কাল মেহেরপুর আদালতে তোলা হবে ফরহাদকে, জেলা কারাগারে হস্তান্তর

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন দোদুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাঁকে মেহেরপুর আদালতে হাজির করানো হবে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮ টা ১০ মিনিটের সময় তাকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলায় হাজিরার জন্য ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মেহেরপুরের কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস।

আগামীকল ৩০ জানুয়ারি মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত একটি জিআর মামলায় তাকে আদালতে হাজির করা হবে। মামলা নম্বর জিআর ২৭৭/২৪। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মেহেরপুর জেলাতে এখন পর্যন্ত ফরহাদ হোসেন দোদুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ঢাকায় একাধিক মামলা রয়েছে।

এর আগে গত বছরের ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নির্বাচনে অংশ নেন ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। আর দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ফরহাদ হোসেন ১৯৭২ সালের ৫ জুন মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বোসপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন।  তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি। ২০১৪ সালে নৌকা প্রতীক নিয়ে মেহেরপুর-১ আসনে জয়লাভ করেন। পরে ২০১৮ সালে জয়লাভ করলে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।




হরিণাকুণ্ডুতে অসহায় পরিবারের পাশে “আমরাও পারি” সংগঠন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে আমরাও পারি মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটি এই অসহায় পরিবারটিকে এক মাসের চাল-ডালসহ কাঁচা বাজার করে দিয়েছে। একই সঙ্গে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছে সংগঠনটি।

জানা গেছে, ওই অসহায় পরিবারটি থাকেন উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর গ্রামে। দুইটি সন্তান ও স্ত্রীকে রেখে তার স্বামী লক্ষাধিক টাকা ঋনের দায়ে আত্মহত্যা করে মারা গেছেন। বড় সন্তান অর্পিতা হরিণাকুণ্ডু লালন শাহ কলেজে অনার্স পড়ছে, এবং ছোট ছেলেটা ক্লাস ফাইভের ছাত্র। মেয়েটার কলেজে যাবার মত ভালো পোষাক নেই, নেই জাতায়াতের ভাড়া, দুবেলা দু মুঠো ভাত জোটেনা তাদের, মায়ের অবস্থা একদম খারাপ, স্বামী হারানোর শোকে জটিল রোগে ভুগছেন তিনি। তার পরিবার এখন অন্যের কাছে হাত পেতে কোন রকম জীবন অতিবাহিত করছেন।

তার শরীরে অনেক জটিল রোগ থাকায় এখন ঠিকমতো কাজও করতে পারেন না। তার আকাশ ভরা চিন্তায় ঘুম আসেনা, ছেলেমেয়ের পড়াশোনা করিয়ে মানুষের মত মানুষ করতে চাই। বড় মেয়ে অর্পিতা জানায় পড়াশোনা শেষ করে বাবা মায়ের স্বপ্ন পুরন করাটা এখন আমার জীবনের চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে, আমি পড়াশোনার পাশাপাশি যদি কোন একটা কাজ করতে পারতাম তাহলে আমার মায়ের ভালো চিকিৎসা এবং ছোট ভাইটাকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে পারতাম, যদি আমাকে কেউ একটা ভালো কাজের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে তাদেও প্রতি আমি এবং আমার পরিবার চির কৃতজ্ঞ থাকতাম, তাই গ্রামের সামর্থবান ব্যক্তিদের নিকট আমার অসহায়ত্বার বিষয়টি তুলে ধরি।

এই খবর পেয়ে তৎক্ষণাৎ উপজেলার “আমরাও পারি” মানব কল্যান সংগঠন টিম পরিবারটিকে এক মাসের বাজার করে দেন এবং সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

আমরাও পারি মানব সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রাজন আহম্মেদ বলেন, আমরা হরিণাকুণ্ডুর সকল ইউনিটের সদস্যদের নিয়ে অসহায় মানুষের সেবা করে যাবো। তিনি এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সেবামূলক কাজে অংশ নিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান।




বিনা অভিজ্ঞতায় চাকরি দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন করুন দ্রুত

বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে আবেদনে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। সিজিপিএ ৪.০০-এর স্কেলে কমপক্ষে সিজিপিএ ২.৮০ থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যেকেনো স্থানে।

বেতন: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে চাকরি পেলে প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এ সময় প্রথম বছরে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২৬ হাজার টাকা। দ্বিতীয় বছরে প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন হবে। দুই বছরের শিক্ষানবিশকাল শেষে বেতন হবে ৩৬ হাজার টাকা। এ সময় পদের নাম হবে অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৫।

সূত্র: যুগান্তর




মেহেরপুরের রাইপুর সঃ প্রাঃ বিদ্যালয়ে শিশুবরণ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও বিদ্যালয়কে শিশুবান্ধব পরিবেশে রূপান্তরের লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর উদ্যোগে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেলকিস আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা প্রতিনিধি আয়ুব আলী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মউকের প্রোগ্রাম ম্যানেজার কাজল রাখো। তিনি তার বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করার প্রবণতা, বাল্যবিবাহ, শিশু শ্রমসহ বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষাই দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের সঠিক পরিচর্যা করা প্রয়োজন।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ওয়াচ সদস্য এবং অভিভাবকগণ বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়। পাশাপাশি, শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মানবাধিকারভিত্তিক প্রতিষ্ঠান মউক দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রাখো এবং সার্বিক দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার আশিক বাল্লাহ।




যে লক্ষণে বুঝবেন হার্ট অ্যাটাক হতে পারে

হার্টের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য হার্টে পর্যাপ্ত রক্ত সরবরাহের প্রয়োজন পড়ে। হার্টে রক্ত সরবরাহকারী রক্তনালি যদি বন্ধ হয়ে যায় এবং এর ফলে যদি রক্ত হার্টে পৌঁছতে না পারে, তাহলে হার্টের মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছতে পারে না। আর তখনই হয় হার্ট অ্যাটাক।

প্রতিবছর অসংখ্য মানুষ এভাবে মারা যায়।

এই সমস্যায় মৃত্যু হঠাৎ করে হলেও হার্ট অ্যাটাকের লক্ষণ কিন্তু অনেক আগে থেকেই জানান দেয়। শরীরে দীর্ঘ দিন লক্ষণ থাকা সত্ত্বেও বেশির ভাগ মানুষের রোগটির পূর্ববর্তী লক্ষণ সম্বন্ধে সঠিক ধারণা নেই। তাই হঠাৎ বিপদ দেখা দেয়। তাই অ্যাটাকের আগের উপসর্গ সম্বন্ধে জানা থাকা খুব জরুরি।

অ্যাটাক আগে জানান দেয়

হার্ট অ্যাটাকের পূর্ববর্তী লক্ষণ হিসেবে ভোররাতে হঠাৎ বুকের বাম দিকে অস্বস্তি ভাব, বুকে ব্যথা, আপার অ্যাবডোমিনাল অর্থাৎ পেটে ব্যথা, যাকে গ্যাসের ব্যথা ভেবে ভুল করা হয়, সেই ব্যথাটি বাঁ হাত ও পিঠে ছড়িয়ে পড়লে, চোয়ালে ব্যথা, বুকে ভারী ভাব, প্রচণ্ড ঘাম ইত্যাদি ৩০ মিনিটের বেশি সময় স্থায়ী হলে রোগীর হার্ট অ্যাটাকের লক্ষণ শুরু হয়েছে বলে ধরে নেওয়া হয়। অল্পতেই ক্লান্ত ও দুর্বল হয়ে যাওয়া, গ্যাস্ট্রো ইনটেস্টিনাল সমস্যার মতো উপসর্গে দেরি না করেই তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যেতে হবে।

উপসর্গ দেখা গেলে কী করবেন

উপরোক্ত লক্ষণগুলো দেখা গেলে তাৎক্ষণিক ইসিজি করে প্রাথমিক রোগ নির্ণয় করা হয়। অনেক সময় ইসিজিতে ৫০ শতাংশ রোগীর সঠিক রিপোর্ট আসে না।

