দর্শনায় হঠাৎ করে আইনশৃঙ্খলার চরম অবনতি, মাদকে ভাসছে দর্শনা

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। দিনে দুপুরে পিস্তল ঠেকিয়ে লুটের চেষ্টা ও বোমা রেখে আতংক সৃষ্টি করা অস্ত্রসহ গ্রেফতার চারিদিকে মাদকের ছড়াছড়ি। এ সব ঘটনায় দর্শনাসহ আশপাশের মানুষ আতংক বিরাজ করছে।

গতকাল বুধবার দিন দুপুরে ব্যুরো বাংলাদেশ অফিসে দিন দুপুরে সশস্ত্র দুর্বত্তারা এনজিওর হিসাবরক্ষকে মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে লুটের চেষ্টা করে। গত বুধবার দিনগত রাতে চুয়াডাঙ্গা সেনাবাহিনী অভিযান চালায় দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ায় অভিযান চালিয়ে বিএনপির ক্যাডার শাহারুলকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে তার বাড়ির পিছনের মাটির নিচ থেকে বিদেশী নাইন এম এম পিস্তল ২ রাউন্ড গুলি উদ্ধার করে।

এদিকে গত মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে প্লাস্টিকের কন্টিনেটার ভর্তি ৭২৪ লিটার কেরুজ বাংলা মদ উদ্ধার করে। গত মঙ্গলবার ৯ আগষ্ট দুপুরে ঢাকা আশুলিয়ায় ১৮ হাজার কেরুজ মদ উদ্ধার করে।এ সময় কভারভ্যান থেকে ১৮ হাজার বোতল মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ৩র ডিএডি মাহযুব হোসেন। এতে করে দর্শনায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আবার শুরু হযেছে মাদকের রমরমা ব্যাবসা।

জানা গেছে, দর্শনা থানায় সর্বমোট ৩২০ টি বিভিন্ন মামলার মধ্যে ১৬৭ টি মাদকের মামলা। সেখানে মাদকসহ অন্যান্য মামলায় গ্রেফতার হয়েছে ৭৫৭ জন। গত ১ বছর ৩ মাসে দর্শনাসহ থানা এলাকায় ব্যাপক হারে মাদক সেবন ও মাদক ব্যবসা বেড়েছে।

এদিকে বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযানে গ্রেফতারের পাশিপাশি উদ্ধার করা হয়েছে ভারতীয় ফেনসিডিল, ইয়াবা, বিদেশী মদ, চোলাই মদ, টেপেন্ডাল ট্যাবলেট, গাঁজা, গাঁজার গাছ, বিদেশী সিগারেটসহ আরও অনেক ধরেন মাদকদ্রব্য।
এছাড়াও বিভিন্ন স্থানে বসে মাদকের আড্ডা। দর্শনা মদনা গ্রামের টাওয়ারের পাশে দোকানের পিছনে প্রতিনিয়ত চলছে মাদকের আড্ডা। পরাণপুর স্কুল মাঠে সন্ধায় চলছে গাঁজা সেবন, দর্শনা রেলগেট সংলগ্ন এলাকায় প্রতিদিন বিকালে ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি।

এছাড়াও দর্শনার আকন্দবাড়িয়া রামনগর, জয়নগর, ঈশ্বরচন্দ্রপুর, আজমপুর ও শ্যামপুর গ্রামসহ থানাধীন বিভিন্ন স্থানে মাদক সেবন যেন ওপেন সিকরেট। দর্শনায় রয়েছে বৃহত্তম চিনিশিল্প, রয়েছে রেলওয়ে শুল্ক ষ্টেশন ও আন্তর্জাতিক চেকপোস্ট। এ উপজেলার বিভিন্ন সীমান্ত কোলঘেঁষা এলাকা দর্শনা। এই দর্শনায় হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মরন নেশা ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশাজাত দ্রব্য। এসব সেবন করছে উঠতি বয়েসের যুবকরা ও স্কুল কলেজ পড়ুয়া ছেলারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রতিদিন দেখা যাচ্ছে চুয়াডাঙ্গা জেলাসহ বিভিন্ন এলাকা থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে দর্শনা ও পার্শ্ববর্তী এলাকায় আসে মাদক সেবন করতে। পুলিশ প্রশাসন দুএকটি ছোট মাদক ব্যবসায়ীকে আটক করলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে মাদকের শীর্ষ গডফাদারা। প্রশাসন এখনই লাগাম টেনে না ধরলে ভয়াল মাদকের ছোবলে ভবিষ্যৎ প্রজন্ম নিঃশেষ হয়ে যাবে।

