কাজিনদের গল্প নিয়ে আসছে সিয়াম-ফারিণ

কারও মধ্যে কথা কাটাকাটি, কেউ বা রাগ, কারও আবার মন খারাপ! কাজিনদের সম্পর্কের নানান বাঁক। আনন্দ-হাসি-ঠাট্টা, টুকরো অভিমান, কিছু টানাপোড়ন, সংশয় আর দ্বন্দ্বের গল্প ‘পুনর্মিলনে’। এই সিনেমায় প্রথমবাররে মত জুটি বাঁধতে চলেছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দেশের একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আজ মুক্তি পাবে ‘পুনর্মিলনে’।

ছোট পর্দায় ও ওটিটিতে এখন নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। নিজ অভিনয় গুণে দর্শকদের মনে পৌঁছে গেছেন তিনি। ‘পুনর্মিলনে’ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘পুনর্মিলনের গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। সিয়াম ভাইয়ের সঙ্গেও এই প্রথম কাজ করা হলো। তিনি খুব বিচক্ষণ মানুষ। আশা করছি, ভালো একটা কাজ হতে চলেছে।’

ফারিণের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে সিয়াম বলেন, ‘ফারিণ দারুণ গুণী একজন অভিনেত্রী। তার সাথে স্ক্রিন শেয়ার করে যার পরনাই আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক পুনর্মিলনে।’

‘পুনর্মিলনে’ নির্মাণ করেছেন ‘বড় ছেলে’ খ্যাত পরিচালক মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেন, ‘এটি মূলত কাজিনদের মধ্যকার বন্ধুত্বের গল্প। যেখানে রাগ-অভিমান, আনন্দ-উচ্ছ্বাস, কিছু টানাপোড়েন আর সংশয় ও দ্বন্দ্বের অস্তিত্ব রয়েছে।’

আরিয়ান আরও বলেন, ‘সাধারণত কাজিনদের বন্ধুত্বের গল্প পর্দায় উঠে আসে না। তাই এটা নিয়ে কাজ করা। আমার বিশ্বাস ছবিটি দর্শককে নস্টালজিক অনুভূতি দেবে। এটি দর্শক একা দেখেও মজা পাবেন, আবার পরিবারকে নিয়েও উপভোগ করতে পারবেন।’

সিয়াম-ফারিণ ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবাস তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।




মেহেরপুরে শিক্ষা প্রতিষ্ঠানে শুভ সংঘের বৃক্ষ রোপন

বসুন্ধরা-শুভসংঘ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে শুভ সংঘের সদস্যরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে স্কুল প্রাঙ্গনে বাতাবি, পেয়ারা, দেশি আতা, কদমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন কর্মসূচী পালন করে। ধারাবাহিকভাবে মেহেরপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃক্ষরোপনকালে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা খাতুন, সহকারী প্রধান শিক্ষক এনামুল হক, কালের কণ্ঠ মেহেরপুর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, বসুন্ধরা শুভ মেহেরপুর জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক নুরুল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আল ইকরাম সোহাগ, সহসভাপতি রফিকুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক আল মাসুম শেখ, কোষাধাক্ষ আসিফ ইকবাল শুভ, হাসানুজ্জামান, সদস্য আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

শুভসংঘের সভাপতি সহকারী অধ্যাপক নুর ইসলাম বলেন, ‘প্রাকৃতিক ভারসম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশের সর্ববৃহৎ শিল্প গোষ্ঠি বসুন্ধরা গ্রুপ সমাজের উন্নয়নে অনেক কর্মসূচি পালন করে থাকে। বসুন্ধরা-শুভ সংঘ অনেক সামাজিক কাজ করে থাকে, তারই অংশ হিসেবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। অমরা মেহেরপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের চেষ্টা করব। আমি বসুন্ধরা গ্রুপ -শুভসঙ্গ এবং এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি’।

কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক বলেন, ‘বৃক্ষরোপণ কর্মসূচির জন্য বসুন্ধরা-শুভসংঘর প্রতি কৃতজ্ঞতা জানাই। এ ধরনের কর্মসূচিতে তিনিও সম্পৃক্ত থাকতে চান।

প্রধান শিক্ষক সানজিদা ইসলাম বলেন, ‘বসুন্ধরা-শুভসংঘ আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করেছে তার জন্য আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। আমরা সবাই জানি ববৃক্ষরোপণের বিকল্প নেই। এটি শুধু সামাজিক দায়বদ্ধতাই না, এটা এক ধরনের সদকায়ে জারিয়া। আমি আশা করছি শুভসংঘ ভবিষ্যতেও এধরনের কর্মসূচি অব্যহত রাখবে।’




হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলবেন যেভাবে

বিশ্বের অন্তত ১৫০টি দেশে চালু হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচার। ফিচারটি চালু হওয়ার পর অনেকের মনে প্রশ্ন, কীভাবে নিজের চ্যানেল তৈরি করা যায়। চ্যানেল তৈরি করতে আপনার অবশ্যই একটি বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। শুধু তাই নয়, ফোনে একদম আপডেটেড হোয়াটস অ্যাপ ভার্সন ইনস্টল রাখতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু রাখতে হবে যাতে আপনার ব্যক্তিগত কোনো তথ্য কেউ না পায়। হোয়াটসঅ্যাপ চ্যানেলের থেকে যে সুবিধা পাবেন:

এনহ্যান্সড ডিরেক্টরি
আপনি আপনার দেশের এবং অটোমেটিক্যালি ফিল্টার করা যেকোনো চ্যানেল খুঁজে নিতে পারবেন। পাশাপাশি সেই সব চ্যানেল ফলো করতে পারবেন, যেগুলো অধিক সক্রিয় এবং বেশি ফলোয়ারের ভিত্তিতে জনপ্রিয়।

রিঅ্যাকশনস
বিভিন্ন চ্যানেলের বিভিন্ন আপডেটে ইমোজি রিঅ্যাকশন করে নিজের প্রতিক্রিয়া জানাতে পারবেন।

এডিটিং
একটি চ্যানেলের অ্যাডমিন তার আপডেটের পরিবর্তন সম্পাদনা করতে পারবেন ৩০ দিন পর্যন্ত। এর পরে তা স্বয়ংক্রিয়ভাবে সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে।

ফরোয়ার্ডিং
আপনি যখন কোনো আপডেট অন্য কোনো অ্যাকাউন্ট বা গ্রুপে পাঠাবেন, তখন সেই চ্যানেলের একটি লিঙ্কও তাতে যুক্ত থাকবে। যাতে করে ব্যবহারকারীরা সেই বিষয় ও চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন।

কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করবেন

.প্রথমে হোয়াটসঅ্যাপ বিসনেজ অ্যাকাউন্ট খুলতে হবে। এর পর আপডেট ট্যাবে প্লাস (+) আইকনে ক্লিক করতে হবে।
.এই অপশনে ক্লিক করার পর নিউ চ্যানেল অপশন দেখতে পাবেন
.নিউ চ্যানেলে ক্লিক করে গেট স্টার্টেডে প্রবেশ করে অনস্ক্রিন ইনস্ট্রাকশনসে লেখা কিছু নির্দেশনা অনুসরণ করুন।
.এরপর চ্যানেলের নাম দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।

সূত্র: ইত্তেফাক




আবারও বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন শ্রীরাম

বিশ্বকাপের আগে বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্বে নিচ্ছেন শ্রীধরন শ্রীরাম। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘বিশ্বকাপের জন্য আমরা তাকে নিচ্ছি। তিনি টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।’

গত বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে সে যাত্রাটা মধুর হয়নি শ্রীরামের। তবে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীধরন শ্রীরাম।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগে কাজ না করে টাকা উত্তোলনের অভিযোগ

