কুষ্টিয়ায় ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে উন্নয়ন মেলা

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন করা হয়েছে।

প্রথমবারের মতো ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ উন্নয়ন মেলার আয়োজন করা হয়।

গতকাল রোববার সকালে উপজেলা পরিষদের কাঁঠাল চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন।

পরে উপজেলা অডিটোরিয়ামে মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামসেদ আলী, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

আলোচনা সভায় জানানো হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে বর্তমান সরকার সক্ষম হবে। একইসাথে এ দিবসের মাধ্যমে মাটি ও মানুষের আরো কাছাকাছি যাওয়া এবং জনগণকে সেবা প্রদানের নতুন দ্বার উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থা সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে।

মেলায় নিজ নিজ প্রতিষ্ঠান জনগণকে প্রদেয় সেবাগুলো তাৎক্ষণিকভাবে দেওয়ারও ব্যবস্থা ছিলো।




মেহেরপুরের কুতুবপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত-১

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামে জমির সীমানা দখল নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কামরুজ্জামান(৫০) আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত কামরুজ্জামানকে মেহেরপুর জেনারেল হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

রবিবার সকালে কুতুবপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত কামরুজ্জামান বলেন আমার জমি , ১ নং আসামি মোঃ লিয়াকত আলী পিতা মোঃ আব্দুল বারী অনেক দিন যাবত দখল করে রেখেছে, আমি অনেক দিন জরিপ করার কথা বলার পরেও কোন প্রকার গ্রায্য করে না ।
আজ রবিবার সকালে আমরা আমাদের জমি জরিপ করে উক্ত জমি ঘিরতে গেলে গালিগালাজ শুরু করে এক পর্যায় লিয়াকত আলী আমার মাথায় হাসুয়া দিয়ে কোপ মারিলে মাথার বাম পাশে গুরত্বর যখম হয।পুনকা খাতুন,লাকি আক্তার,ও ইয়াকুব আলী বাশের লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করতে থাকে তখন আশে পাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আমি ও আমার পরিবার নিয়ে সংকিত রয়েছি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কুতুবপুর গ্রামের মধ্যপাড়া পিতা মৃত আব্দুল গফুর বিশ্বাসের ছেলে কামরুজ্জামানকে মেহেরপুর জেনারেল হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।




যেকোন আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত বিজিবি: মহাপরিচালক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোন আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছে বিজিবি। বিজিবি মহাপরিচালক কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ বিভিন্ন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শনের সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

উল্লেখ্য, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি ( Maj Gen A K M Nazmul Hasan, BAM, ndc, psc) ১৬-১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ কুষ্টিয়া সেক্টরের সেক্টর সদর দপ্তর সহ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মহেশপুর ব্যাটালিয়ন সদর ও দুর্গম পদ্মার চরাঞ্চলে উদয়নগর বিওপি, মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর বিওপি সহ আরো বেশ কয়েকটি বিওপি পরিদর্শন করেন।

এসময় তিনি ব্যাটালিয়ন সদরের কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ, বৃক্ষরোপণ এবং ব্যাটালিয়ন ও‌ বিওপি পর্যায়ে সকল সদস্যের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে বিজিবি মহাপরিচালক বিজিবি সদস্যদেরকে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোন আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন ২২৮ বছরের ঐতিহ্যবাহী সংগঠন- বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকসহ অন্যান্য যে কোন ধরনের চোরাচালান বন্ধে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবে। ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি বিজিবি সদস্য অবিচল আস্থার‌ সাথে দায়িত্ব পালন করবে সেই সংকল্পও তিনি ব্যক্ত করেন।ব্যাটালিয়নের পাশাপাশি বিজিবি মহাপরিচালক চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং ভর্তিকৃত রোগীদের ব্যাপারে খোঁজখবর নেন।

উল্লেখ্য, পরিদর্শনের অংশ হিসেবে আজ বিজিবি মহাপরিচালক চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি পরিদর্শন করেন । এ সময় বিএসএফ কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার শ্রী এ কে আরিয়া ( Shri A K Arya) বিজিবি মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। অন্যদিকে বিজিবি মহাপরিচালক সেখানে উপস্থিত সকল পর্যায়ের বিএসএফ অফিসার ও জওয়ানদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন এবং দুই দেশ তথা দুই বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সাথে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যশোর রিজিয়ন কমান্ডার, কুষ্টিয়া সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়কগণসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




মেহেরপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডে ড্রেন সহ রাস্তার উদ্বোধন

মেহেরপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডে কংক্রিটের ড্রেন সহ রাস্তার উদ্বোধন করা হয়। আজ রবিবার দুপুরে মেহেরপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ড বায়তুল ফালাহ জামে মসজিদের সামনের রাস্তা উদ্বোধন করেন।

রাস্তা উদ্বোধন কালে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর আলম, মেহেরপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর ১ ও ২ এবং ৩ নাম্বার আসনের দিল আফরোজ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।




পিরোজপুর ইউনিয়নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি পথসভা

মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পথসভা অনুষ্ঠিত হয়।

রবিবার বিকেলে মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের নুরপুর, বহরপুর, বোলিয়ারপুর, সোনাপুর, কাঁঠালপোতা সহ বিভিন্ন গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামিম আরা হীরা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. কাজী শহিদুল হক, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার, পিরোজপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাবলু খন্দকার সহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গায় ৩দিন ব্যাপি স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার উদ্বোধন

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩’র উদ্বোধন করা হয়েছে।

” সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে উন্নয়নে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রোববার সকাল ১০ টার দিকে উপজেলা মঞ্চ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

