিকট থেকে চাবি কেড়ে নেয়। শুক্রবার সকালে সেচ পাম্পে ইয়াহিয়া তার জমিতে পানি নিতে গেলে বাদলের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে উভয় পক্ষ ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মৃত আবদাল মন্ডলের ছেলে ইয়াহিয়া (৬০), খোকন (৪০), ইয়াহিয়ার ছেলে ইসমাইল (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। যদি কেউ লিখিত অভিযোগ দেয়,তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।