মেহেরপুরে সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারের সংস্কার কাজ না করেই ঠিকাদার ও কর্মকর্তাদের যোগসাজশে সংস্কার বিল উত্তোলন করে ভাগ বাটোয়ারার অভিযোগ উঠেছে।

২০২২-২৩ অর্থবছরে মেহেরপুর সড়ক ও জনপদ অফিসের স্টাফ কোয়ার্টার সংস্কারের একটি ই- টেন্ডারে (e-GP/LTM/MERD/31/2022-23) ৮ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে স্টাফ কোয়াটারের ভিতর ও বাইরের সংস্কার কাজের দায়িত্ব পান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ছোট ভাই ঠিকাদার শহীদ সরফরাজ হোসেন মৃদুল।

৮১৯৯৭৮ নম্বর টেন্ডার আইডিতে কার্যতালিকায় দেখা যায় ৮ লক্ষ ৫০ হাজার টাকার কাজের মধ্যে রয়েছে স্টাফ কোয়ার্টারের ভিতর ও বাহিরের দেওয়ালের মেরামত, বৈদুতিক লাইনের মেরামত, প্লাম্বিং, সীমানা প্রাচীর এবং সড়ক ও জনপদের অফিসসহ স্টাফ কোয়ার্টারের রং করার কাজ। কিন্তু ঠিকাদার শহীদ সরফরাজ হোসেন মৃদুল, সড়ক ও জনপদ বিভাগের এসও সাব্বির হোসেন এবং এসডিই মিজানুর রহমান পারস্পরিক যোগসাজশে কোন ধরনের সংস্কার কাজ না করেই জুন মাসে সমূদয় কাজের টাকা উত্তোলন করে নিয়েছেন।

এ বিষয়টি নিয়ে মেহেরপুর প্রতিদিন অনুসন্ধান শুরু করলে সম্প্রতি দায়সারাভাবে লোক কাজ শুরু করা হয়েছে।

এ ব্যাপারে মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের এসও সাব্বির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ট্রেনিংয়ে ঢাকাতে আছেন। এসডিই মিজানুর রহমানের কাছে ঠিকাদার কাজ না করে অর্থ কিভাবে উত্তোলন করল এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘ঠিকাদারকে টাকা দেওয়া হয়নি আমরা টাকা উঠিয়ে রেখে দিয়েছি, অন্যথায় জুন মাস শেষে টাকা ফেরত যেত এবং অনেক বড় ক্ষতি হয়ে যেত। ‘ কিন্তু এভাবে টাকা উঠিয়ে রাখার কোন সরকারি বিধান আছে কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ছোট ভাই ঠিকাদার শহীদ সফরাজ হোসেন মৃদুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

অনুরূপভাবে ৭৮৩২৩৭ নম্বর ওয়ার্ক অর্ডারে দেখা যায় ১৯৯৫৭৯.৯৮(এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত উনআশি) টাকা ব্যয়ে সড়ক ও জনপদ অফিসের গ্যারেজের সংস্কার ও রং করার কাজ। অভিযোগ এখানেও কোন কাজ না করেই ভূয়া বিলের মাধ্যমে টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে। সরেজমিনে যেয়েও কোন কাজের চিহ্ন পাওয়া যায়নি। কাজটির ঠিকাদার সম্পর্কে জানতে বারবার এসও সাব্বির হোসেন এবং এসডিই মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলেও তারা এই সম্পর্কিত কোন তথ্য দেননি। এই দুই কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির বিস্তর অভিযোগ।




মেহেরপুর আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য গ্রহন

মেহেরপুর আদালতে প্রথম বারের মত ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানী, উপস্থিতি এবং সাক্ষ্য গ্রহনসহ সকল কার্যক্রম পরিচালনা করে স্মার্ট বিচার বিভাগরে যাত্রায় নতুন মাত্রা সৃষ্টি করলেন এক জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট।