এ আইনশৃঙ্খলার বিষয়ে এ এসপি জাকিয়া সুলতানা বলেন, দর্শনা বাসস্ট্যান্ড মাস্টপাড়া ব্যুরো বাংলাদেশ অফিসের ছিনতাই চেষ্টা ঘটনা তড়িৎ পদক্ষেপ নিয়েছি পাশাপাশি গতরাতে অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধার সহ সর্বক্ষেত্রের তাৎপর রয়েছে। আমরা যদি সুনির্দিষ্ট উপায় তথ্য থাকে আমাদেরকে জানাবেন আমরা দ্রত পদক্ষেপ নেব। আমরা সব সময় তৎপর আছি। শুনি চারদিকে মাদক আছে তার কোন নির্দিষ্ট তথ্য পায়নি যার কারনে মাদক আটক করা সম্ভব হয় না আপনাদের কাছে কোন সুনির্দিষ্ট তত্ত্ব থাকলে আপনারা জানাবেন আমরা সাথে সাথে পদক্ষেপ নেব।

এ বিষয়ে দর্শনা থানার নবাগত ইনচার্জ শহীদ তিতুমীর বলেন, আমি নতুন যোগদান করেছি। এলাকা সম্পর্কে ধারণা কম আগামীতে আইনশৃঙ্খলা উন্নয়নে পদক্ষেপ নেব। এছাড়া আমার প্রয়োজনীয় ফোর্স কম যার কারণে অনেক পদক্ষেপ নিতে পারছি না। এছাড়া বদলি প্রক্রিয়া চলছে এবং পূজা পরবর্তীতে আইনশৃঙ্খলার বিষয়ে কঠোর পদক্ষেপ নেব।




জীবননগরে নিখোঁজের স্কুল শিক্ষকের সন্ধান পেতে মানববন্ধন

চুয়াডাঙ্গার জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক ৪দিন যাবৎ নিখোজ সন্ধান পেতে শিক্ষক শিক্ষাথীদের মানববন্ধন।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টার সময় জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে জীবননগর বাসষ্ট্রান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিখোঁজ স্কুল শিক্ষক সুজন হোসেন (৩১) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় নিখোঁজ স্কুল শিক্ষকের বড় ভাই জীবননগর থানায় একটি সাধারন ডায়েরী (জিডি)করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সুজন হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে জীবননগর শহরে থাকেন।এবং গোপালনগরে ৯ বছর ধরে বাসা ভাড়া করে থাকেন। কিন্তু কোনদিন কারো সাথে কোন ঝামেলা হয়েছে এমন কথা কখনও শুনতে পাইনি। সুজন জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করেন এর পাশাপাশি টিউশনি করান। আর ছাত্রদের নিয়ে মাঝে মাঝে খেলাধুলা করতেন। হঠাৎ শুনি তাকে খুজে পাওয়া যাচ্ছে না। তার স্কুলের শিক্ষকরা তাকে খুজে না পেয়ে গ্রামের বাসায় আসে। তারপর জানতে পারি সুজন নিখোজ রয়েছে। পরিবারের সবাই খোজাখুজি করেও তার কোন সন্ধান পাচ্ছি না।

