মেহেরপুরে ইজিবাইক উল্টে প্রাণ গেল দলিল লেখকের, আহত ২
মেহেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত পাখি ভ্যানকে সাইড দিতে গিয়ে ইজিবাইক উল্টে মাসুদ রানা নামের এক দলিল লেখক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার দফরপুর কোলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের ফিরোজ হোসেনের ছেলে। তিনি গাংনী উপজেলা সাবরেজিস্টার অফিসে দলিল লেখকের কাজ করতেন।
আহতরা হলেন- ইজিবাইক চালক মাদার আলী এবং হেমায়েতপুর গ্রামের লেকজান খাতুন। এদের মধ্যে মাদার আলীকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার দফর থেকে একটি একটি ইজিবাইক যোগে মাসুদ রানাসহ কয়েকজন গাংনীর নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কোলার মোড় নামক স্থানে পৌছালে হঠাৎ একটি শ্যালো ইঞ্জিন চালিত পাখি ভ্যান সামনে আসে। পাখিভ্যানটিকে সাইডদিতে গিয়ে ইজিবাইকটি উল্টে যায়। ইজিবাইকে থাকা সকলেই আহত হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল আহতদের উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত ইজিবাইক চালক মাদারকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
মেহেরপুর সদর থানার ওসি( অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, মাসুদ রানার পরিবারের সদস্যদের লিখিত অনুরোধের প্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’