গতকাল বুধবার পৌনে ১২টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এর আদালত এই সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আদালত গেফতারি পরোয়ানার আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এস আই আবুল হাসেম ২০২১ সালে মেহেরপুর সদর থানায় কর্মরত অবস্থায় মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার নম্বর জে.আর.-২৯৭/২১ (রাষ্ট্র বনাম শ্রী পেনাতোশ গং)। বদলিসূত্রে বর্তমানে তিনি বাগেরহাট জেলার কচুয়া থানায় এস আই হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে ৪টি তারিখ তার সাক্ষ্যের জন্য দিন ধার্য থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। এ কারনে মামলাটি নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছিলো। এ কারণে আদালত “আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০” এবং চলতি বছরের ২০ আগষ্ট সুপ্রীম কোর্টের জারিকৃত প্রাক্টিস নির্দেশনার আলোকে ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে মামলার দুই আসামি শ্রী মনা হালদার ও শ্রী পেনাতোশ হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক এস এম শরিয়ত উল্লাহ।

আদালতের বেঞ্চ সহকারী মো: জাহাঙ্গীর জানান, ভিডিও কনফারেন্সে সাক্ষ্য গ্রহণের আদেশটি এজাহারকারী ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে ইমেইলের মাধ্যমে জুম অ্যাপসের মিটিং এর তারিখ, সময়সহ বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া ই-মেইলে এজাহার, জব্দতালিকা সহ সংশ্লিষ্ট কাগজাদি প্রেরণ করা হয়েছিলো। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ফলে মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ে আছে। অথচ এই সাক্ষীর জন্য মামলাটি দীর্ঘদিন পেন্ডিং ছিল।

মামলার সাক্ষী এস আই আবুল হাসেম বলেন, সাক্ষ্য গ্রহণকালে আমি কোন সমস্যা অনুভব করিনি। আদালতে আমরা যেভাবে কাজ করি সেভাবেই এই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত, পুলিশসহ সকলের ভার্চুয়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মেহেরপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মানস রঞ্জন দাস বলেন, নি:সন্দেহে একটি ভালো উদ্যোগ। পুলিশের অনেক কর্মকর্তারা বদিলজনিত কারণে সময়মত সাক্ষ্য দিতে আসতে পারেন না। এতে মামলা নিষ্পত্তি হতে বিলম্ব হয়। ডিজিটাল এ পদ্ধতির কারণে মামলা জট যেমন কমবে তেমনি সরকারি টাকার খরচও কমবে।

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খ.ম হারুন বিন ইমতিয়াজ জুয়েল সাধুবাদ জানিয়ে বলেন, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলার সাক্ষ্য গহণ করায় মামলা জট কমবে। এতে জনগণ উপকৃত হবে এবং একই সঙ্গে রাষ্ট্রিয় অর্থ ব্যয়ও কমবে। এ পদ্ধতিতে মামলার কার্যক্রম পরিচালনা অব্যহত রাখার আহবান জানান তিনি।

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রাকিটস নির্দেশনা আদেশের বলে মেহেরপুরে প্রথম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুনানী হলো। এর ফলে মামলার জট কমার পাশাপাশি সাধারণ জনগনও উপকৃত হবে।




চুয়াডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ 

চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকাল চারটার সময় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এই খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।

গত ১৯ই সেপ্টেম্বর মঙ্গলবারে চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ সেমিফাইনাল খেলে বালক ও বালিকা দুটি দল ফাইনালে অংশগ্রহণ করে । অংশগ্রহণ খেলায় গতকাল বুধবার বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় চার -এক গোলের ব্যবধানে পরাজিত করে আলমডাঙ্গা ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকদের। আর আলমডাঙ্গা উপজেলা উদায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকারা চার-শুন্য গোলের ব্যবধানে পরাজিত করে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে।

