দামুড়হুদায় গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দামুড়হুদায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪টায় ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয় ও মদনা মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকারে সমাপ্ত হয়। ট্রাইবেকারে মদনা মাধ্যমিক বিদ্যালয় ৪-৩ গোলে কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন বাফুফে সনদপ্রাপ্ত রেফারি ও ক্রীড়া শিক্ষক তারিকুল ইসলাম মাসুম,সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল খালেক ও ইব্রাহিম হোসেন। এর আগে কাবাডি প্রতিযোগিতা, হ্যান্ডবল প্রতিযোগিতা ও বালিকাদের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজল কুমার দাস,উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী।

এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রমূখ। আলোচনা সভা শেষে সকল ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইকবাল হোসেন ।




গাংনীতে চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

গাংনীতে ২০২৩-২৪ অর্থবছর প্রনোদনা কর্মসূচির আওতায় মাসকলাইয়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কৃষকদের মাঝে বীজ এবং রসায়নিক সার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোঃ ইমরান হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু।

এ প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৫০ জন প্রান্তিক চাষীর মাঝে মাশকলাইয়ের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত বীজ ও রাসায়নিক সার নিতে আশা কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।




বাড়িতেই তৈরি করুন রাসায়নিকমুক্ত দাঁতের মাজন

দাঁতের মাজন ছাড়া একদিনও চলে না। সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা জরুরি। তবে বাজারের প্রচলিত বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি টুথপেস্টে অনেকেই ভরসা রাখতে পারেন না। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরেই টুথপেস্ট তৈরি করতে পারেন।

চিকিৎসকেরা বলছেন, দীর্ঘ দিন ধরে এই সমস্ত পেস্ট ব্যবহারের ফলে শুধু যে মাড়ির ক্ষতি হয়, তা নয়। মুখের ঘা, এমনকি ক্যানসারের মতো অসুখের কারণও হতে পারে এই সব মাজন। তাই সচেতন মানুষেরা ভেষজ মাজনের ওপরেই ভরসা রাখেন। তবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে কিন্তু বাড়িতেই মাজন তৈরি করে ফেলা যায়। আপনার হাতের কাছের উপাদান দিয়েই এটা তৈরি করতে পারবেন টুথপেস্ট। কীভাবে জানেন? রইল সেই পদ্ধতি:

উপকরণ:

এক চা চামচ বেকিং সোডা, আধা চা চামচ লবণ (গুড়া করা), এক ফোটা সুগন্ধি, লবঙ্গ ও দারুচিনির নির্যাস, পানি প্রয়োজনমতো।

প্রণালি:

.প্রথমে সব উপকরণ একটি ছোট বাটিতে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন।
.এরপর মিশ্রণে নারকেল তেল মিশিয়ে নিন।
.ভালোমতো মেশানো হয়ে গেলে পেপারমিন্ট অয়েল মিশিয়ে নিন কয়েক ফোঁটা।

.এরপর একটু বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন।
.খেয়াল রাখুন আপনার পেস্ট যেন বেশি তরল না হয় ।
.পেস্ট তৈরি হয়ে গেলে তা কাচের শিশিতে রেখে ফ্রিজে রেখে দিন।

সূত্র: ইত্তেফাক




কোটচাঁদপুরে গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

জাতীয় ৫০ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া ও পুরস্কার বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।

কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন,কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন।

উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, খেলা ধুলায় অংশ গ্রহন করা,শুধু জেতার জন্য নয়। অংশ গ্রহন করাটাও একটা বড় ব্যাপার। খেলা ধুলার মধ্যে থাকলে শরীর মন,দুটিই ভাল থাকে। এ ছাড়া এ খেলার মাধ্যমে দেশ কে জাতীয় পর্যায় তুলে ধরা সম্ভব।এড়িয়ে চলা সম্ভব মাদকদ্রব্য থেকে ও।

পরে খেলায় বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন,অতিথিবৃন্দরা।




যশোরে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

ম্যানেজার (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন)।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে সামাজিক বিজ্ঞান/ পরিসংখ্যান/ পরিবেশ বিজ্ঞান/ ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর পাস হতে হবে।

সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে: ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২:০০ এবং ৫:০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২ :৫০ মানের সিজিপিএ থাকতে হবে।

কর্মস্থল

যশোর।

বেতন

ছয়মাস শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ৩০,০০০/-। সন্তোষজনক শিক্ষানবীশকাল শেষে চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন ৩৭,৯৪৩ টাকা, এছাড়া সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত job.jcf@gmail.com পাঠাতে পারবেন।

আবেদনের সময়সীমা

২০ সেপ্টেম্বর,২০২৩।

সূত্র : বিডিজবস




আমির খানের সিনেমায় ফারিণ

আমির খান প্রযোজিত কলকাতার সিনেমায় অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। ‘পাত্রী চাই’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করছেন বিপ্লব গোস্বামী। সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পে নির্মিত এসিনেমায় ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন অর্জুন চক্রবর্তী।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, চিত্রনাট্যকার বিপ্লব জানিয়েছেন, ‌পুরুষতান্ত্রিক সমাজকে নাড়িয়ে দেওয়ার মত গল্প ‘পাত্রী চাই’। এতে আরও অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতা শংকর। আসন্ন পূজোর পরেই শুটিং শুরু হবে সিনেমাটির।

বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। বলছিলেন, তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন। এরপর বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। জানালেন, তার চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় সিনেমা করতে চান। এরপর সেই গল্প নিয়ে তৈরি হয়েছে লাপতা লেডিস। ছবিটি পরিচালনা করেছিলেন কিরণ রাও।

’পাত্রী চাই’ এর পর বলিউডেও সিনেমা পরিচালনা করবেন বিপ্লব। সেই কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে তিনি জানান।




কোটচাঁদপুরে কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ

কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও তাদের মাঝে প্রশিক্ষন সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কোটচাঁদপুরের শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। দরিদ্র মহিলাদের জন্য সম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ( ইরেসপো) এর আয়োজন করেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ঝিনাইদহের উপপরিচালক মোহাম্মদ মুক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার রমিজ উদ্দিন (তপু),সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) আল-আমিন।

এ সময় ওই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী ও প্রকল্পের সদস্যরা। পরে তাদের মধ্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন,অতিথিবৃন্দরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তার হোসেন বলেন,স্কুল পর্যায় থেকে সঞ্চয়ী হিসাবে ছাত্রীদেরকে গড়ে তুলতে এ প্রকল্পের মাধ্যমে তাদের কাছ থেকে সঞ্চয় গ্রহন করা হচ্ছে।




পাকিস্তানে ৬ ফুটবলারকে অপহরণ

পাকিস্তানের বেলুচিস্তান থেকে ছয় ফুটবলারকে অপহরণ করা হয়েছে। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বেলুচিস্তানের দেরা বুগতি জেলার সুই শহরে। ছয় ফুটবলারকে অপহরণের ঘটনায় পাকিস্তানের সব মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সমালোচনাও শুরু হয়েছে সরকারের।

দেশটির স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন বলছে, তাদের অপহরণ করেছে অজ্ঞাতনামা একটি গোষ্ঠী। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তারা নিখোঁজ বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। দেরা বুগতি জেলা থেকে একটি টুর্নামেন্ট শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) ১৬ জন ফুটবলারকে নিয়ে বেলুচিস্তানের দেরা বুগতি জেলার সুই শহরে ফুটবল প্রতিযোগিতায় খেলতে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছনোর আগেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে টিমবাস দাঁড় করিয়ে অপহরণ করা হয় ছয় ফুটবলারকে।

প্রাদেশিক তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন, ‘অপহৃত ফুটবলারদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধারে অভিযান চালিয়েছে এবং আমরা আশা করছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা কোনো ব্রেক-থ্রু পাব।’

পাকিস্তানের মন্ত্রীর অভিযোগ করেন বেলুচিস্তানের জঙ্গি সংগঠন ‘বালুচ রিপাবলিকান আর্মি’-এই কাজ করেছেন। সরফরাজ বলেন, ‘যে কোনও মূল্যে জঙ্গিদের হাত থেকে এই ছয় ফুটবলারকে উদ্ধার করাই একমাত্র লক্ষ্য। সর্বপ্রকার চেষ্টা করা হচ্ছে। আশা করছি, ওরা সুস্থ রয়েছে। সকলকে দ্রুত উদ্ধার করতে সফল হব আমরা।’

