প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বাবু

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু।

গত ১৩ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব তবিবুর রহমান স্বাক্ষরিত ফলাফলের তালিকা থেকে এ তথ্য জানা যায়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত দামুড়হুদা উপজেলায় নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি হওয়ায় কয়েক বছর আগেও ওই অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার উদ্বেগজনক ছিল। কোভিড-১৯ পরবর্তী সময়ে প্রাথমিকের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু।

নিয়মিত কাজের ফাঁকে সময় পেলেই ছুটে যান বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে। মজার মজার গল্পের মাধ্যমে কোমলমতি শিশুদের আকৃষ্ট করে। শিশুদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে উপহার দেন স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, টিফিন বক্স, শিক্ষা উপকরণসহ নানা খেলার সামগ্রী।

এছাড়াও নিয়মিত উপস্থিত হন বিদ্যালয়ের অভিভাবক মা সমাবেশে। তার প্রচেষ্টায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি পড়ালেখায় মনোযোগী হয়ে উঠার প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব তবিবুর রহমান বলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান হবার পর থেকেই শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে উল্লেখযোগ্য অবদান রেখেছেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে এ বছর ১৪ জনকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।




গাংনীর ছেলে ওসি মোস্তাফিজুর খুলনা বিভাগের শ্রেষ্ট ওসি নির্বাচিত

এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন স্থানে সাড়াসী অভিযান, মাদক স্পট নির্মূল, সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে ব্যাপক কর্মতৎপরতা, অপরাধ প্রবণতা বন্ধ, এলাকার চিহৃিত সন্ত্রাস, চোর, ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, ভুমিদস্যুসহ অপরাধীদের ধরে আইনের আওতায় এনে জেল হাজতে প্রেরণ সহ নানা কারনে খুলনা বিভাগের শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান। ওসি মোস্তাফিজুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের ছেলে।

থানার অফিসার ইনচার্জের এর নেতৃত্বে কলারোয়া পৌরসদর সহ উপজেলার ১২টি ইউনিয়ন ও সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা বন্ধের ব্যাপক অভিযান পরিচালনা করেন। ফলে অপরাধ ও মামলার সংখ্যা পূর্বের তুলনায় অর্ধেক নেমে এসেছে। তার নির্দেশে বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা স্পেশাল টিম গঠন করে অভিযান পরিচালনা করে এসব অপরাধ প্রবনতা কমিয়ে এনেছে।

আইন শৃংখলা রক্ষায় ওসি মোস্তাফিজুর রহমান ইতিমধ্যে খুলনা বিভাগের শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়ে ক্রেষ্ট ও সনদপত্র গ্রহন করেছেন। এছাড়া কয়েক বার জেলার মধ্যে শ্রেষ্ট ওসি ও থানা নির্বাচিত হয়েছেন।




স্নাতক পাসে নিয়োগ দেবে ইজি ফ্যাশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইজি ফ্যাশন লিমিটেড। প্রতিষ্ঠানটিতে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

কম্পিউটার অপারেটর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকানো বিষয়ে স্নাতক পাস হতে হবে। গ্রাফিক ডিজাইন বিশেষজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বিবেচনা করা হবে। বাংলা টাইপিংয়ে দক্ষ হতে হবে। বয়স ২০ থেকে ৩২ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে ডেটা এন্ট্রি, ইন্টারনেট ব্রাউজিং, এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। প্রার্থীর কম্পিউটার কম্পোজিং গতি (বাংলা-20 wpm, ইংরেজি-30wpm) থাকতে হবে। স্মার্ট, উপস্থাপনযোগ্য, উদ্যমী, চমৎকার যোগাযোগ এবং উপস্থাপনা দক্ষতা।

কর্মস্থল

ঢাকা

বেতন

২০,০০০ – ২৫,০০০/- (মাসিক )।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩০ সেপ্টেম্বর ২০২৩

সূত্র : বিডিজবস




জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) কলকাতার একটি আদালত সালমান খানের এই নায়িকার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

