গাংনী ও মুজিবনগরে পুলিশের অভিযানে গ্রেফতার-৬

গাংনী ও মুজিবনগর থানা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ৬ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত ২ ও চুরির অভিযোগে ১ জন গ্রেফতার হয়েছে। এছাড়া গাংনী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেফতার হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশের পৃথক পৃথক অভিযানে এসব আসামি গ্রেফতার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন। সংশ্লিষ্ট থানা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




একদিনে ৩০৮৪ রোগী হাসপাতালে, মৃত্যু ১৭

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৪ জন। বর্তমানে সারাদেশে মোট ১০ হাজার ৩২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৮৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯৪ জন ও ঢাকার বাইরের দুই হাজার ১৯০ জন। একই সময়ে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন ঢাকার ও ৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৪ হাজার ১২৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৯৬ হাজার ৬৪১ জন ভর্তি হয়েছেন।

এ বছর আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮৯৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৯ হাজার ৬৯২ জন এবং ঢাকার বাইরের ৯০ হাজার ২০৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন, ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের এবং ২০২২ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ২৮১ জনের।




মেহেরপুরে কোন হাসপাতালেই নেই এন্টিভেনম

আজ ১৯ সেপ্টেম্বর। সাপে কাটা সচেতনতা দিবস। প্রতিনিত সাপে কেটে মানুষ হাসপাতালে ভর্তি হয়। সাপে কাটা রোগীর চিকিৎসায় এন্টিভেনম ইনজেকশন অন্যতম। এন্টিভেনম প্রয়োগের ফলে অনেক সাপে কাটা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। অনেকে কুসংস্কারের প্রভাবে পড়ে ওঝাদের কাছে চিকিৎসা নিতে গিয়ে জীবন সংশয়ে পরেন, এমনকি প্রাণও হারাচ্ছেন। ফলে হাসপাতাল গুলো পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম থাকলে সাপে কাটা রোগীরা চিকিৎসা সুবিধা পাবেন। কিন্তু এন্টিভেনমের অভাবে অনেকে চিকিৎসা নিতে পারেন না।

মেহেরপুর জেনারেল হাসপাতালে এক সপ্তাহ ধরে এবং গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দীর্ঘদিন ধরে এন্টিভেনম নেই। ফলে সাপে কাটা রোগীরা এন্টিভেনম না পেয়ে ফিরে যাচ্ছেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জামির মো: হাসিবুস সাত্তার বলেন, সপ্তাহখানেক আগে হাসপাতালে এন্টিভেনম শেষ হয়েছে। চাহিদা পত্র পাঠানো হয়েছে আশা করছি অল্প কিছুদিনের মধ্যে সঙ্কট দূর হবে।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিক্যাল অফিসার তৌফিক আহমেদ জানান, গত জুন মাসে এন্টিভেনম শেষ হয়েছে। জুলাই মাসে চাহিদা পত্র পাঠানো হয়েছে। কিন্তু এখনো পাওয়া যায়নি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার দবির উদ্দিন বলেন, ৬ মাস আগে এন্টিভেনম শেষ হয়েছে। তিন বার লিখিত চাহিদাপত্র দেওয়া হয়েছে। এছাড়া প্রতিমাসে সিভিল সার্জন অফিসের মিটিংয়ে চাহিদার কথা মনে করিয়ে দেওয়া হয়। এখনো পাওয়া যায়নি।




শেষ পৃষ্ঠা




তৃতীয় পৃষ্ঠা




দ্বিতীয় পৃষ্ঠা




প্রথম পৃষ্ঠা




রাজনৈতিক দৌড়ে পরাজিত হয়ে আমার বিরুদ্ধ মিথ্যাচার করছে একটি মহল – এম এ খালেক

রাজনীতির দৌড়ে পরাজিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে একটি মহল। সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমার জনপ্রিয়তা নষ্ট করার পাঁয়তারা করছে মহলটি। আমার বিরুদ্ধে কারা কারা ষড়যন্ত্র করছে আমি তা জেনে ফেলেছি। আমি ওইসব ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে সামনে এগিয়ে যাব, এমনটাই বলছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।

গতকাল সোমবার বিকেলে তিনি তার নবনির্মিত মাছের খাবার তৈরি কারখানায় এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

এমে খালেক বলেন, ফেসবুক পেইজে ফেক আইডিতে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ছড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে বলানো হচ্ছে। গাংনী পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের তার নিজস্ব দুই বিঘা জমিতে মাছের খামার ফ্যাক্টরি নির্মান কাজের স্থান পরিদর্শন কালে তিনি জমি নিয়ে চযালেন্জ করেন। তিনি বলেন,যদি একটুকরো জমি সরকারের বা অন্য মালিকের প্রমান করতে পারেন তবে, আমি রাজনীতি ছেড়ে দেব।

