গাংনীতে বাইসাইকেল চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলেন জনতা

বাইসাইকেল চুরি করে পালানোর সময় মিঠুন শেখ (২৪) নামের এক যুবককে ধরে গণধোলাই শেষে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মিঠুন শেখ মেহেরপুর সদর উপজেলার খোকশা গ্রামের কিতাই আলী শেখের ছেলে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মাঠে থেকে জনৈক নার্সারি মালিক বকুল হোসেনের একটি বাইসাইকেল চুরি করে পালানোর সময় বাইসাইকেল মালিক তাকে ধরে ফেলেন। পরে স্থানীয়রা গণপিটুনী দিয়ে গাংনী থানা পুলিশকে খবর দেন। গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নেন।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া জানান, চুরির অভিযোগে মিঠুন শেখের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরের দিকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




দামুড়হুদায় ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে এমপি টগর

দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর উদ্যোগে দামুড়হুদার ভৈরব মরা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে৷

এ উপলক্ষে  শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কার্পাসডাঙ্গার ভৈরব মরানদীতে মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর ৷

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সাংসদ হাজী মোঃ আলী আজগার টগর। তিনি বলেন, আমরা মাছে ভাতে বাঙালি, তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ। তিনি আরো বলেন, মৎস্য ক্ষেত্রে বিনিয়োগের ফলে একদিকে যেমন নতুন নতুন কর্মক্ষেত্রে সৃষ্টি হয়, তেমনি সমৃদ্ধ হয় জাতীয় অর্থনীতি। মাছের উৎপাদন বৃদ্ধি করে দেশের জনগোষ্ঠীর শুধু পুষ্টি চাহিদা পূরণ নয়, ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়। বিদেশে মাছ রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সরকারের অন্যতম লক্ষ্য।’

এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা হামিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হয়রত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম বিশ্বাস, দামুড়হুদা উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল, আব্দুল কাদের বিশ্বাস, শওকত আলী, দর্শনা সরকারি কলেজ ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আলী আবরার অপু, সহ বিভিন্ন সরকারি দপ্তর এর কর্মকর্তা বৃন্দ ।

উপজেলার ভৈরব নদীসহ বিভিন্ন জলাশয়ে অভ্যান্তরীণ মাছের পোনা অবমুক্তকরন এর উদ্যোগ নেয় মৎস্য বিভাগ। এরই অংশ হিসেবে শনিবার উপজেলার ভৈরব মরা নদীতে ২০০ কেজি বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করা হয়েছে৷




গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রতিবন্ধী নিহত

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় আশাদুল হক (৪০) নামের এক প্রতিবন্ধী নিহত হয়েছেন। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গাংনী উপজেলার নিশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য, সকাল দুপুরের দিকে আসাদুল হক বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গাংনী উপজেলার নিশিপুর গ্রামের বাক ও শারীরিক প্রতিবন্ধী আসাদুল হক মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




মেহেরপুর হাসপাতালে ডেঙ্গু পরিক্ষার জন্য কীট ও ডাস্টবিন প্রদান

মেহেরপুর পৌরসভার উদ্যোগে জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরিক্ষার জন্য কীট ও ময়লা আবর্জনা রাখার জন্য ডাস্টবিন প্রদান, ডেঙ্গু নিধনে ফগার স্প্রে, ডেঙ্গু রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরের দিকে হাসপাতাল চত্বরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন হাসপাতালের কতৃপক্ষে কাছে কীট তুলে দেন।

এসময় হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার জমির মোঃ হাসিবুস সাত্তার, পোর প্যানেল শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান সহ পৌরসভার কর্মকর্তাগন ও সাংদিককেরা উপস্থিত ছিলেন।

এসময় পৌর মেয়র রিটন বলেন, মেহেরপুর পৌরসভার তহবিল থেকে হাসপাতালে ডেঙ্গু পরিক্ষার জন্য কীট ও ময়লা আবর্জনা রাখার জন্য ৮ টি ডাস্টবিন প্রদান, ডেঙ্গু নিধনে ফগার স্প্রে করা হয়েছে। এতে যেন নতুন করে কোন ডেঙ্গু আক্রান্ত না হয় এবং পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে হাসপাতালে ।




ঝিনাইদহে চ্যানেল ২৪’র সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহে চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য সাদ্দাম হোসেনের উপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালিত হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম, রিপোটার্স ইউনিটি, প্রেস ইউনিটি, বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহন করে।

সেসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান,সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, নিজাম জোয়াদ্দার বাবলু, সাইফুল মাবুদ, দেলোয়ার কবির, আসিফ ইকবাল কাজল।

টেলিভিশন সংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথা, রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবির, প্রেস ইউনিটির সভাপতি শাহিদুল এনাম পল্লব, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি স্বপন মাহমুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর হামলাকারী প্রধান আসামী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বাকী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

উল্লেখ, গত বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর হামলার চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয় বখাটে বিপ্লব, ফিরোজসহ অন্যান্যরা। এ ঘটনায় বিপ্লবকে আটক করা হলেও বাকী আসামীরা এখনও আটক হয়নি। মানববন্ধনে প্রেসক্লাবের সভাপাতি এম রায়হান বলেন, সাংবাদিক সাদ্দামের উপর যারা হামলা করেছে তারা যত শক্তিশালীই হোক না কে তাদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে পুলিশের তৎপরতায় প্রধান আসামী বিপ্লবকে গ্রেফতার করায় তিনি পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাকী আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।




ঝিনাইদহে শিক্ষক কর্মচারীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠানটির ১২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রেডিট ইউনিয়ন লিঃ কাল্ব এর কেন্দ্রীয় সেক্রেটারি আরিফ মিয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাল্বের ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, গ অঞ্চলের ডিরেক্টর আরিফ হাসান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, কাল্বের জেলা ব্যবস্থাপক জাকির হোসেন, সদর উপজেলা ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি কৃপাসিন্ধু বিশ্বাস। হরিণাকুণ্ডু উপজেলা ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কাল্বের সদর উপজেলা শাখার ব্যবস্থাপক ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্রেডিট ইউনিয়নের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কে এম সালেহ।
অনুষ্ঠান শেষে পুরষ্কার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সদর উপজেলার দুই শতাধিক শিক্ষক কর্মচারী অংশ গ্রহন করেন।




মেহেরপুরের জমি দখলের অপচেষ্টাকারীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের আইনউদ্দীন ওয়াকফ এস্টেট এর জমি দখলের অপচেষ্টাকারী ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর রবিবার মোকাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করেন আইনউদ্দীন ওয়াকফ এস্টেট এর মোতুয়াল্লিল কাজী হাবিবুল বাশার (বাবলু)।

মামলার আসামিরা হলেন, আশরাফপুর গ্রামের মৃত নাজির শেখের ছেলে শওকত হোসেন (৫৫), আনারুল ইসলাম চেয়ারম্যানের ছেলে বারিকুল ইসলাম লিজন (৩৮), সিরাজুল ইসলামের ছেলে বকুল হোসেন (৩৫), সাইদুল হক (৩২), তারিকুল ইসলাম (২৫), মো: আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (৩৫), মিজানুর রহমান (২১) ও শওকত হোসেনের ছেলে হাসান আলী (২২)।

মামলার বিবরনে জানা গেছে, আইনউদ্দীন ওয়াকফ এস্টেট এর খতিয়ান নং সিএস ৬৩২, এসএ ৭৪৪, আরএস ৯০১ এবং দাগ নং সাবেক ১১৪৭, হাল ১৭৯৫ এর আশরাফপুর মৌজার ১.০৯ একর জমির মধ্যে ০.০৫০৪ একর জমি ওই গ্রামের আব্দুর রশিদ (ডাক পিয়ন) এর নিকট ১৪২৯ ও ১৪৩০ সালের ৩০ চৈত্র পর্যন্ত লিজ দেওয়া রয়েছে। তপসিল বর্নিত জমিতে ২ টি আম গাছ ও একটি সেচ পাম্পের পাইপ বসানো রয়েছে। বিবাদীরা ওই জমি দখল নেওয়ার ষড়যন্ত্র করছেন। ইতোমধ্যে গত ১৫/০৯/২৩ তারিখে তারা জমিতে খুটি পুতে রাখে ও আম গাছ দুইটি কাটার চেষ্টা করে। এসময় প্রথম পক্ষ এবং লিজ গ্রহিতা আব্দুর রশিদ ও তাদের লোকজন বাধা দেন। পরে তারা গাছ কাটতে না পেরে ১৫ দিনের মধ্যে জমি দখল নেওয়ার হুমকি প্রদান করেন। প্রথম পক্ষ তাদের সাথে ক্ষমতায় পারবেনা বলে আদালতের আশ্রয় নিয়েছেন বলে উল্লেখ করেন।