সূত্র: ইত্তেফাক




আজ আসছে আইফোন ১৫

আজ (১২ সেপ্টেম্বর) আসছে আইফোন ১৫। নতুন আইফোন নিয়ে অ্যাপলপ্রেমীদের ঘুম নেই। পুরো বিশ্ব অপেক্ষায় সেই বিশেষ মুহূর্তের। অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওয়ান্ডারলাস্ট ইভেন্ট আজ অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ। অধীর আগ্রহে অপেক্ষা করছেন অ্যাপল ইউজাররা। এই বছর অ্যাপল ইভেন্ট বিশেষ হতে চলেছে, কারণ আইফোন ১৫ সিরিজে আগের মডেলের তুলনায় কোম্পানি অনেক আপগ্রেড আনতে চলেছে।

অ্যাপলের এই ওয়ান্ডারলাস্ট ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আজ বাংলাদেশ সময় রাত ১১টায়। অ্যাপল টিভি অ্যাপের পাশাপাশি এই ইভেন্টের লাইভ স্ট্রিম চলবে অ্যাপল ডটকম-এও। অ্যাপল পার্কে আয়োজিত হতে চলেছে এই ইভেন্ট। চাইলে সরাসরি ওয়ান্ডারলাস্ট ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হতে পারেন।

পুরো বিশ্বে রয়েছে আইফোন নিয়ে বাড়তি এক উন্মাদনা। এবার অ্যাপল একসঙ্গে ৫ আইফোন আনছে বাজারে। যেগুলো হবে আগেরগুলো থেকে অনেক উন্নত। শোনা যাচ্ছে, এই আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই চার্জ হবে আইফোন ১৫। আইফোন ১৫ প্রো-তে একটি টাইটানিয়াম ফ্রেম ও গোলাকার টপ নচের সঙ্গে আসবে। এখন পর্যন্ত আইফোনে শার্প এজ পাওয়া যাচ্ছে।

শুধু আইফোন সিরিজ নয়, এর সঙ্গে আরও বেশকিছু পণ্য লঞ্চ করবে অ্যাপল। এবার আইফোন ১৫-এর সঙ্গে আসতে পারে অ্যাপল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপল ওয়াচ আলট্রা ২ এর সঙ্গে আইওএস ১৭, ওয়াচ ওএস ১০, টিভি ওএস ১৭। তবে অ্যাপল নিশ্চিতভাবে কিছুই জানায়নি। নিশ্চিত হতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।

বিশ্লেষক লুক ইন জানিয়েছেন, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চেসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহার করার কারণে আইফোন ১৫ প্রোর দাম বৃদ্ধি পাবে। আইফোন ১৫ প্রো ফোনের দাম ৯৯৯ ডলার থেকে শুরু হতে পারে। আইফোন ১৫ প্লাস ফোনটি ১০৯৯ ডলার সহ আসতে পারে। এছাড়া কোম্পানি আইফোন ১৫ প্রো মডেলটি প্রিমিয়াম রেঞ্জ প্রাইস ১১৯৯ ডলার সহ আসবে। খবর অনুযায়ী অ্যাপেল এবার আইফোন ১৫ প্রো মাক্স এর পরিবর্তে আইফোন ১৫ প্রো আলট্রা হিসেবে আনতে পারে, যার দাম ১২৯৯ ডলার হতে পারে।

সূত্র: ইত্তেফাক




গাংনীর ধানখোলাতে বজ্রপাতে কৃষক আহত

গাংনী উপজেলার ধানখোলা গ্রামে বজ্রপাতে রেজাউল হক (৫০) নামের এক কৃষক আহত হয়েছেন। আহত রেজাউল ধানখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে আকাশ থেকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় রেজাউল গ্রামের একটি মাঠে ধান কেটে বাড়ি ফিরছিলেন। এসময় বিকট শব্দে তার নিকটে বজ্রপাত হয়। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।