সুজনের ভাগ্নে রানা বলেন, গত রবিবার (৬ অক্টোবর) বিকালে স্কুল থেকে তিনি বাসায় ফেরেন, খাবারের জন্য রাইস কুকারে ভাত রান্নায় বসিয়ে ছিলেন। ঘরের ভিতরে তার একটি নষ্ট ও সচল মোবাইল চার্জে পাওয়া যায় তবে মোবাইল দুটোর একটাও সিম ছিলোনা। পরিচিত সকলের মাধ্যমে খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। গত বুধবার সকালে একজন মোবাইলে কল করে জানান, তাকে ঢাকায় রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। আমরা গাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে তিনি আবার ফোন দিয়ে রক্তের গ্রুপ জেনে নিলেন, কিছুক্ষন পর জুরুরি চিকিৎসা বাবদ টাকা দাবি করেন বিষয়টি পুলিশকে জানানোর পর থেকে তাদের মোবাইল বন্ধ পাচ্ছি।

জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন বলেন, গত সোমবার সকালে তিনি স্কুলে যায়নি, মঙ্গলবারও না গেলে তখন স্কুলের শিক্ষকরা তার মোবাইলে যোগাযোগ করেন কিন্তু বন্ধ পাই। শিক্ষকরা তখন সুজনের গ্রামের বাসায় যেয়ে বিষয়টা জানান। ৪দিন পার হয়ে গেলেও এখনও পযন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি ।
এদিকে মানববন্ধনে বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আঃ মোতালেব, প্রাইড প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মাসুদ পারভেজ রানা প্রমুখ।

জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এই ঘটনায় নিখোঁজের বড় ভাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা সকল থানায় বিষয়টি জানিয়ে দিয়েছি। আশা করি খুবই দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।




কোটচাঁদপুরে প্রতিবন্ধী জহুরাকে হুইল চেয়ার ও চেক প্রদান

প্রতিবন্ধী জহুরাকে হুইল চেয়ার ও চেক তুলে দিলেন কোটচাঁদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে এ সব দেয়া হয়।

সম্প্রতি প্রতিবন্ধী জহুরাকে নিয়ে বেশ কিছু পত্রিকা ও অনলাইন পোটালে সংবাদ প্রকাশিত হয়। তুলে ধরা হয় তাঁর জীবন জীবিকা ও তাঁর বাস্তব ছবি।

সংবাদটি দৃষ্টি গোচর হয় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মের ওই সময় তিনি জহুরার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এরপেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে জহুরাকে হুইল চেয়ার ও তাঁর বাসস্থান তৈরিতে চেক দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, শিক্ষা কর্মকর্তা সাকি সালাম।




মেহেরপুর পুলিশ সুপারের পূজামন্ডপ পরিদর্শন

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে শারদীয় দুর্গা উৎসব-২০২৪ উপলক্ষে মেহেরপুর জেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলের দিকে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম জেলার বিভিন্ন পূজা মন্দিরের শারদীয় দুর্গা উৎসব পরিদর্শন করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম সকলকে শারদীয়া শুভেচ্ছা জ্ঞাপন ও উৎসবমুখর পরিবেশে সকলকে পূজা উদযাপনের জন্য আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।




শৈলকুপায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা আটক

ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজ ব্যবসায়ীকে আটকে রেখে মারধর করে চাঁদাদাবির অভিযোগে বাবলু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল বুধবার রাতে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাবলু ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সে উপজেলার ভগবাননগর গ্রামের মনছের আলীর ছেলে।

শৈলকুপা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাকিব জানান, বুধবার রাতে ভাটই বাজারের পেঁয়াজ ব্যবসায়ী নারায়ণকে আটকে মারধর করে ৬ লাখ টাকা চাঁদা দাবী করে বাবলু। সেনাবাহিনীর টহল দল সেখানে উপস্থিত হয়ে জিম্মি অবস্থায় ব্যবসায়ী নারায়ণকে উদ্ধার করে এবং বাবলুকে আটক করে। পরে নারায়ণকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও বাবলুকে শৈলকুপা থানায় সোপর্দ করে।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় আহত নারায়ণের ভাই জয় ঘোষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।