এরপর বিজয়ী দল চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা উদায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ও চুয়াডাঙ্গা সদর খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলদের বিজয়ী পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, আজকে এই খেলাটা মাদক সমাজ মুক্ত করবে। খেলা ধুলা করলে মন মানসিকতা ভালো থাকে। খেলা ধুলার পাশাপাশি শরির চর্চা করতে হবে। খেলা ধুলাও করতে হবে পড়াশোনাও করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ছাত্র ছাত্রীদের খেলার জন্য আলাদা কিছু ভাবছে। খেলার অনুশীলনী করতে হবে। খেলা ধুলা করবো আর মাদক থেকে দুরে থাকবো। খেলার সময় খেলা পড়ার সময় পড়া। খেলা ধুলা করতে হবে আর সুন্দর সমাজ গড়তে হবে। আজকের এই বিজয় দল একদিন বিভাগীয় পর্যায়ে খেলবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহম্মেদ, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শারমিন সেলিনা আজাহার সহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ

এছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।




চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের উঠান বৈঠক ও গণসংযোগ

চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আফরোজা পারভীনের নেতৃত্ব চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের যুব মহিলা লীগের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য মুসলিমা মেম্বারের আয়োজনে আজ বুধবার বিকাল চারটার সময় এই উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পথসভা কর্মী সমাবেশ উঠান বৈঠক ও গণসংযোগ করছেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন।

এ সময় আফরোজা পারভীন বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই বিএনপি দল যদি আবারো কোন প্রকার চক্রান্তের চেষ্টা করে তাহলে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের পক্ষ থেকে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি দেশের উন্নয়নের জন্য আবারো নৌকা মার্কায় ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সহ-সভপতি পূর্ণিমা হালদার,যুগ্ম সাধারণ সম্পাদক আলিজা খাতুন, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি-কাজলী আক্তার, সাংগঠনিক সম্পাদক সপ্না খাতুন চিনি, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহেদা খাতুন,আলমডাঙ্গা উপজেলার যুব মহিলা লীগের সভাপতি মনিরা খাতুন, সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, চুয়াডাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড সভাপতি-আরজিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি, সাংগাঠনিক সম্পাদক মিতা রানী, ৬ নং ওয়ার্ড সভাপতি রুপালি, সাধারণ সম্পাদক ফাহিমা, ২নং ওয়ার্ড কমিটির অর্থ সম্পাদক শিউলি খাতুন, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ রাতুল, সাকিব শেখ, মাহফুজ, আকাশ, কুতুব, রিপন, শাওন, সিফাত, জিরান, সেজান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ




চুয়াডাঙ্গার বেনীপুর গ্রামের মিজানুরের লাশ আট দিন পর ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের পর চুয়াডাঙ্গার জীবননগর উপজলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের নিখোঁজ মিজানুর রহমানের (৫০) লাশ আট দিন পর বিজিবির কাছ ফিরিয় দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ বুধবার বিকাল ৫টার পর বাংলাদশ-ভারত সীমান্তের নোনাগঞ্জ শুন্য রেখায় লাশ নিয়ে আসা হলে নিহতের স্ত্রী নাসিমা খাতুনের সনাক্তর পর এদিন সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে হস্তান্তর করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান জানান, বিএসএফর গুলিত নিহত বাংলাদশী নাগরিক বেনীপুর গ্রামের ক্যাম্পপাড়ার মরহুম নছর উদ্দিনের জামাতা এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়ার স্থায়ী বাসিন্দা নবিছদ্দীনের ছেল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যান্তরে অনুপ্রবশের পর নিখোঁজ হয়েছিলেন। তার পরিবারের দাবী গরু আনতে গিয়ে বিএসএফ সদস্যদের মুখামুখী হলে তারা তাকে গুলি করে হত্যা করে। নিহতের পারিবারের পক্ষ থেকে বলা হয়,ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নােনাগঞ্জ সীমান্তে ওই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

লাশ হস্তান্তের সময় উপস্তিত ছিলেন, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, মিজানুর রহমান কিছুদিন ধরে ভারতীয় গরু অবৈধভাবে আনা নেওয়ার সঙ্গে জড়িত ছিল। এছাড়াও তিনি সাম্প্রতিক সময় অবৈধভাব মানুষ পারাপার করতো।