উন্নয়ন মেলা উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মঞ্চে উন্নয়ন মেলা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ খন্দকার সালমুন আহমেদ ডন। তিনি বলেন বর্তমান সরকার স্থানীয় সরকারকে শক্তিশালি করতে সবরকম কাজ করে যাচ্ছেন,প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবন কে একটি মিনি সচিবালয়ের মত করে গড়ে তুলেছেন,সেখানে উপজেলার প্রতিটি দপ্তরের অফিস করে দেওয়া হয়ে,গ্রামের সকল মানুষ ইউনিয়ন পরিষদ থেকে সকল রকমের সেবা পাচ্ছেন।তিনি আরো বলেন সম্প্রতি মাননীয় প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রায় ৮/১০ হাজার জনপ্রতিনিধিদের আমন্ত্রন করে গনভবনে মিটিং করে তাদের কে সম্মানিত করোছেন,তাই আমি মনে করি আপনারা যারা স্থানীয় সরকার তাদের গুরুত্ব কোন অংশে কম নয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার পরিদর্শক অপারেশন ফরিদ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি,উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা,সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন,,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ,সরকারি কলেজের সিনিয়র প্রভাষক ড,মাহবুবুর রহমান,মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাখসুরা জান্নাত, উপজেলা তথ্য অফিসার সিন্ধা দাস,বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, সমবায় অফিসার, ,যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন,, পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ ফজলুল হক,, ট্রেনিং ইন্সপেক্টর জামাল হোসেন,ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহান,আশিকুর রহমান ওল্টু,আবু সাইদ পিন্টু,মুন্সি ইমদাদুল হক,হাসানুজ্জামান,মোজাহিদুর রহমান,মখলেছুর রহমান শিলন,এজাজ ইমতিয়াজ বিপুল,তাফসির আহমেদ লাল,মিনহাজ উদ্দিন বিশ্বাস,আসাদুল হক মিকা,তরিকুল ইসলাম,নজরুল ইসলাম, সহ উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য জাতীয় স্থানীয় দিবস উন্নয়ন মেলায় আলমডাঙ্গার বিভিন্ন অধিদপ্তরের পক্ষ থেকে ৩৪ টি স্টল নির্মাণ করা হয়েছে। আলোচনা সভার পরে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।




গাংনীতে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে -উদ্ভাবনে স্থানীয় সরকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাংনীতে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

গাংনী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপি এই (১৭-১৯ সেপ্টেম্বর) উন্নয়ন মেলার আয়োজন করা হয়।

গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন মেলার উদ্বোধন করেন, মেহেরপুর -২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নিবার্হী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ্ ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের নেতা মনিরুজ্জামান মাষ্টার, মনিরুজ্জামান আতু, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহ আলম হুসাইন, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা। উদ্বোধনের আগে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলায় সজ্জিত ১৩ টি স্টল পরিদর্শন শেষে প্রধান অতিথি এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন মেলার উদ্বোধন করেন। সচিব ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ ও সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষক বৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্নয়ন মেলা আকষর্ণীয় করতে এবং দর্শকদের আনন্দ-বিনোদন দিতে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




গাংনীতে শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গাংনীতে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যদের নিয়ে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার সময় গাংনী পৌরসভার আয়োজনে পৌরসভার সভাকক্ষে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যদের এই সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

গাংনী পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শামীম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, উপস্থিত ছিলেন, শহর সমন্বয় কমিটির সদস্য, কাউন্সিলর আছেল উদ্দীন, কাউন্সিলর আতিয়ার রহমান, হাফিজুর রহমান, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহা: মনিরুল ইসলাম, গাংনী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, পিএসকেএস’র প্রকল্প পরিচালক কামরুজ্জামান, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সাবেক কাউন্সিলর সামসুদ্দীন, ছানোয়ার হোসেন বাবলু, আব্দুল হামিদ, এনামুল হক, নারীনেত্রী আয়েশা খাতুন, ফিরোজা বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় পানি সরবরাহ লাইন প্রতিস্থাপন, রাস্তা, সুপেয় পানি ব্যবস্থাপনা, বিনোদন স্পট, স্যানিটেশন –পয়ঃ নিষ্কাশন কার্যক্রম সুচারুরুপে বাস্তবায়নে টিএলসিসি’র সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়। উন্নয়নমূলক কাজের গুনগত মান বজায় রাখা সম্পর্কে আলোচনা ও অবকাঠামো উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়।

এসময় টিএলসিসি সদস্যরা তাদের ওয়ার্ডের নানা সমস্যা তুলে ধরে প্রকল্প বাস্তবায়নে সুপারিশ করেন। শহর সমন্বয় কমিটির পরামর্শ ক্রমে গাংনী পৌরসভার উন্নয়ন করা হবে বলে মেয়র আশ্বাস দেন।




মুজিবনগরে স্থানীয় সরকার দিবসের র‍্যালী ও আলোচনা সভা

মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মুজিবনগরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে রোববার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে শেষ হয়ে সেখানে উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। আলোচনা সভায প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খাঁন, মুজিবনগর মডেল থানার এসআই হেকমত আলি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জহুরুল আমিন প্রমূখ।

উপজেলা পরিষদ সিএ শিমুল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ থেকে আগত উপকারভোগীগন, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী প্রত্যহ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার দিবস মেলা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। মেলায় উপজেলা পরিষদ চত্বর, জনসাস্থ্য প্রকৌশল, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, সমবায় অফিস এলজিইডি, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তর স্টল বসাবেন। উল্লেখ্য, মেলায় জন্ম ও মৃত্যু সনদ প্রদান, ফ্রি চিকিৎসা সেবাসহ বিভিন্ন দপ্তরের সেবা সমূহ প্রদর্শন করা হবে।




জীবননগরে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

জীবননগরে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে,উন্নয়ন মেলা উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম,উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইছাবুল ইসলাম মিল্টন, বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত মির্জা, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কে ডি কে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দ সুধী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।