এসময় গাংনী পৌ আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, শ্রমিক ইউনিয়নের সভাপতি জমির হোসেন,গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মনিরুল ইসলাম মনি,জেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি শাহাদুজ্জামান শিপুসহ আওয়ামীগ,ছাত্র লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক তার দুই বিঘা জমির ওপর একটি মাছের খাদ্য উৎপাদন কারখানা মির্মাণ করছেন। রেজিষ্ট্রেশন সহ নানা রকম সরকারের নিয়ম মেনে বছর খানেক আগে কাজ শুরু হয়। বিম ঢালায় পর্যন্ত কাজ চলমান। এসময় তার পাশের একটি জমি মালিকের অনুমোদিত সাপেক্ষে লিজ নিয়ে সমান করছিল। এসময় গাংনী পৌরসভার ৯ মম্বর ওয়ার্ড কাউন্সিলে রাশিদুল ইসলাম খোকন গিয়ে এমএ খালেকের স্কেবিটর চালকে মারধর করে। পরে গাংনী পৌরসভা মেয়র আহম্মেদ আলীকে বিচার করার অমুরোধ জানালে মেয়র আহম্মেদ আলী বিচার করেনি। পরে আইনের আশ্রয় নেয় স্কেবিটর চালক।

এদিকে রাশিদুল ইসলাম খোকন এমএ খালেক কে নিয়ে ফেসবুকে ভূমিদস্যু আখ্যায়িত করে মান হানিকর মনগড়া নামা মন্তব্য লিখে এমএ খালেকের মামহানি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিবাদ জানানো হয়।

অন্যদিকে শ্রমিক মির্যাতনের বিচার চেয়ে ব্রিফিং করেন গাংমী শ্রমিক ইউনিয়নের সভাপতি জমির উদ্দিন ও মনিরুল ইসলাম মনি।




মেহেরপুরের নতুন দরবেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারীর মৃত্যু

মেহেরপুর সদরের নতুন দরবেশপুরে সড়ক দুর্ঘটনায় এশিয়া খাতুন (৩৭) নামের এক মধ্যবয়সী নারীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার দুপুর আনুমানিক ৩ টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।  এশিয়া খাতুন মেহেরপুর সদরের কলাইডাঙ্গা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী।

জানা যায়, এশিয়া খাতুন নতুন দরবেশপুর থেকে মুরগি কিনে ছেলে ইয়ামিনের মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে নতুন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরবর্তী সালেকীন মিয়ার বাড়ীর সামনে পৌছুলে ছাগল বাঁচাতে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়। সেখানেই রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন এশিয়া খাতুন। স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহীতে রেফার্ড করে। রাজশাহী নেওয়ার পথে হাসপাতালের অদুরবর্তী ওয়াপদা মোড়ে পৌছুলে এশিয়া খাতুন মৃত্যু বরণ করেন।

বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে রাত সাড়ে ১০ টায় তার লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। এশিয়া খাতুন দুই পুত্র সন্তানের জননী ছিলেন।




প্রতিবন্ধীদের অবহেলা নয় ভালােবাসতে হবে- এমপি টগর

দর্শনায় প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে দর্শনা কলেজ মাঠের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত থেকে প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, জনন্দদিত জননেতা হাজি আলী আজগার টগর বলেন, আ.লীগ সরকারের শাসনামলে দেশ বিধবা, প্রতিবন্ধি, মাতৃকালীন, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা করেছে। প্রতিবন্ধিরা এক সময় পরিবারের বোঝা মনে করা হলেও এখন তা নয়। কারণ অনেক প্রতিবন্ধি সরকারের সহযােগীতায় স্বাবলম্বি হয়েছে। তাছাড়া সরকার তাদের নিয়মিত ভাতা ব্যবস্থা চালু করেছে। সেক্ষত্রে প্রতিবন্ধিদের অবহেলা না করে ভালবাসতে হবে।

একটি বেসরকারি সংসংস্থার আয়াজনে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, সাবেক চেয়ারম্যান গােলাম মর্তূজা, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, কেরুজ অবসরপ্রাপ্ত এডিএম শেখ শাহাব উদ্দিন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, জেসিআই ঢাকা এ্যাস্ট্রালের পরিচালক মুনতাসির আজগার আকাশ, সংস্থার সভাপতি সাবির সামি মুহিত, শিকড় কল্যান সংস্থার সাধারণ সম্পাদক আবিদ জামাল, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা রুস্তম আলী, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করা হয়। পরে অতিথিদের সংস্থার পক্ষ থেক উত্তরণী পরিয়ে দেয়া হয়েছে। এমপি আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা স্মারক দেওয়া হয়। সার্বিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক মিঠুন মাহমুদ।