নিয়োগ দিবে আগোরা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগোরা লিমিটেড। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন বিভাগ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গতকাল বুধবার (০৯ অক্টোবর) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, লাভ শেয়ার, সাপ্তাহিক দুদিন ছুটি, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : আগোরা লিমিটেড পদের নাম : অফিসার বিভাগ : সাপ্লাই চেইন পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ অন্যান্য যোগ্যতা : কম্পিউটারে এমএস অফিস অ্যাপ্লিকেশনে ভালো দক্ষতা। অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর

চাকরির ধরন : ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল : ঢাকা বেতন : আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা : চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, লাভ শেয়ার, সাপ্তাহিক দুদিন ছুটি, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




ঝিনাইদহের আব্দুর রউফ ডিগ্রি কলেজের নবনিযুক্ত সভাপতিকে ফুলেল সংর্বধনা

ঝিনাইদহ সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজের গভর্নিং বডির নব নিযুক্ত সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নুকে কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল সংর্বধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১০অক্টোবর) সকালে কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ, গত ৭ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক পত্রে এডহক কমিটির সভাপতি পদে এ্যাড. কামাল আজাদ পান্নু কে এবং বিদুৎসাহী সদস্য পদে মাও: শহিদুল ইসলাম কে মনোনিত করেন।

কলেজের অধ্যক্ষ জে এম রবিউল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নিযুক্ত সভাপতি ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু।

এছাড়া আরও বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদ হোসেন তপন, সাগান্না ইউনয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দীন আল মামুন, সাধুহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাগান্না ইউনিয়ন বিএিনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিশ্বাস, ডাকবাংলা বাজার কমিটির সভাপতি কামাল হোসেন প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সাধুহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এসময় কলেজের বিদুৎসাহী সদস্য শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ বিবেকানন্দ তরফদারসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




অবসরের ঘোষণা দিলেন রাফায়েল নাদাল

টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। নভেম্বরে ডেভিস কাপ। এই টুর্নামেন্টটি খেলেই টেনিসকে বিদায় জানাবেন ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী এই তারকা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়ে নাদাল বলেন, ‘আমি আপনাদের জানাতে চাই যে, পেশাদার টেনিস থেকে আমি অবসর নিচ্ছি। বাস্তবতা হলো, কয়েকটি বছর বেশ কঠিন ছিল আমার জন্য, বিশেষ করে শেষ দুই বছর। আমার মনে হয় না, সে সময় আমি বাধাহীনভাবে খেলতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘কঠিন এই সিদ্ধান্ত নিতে বেশ সময় লেগেছে আমার, তবে জীবনে সবকিছুরই শুরু ও শেষ রয়েছে। আমি বিশ্বাস করি, এতো দীর্ঘ ও কল্পনার চেয়েও বেশি সফল ক্যারিয়ারের শেষ টানার এটাই সঠিক সময়।’

পুরুষ এককে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা নাদালের। তার চেয়ে বেশি শিরোপা জিতেছেন কেবল প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ। এককে ফ্রান্স ওপেনে ১৪বার শিরোপা জিতেছেন তিনি। রোঁলা গারোয় ১১৬ ম্যাচ খেলে ১১২টি জিতেছেন তিনি। এছাড়া চারটি ইউএস ওপেন এবং দুটি করে অস্ট্রেলিয়া ওপেন ও উইম্বলডন জিতেছেন এই তারকা।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

কুষ্টিয়ায় আদালত চত্বরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ছয় বছর পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার প্রধান আসামি শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার মেহেদী হাসানসহ এজাহারনামীয় ৪৭ জনসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর হক চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ২০১৮ সালের ২২ জুলাই আমার ওপর যে হামলার ঘটনা ঘটেছিল ওই ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছি। আশা করব ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হোক।