দি টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগণার ৬টি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জেরিন খানের। বেশ কয়েকটি কালী পূজার উদ্বোধন করার কথাও ছিল তার। ভিডিও বার্তায় জেরিন খান কলকাতায় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানিয়েছিলেন। এজন্য অগ্রিম ১২ লাখ রুপি নেন তিনি। কিন্তু তিনি কোনো অনুষ্ঠানেই উপস্থিত হননি।

পরে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৫০৬, ১২০ বি ও ৪২০ ধারায় নারকেল ডাঙ্গা থানায় মামলা দায়ের করেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। এ মামলার শুনানি অনুষ্ঠিত হলেও হাজির হননি জেরিন খান কিংবা তার আইনজীবী। তারই পরিপ্রেক্ষিতে রোববার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির কর্মকর্তা বিশাল গুপ্ত টিভিনাইনকে বলেন, অনুষ্ঠানের কয়েক দিন আগে জেরিন খান আমাদের জানান, তিনি আসবেন না। কারণ তার কলকাতায় আসার ইচ্ছা নেই। ততদিনে আমরা অগ্রিম ১২ লাখ রুপি জেরিন খানকে দিয়ে দিয়েছি। তাছাড়া উনি আসবেন এজন্য সারা শহরে ব্যানারও লাগানো হয়েছিল। এতে আমাদের কয়েক লাখ রুপি খরচ হয়। সব মিলিয়ে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই। অর্থ ফেরত না পেয়ে পুলিশের দ্বারস্থ হই।

‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। যেখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘হেট স্টোরি-থ্রি’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’, ‘রেডি’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।




গাংনীতে বিফ ক্যাটল ফ্যাটেনিং ’’ বিষয়ক প্রদর্শনীর উপকরণ বিতরণ

পিকেএসএফ-এর অর্থায়নে ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিটভূক্ত প্রাণিসম্পদ খাতের আওতায় ১০ জন সদস্যর মাঝে ‘‘ব্যায় সাশ্রয়ী পদ্ধতিতে বিফ ক্যাটল ফ্যাটেনিং ’’ বিষয়ক প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

এ সময় সদশ্যদের রাত্রি কালীন ঘর নির্মাণ বাবদ নগদ টাকা,ঘাসের কাটিং, ইউরিয়া মোলাসেস ও কেঁচো সার তৈরীর উপকরণ বিতরণ করা হয়। পরে সদস্যদের সাথে প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্য এবং গরু মোটাতাজা করণের উপকারিতা সংক্রান্ত বিষয় নিয়ে পরামর্শ প্রদান ও বিস্তারিত আলোচনা করা হয়।

২০২৩-২০২৪ অর্থবছরের আর্থিক সহায়তায় পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) বাস্তবায়ন করে।




সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

লা লিগায় পিছিয়ে পড়েও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গতরাতে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। লিগে টানা পঞ্চম জয় নিয়ে শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধে ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই আন্ডার ব্যারেনেটক্সিয়া গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। কোন দল গোল না করতে পারলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। দ্বিতীয়ার্ধে প্রথম মিনিটেই গোল করে দলকে সমতায় ফেরান ফেদেরিকো ভালভার্দে। এরপর ম্যাচের ৬০ মিনিটে হোসেলুর গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শীর্ষ্যরা। ম্যাচে প্রথমবারের মতো লিড নেওয়ার পর বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত আর কোন গোল না হয়লে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

সূত্র: ইত্তেফাক




গুগলের বিরুদ্ধে মামলা ও ব্রাউজিং অভিজ্ঞতার পরিবর্তন

আধুনিক বিগ টেক অ্যান্টি ট্রাস্ট মুভমেন্টের প্রথম বড় মামলাটি গুগলের বিরুদ্ধে করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইন বিভাগ গুগলের সার্চ ইঞ্জিন নিয়ে মনোপলি শুরু হচ্ছে। তাতে সমস্যা কোথায়? ব্যবহারকারীর সার্চ অভিজ্ঞতায় বদল।