গত বুধবার (১৩ সেপ্টম্বর) রাত ৮টার দিকে তিনি নিজ এবং তার সহযােগী কয়েকজন অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নােনাগঞ্জ সীমান্তেযান। সেখান থেকে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছােড়েন। এতে তিনি মারা যান।

লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম, বেনীপুর বিওপি কমান্ডার আতিয়ার রহমান,জীবননগর থানার এসআই এস.এম. রায়হান, এসআই সৈকত পাড়, জীবননগর উপজলা স্বাস্থ কমপ্লক্সের চিকিৎসক মােস্তাফিজুর রহমান। এ সময় ভারতের বিএসএফের উপস্থিতে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থানা পুলিশ লাশটি নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেন। এরপর আইনগত প্রক্রিয়া শেষ নিহত মিজানুরের লাশ দাফনের উদ্দেশ্য তার আত্মীয়-স্বজন এ্যাম্বুলন্সে করে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়ায় নিয়ে যান।




আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে আইলহাঁস বাজারে এ কর্মি সভার আয়োজন করা হয়।
কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে ছেলুন জোয়ার্দ্দার ছেলুন বলেন,আওয়ামীলীগ সরকার দেশে যে উন্নয়ন করেছে তা কারো অজানা নেই। এই আইলহাঁস ইউনিয়েনর রাস্তাগুলো দেখেন। এক সময় এখানকার সব রাস্তায় কাঁচা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রতিটি রাস্তা পাকা হয়েছে। ইউনিয়নের স্কুল গুলোতে বিল্ডিং হয়েছে। বিএনপি-জামায়াতের সময় সন্ত্রাস ছিল,আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর সন্ত্রাস দমন করা হয়েছে। মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করছে।
আপনারা যারা দলের কর্মি আছেন আপনারা সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট চান। ভোট চাওয়ার মত অনেক অর্জন রয়েছে আমাদের। আজকে ৭১এর পরাজিত শত্রুরা, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা আবারও ষড়যন্ত্র করছে।
তিনি বলেন,জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার নৈপথ্যের কারিগর। সেই জিয়াউর রহমানের সৃষ্টি বিএনপি। জিয়াউর রহমান ক্ষমতা এসে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দেয়। আপনাদের বাবা-মাকে হত্যা করা হলে আপনারা যদি আদালতে গিয়ে বিচার না,পান তাহলে কেমন লাগবে?
যেদিন  বঙ্গবন্ধুকে ঘাতকরা হত্যা করে, সেদিন মানবাধিকার কোথায় ছিল। আজকে মানবাধিকারের কথা বলেন। বিএনপি মানবাধিকার দেখায় আমাদের। আমেরিকা মানবাধিকার দেখাও,পশ্চিমারা মানবাধিকার দেখাও আমাদের। যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে আইন করে বিচার বন্ধ করেছিল। সেদিন মানবাধিকার কোথায় ছিল।
আমেরিকা আপনারা বড় দেশ, আপনাদের মত থাকেন, আমাদের উপর লাঠি ঘুরানোর চেষ্টা করেন না।
এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন,তৃণমূলের নেতা কর্মিদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ৭১ সালে আমরা তরুনরা যেভাবে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম, আজকে ছাত্রলীগ যুবলীগকে প্রস্তুত থাকতে হবে। যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আইলহাঁস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জৈল হোসেনের সভাপতিত্বে কর্মি সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান,এ্যাডভোকেট সামসুজ্জোহা, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস,সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক   শহিদুল ইসলাম, শওকত মিয়া, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, আব্দুল কাদের, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু,উপজেলা ভাইচ চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, মাসুদ রানা তুহিন। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম বাদলের উপস্থাপনায় আরোও উপস্থিত ছিলেন নাগদাহ ইউপি চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার,খাসকররা ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল, হায়াত, বিল্লাহ গনি,  হেলা মিয়া, রশীদ, ছাত্রলীগ নেতা বাদসা,রকি প্রমুখ।