যে রোগীর হার্ট অ্যাটাকের লক্ষণ হয়েছে বলে অনুমান করা হয়, তার প্রথম ইসিজি রিপোর্ট সঠিক হলে আধঘণ্টা অন্তর অন্তর ইসিজি করে রিপোর্টে কোনো পরিবর্তন হয়েছে কি না, দেখা হয়।

স্নায়ুরোগের উপসর্গ কী

ইসিজিতে এসটি লেভেল বেড়ে যাওয়ার অর্থ হলো রোগীর হার্টের সমস্যা শুরু হয়ে গেছে। হার্টের পেশি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখার জন্য বুকে ব্যথা বা অস্বস্তির তিন ঘণ্টা পর ট্রপ-টি নামক পরীক্ষা করা হয়। যদি এই পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তবে নিশ্চিতভাবে রোগীর হার্ট অ্যাটাক শুরু হয়ে গিয়েছে বলে ধরে নেওয়া হয়। তখন অতি সত্বর রোগীকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে হাসপাতালে ভর্তি করাতে হবে।

এই পর্যায়ে চিকিৎসা করলে সাময়িকভাবে হার্ট অ্যাটাক আটকানো সম্ভব। তা ছাড়া ইকোকার্ডিওগ্রাফি করে ওয়াল মোশন অ্যাবনর্ম্যালিটিজ দেখে নেওয়া বাঞ্ছনীয়।
সুস্থতায় যা মেনে চলবেন

হার্ট অ্যাটাকের মতো বড় বিপদকে প্রতিহত করার জন্য কিছু ভালো অভ্যাস রপ্ত করতে পারলে এর কবল থেকে রেহাই পাওয়া সম্ভব। ডায়াবেটিস ও হাইপারটেনশন নিয়ন্ত্রণে রাখা, প্রতিদিন নিয়ম করে ব্যায়াম ও হাঁটাচলা করা, লিপিড প্রোফাইলে কোনো সমস্যা থাকলে সেটা পরীক্ষা করে নেওয়া ও চিকিৎসা করা, কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের ওষুধ নিয়ম করে খাওয়া উচিত। মেডিটেশন ও মর্নিং ওয়াক এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাইরের ফাস্ট ফুড, তৈলাক্ত খাবার, ধূমপান ও মদ্যপান সম্পূর্ণ বর্জন করলে ভালো।

উল্লেখ্য, মেয়েদের ক্ষেত্রে ৩৫ বছর বয়সের পর কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার বন্ধ করতে হবে। এ ছাড়া হার্টের জন্য মিউজিক থেরাপি ও স্বাস্থ্যকর স্থানে ভ্রমণ খুবই উপকারী।

সূত্র: কালের কন্ঠ




ঝিনাইদহে শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

ঝিনাইদহে অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি)-এর উদ্যোগে রাউতাইল (রাউতাইল কমিউনিটি ক্লিনিকের পাশে) গতকাল (২৮ জানুয়ারি) মঙ্গলবার সকালে একটি কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত এসিজি আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয় ভিত্তিক একটি নাগরিক প্ল্যাটফর্ম।

স্থানীয় নাগরিকদের সহযোগিতায় এসিজি কর্তৃক আয়োজিত এই সভায় আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন। সনাক-এর মাধ্যমিক শিক্ষা উপকমিটির যুগ্ম আহ্বায়ক আহমেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন এসিজি সমন্বয়ক নুর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন এরিয়া কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবীর।

এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ সভায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং তারা বিভিন্ন সমস্যা চিহ্নিত করার পাশাপাশি চিহ্নিত সমস্যার সমাধানের জন্য সুপারিশ উপস্থাপন করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েসের দলনেতা মাজহারুল ইসলাম।




হাসিমাখা মুখের মানুষ পছন্দ রাশমিকা মান্দানার

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নানা কারণে সংবাদের শিরোনাম হয়ে থাকেন। কখনো সিনেমার কারণে, আবার কখনো তার বহুচর্চিত বয়ফ্রেন্ডকে নিয়ে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন।