১৯৯০ সালে ডজের ঘটনার পর এবারই প্রথম বড় টেক কোম্পানিকে এমন মামলার মুখোমুখি হতে হচ্ছে। মামলায় প্রতিপক্ষ জিতলে ইন্টারনেটে সার্চ অভিজ্ঞতা যাবে বদলে।

অনেকে সার্চ ইঞ্জিনকে স্বাভাবিক মনে করেন। যেহেতু ব্যবহার করতে খরচ নেই তাই অনেকে এর গুরুত্ব বোঝেন না। মাত্র ২৫ বছরে গুগল ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে৷ আর মামলাটিও গুগলের বিজ্ঞাপন প্রযুক্তিকে কেন্দ্র করে। ব্যবহারকারীদের ডাটা অনৈতিকভাবে সংগ্রহের অভিযোগ তাদের বিরুদ্ধে। এখনও গুগলের লাভের ৬০ শতাংশ আসে সার্চ ইঞ্জিন থেকে। ২০২২ সালের সমীক্ষা অন্তত তাই বলছে।

মাইক্রোসফটের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা হওয়ায় গুগলের উত্থান ঘটেছিল। এবার গুগল একই সমস্যার মুখোমুখি। ডজের বিরুদ্ধে গুগল পরাজিত হলে আমাদের ব্রাউজিং অভিজ্ঞতা যে বদলে যাবে তা নিশ্চিত।

সূত্র: ভোক্স




সরকারের উন্নয়ন তৃণমুল পর্যায়ে পর্যন্ত পৌছে গেছে -এমপি খোকন

রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট, স্কুল কলেজ, মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ, গাংনী উপজেলার প্রশাসনিক ভবন, সাব রেজিস্ট্রার ভবন, মসজিদ নির্মাণ, নদী খনন থেকে শুরু করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, শিশু ভাতা সব কিছুর উন্নয়ন হয়েছে। সাংবাদিকদের উচিৎ সরকারের উন্নয়নগুলো তুলে ধরা। তিনি বলেন সাংবাতিকতায় দল মতবাদ থাকতে পারে। কিন্তু দেশের উন্নয়নের ক্ষেত্রে চিত্রটি তুলে ধরা উচিৎ।

আজ সোমবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়কালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদ বিশ্বাস পচু, রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসু্জ্জামান মঙ্গল, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম।

গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন, সাহাজুল সাজু, মাসুদ রানা প্রমুখ। এসময় গাংনী উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

এমপি সাহিদুজ্জামান খোকন আরও বলেন, আমি এমপি হওয়ার আগে গাংনী উপজেলার শিক্ষার উন্নয়নে কাজ করতে চেয়েছি। আমার স্বপ্ন ছিল প্রত্যন্ত গ্রামে বসবাস করে আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। এমন স্বপ্ন থেকে মহান জাতীয় সংসদে একাধিকবার বিশ্ববিদ্যালয় দাবী করেছি। মাননীয় প্রধান মন্ত্রী আমাদের জেলাতে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়ক নির্মাণ ফোর লেনসহ বারবার দাবী করেছি প্রধানমন্ত্রী আমাদের মেহেরপুর-কুষ্টিয়া সড়কটি ফোর লেনসহ অনুমোদন দিয়েছেন। যা এখন চলমান রয়েছে। যেসব এলাকার রাস্তা-ঘাটে কাঁদায় চলাচল করা যেতো না সেইসব রাস্তাগুলি এখন পাকা রাস্তায় পরিণত হয়েছে। মানুষ স্বচ্ছন্দে চলাচল করছে। এলাকার উন্নয়নের পাশাপাশি আইন শৃংখলার প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। এখন গোয়ালের গরু পাহারা দেওয়া লাগেনা। রাতে কৃষকরা তাদের গোঁয়ালে গরু রেখে আরামে ঘুমাতে পারেন।

এমপি খোকন আরও বলেন, ব্যবসায়ীরা এই সরকারের আমলে আরামে ব্যবসা বানিজ্য পরিচালনা করছেন। কেউ তাদের কাছে গিয়ে চাঁদা দাবী করেনা। জোর জুলুম বা মাস্তানী নেই। এই উপজেলার মানুষ এখন রাজনৈতিক হানাহানি থেকে মুক্ত রয়েছেন।