এর আগে ২০১৮ সালের ২২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ায় আদালত থেকে মানহানির মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় মাহমুদুর রহমানের ওপর হামলা করা হয়। আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় লাঠি ও ইটের আঘাতে তিনি আহত হন। তাকে বহনকারী গাড়ির গ্লাসও ভেঙে ফেলা হয়। পরে বিকেল ৫টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্সে করে মাহমুদুর রহমান ও তার সহযোগীরা ঢাকার উদ্দেশে রওয়ানা হন।




গুগলের একচেটিয়া ব্যবসায় বড় ধাক্কা

যুক্তরাষ্ট্রের আদালত অ্যানড্রয়েড ফোনে গুগলের একচেটিয়া বাজার নিয়ে সরব হয়েছে। আদালতটি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। গুগল যাতে একচেটিয়া ব্যবসা করতে না পারে এবং প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো যাতে সমান সুযোগ পায়, সেদিকে লক্ষ রাখতে বলেছে যুক্তরাষ্ট্রের আদালত।

ফোন কোম্পানিগুলোকে অ্যানড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত দেয় গুগল। শুধু ‘বাই ডিফল্ট’ হিসেবে গুগলের তৈরি অ্যাপ তিন বছরের জন্য ফোনে ব্যবহার করতে পারে কোম্পানিগুলো।

অর্থাৎ ওই অ্যাপগুলোই ফোনে ‘ইন-অ্যাপ’ হিসেবে ব্যবহার করা যাবে। এই সুযোগ গুগলের প্রতিদ্বন্দ্বী অ্যাপ সংস্থাগুলো পায় না। যুক্তরাষ্ট্রের আদালত এই ব্যবস্থার বিরুদ্ধেই রায় দিয়েছে।

আদালত জানিয়েছে, এই রায় ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ১ জুলাই পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

এর আগেও যুক্তরাষ্ট্রের অপর এক আদালতের বিচারক গুগল সার্চ ইঞ্জিন নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল। এদিন গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে অভিমত দিয়েছে আদালতের জুরি।

অন্যান্য প্রতিদ্বন্দ্বী অ্যাপ সংস্থাগুলো গুগলের মতো সুবিধা না পাওয়ায় যুক্তরাষ্ট্রের আদালতটির বিচারক একটি তিন সদস্যের পর্যবেক্ষক দল তৈরি করার নির্দেশ দিয়েছেন। আগামীতে গুগল এ কাজে যাতে বিরত থাকে সেটাই খেয়াল রাখবেন এই পর্যবেক্ষকরা।

অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন বিশ্বের প্রায় ৭০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী। সেখানে গুগলের একচেটিয়া বাজার। সার্চ ইঞ্জিন থেকে অ্যাপ সর্বত্রই গুগলের আধিপত্য।

গুগল জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবে। আদালতের রায় যদি কার্যকর করতে হয়, তাহলে তার নেতিবাচক প্রভাব পড়বে যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভোক্তাদের ওপর।

কারণ এই পরিবর্তন করতে গেলে ফোনে অনেক পরিবর্তন আনতে হবে।

গুগলের ভাইস প্রেসিডেন্ট লি-অ্যানি মুলহল্যান্ড জানিয়েছেন, আমরা আপিল করব। ইউজারদের সুবিধার কথা মাথায় রেখেই আমরা কাজ করব। আমরা তাদেরকে কোনো সমস্যার মুখে ফেলতে চাই না।

হোম পেজে গুগলের অ্যাপ স্টোর রাখতে হবে এবং গুগল অ্যাপগুলো প্রি ইনস্টল করতে হবে বলে অ্যানড্রয়েড সংস্থাগুলোকে শর্ত দেয় গুগল।

সূত্র : এএফপি, রয়টার্স