আদালত সদর থানায় মামলাটির নোটিশ জারির নির্দেশ দিলে সদর থানার উপপরিদর্শক (এসআই) সনোয়ার হোসেন আসামিদের নোটিশ জারি করেন।

এসআই সনোয়ার হোসেন বলেন, বিরোধীয় তফশিলভূক্ত সম্পত্তিতে শান্তিক শৃংখলা বজায় রাখতে নোটিশ জারি করা হয়েছে।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

মেহেরপুর সদর ও মুজিবনগর থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ৪ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলার ১ ও সিআর মামলার ১ আসামি গ্রেফতার হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করে পুলিশ।

এছাড়া মুজিবনগর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ২ আসামি গ্রেফতার হয়েছেন। সংশ্লিষ্ট থানা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।

আজ শনিবার বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




চুয়াডাঙ্গায় নৌকার পক্ষে যুব মহিলা লীগের উঠান বৈঠক ও গণসংযোগ

চুয়াডাঙ্গায় নৌকার পক্ষে যুব মহিলা লীগের উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটার শংকরচন্দ্র ইউনিয়ন ও বিকাল পাঁচটার সময় আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নে উঠান বৈঠক ও নৌকার পক্ষে গণসংযোগ করেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি আফরোজা পারভীন।

এ সময় তিনি গণসংযোগের সময় সরকারের উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং তিনি বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে নাকি জঙ্গিবাদ তালেবানদের হাতে যাবে সেটি নির্ধারণ হবে এ নির্বাচনে।

এ সময় তিনি আরও বলেন, যদি মাটি ও পতাকাকে ভালোবাসেন তাহলে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সহ-সভপতি পূর্ণিমা হালদার,যুগ্ম সাধারণ সম্পাদক আলিজা খাতুন ,সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি-কাজলী আক্তার , সাংগঠনিক সম্পাদক সপ্না খাতুন চিনি, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহেদা খাতুন ,আলমডাঙ্গা উপজেলার যুব মহিলা লীগের সভাপতি মনিরা খাতুন,সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, চুয়াডাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড সভাপতি-আরজিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি, সাংগাঠনিক সম্পাদক মিতা রানী, ৬ নং ওয়ার্ড সভাপতি রুপালি, সাধারণ সম্পাদক ফাহিমা, ২নং ওয়ার্ড কমিটির অর্থ সম্পাদক শিউলি খাতুন, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ রাতুল, সাকিব শেখ , মাহফুজ, আকাশ,কুতুব, রিপন,শাওন, সিফাত,জিরান,সেজান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।




দর্শনায় পৌর আওয়ামীলীগের কর্মী সভায় এমপি টগর

দর্শনা পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সমন্বয়ে এক কর্মীসভা অনুষ্টিত হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে দর্শনা পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কর্মী সভায় চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম চলছে দৃর্বার গতিতে।শেখ হাসিনার সাফল্য ও উন্নয়ন মানুষের সামনে তুলে ধরে নৌকায় ভোট চাইতে হবে।দলের বৃহত্তর স্বার্থে আমাদের মধ্যে ক্ষোভ অভিমান ভুলে যেতে হবে।শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় বসাতে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে নৌকার পক্ষে।নৌকা মার্কা বিজয়ী হলে দেশ ও জাতি উপকৃত হবে। জাতির জনকের সোনার বাংলাদেশ গড়তে এ সরকার কাজ নিরলস ভাবে।

দর্শনা পৌর আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবুর উপস্থাপনায়, বিশেষ অতিথীর বক্তব্য দেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু,পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গোলাম ফারুক আরিফ,সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, দামুড়হুদা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, আলীগ নেতা আঃ জলিল, মোজাহারুল ইসলাম, আব্দুর রফিক কাবি, হাবিবুর রহমান হবি, কামাল উদ্দিন আহম্মেদ সান্টু, মুকুল মিয়াজী, সোলায়মান কবির, জয়নাল আবেদীন নফর, দাউদ হোসেন, নেফাউর রহমান মন্টু, আব্দুল হাকিম, হুমায়ন কবির, ছাত্রলীগ নেতা নাহিদ পারভেজ প্রমুখ। এ কর্মী সভায় ৯ টি ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।