গাংনীতে দুই দিন ব্যাপি মাছ চাষ বিষয়ক দক্ষতা প্রশিক্ষণ

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) কর্তৃক সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্যখাত এর আওতায় দুই দিন ব্যাপি উন্নত ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।  উক্ত প্রশিক্ষণ পিএসকেএস খামার ও প্রশিক্ষণ কেন্দ্রে, অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল আলম মন্ডল, সহকারি পরিচালক (প্রশিক্ষণ); সংস্থার মৎস্য কর্মকর্তা ও মৎস্য চাষীসহ মাছ চাষে সফল খামারি।

এ সময় মাছ চাষ ব্যবস্থাপনা, গুনগত মানসম্পন্ন মাছের বৈশিষ্ট্য, মাছ চাষে সরকারের নানা পদক্ষেপ ও সফলতা, দেশী মাছ চাষের গুরুত্ব, উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ ব্যবস্থাপনা, পুকুর ব্যবস্থাপনা ও মজুদকালীন ব্যবস্থাপনা, পুকুর পাড়ে চাষযোগ্য সবজি ও এর উপকারিতা নিয়ে আলোচনা, প্রাথমিক খাদ্য পরীক্ষা, মাছের সাধারন রোগ ও প্রতিকার, সমন্বিত মাছ চাষের উপকারিতাসহ চাষ সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোকপাত করা হয়। উক্ত প্রশিক্ষণে উপকারভোগীদের পানি পরীক্ষা করার নিয়মাবলী সরেজমিনে দেখানো হয়। উক্ত কার্যক্রমে আর্থিকভাবে সহায়তা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।




অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট রুবেলসহ তিন জন গ্রেফতার

মেহেরপুরে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট ইসতিয়াক ই আজম রুবেলসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে রুবেলের ভাড়া বাড়িতে তল্লাশি করে ৫ বোতল ফেন্সিডিলও উদ্ধার করে পুলিশ।

গত শিুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর শহরে ডিবির ওসির সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত বাকিরা হলেন- মহাজনপুরের শাহিন রেজা এবং গোপালপুরের নয়ন শাহ।

ডিবি পুলিশ জানায়, ২০২২ সালের ২০ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে অনলাইন জুয়ার মুজিবনগর থানার ১১ নম্বর মামলার আসামি শাহিন রেজাকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ থেকে আটক করে গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বাধীন একটি দল। শাহিন রেজার স্বীকারোক্তী অনুযায়ী মামলার অন্যতম আসামি গোপালপুর গ্রামে ইসতিয়াক ই আযম ওরফে রুবেলকে আটক করতে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার ভাড়া বাসাতে অভিযান চালায় পুলিশের ওই টিম। অভিযান চলাকালে রুবেল ঘর তল্লাশি করে একটি কাঠের বাক্স থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং নয়ন শাহ নামের আরও একজনকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে নয়ন শাহ জানায়, রুবেল ও সে মিলে মাদকের ব্যবসা করে। যে কারণে ওই ৫ বোতল ফেন্সিডিল সেখানে রাখা হয়েছে।

অভিযানে ইন্সপেক্টর আমিনুল ইসলাম, এস আই অরুন কুমার দাস, এস আই মনিরুজ্জামান মিলন, এস আই কাজী মহসিন অভিযানে অংশ নেন।

ডিবির এস আই অরুন কুমার দাস বাদী হয়ে মেহেরপুর সদর থানায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ডিবির ওসি সাইফুল আলম বলেন, আসামীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে শোন এরেষ্ট দেখানো হয়েছে। আদালতের আদেশ পেলে তাদের রিমাণ্ডের আবেদন করা হবে।

অনলাইন জুয়ার আরও সংবাদ পড়ুন

মেহেরপুরে অনলাইন জুয়ার দূর্গে হানা

বিকাশকর্মী থেকে কোটি কোটি টাকার মালিক আনোয়ার,নেপথ্যে অনলাইন জুয়া