গত দুই বছর ধরে অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয়ের মধ্যে প্রেম নিয়ে চর্চা চলছে। এর মধ্যেই এ দুজনকে একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতেও দেখা গেছে। তবে কখনই মুখে স্বীকার করেননি অভিনেত্রী কিংবা অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এবার প্রেমজীবন নিয়ে কথা বলেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি বলেছেন, তার জীবনেও একজন সঙ্গী রয়েছেন। অভিনেত্রী বলেন, নিজের বাড়ি, আমার জীবনে সবচেয়ে আনন্দের জায়গা। আমি সেখানে শান্তি খুঁজে পাই। মনে হয় শিকড়ের সঙ্গে জুড়ে আছি।

রাশমিকা বলেন, আসলে সাফল্য আসবে, যাবে। এটা চিরস্থায়ী নয়। কিন্তু বাড়িতে এক অন্য শান্তি। তিনি বলেন, আমার জীবনেও অনেক কাছের মানুষ আছেন। আমিও কারও বোন, কারও মেয়ে এবং আবার কারও সঙ্গী। জনপ্রিয়তা যার যার নিজের জায়গায়। আমি আসলে এ জীবনকে খুব উপভোগ করি। ‘কারও সঙ্গী’ কথাটা শুনেই ভীষণ খুশি ভক্ত-অনুরাগীরা।—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী স্বীকার করে বলেছেন, হ্যাঁ, তারও একজন সঙ্গী রয়েছেন।

একজন পুরুষের মধ্যে সবচেয়ে বেশি কোন বিষয়টিতে তার সবচেয়ে বেশি আকর্ষণ? এর উত্তরে রাশমিকা বলেন, চোখ হলো মানুষের আত্মার জানালা। এমন লোকেদের প্রতি আকৃষ্ট হই, যাদের মুখে হাসি আছে। আমি এমন লোকদের পছন্দ করি, যারা চারপাশের মানুষকে সম্মান করেন।

সুত্র: যুগান্তর




মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি মুনসুর আলী একাডেমীর ভবনে

মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি কোটচাঁদপুরের সাবদারপুর মুনসুর আলী একাডেমীর। বন জন্মেছে নির্মাণাধীন ভবনে। এদিকে কক্ষ সংকটে ছাত্র/ ছাত্রীদের আসন সংকুলানে সমস্যায় আছেন বলে অভিযোগ রয়েছে বিদ্যালয় কতৃপক্ষের। এ অবস্থা চলছে সাবদারপুরের মুনসুর আলী একাডেমীতে। ওই ভবনের কাজ নিয়ে পাল্টা- পাল্টি বক্তব্য দিয়েছেন ঠিকাদার ও সংশ্লিষ্ট অফিস কর্মকর্তা।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ঝিনাইদহের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৮০ লাখ টাকা ব্যয়ে কোটচাঁদপুরে সাবদারপুর মুনসুর আলী একাডেমীর ৪ র্থ তলা ভবনের ১ম তলার নির্মান কাজ শুরু হয় ২০২১ সালের ১৩ জানুয়ারি। কাজটি করছিলেন ঝিনাইদহের মেসার্স রিফাত আরা ট্রেড ইন্টারন্যাশনাল। যা শেষ হবার কথা ছিল ওই বছরের ১৩-১০-২১ তারিখে। যা কাজ শুরুর ৩৮ মাসেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। নির্মাণাধীন ভবনে জন্মেছে বন। এদিকে বিদ্যালয়টিতে রয়েছে কক্ষ সংকট। এতে করে ছাত্র/ছাত্রীদের আসন সংকুলানে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিন। তিনি বলেন, এ বিদ্যালয়ে ৭শ জন ছাত্র ছাত্রী রয়েছে। ওই সব ছাত্র ছাত্রীদের জন্য প্রয়োজন ২০ টি কক্ষ। যার মধ্যে বিদ্যালয়ে আছে ১০ টি কক্ষ। ছেলে মেয়েরদের ক্লাস নিতে হয় ল্যাব, কমনরুম ও লাইব্রেরীতে।

তিনি বলেন, আশা করেছিলাম নতুন ৪ তলা ভবনের ১ম তলার কাজ শেষ হলে ছাত্র ছাত্রীদের বসার জায়গার সমস্যার সমাধান হবে। কিন্ত সে সমস্যা এখন আরো প্রকট হয়েছে। গেল ৪ বছরে যে ছাত্র ছাত্রী ছিল। এখন তা বেড়ে দ্বিগুন হয়েছে। এ বছর ছাত্র ছাত্রীদের বসার জায়গা নাই। ক্লাস নিতে হবে গাছ তলায়।

এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।এদিকে ভবনের কাজটি নিয়ে পাল্টা- পাল্টি বক্তব্য দিয়েছেন ঠিকাদার ও সংশ্লিষ্ট অফিস কর্মকর্তা। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মহিবুল রহমান বলেন,কাজ শুরুর পর থেকে ৫০ লক্ষ্যাধিক টাকার কাজ করা হয়েছে ভবনটিতে। বিল পেয়েছি মাত্র ৮ লাখ টাকার। তিনি বলেন, ওই প্রকল্পের ফান্ডের সমস্যা ছিল। সময় মত টাকা না পাওয়ায় কাজ বন্ধ রাখতে হয়েছে। তবে এ বছর কাজটি শেষ করবেন বলে জানিয়েছেন ওই ঠিকাদার। তিনি মেসার্স রিফাত আরা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বলে জানা গেছে।

অন্যদিকে জেলা নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সুব্রত কুমার পাল বলেন, কাজটি পাওয়ার পর থেকে তাদের গুরুত্ব কম ছিল। তারা কিছু কাজ করে বন্ধ রাখেন। এরপর আবারও কাজটি শুরু করেন। যা শেষ হওয়ার কথা ছিল ১৩-১০-২০২১ সালে।

তিনি বলেন, ওই ঠিকাদার কাজ না করে দীর্ঘদিন এভাবে ফেলে রেখেছেন। আমরা ইতোমধ্যে টেন্ডার বাতিলের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। বাতিল হয়ে আসলে,আমরা নতুন টেন্ডার আহবান করবো।




আরও দুই বিদেশিকে টাকা না দেওয়ার অভিযোগ চিটাগং কিংসের বিরুদ্ধে

বিপিএলে আবারও পারিশ্রমিক বিতর্ক ঘিরে সমালোচনার মুখে চিটাগং কিংস। এর আগে পারভেজ ইমন ইস্যুতে বিতর্কের জন্ম দেওয়া দলটি এবার দুই বিদেশি ক্রিকেটারকে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে আলোচনায় এসেছে।

পাকিস্তানের খাজা নাফে ও আফগানিস্তানের জুবাইদ আকবরী এখনো তাদের প্রাপ্য টাকা পাননি। এমনকি দেশে ফেরার বিমান টিকিটও সরবরাহ করা হয়নি বলে জানা গেছে।

ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরী বিষয়টি স্বীকার করেছেন। যদিও তিনি জানিয়েছেন ভিন্ন কথা। তবে দ্রুত পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নাফেরটা ঠিক আছে। ওর সঙ্গে চুক্তিই হয়েছে সে ক্যাশ নিয়ে যাবে। তাদের সঙ্গে চুক্তিটাই এমন হয়েছে, টুর্নামেন্ট শেষে তোমরা ক্যাশ নিয়ে যাবা। আমি তাদের কীভাবে রাখি, তা আপনারা কল্পনা করতে পারবেন না। তাদের অনেক সম্মান দেওয়া হয়। আমি অসন্তুষ্ট ছিলাম কিছু মন্তব্য নিয়ে, আর কিছু না।’

এমন পরিস্থিতি নতুন নয় চিটাগং কিংসের জন্য। কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দোর পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছিল। এরপর জাতীয় দলের ক্রিকেটার পারভেজ ইমনের সঙ্গে আচরণ নিয়ে মালিক সামির কাদের চৌধুরী সমালোচিত হন। এবার নতুন করে দুই বিদেশি ক্রিকেটারের পারিশ্রমিক বিতর্ক বিপিএলের ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা

”এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মেহেরপুরে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুন।

জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক খেজমত আলী মালিথা, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তামিম ইসলাম প্রমুখ।